As always, there is no explanation for friendship for me. For me, friendship is the people closest to me who can make my happiness, sadness, joy, and pain disappear in an instant. A friend means a part of the family, even if they are not related by blood, this relationship is much more beautiful. For those who have a good friend in their life, the bond of that friendship is much stronger than that of their own relatives.
Some may be reluctant to accept this, while others may say, "What is this?" Actually, I think friendship is a very small word, but within this word you will find unfathomable happiness. You will find the best moment of your life. You will find the most beautiful moment of your life. If you can make use of that moment, then you will be able to live a beautiful life.
If you want to enjoy every moment of your life, then you really need a good friend in your life, whether it is now or in the future. In the present, many people do not know how to value friendship. Many people sell their friendship to others for their own interests. Many people cannot maintain their friendship. Is this right at all?
Your friendship should be such that you can proudly say in front of ten people that your friend is you. I am very happy to have him as a friend. But nowadays, such people are not available. Friendship is a very soft thing that if you talk a little harshly, it will end. If you talk a little too soft, your importance will decrease. Now, it is up to you to decide at what level to keep it.
My circle of friends holds a huge place for me. The most space in my heart is occupied by my friends, those whom I love and miss very much. But suddenly, if a friend falls ill or something happens to them, the level of sadness becomes so high that it is impossible to explain it to anyone. Then I feel like flying like a bird and seeing them once, I feel like expressing my feelings to them.
You will find friendship in every moment of your life. Friendship is a very valuable thing. If you have such a friend in your life, then definitely try to keep him/her close. The more you can keep your friend close, the more your friendship will last. A good friend is very necessary to make the future beautiful, and a good friend plays a very important role in giving you unwavering happiness.
Yes, maybe more or less everyone knows that I am currently going through depression. I don't know when or what I decided, but I am trying to manage everything a little. I don't know if I will be able to handle everything properly. Even then, I will say that my friends are the best for me because when they saw that I was sad, they came to my house and took me out for a walk.
Although my father forbade it, my mother did not agree, but even after that, they begged me a lot and took me away from my mother. In fact, I like to roam around in open places a lot. You have understood this quite well in some of my posts. My friendship is something where I put my friends above everything else. After my parents, if I love anyone, it is my friends. After the only creator, if I fear anyone, it is my friends.
Just as friends take care of my good and bad, they also take care of me if I make a mistake. I think you need friends in life who will make you understand your good and bad sides and also take care of how to make things better if you are upset.
We took several nature photographs while traveling, and I am sharing them with you. Please pray for my friends, so that they can stay with me like this for the rest of their lives, and so that I can love and cherish them like this. If you have such a friend in your life, then definitely mention him/her and express your love to him/her.
