A few moments spent at a friend's house

in blurt-188398 •  6 days ago 

IMG_20250110_201740_209.jpg

Some things entangle our lives in such a way that we cannot get out of it. Maybe yesterday I shared an article with you about friendship. If anyone can accurately find out the reasons for sadness, maybe it is because we have the dearest friends in our lives and our life is so beautiful because we have friends. I don't know how much you will agree with me, but for me, the relationship of friendship is much deeper.

I told you yesterday that we went to visit a place, but suddenly one of my friends asked me to go to their house. Actually, I was not ready to go to their house at all. As a family, I am completely mentally broken. I am trying to handle everything and move on properly again, but people cannot handle everything in a hurry even if they want to. Some time is definitely needed to handle everything.

But I can't ignore them because whenever I tell them, they suddenly come to my house, try to fulfill my wishes, and try to find out the reasons for my sadness. So how can I tell them now that I can't go with them? It can't be said anymore. So I begged my mother a lot and took permission. Actually, my life was different until now, but due to the current situation, life has become completely different. I don't like anything. I don't even like talking to anyone. I really like being alone.

I have heard from many people that being alone makes me feel more depressed and anxious. I am very scared to think about it, but even then I like being alone. I like sleeping quietly. If I don't sleep, I get a severe headache. They have been calling me repeatedly since morning to go to your house, but due to the extreme cold and fog, my condition is not good at all. Even then, there is nothing to do. I will go to their house. So I woke up, had breakfast and got ready.

IMG_20250110_201739_779.jpg

IMG_20250110_201739_619.jpg

IMG_20250110_201739_792.jpg

After getting ready, I walked around for a while. When I finished walking, I took a car. I have many more friends. They will all go with me, but I took a car from my house and set off alone. I passed in front of their houses one by one. Everyone got in the car. We set off again for that friend's house. On the way, I stopped at a shop because I wanted to buy some things for their house, so I collected some money from my friends.

Then I bought some of his favorite things. After buying the fruit, we got back in the car and headed to the house where we were staying. I could see very beautiful trees on the side of the road. I took some photographs. Then when I reached their house, I didn't feel so good because I didn't sleep at night. I felt very bad because of a severe headache. I said, "You guys are being naughty. I'm not sleepy because if I don't sleep, my condition will get worse."

So I fell asleep quietly in my friend's room and woke up a long time after sleeping. Then I saw that my friend had cooked a lot of things for us in a very special way, especially with great care. Especially the dishes he had cooked were all my favorite dishes. Then around noon, after eating a fair amount of food, we all got busy talking again. However, my friend made a request that he couldn't come from their house today, so I called my mother again and told her about it.

Then mom said okay but you have to be careful because in fact I have a little problem in the cold, I have a lot of problems. Then we all had some fun in the evening. We ate ice cream and had a lot of food and drinks. In the evening, there is a different kind of joy in eating some tea and something hot. After eating, we had fun for a while again. Then we had dinner and everyone watched a movie. I tried to watch the new Pushpa 2 movie that was released. In fact, the movie was very good.

The movie Pushpa has been a huge hit. I liked it so much, what else can I say? One day I will definitely try to give you a review. Actually, I don't know how to give a review, but if I get someone's post, I will read it and share it with you. I spent my day yesterday with a lot of joy. Everyone, pray for me. Actually, I am having a lot of trouble due to this cold. So, my mother scolds me a lot and tells me not to go out. Actually, a mother's love is a little too much. You must agree with me or agree with me. So, I am ending my writing here like today. Be well.

কিছু কথা আমাদের জীবনটাকে এমন ভাবে জড়িয়ে দেয় আমরা সেখান থেকে বের হতে পারি না গতকালকেই হয়তোবা আমি আপনাদের সাথে বন্ধুত্ব সম্পর্কের একটা লেখা শেয়ার করেছিলাম মন খারাপের কারণ গুলো যদি কেউ নিখুঁতভাবে বের করতে পারে সেই হয়তোবা আমাদের জীবনের সবচাইতে প্রিয় বন্ধু আর বন্ধু আছে বলেই আমাদের জীবনটা এত সুন্দর আপনারা কতটুকু মানবেন সেটা আমি জানি না তবে আমার কাছে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি গভীর।

IMG_20250110_201739_491.jpg

IMG_20250110_201739_726.jpg

গতকালকেই বলেছিলাম আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করেই আমার একটা ফ্রেন্ড বলে উঠলো তাদের বাসায় যাওয়ার জন্য আসলে আমি তাদের বাসায় যাওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না পারিবারিকভাবে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছি সবকিছু সামলে নিয়ে আবারো সঠিকভাবে চলার চেষ্টা করছি কিন্তু মানুষ চাইলেই তো আর হুট করে সবকিছু সামলাতে পারে না কিছুটা সময় অবশ্যই প্রয়োজন সবকিছু সামলে নেয়ার জন্য।

কিন্তু আমি তাদের কথা ফেলতে পারবো না কারন আমি যখনই তাদেরকে বলি তারা হুট করে আমার বাসায় চলে আসে আমার ইচ্ছে গুলো পূরণ করার চেষ্টা করে আমার মন খারাপের কারণগুলো জানার চেষ্টা করে তাহলে আমি এখন কিভাবে তাদেরকে বলব যে আমি তাদের সাথে যেতে পারবো না এটা তো আর বলা যাবে না তাই আম্মুর কাছে অনেক কাকুতি মিনতি করে অনুমতি নিয়েছিলাম আসলে এতদিন আমার জীবন যাপন ছিল অন্যরকম কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জীবন যাপন একেবারেই কেমন যেন হয়ে গেছে কোন কিছুই ভালো লাগেনা কারো সাথে কথা বলতেও ভালো লাগে না একা একা থাকতে খুব ভালো লাগে।

