I revisited old memories

in blurt-188398 •  2 months ago 

Two years ago, in the year 2023, I went to Dhaka city after taking the SSC exam. I couldn't decide where to go. What to do for these three months. After that, my mother contacted my uncle. He said, "Send me to Dhaka city. It would be good for me to finish my computer studies in Dhaka. There shouldn't be much trouble. My cousin is a computer engineer and can operate computers very well and has a good job."

Hearing this, my mother felt like she had found a golden deer in her hand. Then she sent me to Dhaka city with my father. I didn't have much hope. There are some reasons not to come to Dhaka. I am today. I have visited many places in Dhaka, apart from the National Assembly Building, which I liked a lot.

IMG_20241126_153251_067.jpg

IMG_20241126_153251_861.jpg

First of all, I will share with you the reasons for not coming to Dhaka. The first reason is the traffic jam in Dhaka which I do not like at all. There is so much traffic jam in Dhaka city which is beyond imagination. Even then, due to the construction of a flyover in 2023, the traffic jam has reduced a lot. But when I used to come to Dhaka as a child, when I had to stand in traffic jams and traffic for hours, I used to think how people live in Dhaka city.

The second reason is environmental pollution. You will see that garbage is scattered in different parts of Dhaka city, which can be one of the special reasons for the common people to live because people cannot live there due to the smell of this garbage. Let alone living there, even if you walk past there or drive by, the smell of garbage makes people stop breathing. It especially bothers me a lot, but I have seen that people have a lot of problems while passing there or crossing that place. I think if the senior government officials who are there would have taken care of this issue, or the people of Dhaka city would have gotten some relief.

The third reason is that accidents happen in Dhaka city but accidents happen everywhere. To prevent these accidents, the higher officials must take a big step because in such accidents, people lose their lives, people die, people get injured. If a person from a poor family dies or gets injured in such an accident, then it is not possible for that poor family to get treatment or if he dies, that poor family will completely collapse. These things should be kept in mind.

IMG_20241126_153251_554.jpg

IMG_20241126_153251_452.jpg

Especially for these three reasons, I don't want to go to Dhaka city much or even staying there seems very difficult to me. There are many people who go to different places from home, but many kinds of problems arise during this trip. Sometimes, you have to sit in the bus for hours. Due to traffic, when you go to different places, there is such a crowd of people that it is impossible to imagine. So when I went to Dhaka, five or six days after I went, I went with my cousin to see the Parliament Building in Dhaka.

She is a third year honors student at Dhaka University, with good academics. Maybe I will have to go to Dhaka after completing my intermediate. My mother has a dream and I want to go with her to fulfill that dream. But when I think of the problems in Dhaka, I don't want to go to Dhaka at all. We left at 10 am and my sister told me that she has a class and after completing the class, we will go to see the Parliament building.

That's what we did, we left the house and went to his university, then from there he went to class, I sat in the hall, actually there were a lot of people traveling there, I was feeling very uneasy, I was texting my sister repeatedly, she said no problem, you sit down, I have some friends I know, I will send them to you.

After a while, I saw my elder sister come to me and we talked to her. After talking, my sister's class was almost over, then my sister and I left to reach our destination, but it took us two hours to reach there due to the heavy traffic on the road.

After trying a lot, we went near the Dhaka Parliament Building, but there was no rule to enter inside, due to which I took some photographs from a distance and there is a well next to it, we took some photographs from there too, we left from there to see the memorial, the National Shaheed Minar, actually these places seem much more beautiful to me and I feel like many memories are associated with this place.

There is a reason behind this feeling, that is, when we celebrate a program on February 21 every year in school in memory of those who were martyred in the liberation of Bangladesh, the things we celebrate in that program, while visiting the National Memorial and Shaheed Minar, those memories came back to me again and again. I thought about how many martyrs have given us our independent Bangladesh in exchange for their blood.

We wandered around for a long time, we played fucha and there I saw many types of people traveling, many types of people and memorials, magicians and the place where fire is lit, which I liked very much. After wandering around, we came home around seven in the evening. Now, you may be wondering what we did until now. Actually, there was a traffic jam. Then a friend of yours came to meet him, due to which I served a very nice place at three o'clock, but as I said, due to some problems, I did not leave the house for the next time.

