Nanu's house is a funny place

in blurt-188398 •  12 days ago 

IMG_20250104_114256_219.jpg

নানুর বাড়িতে ঘুরতে যাওয়া মানেই সব সময় নতুন একটা অভিজ্ঞতা। আরে অভিজ্ঞতাগুলো আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগানো যায় নানুর বাড়ির গল্প মনেই হচ্ছে ছোটবেলার আনন্দ নানুর কাছে আবদার নানার কাছে বিভিন্ন বিষয় চেয়ে নেওয়া এগুলো আসলে আমরা ছোটবেলাতে অনেক বেশি করতাম বর্তমান সময়ে তেমন একটা করা হয় না কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে গেছে কারণ নানা নানা দুইজন মারা গেছে আল্লাহতালা তাদের শান্তি কামনা করুক।

মামা-মামি আর মামাতো বোনদের সাথে সময় কাটানো যেনো একেবারে অন্যরকম মজার জগতে হারিয়ে যাওয়া। এই জগতে যখন একবার প্রবেশ করি সেই জগত থেকে আর ফিরে আসতে মন চায় না আমরা সর্বদাই চেষ্টা করি একটু আনন্দ একটু ভালোবাসা নিয়ে সবার সাথে সময় কাটাতে। এবার নানুর বাড়িতে যাওয়ার ঘটনাটি ছিল ঠিক সেরকমই।

শীতের ছুটিতে আমি আর আমার বাবা-মা নানুর বাড়িতে বেড়াতে গেলাম। আমরা বাড়ি থেকে বের হওয়ার আগেই অনেক বেশি আনন্দ নিয়ে বের হয়েছিলাম কেননা আমরা পথের মধ্যে অনেক বেশি আনন্দ করবো সবাই মিলে হাসি ঠাট্টা করব। বাড়ি পৌঁছাতেই দেখি, মামা-মামি আর মামাতো বোনরা আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের হাসি-খুশি মুখ দেখেই বুঝতে পারলাম, এবার মজা হবে। তাদের এই অপেক্ষায় আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল আমরা কতটা তাদের কাছে প্রিয় ছিলাম আসলে এই মানুষগুলো আমাদের জন্য অনেকটা আগ্রহ নিয়েই অপেক্ষা করছে।

প্রথম দিনের গল্প:
প্রথম দিন সকালেই মামা আমাদের সবাইকে নিয়ে গেলেন পাশের গ্রামে বড় হাটে। এই হাঁটার মধ্যে অনেক মজার বিষয় ঘটে থাকে অনেক ধরনের খেলনার জিনিস এই হার্টের মধ্যে পাওয়া যায় আর বিশেষ করে বিভিন্ন ধরনের মজার বিষয় এখানে আমরা করেছিলাম। সেই হাটে নানা ধরনের পিঠা, ফল আর খেলনার দোকান। মামাতো বোন রিয়া আমাকে বললো, "তুই যে বড় বড় শহরে থাকিস, এই মাটির খেলনা কি দেখেছিস কখনো?" আমি হেসে বললাম, "না রে, এটা তো একেবারে অন্যরকম।"আমার আরেকজন মামাতো বোন এসেছিল তার সাথে আমি এ বিষয়গুলো শেয়ার করলাম আসলে শহরের ছেলে মেয়েরা এগুলো দেখতে পায় না এটা একেবারেই বাস্তব।

IMG_20250104_114255_381.jpg

IMG_20250104_114255_647.jpg

IMG_20250104_114255_901.jpg

হাট থেকে আমরা কয়েকটা মাটির খেলনা আর কিছু কাঠের তৈরি জিনিস কিনে ফিরলাম। বাড়িতে ফেরার পর মামি একটা চমৎকার পিঠা বানিয়ে খাওয়ালেন। আহা, গরম গরম পিঠা খেতে কী যে মজা! সেটার সময় পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম আর শীতের সময় নানা ধরনের পিঠা উৎসব গ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে এই দৃশ্যটা দ্বারা আমরা সহজেই আমাদের প্রিয় মানুষগুলোকে কাছে পাই যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

