বন্ধু মহল বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর বন্ধুদের পার্টি হলে তো আর কোন কথাই নেই আসলে বন্ধুদের পার্টি বললে ভুল হবে আমার জন্মদিনের পার্টি ছিল তো বন্ধুরা অনেক বেশি জোরাজোরি করছিল আসলে বন্ধুরা অনেক বেশি আবদার করে এটাই স্বাভাবিক আমিও যখন তাদের জন্মদিন হয় তখন আমিও আবদার করি তারাও চেষ্টা করে আমার আবদার পূরণ করার জন্য তাই আমি গতকাল জন্মদিন গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে তবে আমি আর টাকার কারণে আসলে সবকিছু ম্যানেজ করতে পারিনি কেননা বন্ধুদেরকে খাওয়াবো একটু ভালো মন্দ অবশ্যই খাওয়াতে হবে।
কালকে সকাল বেলা আমি খুব এক্সাইটেড ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই আম্মুকে অনেকবার বললাম টাকা দেয়ার জন্য কিন্তু আম্মু অনেক বেশি ঘুমিয়ে ছিল আসলে শীতের সময় ঘুম মনে হয় একটু বেশিই হয় ঘুমের মধ্যে আমাকে বলছিল যে এখন টাকা দেয়া যাবে না কিন্তু রাতেই বলল যে টাকা দেবে এরপরে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করল নাস্তা খেয়ে আম্মু আমাকে টাকা দিল মোটামুটি প্রায় ৫০০০ টাকার মত দিল আসলে আমাদের এখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে তো বন্ধুদেরকে ওখানে নিয়ে খাওয়াবো এমন একটা প্রতিশ্রুতি আমি ওদেরকে দিয়েছিলাম।
নতুন রেস্টুরেন্ট পানি হচ্ছে অনেক খরচ আপনার সেটা বেশ ভালোভাবেই জানেন তা আমি সকালেই বাসা থেকে বের হয়েছিলাম সকালে বললে ভুল হবে প্রায় দশটার সময় বাসা থেকে বের হয়ে সোজা কলেজে গেলাম ওখানে গিয়ে আমাদের চারটা ক্লাস হয়েছিল সেগুলো সম্পন্ন করে আমি আমার ফ্রেন্ডরা সহ চলে গেলাম সেই নতুন রেস্টুরেন্টে আসলে নতুন রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল জায়গাটা অনেক বেশি ভালো লাগছিল। একেবারেই নিরিবিলি ছিল মানুষের তেমন কোন কোলাহল ছিল না যার কারণে আমার কাছে আরো বেশি ভালো লেগেছিল আসলে একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম আমি নিরিবিলি থাকতে অনেক বেশি পছন্দ করি এবং যে জায়গায় মানুষ কম থাকে সেই জায়গাটা আমার অনেক বেশি ফেভারিট হয়ে যায়।
তা আমরা সবাই মিলে ওখানে গিয়ে অনেক বেশি মজা করলাম ফটোগ্রাফি করলাম এবং খাবার অর্ডার করলাম খাবার অর্ডার করার প্রায় আধা ঘন্টা পরে আমাদেরকে খাবার সার্ভ করল আসলে ওদের এখানে একটা ভালো সিস্টেম আছে আপনি যখন খাবারটা অর্ডার করবেন তারপরে ওরা তৈরি করে তারপরে দেন আপনাকে খাবারটা দিবে এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল ইউনিকে একটা পদ্ধতি এই ইউনিট পদ্ধতিটা যদি প্রত্যেকটা রেস্টুরেন্ট এবং হোটেলে থাকতো তাহলে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো কেননা আমরা স্বাস্থ্যসম্মত খাবারটা গ্রহণ করতে পারতাম তো আমি বেশ কিছু খাবার অর্ডার করেছি আপনারা আমার ফটোগ্রাফি দেখলেই বুঝতে পারবেন।
এরপর আমার বন্ধুরা অনেক বেশি মজা করতে করতে খাবার গুলো খেলেও আসলে ওদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে চিকেন টা অনেক বেশি ভালো লেগেছে কেননা আমি এটা অনেক বেশি পছন্দ করি আমি মাঝে মাঝে বাড়িতেও তৈরি করার চেষ্টা করি যেটা আমার প্রচেষ্টা থাকে কেননা চেষ্টা করলে মানুষ সবই পারে আমি যা বলবো না যে আমি পারিনা অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টার মধ্যে কিন্তু সফলতা রয়েছে একটা মানুষ যদি ঘুমিয়ে স্বপ্ন দেখে তার স্বপ্ন কখনোই পূরণ হয় না সেই স্বপ্ন পূরণের জন্য অবশ্যই তাকে লড়াই করতে হয়।
চিকেন আর নুডুলস টা আমার সবচাইতে পছন্দ হয়েছিল বেশি এবং ফেভারিট ওরা আমাদেরকে সাব করার পরে আমাদের খাওয়া-দাওয়া শেষ হলে ওরা আমাদের কাছে রিভিউ চাইছিল যে আমাদের খাবারটা কেমন ছিল তবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল মোটামুটি আমার প্রায় সাড়ে তিন হাজার টাকা খরচ হয়ে গেল আসলে আমার ফ্রেন্ডরা সহ খাওয়া দাওয়া করা বুঝতেই তো পারছেন যাই হোক কালকের দিনটা আমি অনেক বেশি উপভোগ করেছি।