বিগত দুই বছর আগের সালটা ২০২৩ সাল গিয়েছিলাম ঢাকা শহরে এসএসসি পরীক্ষা দেয়ার পর আসলে কোথায় যাব ঠিক করতে পারছিলাম না আর কি করবো এই তিনটা মাস এর পরে আম্মু মামার সাথে যোগাযোগ করলেন মামা বললেন ঢাকা শহরে পাঠিয়ে দাও ঢাকায় এসে কম্পিউটারটা শিখা শেষ করলে তার জন্য ভালই হবে তেমন একটা ঝামেলা হওয়ার কথা না আবার আমার মামাতো ভাই বড়জন কম্পিউটার ইঞ্জিনিয়ার ও বেশ ভালো কম্পিউটার চালাতে পারে এবং ভালো একটা জব করে।

IMG_20241126_153251_267.jpg

IMG_20241126_153252_040.jpg

এই কথা শুনে আম্মু যেন হাতে সোনার হরিণ পেয়ে গেল এরপর আব্বুর সাথে আমাকে ঢাকা শহরে পাঠিয়ে দিল আমার আশা তেমন একটা ইচ্ছে ছিল না ঢাকায় না আসার কিছু কারণ রয়েছে আমি আজকে সে কারণগুলো এবং ঢাকায় আমি জাতীয় সংসদ ভবন ছাড়াও অনেক জায়গায় ঘুরিয়ে বেরিয়েছে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করব ঢাকায় না আসার কারণ গুলো প্রথম কারণ হচ্ছে ঢাকার যানজট যেটা আমার একেবারেই পছন্দ না এত পরিমাণে যানজট ঢাকা শহরে রয়েছে যেটা কল্পনারও বাহিরে তারপরেও ২০২৩ সালে মোটামুটি ফ্লাইওভার হওয়ার কারণে যানজট এর পরিমাণ অনেকটাই কমেছে তবে আগে যখন ছোটবেলা ঢাকায় আসতাম তখন ঘন্টার পর ঘন্টা যখন যানজট এবং ট্রাফিকের মধ্যে পড়ে থাকতে হতো তখন আমার মনে হতো ঢাকা শহরে যারা বাস করে তার কিভাবে বাস করে।

দ্বিতীয় কারণ হচ্ছে পরিবেশ দূষণ আপনারা দেখবেন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকে যেটা সাধারণ মানুষের জন্য বেঁচে থাকার অন্যতম একটা বিশেষ কারণ হতে পারে কেননা এই ময়লার গন্ধে মানুষ সেখানে থাকতে পারে না সেখানে থাকা তো দূরের কথা সেখানে পাশ দিয়ে হেঁটে গেলেও অথবা গাড়ি দিয়ে গেলেও ময়লার গন্ধে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বিশেষ করে আমার অনেক কষ্ট হয় তবে আমি দেখেছি ওখান দিয়ে যাওয়ার সময় বা ওই জায়গাটা ক্রস করার সময় মানুষের অনেক বেশি সমস্যা হয় আমার মনে হয় সরকারের ঊর্ধ্বতন কর্মীকর্তা যারা রয়েছে তারা যদি এই বিষয়টা একটু খেয়াল রাখত তাহলে অথবা ঢাকা শহরের মানুষ কিছুটা হলেও স্বস্তি পেত।

তৃতীয় কারণ হচ্ছে এক্সিডেন্ট ঢাকা শহরে কিন্তু অহরহর যে কোন জায়গায় হুটহাট এক্সিডেন্ট হয়ে যায় এই অ্যাক্সিডেন্টগুলো রক্ষা করার জন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেক বড় একটা পদক্ষেপ নেয়া উচিত কেননা এই ধরনের অ্যাক্সিডেন্টের মানুষের প্রাণহানি হয় মানুষ মারা যায় মানুষ আহত হয় একটা দরিদ্র ফ্যামিলির মানুষ যদি এই ধরনের অ্যাক্সিডেন্টে মারা যায় অথবা আহত হয় তাহলে তার চিকিৎসার করা আসলে ওই দরিদ্র ফ্যামিলির পক্ষে সম্ভব না কিংবা মারা গেলে ওই দরিদ্র ফ্যামিলি একেবারে ভেঙ্গে পড়ে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখা উচিত।

বিশেষত এই তিনটা কারণে আমি ঢাকা শহর তেমন একটা যেতে চাই না বা ওখানে থাকাটাও আমার কাছে অনেক বেশি কষ্টকর মনে হয় অনেকেই আছে বাসা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কিন্তু এই ঘুরতে যাওয়ার মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয় মাঝে মাঝে দেখা যায় বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় ট্রাফিকের কারণে আবার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেলে মানুষের এত পরিমাণে ভিড় হয় যেটা কল্পনাও করা কখনো সম্ভব নয় তো আমি যখন ঢাকায় গিয়েছিলাম যাওয়ার পাঁচ ছয় দিন পরে আমি আমার মামাতো বোনের সাথে ঢাকার সংসদ ভবন দেখার জন্য গিয়েছিলাম।