বরাবরের মতোই আমার কাছে বন্ধুত্বের কোন ব্যাখ্যা নেই আমার কাছে বন্ধুত্ব হচ্ছে আমার সবচাইতে কাছের মানুষগুলো যারা কিনা আমার সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু একেবারেই নিমিষেই দূর করে দিতে পারে বন্ধু মানে হচ্ছে পরিবারের একটা অংশ রক্তের সম্পর্ক না থাকলেও এই সম্পর্ক অনেক বেশি সুন্দর যারা একটা ভালো বন্ধু জীবনে পেয়েছে তাদের কাছে নিজের আত্মীয়-স্বজনের চাইতেও ওই বন্ধুত্বের বন্ধ অনেক বেশি।
কেউ হয়তোবা এই কথাটা মানতে নারাজ হবে আবার কেউ বলবে ধুর এটা কোন কথা হল আসলে আমার কাছে মনে হয় বন্ধুত্ব হচ্ছে খুবই ছোট্ট একটা শব্দ কিন্তু এই শব্দের মাঝেই আপনি অনাবিল সুখ খুজে পাবেন আপনি খুঁজে পাবেন আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত আপনি খুঁজে পাবেন আপনার জীবনের সবচাইতে সুন্দর মুহূর্ত সেই মুহূর্তটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর জীবন যাপন করতে পারবেন।
জীবনের প্রতিটা মুহূর্ত যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনার জীবনে একজন ভালো বন্ধুর খুব প্রয়োজন সেটা এখন হোক কিংবা ভবিষ্যতে তারপর বর্তমান সময়ে বন্ধুত্বের মূল্য অনেকেই দিতে জানে না অনেকেই স্বার্থের কারণে তার বন্ধুত্বের ভালোবাসা বিক্রি করে দেয় অন্যের কাছে অনেকেই নিজের বন্ধুত্বকে আগলে রাখতে পারেনা এটা করা কি মোটেও ঠিক।
আপনার বন্ধুত্ব এমন হওয়া উচিত যেন আপনার বন্ধু আপনাকে নিয়ে দশ জনের সামনে গর্ব করে বলতে পারি ওকে বন্ধু হিসেবে পেয়ে আমি অনেক বেশি আনন্দিত কিন্তু বর্তমান সময়ে এমন মানুষ পাওয়া যায় না বন্ধুত্ব খুবই নরম একটা জিনিস যেটা আপনি একটু হার্ড হয়ে কথা বললে শেষ হয়ে যাবে আবার একটু বেশি নরম হলে আপনার গুরুত্ব কমে যাবে এখন সিদ্ধান্ত আপনার কোন পর্যায়ে এটাকে রাখবেন।
আমার বন্ধু মহল আমার কাছে বিরাট একটা জায়গা ধরে রয়েছে আমার মনের যতটুকু জায়গা আছে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে আমার বন্ধু হল যাদেরকে আমি অনেক ভালবাসি অনেক বেশি মিস করি কিন্তু হঠাৎ করে যদি কোন বন্ধু অসুস্থ হয়ে পড়ে বা তাদের কিছু হয়ে যায় তখন মন খারাপের মাত্রা এতটাই বেশি হয়ে যায় যেটা বলে বোঝানো কাউকে সম্ভব না তখন মনে হয় পাখির মত উড়ে গিয়ে তাকে একবার দেখি তখন মনে হয় তার কাছে নিজের মনের অনুভূতি কিভাবে প্রকাশ করে।
জীবনের প্রতিটা মুহূর্তে আপনি বন্ধুদের কাছে পাবেন বন্ধুত্ব খুবই মূল্যবান একটা জিনিস যদি আপনার জীবনে এমন বন্ধু পেয়ে থাকেন তাহলে অবশ্যই তাকে আগলে রাখার চেষ্টা করুন আপনি আপনার বন্ধুটাকে যত বেশি আগলে রাখতে পারবেন আপনার বন্ধুত্ব ততটাই টিকে যাবে ভবিষ্যৎ সুন্দর করার জন্য একজন সুন্দর খুব প্রয়োজন আর একজন সুন্দর বন্ধু আপনাকে অনাবিল সুখ দিতে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হ্যাঁ হয়তোবা কমবেশি সবাই জানে বর্তমান সময়ে ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমি দিন পার করছি কখন কি সিদ্ধান্ত নিয়েছি নিজেও জানিনা তবে চেষ্টা করে যাচ্ছি সবকিছু একটু সামলে নেয়ার জন্য জানিনা সবকিছু সঠিকভাবে সামলাতে পারবো কিনা। তারপরেও বলবো আমার বন্ধুরা আমার জন্য সেরা কেননা আমার মন খারাপ দেখে তারা আমার বাড়ি আসলো এবং আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য বের হলো।
যদিও আব্বু বারণ করেছে আম্মু রাজি হচ্ছিল না কিন্তু তার পরেও তারা অনেকটা অনুরোধ করে আম্মুর কাছ থেকে আমাকে নিয়ে গেল আসলে খোলামেলা জায়গায় ঘোরাঘুরি করতে আমি অনেক বেশি পছন্দ করি এটা আমার মত কয়েকটা পোস্টে আপনার বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন আমার বন্ধুত্বটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমি আমার বন্ধুদেরকে সবার উপরে রাখি বাবা মায়ের পরে যদি আমি কাউকে ভালোবাসি সেটা হচ্ছে আমার বন্ধুরা একমাত্র সৃষ্টিকর্তার পরে আমি যদি কাউকে ভয় পাই সেটা হচ্ছে আমার বন্ধুরা।
বন্ধুরা যেমন আমার ভাল মন্দের খেয়াল রাখে ঠিক তেমনি আমি যদি কোন ভুল করি সেটার খেয়ালও তারা রাখে আমার মনে হয় জীবনে এমন বন্ধু গুলো খুব প্রয়োজন যারা আপনাকে আপনার ভালো-মন্দ কোন জায়গা থেকে কি হবে সবকিছু বুঝতে দেবে এবং আপনার মন খারাপ হলে সেটাকে কিভাবে ভালো করা যায় সেই দিকেও খেয়াল রাখ।
ঘুরতে যাওয়ার মুহূর্তে আমরা বেশ কিছু প্রকৃতির ফটোগ্রাফি তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বন্ধুদের জন্য দোয়া করবেন সবাই তারা যেন সারা জীবন এভাবে আমার সাথে থাকতে পারে আমিও যেন তাদেরকে এভাবেই ভালোবেসে আগলে রাখতে পারি আপনার জীবনে যদি এমন কোন বন্ধু থাকে অবশ্যই তাকে মেনশন করবেন এবং আপনার ভালোবাসা তার কাছে প্রকাশ করবেন।