Take a walk around.

in blurt-188398 •  9 days ago 

IMG_20241213_100359_612.jpg

I like nature a lot and there is a different kind of pleasure in getting close to nature and expressing my feelings. I don't know how much you will agree with this, but for me it is a very special moment that I always try to spend. Yesterday I also went for a walk in the afternoon. In fact, the moment of walking during the winter is very precious to me and it feels good to walk in the afternoon after the sun sets. When the sun goes down in the west, it seems that nature takes on a different form.

First of all, I had eaten and slept in the afternoon and had no plans to go anywhere. Suddenly, my cousins came and started talking. They said they would go for a walk in the afternoon. There was a beautiful place near our house. We would go there. As you know, I like to go for a walk a lot, so I couldn't resist talking to them and left quickly.

To get ready because we will go through the main road of our house and for that of course everyone will wear a burqa so we all went to get ready. As soon as we left our house, it was 3 pm. Then everyone started talking that if it is so late, but by the time we reach that place, it will be evening. Then I requested them to come to that place quickly. Actually, the place is so beautiful and when the fog falls on the grass little by little in the afternoon, it is so nice. This is the first time I have seen this scene.

IMG_20241213_100359_877.jpg

IMG_20241213_100359_764.jpg

Seeing that scene filled my heart. It was truly a matter of luck to see such a scene. However, taking a long walk and enjoying the joy of surrendering yourself to nature, then spending time with the agent, these moments are much more precious. We spend many moments of our lives through negligence, but neglect is not right at all because you yourself will not realize when the time of your life will pass.

And so I think every moment should be utilized. The more you can utilize your moments, the better I will be. And so of course, never torture nature. Some people cut down trees. Some people cut down small trees and clean the place. Let me tell you one thing. You clean your place. There is no problem with that. But why would you cut down small trees? Just remove some grass and leaves. That place becomes clean.

Have you forgotten that we get oxygen from trees and if the trees stop giving us this oxygen, then we will not be able to survive. Even with all your wealth, you will not be able to buy one day's oxygen. So I request you to refrain from cutting trees because just as trees help us to enjoy the beauty of nature and also help us to survive on earth at the right time, we should also help those who help us to survive.

There is no need to do much, just take care of the trees around you. If you feel that you need to cut down any trees, then cut them down. But if there is an empty space, then definitely call there. You will see that nature will be fine, and you will be fine too. It is very nice to be able to share with you the moment of walking in nature. May everyone be fine.

প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর প্রকৃতির কাছাকাছি গিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগার রয়েছে এর সাথে আপনারা কতটা সহমত পোষণ করবেন আমি জানিনা তবে আমার কাছে এটা খুবই স্পেশাল একটা মুহূর্ত যেটা আমি সর্বদাই কাটানো চেষ্টা করি গতকালকেও বিকেল বেলায় গিয়েছিলাম হাটাহাটি করার জন্য আসলে শীতের সময় হাটাহাটি করার মুহূর্তটা আমার কাছে অনেক বেশি মূল্যবান আর বিকেল বেলা রোদ ঢূলে পরে তখন হাটাহাটি করতে বেশ ভালোই লাগে পশ্চিম দিকে যখন সূর্য চলে যায় তখন মনে হয় প্রকৃতি অন্যরকম রুপ ধারণ করে।

IMG_20241213_100400_517.jpg

IMG_20241213_100400_155.jpg

প্রথমত আমি দুপুর বেলা খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম কোথাও যাওয়ার তেমন কোন প্ল্যান ছিল না হঠাৎ করেই আমার বাড়ির আমার চাচাতো বোনেরা এসে বলাবলি শুরু করল তারা বিকেলবেলা একটু হাটাহাটি করতে আমাদের বাড়ির পাশেই সুন্দর একটা জায়গা আছে ওখানে ঘুরতে যাবে আসলে আপনারা জানেন আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি তাই ওদের কথা আর না করতে পারলাম না তাড়াতাড়ি করে চলে গেলাম