দ্বিতীয় দিনের অভিযান:
পরদিন মামা বললেন, "চলো সবাই মিলে নদীর পাড়ে যাই।" নদীর পাড়ে গিয়ে মনে হলো, একেবারে প্রকৃতির মাঝে চলে এসেছি। প্রকৃতির কাছাকাছি গেলে আমাদের মনে এমনিতেই ভালো হয়ে যায় আমরা আরো বেশি ঘুরাঘুরি করার জন্য আমি আর রিয়া একসাথে নৌকায় চড়ে পুরো নদীর ধারে ঘুরলাম। নৌকা থেকে দেখলাম কত পাখি আর সবুজ গাছপালা। নদীর পাড়ে মানুষ মাছ ধরে বেড়াচ্ছে আসলে নদীর মাছ খুবই মজার একটা মাছ অনেক ধরনের মজার মাছ নদীতে পাওয়া যায় মামা বেশ কিছু মাছ কিনে নিয়ে এসেছিলেন বাড়ির জন্য।

এরপর মামাতো বোনেরা সবাই মিলে একটা ছোট বনভোজনের আয়োজন করলো। শীতের সময় বনভোজন মানে হচ্ছে অন্যরকম একটা আনন্দ যেটাকে আমরা বইয়ের ভাষায় পিকনিক বলতে পারি। গ্রামের মানুষজনও যোগ দিল। হাসি-আনন্দে দিন কেটে গেল। সন্ধ্যায় আমরা নদীর পাড়ে বসে মাটির চুলায় রান্না করা খিচুড়ি আর মাছ ভাজা খেলাম। সবার মধ্যে যেন এক অসাধারণ মিল-বন্ধন। মাঠের চুলায় রান্না করা খাবারগুলো অনেক বেশি মজার হয়ে থাকে আর মাটির চুলার রান্না আমাদের পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা নিশ্চয়ই পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।

শেষ দিনের মজা:
শেষ দিনে মামি আমাদের সবাইকে নিয়ে গেলেন গ্রামের মেলায়। মেলায় এত কিছু ছিল যে চোখ ফেরানো মুশকিল। রঙিন বেলুন, কাঠের ঘোড়া, নাগরদোলা—সবকিছুতেই যেন এক আলাদা জাদু। রিয়া আর আমি মিলে নাগরদোলায় চড়ে অনেক মজা করলাম। মামী আমাদেরকে অনেক কিছু কিনে দিয়েছে এবং অনেক খাবার উনি আমাদেরকে কিনে দিয়েছে যেগুলো আমরা বাড়িতে নিয়ে আসলাম আসলে গ্রামের মেলায় এত পরিমাণে সুন্দর হয় সেটা আমার জানা ছিল না কেননা আমি এই প্রথম গ্রামের মেলায় গিয়েছিলাম।

মেলা শেষে মামা একটা বড় আইসক্রিম কিনে দিলেন। আর মনে মনে চিন্তা করলাম শীতের সময় আসলে আইসক্রিম খাওয়াটাও আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে কেননা প্রচুর পরিমাণে ঠান্ডা তার পরেও সেটা খেতে খেতে ভাবছিলাম, এই সময়গুলো কত সুন্দর! নানুর বাড়ির এই ঘোরাঘুরির মজা সত্যিই অন্যরকম। এই সময় গুলো এখন বর্তমান সময়ের স্মৃতি কেননা সেটা আমরা পার করে ফেলেছি আর স্মৃতিগুলো আমাদেরকে কাটিয়ে দিতে হবে আরো অনেকদিন।

এই তিন দিনের আনন্দ আর ভালোবাসার স্মৃতি নিয়ে আমরা যখন বাড়ি ফিরলাম, তখন মনে হলো, জীবনটা আসলেই সুন্দর যদি এর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা যায়। তাই আমি সবাইকেই বলবো নিজেরা নিজেদের জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করার চেষ্টা করুন আর সেই মুহূর্তগুলোকে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য অবশ্যই আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু চেষ্টা করে যান ধন্যবাদ ভাল থাকবেন।

Visiting Grandma's house is always a new experience. These experiences can be used in different ways at different times in our lives. The story of Grandma's house reminds me of the joy of childhood. Asking Grandma for various things, asking Grandma for help, and asking Grandma for various things. In fact, we used to do these things a lot when we were children. Nowadays, we don't do them much. It's as if everything has become chaotic because two of our grandparents have passed away. May Allah grant them peace.

