প্রকৃতি আমাদের জীবনের জন্য খুবই মূল্যবান একটা সম্পদ এই সম্পদ যদি আমরা কখনো হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের জীবনে কাল নেমে আসবে কথাটা আমি ভুল বলছি না আপনারা একটু রিচার্জ করলে বিষয়টা একটু হলেও বুঝতে পারবেন প্রকৃতি থাকার কারণে আমাদের জীবনটাকে আমরা অনেক সুন্দর ভাবে সাজাতে পারছি প্রতি যে আছে বলেই আমরা বিভিন্ন ধরনের ঔষধি গুনাগুন পাচ্ছি এটা কি আপনারা কখনো অস্বীকার করতে পারবেন।
আবার প্রকৃতির কাছে গেলেই কিন্তু আমরা আমাদের মনটাকে শান্ত করতে পারছি কিন্তু কিছু মানুষ আছে এ প্রকৃতির উপর অত্যাচার করে এটা করা কি মোটেও ঠিক আমার মনে হয় না এটা ঠিক প্রকৃতির উপর অত্যাচার করার কারণে আমাদের আবহাওয়া পরিবর্তন হয় শীতের সময় শীত হয় না হয় অতিরিক্ত গরম গরমের সময় গরম অতিরিক্ত কেন এই পরিবর্তন কেন হচ্ছে কখনো কি চিন্তা করে দেখেছেন এই চিন্তা করার মত মন মানসিকতা মানুষের মধ্যে এখনো জন্ম হয়নি।
আমি তো মনে করি আল্লাহ তাআলা আমাদের জন্য প্রকৃতি একটা আশীর্বাদ হিসেবে দিয়েছেন যেটা আমরা সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিন্তু কয়জন মানুষ পারে সঠিকভাবে এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারে না কেননা তারা প্রকৃতির মধ্যে অত্যাচার শুরু করে একটা গাছ কেটে ফেলে এরপরে আর গাছ রোপন করার চিন্তা কখনই করেনা সরকার থেকে কিংবা নিজের থেকে উদ্যোগ নেয়া উচিত যে একটা গাছ কেটে ফেলার পরে তাড়াতাড়ি করে সেই জায়গাতে আরো দুইটা গাছ রোপন করে দেয়।
কিন্তু এই কাজ বর্তমান সময় খুব কম সংখ্যক মানুষই করে থাকে ওরা আমার জলে যারা রয়েছে তারা চেষ্টা করে সাধ্যমত গাছ লাগানোর কিন্তু সবাই তো আর এক না সবাই আর গাছ লাগায় না তবে শাকসবজি বা বিভিন্ন ধরনের তরুলতা এখান থেকেও কিন্তু আমরা সবুজের সময় দেখতে পাই সবুজ আছে বলেই আমরা এই পৃথিবীতে এখনো বসে আছি প্রকৃতির কাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি এই অক্সিজেন যদি আমরা কিনে গ্রহণ করতাম তাহলে কি আপনার ধন-সম্পদ বিক্রি করেও আপনি পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন।
কখনোই পারতেন না কেননা এত টাকা আপনার এখনো হয়নি একদিনের অক্সিজেন যদি আপনার কিনতে হয় তাহলে আপনার সমস্ত ধন-সম্পদ একদিন এই শেষ হয়ে যাবে তাই অবশ্যই আল্লাহ তায়ালার উপর শুকরিয়া আদায় করে প্রকৃতির উপর অত্যাচার বন্ধ করুন আজকে আমি প্রকৃতির বেশ কিছু ফটোগ্রাফি তুলেছিলাম আসলে সকালবেলা হাঁটাহাঁটি করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গিয়েছিলাম।
ওখানে গিয়ে মোটামুটি আমি বেশ কিছু ফটোগ্রাফি বলেছে প্রজাপতি এবং সবুজ গাছের আসলে প্রকৃতির কাছে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমি যে জায়গায় হাঁটতে হাঁটতে গিয়েছিলাম সেই জায়গাটা অনেক বেশি শান্ত যার পাশে তেমন কোনো মানুষ আমি দেখতে পাইনি। যার কারণে আমার ওই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আমার মনে হচ্ছিল আমি প্রকৃতির সাথে কথা বলি প্রকৃতি আমাকে কিছু বলছে সেগুলো শুনি।
এখন শীতের সময় আগেই বলেছিলাম হাঁটাহাঁটি করতে একটু সমস্যা হয় তাই আমি একটু রোদ ওঠার পরে গিয়েছিলাম তবে জায়গাটা এত পরিমাণে সুন্দর এতদিন আমার জানা ছিল না আজকে যখন অজানা ভাবে সেখানে গিয়েছিলাম তখন অনেক কিছু দেখতে পেয়েছি কালকে আমি আপনাদের সাথে অতিথি পাখি সম্পর্কে আলোচনা করেছিলাম ওখানে আমি দেখেছি প্রচুর পরিমাণে অতিথি পাখি রয়েছে যাদের কিচিরমিচির শব্দে পরিবেশটা কেমন যেন অন্যরকম হয়ে উঠেছে।
আসলে এই পাখিগুলো অতিথি হয়ে আমাদের বাসায় যেমন আসে ঠিক তেমনি আমাদের অনেক উপকার করে থাকে এটা ভুলে গেলে চলবে না তাই অতিথি পাখিদেরকে কখনো মারবেন না আর যারা অতিথি পাখি মারার চেষ্টা করে তাদেরকে অবশ্যই পুলিশের হাতে ধরিয়ে দিন।আমার কাছে বাটারফ্লাই অনেক বেশি সুন্দর লাগে কিন্তু অনেক চেষ্টা করে আমি শুধুমাত্র একটা নাকি দুইটা বাটারফ্লাই এর ছবি তুলতে পেরেছে ওরা খুবই দুষ্ট প্রকৃতির হয়ে থাকে মানুষ দেখলেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
মানুষ দেখা তো দূরের কথা ওদের আশপাশ দিয়ে একটু নাড়াচাড়া হলেই ওরা পালিয়ে বেড়ায় তাই ওদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখায় ছবি তোলার মাধ্যমে অন্যরকম একটা মজার আছে তা আমি প্রকৃতির বেশ কিছু ফটোগ্রাফি তোলার কারণ হচ্ছে প্রকৃতি আমি অনেক বেশি ভালোবাসি আর প্রকৃতির গুনাগুন আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি কেউ গাছ কাটে তাদের দিয়ে আরো দুইটা গাছ রোপন করান ধন্যবাদ।