রেডি হওয়ার জন্য কেননা আমরা আমাদের বাড়ির মেইন রোড দিয়ে যাব আর সেজন্য অবশ্যই সবাই একটু বোরকা পড়েই যাব তাই সবাই চলে গেলাম রেডি হওয়ার জন্য রেডি হয়ে আমাদের বাসা থেকে বের হতেই দুপুর তিনটা বেজে গেল তারপরে সবাই বলাবলি করতে লাগলো এত দেরি হলে কিন্তু ওই জায়গায় পৌঁছাতেই আমাদের সন্ধ্যা হয়ে যাবে। এরপর আমি ওদেরকে তাড়াতাড়ি ওই জায়গায় আসার জন্য অনুরোধ করলাম আসলে জায়গাটা এত পরিমাণে সুন্দর আর বিকেল বেলা কুয়াশা যখন একটু একটু করে ঘাসের উপর পড়ে তখন এত পরিমানে ভালো লাগে এই দৃশ্যটা আমি প্রথম দেখলাম।

ওই দৃশ্যটা দেখে আমার মন ভরে গেল আসলে এমন দৃশ্য দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার যাইহোক অনেকটা সময় হাঁটাহাঁটি প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যে আনন্দ যে রয়েছে সেটা উপভোগ করা তারপরে এজেন্টের সাথে সময় কাটানো এই মুহূর্তগুলো অনেক বেশি মূল্যবান আমরা আমাদের জীবনের অনেক মুহূর্ত অবহেলার মাধ্যমে কাটিয়ে দেই তবে অবহেলা করা মোটেও ঠিক না কারণ আপনার জীবনের সময়টা কখন পেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না।

আর তাই আমার মনে হয় প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো উচিত আপনি আপনার মুহূর্তগুলোকে যত বেশি কাজে লাগাতে পারবেন আমি তত বেশি ভালো থাকতে পারবেন। আর তাই অবশ্যই প্রকৃতির উপর কখনোই অত্যাচার করবেন না কিছু মানুষ রয়েছে গাছ কেটে ফেলে কিছু মানুষ রয়েছে ছোট ছোট গাছ কেটে জায়গা পরিষ্কার করে একটা কথা বলি আপনি আপনার জায়গা পরিষ্কার করুন তাতে কোন সমস্যা নেই কিন্তু আপনি ছোট গাছ কেন কেটে ফেলবেন আপনি একটু ঘাস লতাপাতা সরিয়ে দিলেই তো ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়।

IMG_20241213_100400_306.jpg

আপনারা কি ভুলে গিয়েছেন গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি আর এই অক্সিজেন যদি গাছ আমাদেরকে দেয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না আপনার সমস্ত ধন সম্পত্তি দিয়েও আপনি একদিনের অক্সিজেনকে আর টাকা জোগাড় করতে পারবেন না তাই অনুরোধ করবো গাছ কাটা থেকে বিরত থাকুন কেননা গাছ যেমন প্রকৃতির উপর আমাদের সৌন্দর্য বিরাজ করতে সাহায্য করে ঠিক টাইম নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতেও সাহায্য করে তাই যারা আমাদেরকে সাহায্য করে তাদেরকে বেঁচে থাকার জন্য আমাদেরও সাহায্য করা উচিত।

খুব বেশি কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনি আপনার চারপাশে থাকা গাছগুলোর একটু পরিচর্যা করুন যদি মনে হয় আপনার কোন গাছ কেটে ফেলা প্রয়োজন তাহলে কেটে ফেলুন কিন্তু যদি খালি জায়গা থাকে তাহলে সেখানে অবশ্যই ফোন করুন এতে করে দেখবেন প্রকৃতি যেমন ভালো থাকবে আপনিও ভালো থাকবেন প্রকৃতির মাঝে হাটাহাটি করার মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরতে পেরে অনেক বেশি ভালো লাগছে সবাই ভাল থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  9 days ago  ·  

Thank you for sharing such a beautiful natural environment with us.