আবার অনেকের মুখেই শুনেছি একা একা থাকলে নাকি মন খারাপ বেশি হয় দুশ্চিন্তা ঘিরে ধরে এটা ভেবে খুব ভয় পাই কিন্তু তারপরেও একা থাকতে ভালো লাগে চুপচাপ ঘুমিয়ে থাকতে ভালো লাগে ঘুম না হলে প্রচন্ড মাথা ব্যথা আমাকে ঘিরে ধরে সকালবেলা থেকেই বারবার কল করছিল তোদের বাসায় যাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত ঠান্ডা কুয়াশা সবকিছু মিলিয়ে আমার অবস্থা একেবারেই না যে ভালো তারপরেও কিছু করার নেই তাদের বাসায় যাব তাই ঘুম থেকে উঠে প্রথমত নাস্তা করে রেডি হয়ে নিলাম।

রেডি হওয়ার পর কিছুটা সময় একটু এদিক-ওদিক হাটাহাটি করলাম হাঁটাহাঁটি করার শেষ হলে একটা গাড়ি নিলাম আমার ফ্রেন্ড আরো অনেক রয়েছে তারা সবাই আমার সাথে যাবে তবে আমি আমার বাসা থেকে গাড়ি নিয়েছি একাই রওনা করলাম এক এক করে তাদের বাড়ির সামনে দিয়ে গেলাম সবাই গাড়িতে উঠল উঠে আমরা আবার ওই ফ্রেন্ডের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পথে একটা দোকানে নামলাম কেননা ওদের বাড়ির জন্য কিছু জিনিসপত্র কিনব তাই ফ্রেন্ডদের কাছ থেকে মোটামুটি টাকা মিল করে নিলাম।

IMG_20250110_201739_695.jpg

IMG_20250110_201740_098.jpg

IMG_20250110_201739_689.jpg

তারপর ওর পছন্দের বেশ কিছু জিনিস নিলাম ফল নিলাম নেয়ার পরে আমরা আবারো গাড়িতে উঠে যে বাড়িতে রওনা দিলাম রাস্তার পাশে খুব সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছিলাম কিছু ফটোগ্রাফি তুললাম এরপর ওদের বাসায় পৌঁছে আসলে আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল না কেননা আমার রাতে ঘুম হয়নি প্রচন্ড মাথা ব্যথার কারণে খুব খারাপ লাগছিল আমি বলেছিলাম তোমরা একটু দুষ্টামি করো আমি একটু ঘুমিয়ে নেই কেননা আমি যদি না ঘুমাই তাহলে আমার অবস্থা আরো বেশি খারাপ হবে।

তাই আমি আমার ফ্রেন্ডের রুমে চুপচাপ ঘুমিয়ে পড়লাম ঘুমানোর পরে অনেকক্ষণ পরেই উঠেছি। তারপর দেখি আমার ফ্রেন্ড আমাদের জন্য অনেক স্পেশাল ভাবে বিশেষ করে খুব যত্ন সহকারে অনেক কিছু রান্না করেছে বিশেষ করে যে খাবার গুলো রান্না করেছে ওগুলো সবই আমার প্রিয় খাবার ছিল তারপর দুপুরের দিকে মোটামুটি খাবার খেয়ে সবাই আবার গল্প করতে ব্যস্ত হয়ে পড়লাম তবে আমার ফ্রেন্ড একটা আবদার করেছে আজকে তাদের বাসা থেকে আসা যাবে না এজন্য আম্মুকে আবার ফোন করে বিষয়টা জানালাম।

এরপর আম্মু বলল ঠিক আছে তবে সাবধানে থাকতে হবে কেননা আসলে ঠান্ডার মধ্যে আমার একটু সমস্যা হলেই না আমার অনেক সমস্যা দেখা দেয় এরপর আমরা সন্ধ্যার পরে সবাই মিলে একটু মজা করলাম আইসক্রিম খেলাম অনেক কিছুই খাবার-দাবার করেছি সন্ধার পরে একটু চা আর গরম গরম কিছু খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে খাওয়া-দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ মজা করলাম তারপর রাতের খাবার খেলাম খেয়ে সবাই একটা মুভি দেখলাম নতুন করে যে পুশপা টু মুভি বের হয়েছে সেটাই দেখার চেষ্টা করেছিলাম আসলে মুভিটা অনেক দারুন হয়েছে

অনেক বেশি হিট হয়েছে পুষ্পা মুভিটা। এত ভালো লেগেছে আমার কাছে কি আর বলবে একদিন অবশ্যই আপনাদের সাথে রিভিউ দেয়ার চেষ্টা করব আসলে রিভিউ কিভাবে দিতে হয় আমি জানিনা তবে যদি কারো পোস্ট পায় তাহলে পড়ে আপনার সাথে শেয়ার করব তো আমার গতকালকে দিনটা মোটামুটি অনেক বেশি আনন্দ সহকারে কাটিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে এই ঠান্ডার কারণে আমার অনেক বেশি ঝামেলা হচ্ছে তাই আম্মু অনেক বকাবকি করে বাহিরের যেন না বের হই আসলে মায়ের ভালোবাসাটা একটু বেশিই হয়ে থাকে এটা অবশ্যই আপনারা মানবেন বা আমার সাথে সহমত পোষণ করবেন তাহলে আজকের মত আমার লেখা এখানে ইতি টানছি ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  6 days ago  ·  

Your natural beauty photos and food photography is very beautiful.

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

  ·  5 days ago  ·  

প্রতিটা ছবিতে মেখে আছে অন্য রকম স্বাদ