The joy of our picnic last winter

in blurt-188398 •  yesterday 

We all love spending time with our loved ones. Meeting our loved ones feels like our own friends. Based on that, I talk to my loved ones. I always try to keep everyone's hearts engaged, but sometimes it seems that our loved ones leave such scars on our hearts that we can never believe it.

To make our lives a little happier and more colorful. Every moment of life is special, but the moments spent with loved ones become even brighter. Happiness may not last for very long. The experience of sharing these moments of happiness remains indelible in our memories. I am sharing one such story, where the moments of sharing happiness with loved ones have taught me a new meaning of life. This lesson should definitely be taken by each of us in every moment of life if you love your loved ones more than yourself.

IMG_20250119_201705_134.jpg

IMG_20250119_201704_544.jpg

IMG_20250119_201704_878.jpg

One morning last winter, we all planned a rural trip together to celebrate my close friend's birthday. Not everyone can enjoy so much joy in the city, but we wanted to spend some time away from the hustle and bustle of the city, close to nature. To fulfill this desire, we all set out together at dawn. The destination was a small riverside village, where peace and solitude were calling.

We spent time laughing, singing, and talking as we went along. When we reached a small village, everything seemed to be going at a different pace. We never thought that we would have so much fun in the car on the way. Since we don't have a river here, we tried to go closer to the river. The sound of the river, the dewy fields, the chirping of birds—everything was soothing to the mind. We climbed into a small hut, from where we could enjoy the beauty of the river. In fact, we were overwhelmed with joy at seeing so many beautiful houses by the river. These places were very special to us.

In the afternoon, we cooked in a rural environment, helped each other, arranged everything, and after eating, we all went down to bathe in the river. The joy of getting into the river for the first time was the different, cold water of winter seemed to remove all our fatigue. When we enjoyed the rural environment very closely, our hearts were filled with much more joy. The moments of everyone's laughter and joy were priceless. In the afternoon, we played football with the village children. Their simple smiles filled our hearts. This environment played a very sufficient role in calming the heart.

IMG_20250119_201705_200.jpg

IMG_20250119_201704_785.jpg

IMG_20250119_201705_207.jpg

IMG_20250119_201704_851.jpg

IMG_20250119_201704_602.jpg

In the evening, when we all sat together with a cup of tea in our hands and watched the sunset, I realized that these moments of joy are the real essence of life. This joy may have been fleeting in our lives, but every moment shared with our loved ones enriches our lives. In a rich life, we try to be good. To be a little better with everyone, that night we all lit a fire, sat around it, sang songs, told stories, and laughed. When we were happy, we tried to enjoy our lives more.

This journey has taught me that the real joy of life lies in the time spent with loved ones. Try to spend the most precious moments of life with your loved ones. These memories are still shining in my heart, and every moment will remind me how much you enjoyed your joy, that sharing joy is the fulfillment of life. Let us try to give some time to our loved ones, enjoy some joy together, and be well.

প্রিয় মানুষের সাথে সময় কাটাতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করে থাকি প্রিয় মানুষ আমাদের জন্য সাক্ষাৎ মনে হয় নিজেদের বন্ধু আমি সেটার উপর ভিত্তি করেই আমি আমার প্রিয় মানুষগুলোর সাথে কথা বলে থাকি আমি সর্বদাই চেষ্টা করি সবার মন জড়িয়ে চলার জন্য তবে মাঝে মাঝে দেখা যায় প্রিয় মানুষগুলো আমাদের মনে এমন কিছু দাগ কেটে দেয় যেটা আমরা কখনোই বিশ্বাস করতে পারি না।

আমাদের জীবনটাকে একটু আনন্দময় এবং রংবেরঙের করার জন্য। জীবনের প্রতিটি মুহূর্তই বিশেষ, কিন্তু প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে। আনন্দটা হয়তোবা খুব বেশি সময়ের জন্য নয়। আনন্দের এই ক্ষণগুলো ভাগাভাগি করে নেয়ার অভিজ্ঞতা আমাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকে। এমনই একটি গল্প শেয়ার করছি, যেখানে প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগির মুহূর্তগুলো আমাকে নতুন করে জীবনবোধের শিক্ষা দিয়েছে। জীবনের প্রতিটা মুহূর্তে এই শিক্ষাটা অবশ্যই আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত যদি আপনি আপনার প্রিয় মানুষগুলোতে আপনার চাইতে অনেক বেশি ভালোবেসে থাকেন।