পরবর্তীতে আরেকটা ইভেন্ট আমাদের আছে যেটা আমরা পরবর্তীতে করবো এখন না আরো কয়েকদিন পরে সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ফটোগ্রাফি এবং আমার লেখায় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটা সঠিক করার চেষ্টা করব তা আমার বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কে বন্ধুর সাথে এভাবে আনন্দ করতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন টা টা।
We all like to hang out with our friends and if it's a friend's party, there's no need to say it. Actually, it's wrong to say it's a friend's party. It was my birthday party, so friends were pushing too much. Actually, friends are demanding too much. It's normal when it's their birthday. Then I also make a request and they also try to fulfill my request. So I went to my birthday yesterday. It's been a few days but I couldn't manage everything because of money.
Yesterday morning I was very excited, I woke up in the morning and asked my mom many times to give money but mom was very sleepy. In fact, during winter, I feel like I sleep a little more. In my sleep, she told me that I can't give money now, but at night she said that she will give money and then sleep. Got up and prepared breakfast. After eating breakfast, my mother gave me money, about 5000 rupees. In fact, we have a good restaurant here, so I promised them that I would take my friends and eat there.
The new restaurant costs a lot of water. You know that very well. I left the house early in the morning. It would be wrong to say that it was morning. I left the house at about ten o'clock and went straight to the college. We went there and had four classes. After completing them, I went to the new restaurant with my friends. Actually the new restaurant was very nice the place looked much better. It was very quiet and there was no noise of people which made me like it even more actually I forgot to tell you one thing I like quiet a lot and places where there are less people become my favorite places.
So we all went there together and had a lot of fun, did photography and ordered the food, about half an hour after ordering the food, they served us the food, actually they have a good system here, when you order the food, then they prepare it and then give it to you. I liked the uni system a lot. If this unit system was in every restaurant and hotel, I think it would be much better because we could have healthy food.
After that my friends eat the food for fun but actually they like it more. I like chicken more because I like it more. Can I will not say that I can't must try but within the effort there is success A man who sleeps and dreams his dream never comes true he must fight to fulfill that dream.
Chicken and noodles were my favorite and favorite. After subbing us, they asked us for a review of how our food was. You can understand eating and drinking together. Anyway, I enjoyed yesterday a lot.
Next we have another event which we will do next time or in a few days I will definitely share that with you guys and if there is any mistake in my photography and my writing then definitely let me know in the comments and I will try to correct it. I shared with you who you like to enjoy with your friends like this. Don't forget to let me know. Be well.