Spending time with my maternal uncles and cousins is like getting lost in a completely different and fun world. Once we enter this world, we never want to come back. We always try to spend time with everyone with a little joy and a little love. This time, going to Nanu's house was exactly like that.

During the winter vacation, my parents and I went to visit my grandmother's house. We left home with a lot of joy before we left because we would have a lot of fun on the way, laughing and joking together. When we reached home, I saw my uncles and cousins waiting for us. Seeing their smiling faces, I knew that this time it would be fun. Their waiting made us understand how much we were dear to them, in fact, these people were waiting for us with great interest.

Story of the first day:

IMG_20250104_114255_531.jpg

IMG_20250104_114255_887.jpg

IMG_20250104_114255_712.jpg

IMG_20250104_114255_470.jpg

On the first morning, my uncle took us all to a big market in a nearby village. Many interesting things happen during this walk. Many types of toys are available in this market and we especially did various interesting things here. There are various types of pitha, fruits and toy shops in that market. My cousin Riya said to me, "Have you ever seen these clay toys in the big city you live in?" I laughed and said, "No, this is completely different." I shared these things with another cousin of mine who came. In fact, city boys and girls do not see these things, this is absolutely true.

We returned from the market after buying some clay toys and some wooden things. After returning home, my mother made a wonderful pitha and fed us. Oh, what fun it is to eat hot pitha! The fun of eating pitha during that time is different and during winter, various types of pitha festivals are held in the village. This scene easily brings us closer to our beloved people, which I like very much.

Second day's expedition:
The next day, my uncle said, "Let's all go to the river bank." When we went to the river bank, we felt like we were in the middle of nature. Being close to nature makes us feel good. To explore more, Riya and I boarded a boat together and went around the entire river. From the boat, I saw many birds and green plants. People were fishing on the river bank. In fact, river fish are a very interesting fish. There are many types of interesting fish found in the river. My uncle bought several fish to take home.

Then the cousins all organized a small forest feast. In winter, a forest feast means a different kind of joy, which we can call a picnic in the language of books. The people of the village also joined in. The day passed with laughter and joy. In the evening, we sat on the bank of the river and ate khichuri and fried fish cooked in a clay oven. There was a wonderful bond between everyone. The food cooked in a field oven is much more delicious and everyone in our family likes cooking in a clay oven very much. If you like it, please let us know in the comment box.

Last day fun:
On the last day, Mami took us all to the village fair. There was so much at the fair that it was difficult to take your eyes off it. Colorful balloons, wooden horses, Nagardola—everything seemed to have a different magic. Riya and I had a lot of fun riding Nagardola together. Mami bought us a lot of things and she bought us a lot of food that we brought home. Actually, I didn't know that there were so many beautiful things at the village fair because this was the first time I went to the village fair.

After the fair, my uncle bought me a big ice cream. And I thought to myself that in winter, eating ice cream would be very difficult for us because it was very cold. Even then, while eating it, I thought, how beautiful these times are! This fun of roaming around Nanu's house is really different. These times are now memories of the present time because we have passed them and we will have to spend the memories for a long time.

When we returned home with the memories of these three days of joy and love, it felt like life is truly beautiful if you can enjoy its small moments. So I would like to tell everyone to try to enjoy the small moments of your life and definitely try as much as you need to capture those moments in your memories. Thank you, be well.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  12 days ago  ·  

আপনার ফটোগ্রাফি ও লেখা গুলো আমার অনেক ভালো লেগেছে।

  ·  11 days ago  ·  

অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।