ও ঢাকা ভার্সিটিতে অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ভালো মোটামুটি পড়াশোনা আমারও হয়তোবা ইন্টার কমপ্লিট হলে ঢাকায় যেতে হবে আম্মুর একটা স্বপ্ন আছে আমাকে নিয়ে আমিও চাই আম্মুর সেই স্বপ্নটা পূরণ করার জন্য কিন্তু ঢাকার এই সমস্যাগুলোর কথা মনে পড়লে আমার ঢাকা যেতে একেবারেই ইচ্ছা করে না। আমরা বের হয়েছিলাম সকাল দশটায় আপু আমাকে বলল ওর একটা ক্লাস আছে ক্লাসটা কমপ্লিট করে আমরা তারপর সংসদ ভবন দেখতে যাব।

যে কথা সেই কাজ আমরা বাসা থেকে বেরিয়ে ওর ভার্সিটিতে চলে গেলাম এরপর ওখান থেকেও ক্লাসে চলে গেল আমি হলরুমে বসে থাকলাম আসলে ওখানে অনেক মানুষ যাতায়াত করে আমি অনেক বেশি আন ইজি ফিল করছিলাম বারবার আপুকে টেক্সট করছিলাম আপু বলল অসুবিধা নেই তুমি বসে থাকো আমার পরিচিত কিছু বান্ধবী আছে আমি ওদেরকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি।

IMG_20241126_153251_325.jpg

একটু পরেই দেখলাম বড় আপুর আমার কাছে চলে এসেছে আমাদের সাথে গল্প করলাম গল্প করার পরে মোটামুটি আপুর ক্লাস শেষ হয়ে গেল এরপর আমি আর আপু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কিন্তু ওখানে পৌঁছাতে আমাদের দুই ঘন্টা সময় লেগে গেল রাস্তার মধ্যে অতিরিক্ত জ্যাম থাকার কারণে।

মোটামুটি অনেক চেষ্টা করে আমরা ঢাকা সংসদ ভবনের কাছাকাছি গেলাম কিন্তু ভেতরে ঢোকার কোন নিয়ম ছিল না যার কারণে আমি দূর থেকে কিছু ফটোগ্রাফি তুলে নিয়েছিলাম এবং তার পাশে একটা কুয়া রয়েছে ওখান থেকেও কিছু ফটোগ্রাফি তুলে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম স্মৃতিসৌধ দেখার জন্য জাতীয় শহীদ মিনার আসলে এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এবং অনেক স্মৃতি এ জায়গার সাথে জড়িয়ে আছে এমন মনে হয়।

এটা মনে হওয়ার পেছনের একটা কারণ আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা যখন প্রতিবছর স্কুলে থাকাকালীন একুশে ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান পালন করি ওই অনুষ্ঠানের যেই বিষয়গুলো আমরা পালন করে থাকি জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনার দেখার সময় আমার ওই স্মৃতিগুলো বার বার মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল কত শহীদ তাদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশে আমাদেরকে উপহার দিয়েছে।

অনেকটা সময় ঘোরাঘুরি করলাম আমরা ফুচকা খেলাম এবং ওখানে দেখলাম অনেক ধরনের মানুষ যাতায়াত করে অনেক ধরনের মানুষ ও স্মৃতিসৌধ জাদুকর এবং আগুন জ্বালানোর যে জায়গাটা রয়েছে ওখানেও যায় যেটা আমার কাছে বেশ ভালো লাগলো ঘোরাঘুরি করে মোটামুটি সন্ধ্যা সাতটার দিকে আমরা বাসায় চলে আসলাম এখন হয়তোবা আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা এতক্ষণ কি করলাম আসলে যানজট তারপরে আপুর একটা ফ্রেন্ড তার সাথে দেখা করতে এসেছিল যার কারণে আমি খুব সুন্দর তিনটার জায়গা পরিবেশন করেছিলাম তবে ওই যে বললাম কিছু সমস্যা এই সমস্যার কারণে আমি বাসা থেকে পরবর্তী সময় আর বের হয়নি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

ঢাকা শহর আমার ভালো লাগে না।

  ·  2 months ago  ·  

একেবারেই ঠিক বলেছেন এখানে যানজট থাকার কারণে অনেক বেশি খারাপ লাগে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।