গত শীতের এক সকালে, আমার ঘনিষ্ঠ বন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে এক গ্রামীণ ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। শহরের মধ্যে সবাই কিন্তু এত বেশি আনন্দ উপভোগ করতে পারে না শহরের কোলাহল থেকে দূরে, প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর ইচ্ছা ছিল আমাদের। এই ইচ্ছেটাকেই পূরণ করার জন্য ভোরবেলায় সবাই মিলে বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল একটি ছোট নদীর ধারে অবস্থিত গ্রাম, যেখানে শান্তি আর নির্জনতা হাতছানি দিয়ে ডাকছিল।

পথে যেতে যেতে আমরা হেসে, গেয়ে, গল্প করে সময় কাটালাম। ছোট্ট একটি গ্রামে পৌঁছে দেখলাম, সেখানে সবকিছু যেন এক অন্যরকম ছন্দে চলছে। পথের মধ্যে আমরা গাড়িতে এত পরিমাণে আনন্দ করবো সেটা আমরা চিন্তাও করিনি আমাদের এখানে যেহেতু নদী নেই তাই আমরা নদীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলাম। নদীর কোলাহলে শিশির ভেজা মাঠ, পাখির কূজন—সবকিছুই মনকে প্রশান্তি দিচ্ছিল। আমরা একটি ছোট কুঁড়েঘরে উঠলাম, যেখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করা যাচ্ছিল। আসলে নদীর পাশে এত সুন্দর সুন্দর ঘর গুলো দেখে আমরা অনেক বেশি আনন্দে আত্মহারা হয়ে গেলাম এই জায়গাগুলো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল ছিল।

দুপুরে গ্রাম্য পরিবেশে রান্না করা সবাই মিলে একসাথে সাহায্য করা সবকিছু গুছিয়ে দেয়া রান্না করার পরে খাবার খেয়ে, আমরা সবাই মিলে নদীতে গোসল করতে নামলাম। নদীর পানিতে প্রথম নামার আনন্দটাই ছিল অন্যরকম শীতের হিমশীতল পানি যেন আমাদের সকল ক্লান্তি দূর করে দিল। গ্রামীন পরিবেশটা যখন আমরা খুব কাছ থেকে উপভোগ করলাম তখন অনেক বেশি আনন্দে আমাদের মন ভরে গেল। সবার হাসি-আনন্দে মুহূর্তগুলো ছিল অমূল্য। বিকেলের দিকে গ্রামের শিশুদের সাথে ফুটবল খেলায় মেতে উঠলাম। তাদের সাদাসিধে হাসি আমাদের হৃদয় ভরিয়ে দিল। হৃদয়টাকে শান্ত করার জন্য এই পরিবেশটা অনেক বেশি যথেষ্ট ভূমিকা পালন করেছে।

সন্ধ্যায় যখন আমরা সবাই একসাথে বসে চায়ের কাপ হাতে নিয়ে সূর্যাস্ত দেখছিলাম, তখন বুঝতে পারলাম—এই আনন্দের মুহূর্তগুলোই জীবনের আসল রসদ। এই আনন্দটা হয়তোবা আমাদের জীবনে ক্ষণস্থায়ী ছিল কিন্তু প্রিয় মানুষের সাথে ভাগাভাগি করে নেয়া প্রতিটি ক্ষণই আমাদের জীবনকে সমৃদ্ধ করে।‌ সমৃদ্ধ জীবনে আমরা ভালো থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে একটু ভালো থাকার জন্য সেই রাতে আমরা সবাই মিলে আগুন জ্বালিয়ে চারপাশে বসে গান গাইলাম, গল্প করলাম, আর হাসিতে মেতে উঠলাম। যখন আনন্দে মেতে উঠলো তখন আমরা আরো বেশি নিজেদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করেছিলাম।

এই ভ্রমণ আমাকে শিখিয়েছে যে, জীবনের আসল আনন্দ প্রিয়জনদের সাথে কাটানো সময়েই নিহিত। জীবনের সবচাইতে মূল্যবান মুহূর্তগুলো নিজের প্রিয় মানুষের সাথে কাটানোর চেষ্টা করুন। এই স্মৃতিগুলো আজও আমার হৃদয়ে উজ্জ্বল হয়ে আছে, এবং প্রতিটি মুহূর্তে আমাকে মনে করিয়ে দিবে আপনি আপনার আনন্দটা কতটা উপভোগ করেছেন যে আনন্দ ভাগাভাগি করে নেয়ার মধ্যেই জীবনের পূর্ণতা। পূর্ণতাপায় আসুন আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে একটু সময় দেয়ার চেষ্টা করি সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!