Nature is a very precious resource for our life. If we ever lose this resource, then tomorrow will come down in our life. Can you ever deny that we get various medicinal properties from it.
Again by going to nature but we can calm our mind but there are some people who are oppressing the nature, I don't think it is right to do it at all, because of oppressing the nature our weather changes, it is not cold during winter or it is too hot during summer. Have you ever thought about why this change is happening in excess of heat?
I think that Allah Ta'ala has given us nature as a blessing that if we use it properly then we can live properly in this world but how many people can't use these things properly because they start torturing nature by cutting down a tree. Never think of planting another tree after cutting it down, an initiative should be taken from the government or from oneself to quickly plant two more trees in that place after cutting down a tree.
But this work is done by very few people nowadays, those who are in my water, they try to plant trees as much as possible, but not everyone is the same, not everyone plants trees, but vegetables or different types of coolness from here too, but we can see when it is green because there is green. We are still sitting on this earth, we take oxygen from nature. If we buy and take this oxygen, can you survive on earth even if you sell your wealth.
You never could because you don't have that much money yet. If you have to buy a day's worth of oxygen, then all your wealth will be gone one day. So of course thank God Almighty and stop the torture of nature. Today I took several photographs of nature. I like it so much that I went for a long walk.
When I went there, I took a lot of photography, the butterflies and the green trees really made me feel better when I was close to nature and the place I went for a walk was very quiet and I didn't see any people around. Which made my time so much more important, I felt like I was talking to nature, listening to what nature was saying to me.
Now in winter as I said earlier walking is a bit difficult so I went after sunrise but the place is so beautiful I didn't know until today when I went there unknowingly I saw a lot yesterday I discussed with you about the guest birds there I saw There are plenty of guest birds whose chirping sounds make the environment different.
In fact, these birds come as guests to our house and do us a lot of good. We must not forget that, so never kill the guest birds and those who try to kill the guest birds must be handed over to the police. I find butterflies very beautiful but many I have only been able to photograph one or two butterflies in my best efforts.
It is far from seeing people, if you move a little around them, they run away, so by keeping a little distance from them, there is a different fun in taking pictures. Can't do it plays a very important role in our life, so definitely you should try if someone cuts a tree in your neighborhood, plant two more trees with them. Thank you.
খুব ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট। একটা বিষয় বলবো আপনাকে, আপনার পাওয়ার গুলো blurtspace এ ডেলিগেশন করে দিবেন। সপ্তার শেষে রিওয়ার্ড পেয়ে যাবেন। আমরা সবাই একসাথে ভালো কিছু করব ।
সঙ্গে থাকুন, লেগে থাকুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ
অনেক সুন্দর লিখেছেন আপনি। আপনার photography গুলো অনেক সুন্দর হয়েছে।
আপু আপনি ঠিক বলেছেন প্রকৃতি হচ্ছে আমাদের একটি মূল্যবান সম্পদ। প্রকৃতি যেমন আমাদেরকে যেভাবে খুশি করে তার অপরূপ সৌন্দর্যের মাধ্যমে তেমনি আমাদের ক্ষতি করে বিভিন্ন দুর্যোগের মাধ্যমে। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমিও আপনার মত এরকম ফটোগ্রাফি করতে চেষ্টা করব ।
You shared a wonderful post with us thank you