Flower garden in a rural setting Part One

in blurt-188398 •  4 days ago 

IMG_20241229_140949_774.jpg

Over time, we want to change many things in our lives, but even if we want to, we cannot change everything as it was before. In our lives or with us, we meet people from whom, when we hear their life stories, the taste of living in this world awakens again. This is not just me, it must have happened to you too many times. In my case, many times, which I have realized many times, I repeatedly made a decision to end myself, but at the end of the day, I realized that ending everything does not solve everything.

Now maybe many people may ask me why you decided to end yourself, it is my personal matter so I will not say more but I was saying one thing that ending the problem does not solve the problem, you can solve your problems as soon as possible, the faster you can achieve success. Achieving success is not as easy as I said and it happened, it takes a lot of effort and patience to achieve success. If a person has read the essay, then he will definitely understand from there how to build his life and achieve success in life.

Today I will share with you the story of such a successful person, although he is not yet completely successful, but he is trying because success is not far away from his grasp. I was very surprised to see his efforts and the means of expressing his interest. I was surprised that this person has come this far, but as the saying goes, hard work helps people move forward and you only have to struggle a little to reach success.

Some people dream while sleeping and I will complete everything, while some people run after their dreams without sleeping. I think those who like to run after their dreams are successful. This man is exactly like that, I have seen him standing by his family through hard work since childhood. I am telling you about a brother from our neighborhood who is constantly trying to move forward through hard work. I saw him a year ago, he planted flower seedlings in a small piece of land. His dream is to build a big flower garden and people will buy flower plants from there, which we call a nursery in simple terms.

I think his interest in trees and love for trees has given him a lot of encouragement for this work because he loves trees very much. If someone cuts down a tree, many people advise you to plant two more trees. I got the inspiration to plant these trees from him. I went to visit his garden yesterday. Although his garden is a little far from our house, my heart was filled with joy after visiting it because he has planted many types of flowers that I have not seen before, namely foreign flowers.

IMG_20241229_140949_750.jpg

IMG_20241229_140949_581.jpg

IMG_20241229_140950_185.jpg

When I asked him where he got these flowers and plants, he told me that he got them from an online site belonging to a brother he knows very well. From there, he got many types of flowers and plants, which, Alhamdulillah, are now able to produce seedlings. In fact, I learned from him how far a person can go if they have the willpower.

I have taken many photographs of unknown and unnamed flowers which I do not know and many I know. Today I will share with you only the first part. I will come with the next part very soon. But I will definitely let you know how the flower photographs turned out because there was extra fog due to which it may not be good. But I have received some more inspiration from my brother. Which I will definitely share with you in the next stage and of course you will be with me. In fact, inspiration and experience along with hard work can take a person a long way. Always remember this. Try to spend your time chasing dreams instead of sleeping and dreaming. May everyone be well, Allah Hafez.

সময় পরিপেক্ষিতে আমরা অনেক কিছুই আমাদের জীবনে পরিবর্তন করতে চাই কিন্তু আমরা চাইলেও কিন্তু সবকিছু আগের মতো করে পরিবর্তন করতে পারি না আমাদের জীবনে বা আমাদের সাথে এমন কিছু মানুষের দেখা হয় যাদের কাছ থেকে তাদের জীবনের গল্প শুনলে এই পৃথিবীতে আবারও বেঁচে থাকার স্বাদ জেগে ওঠে এটা আমি নয় আপনাদের ক্ষেত্রেও নিশ্চয়ই অনেকবার ঘটেছে আমার ক্ষেত্রে অনেকবার যেটা আমি অনেকবার উপলব্ধি করতে পেরেছি বারবার নিজেকে শেষ করে দেয়ার একটা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দিন শেষে বুঝতে পারলাম শেষ করে দিলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যায় না।।

এখন হয়তোবা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আপনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটা আমার ব্যক্তিগত তাই আর বললাম না তবে একটা কথা বলছিলাম শেষ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যায় না আপনি আপনার সমস্যাগুলোকে যত দ্রুত সম্ভব সমাধান করতে পারবেন তত দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন। সফলতা অর্জন করা এতটাও সহজ না যতটা আমি মুখে বললাম আর হয়ে গেল সফলতা অর্জন করার জন্য অধম্ম চেষ্টা ধৈর্যের প্রয়োজন একটা মানুষ অধ্যাবস্য রচনাটা যদি পড়ে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে সে বুঝতে পারবে তার জীবনটাকে কিভাবে গড়ে তুললে সে জীবনে সফলতা পাবে।

আজকে আমি তেমনি একজন সফল ব্যক্তির গল্প আপনাদের সাথে শেয়ার করব যদিও তিনি এখনো সকল হয়ে ওঠেনি পুরোপুরি তবে উনি চেষ্টা করে যাচ্ছেন কেননা সফলতা উনার হাতে ধরা দিতে আর বেশি দূরে নয়। ওনার চেষ্টা এবং ওনার আগ্রহ প্রকাশ করার মাধ্যম দেখে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম আমি অবাক হয়েছিলাম এই মানুষটা এতদূর পর্যন্ত এগিয়ে এসেছে কিন্তু ওই যে কথায় বলে না পরিশ্রম মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে আর সফলতা তার দ্বারাতে পৌঁছাতে আপনাকে শুধুমাত্র একটু কষ্ট করতে হবে।

কিছু মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে আমি সবকিছু সম্পূর্ণ করব আবার কিছু মানুষ না ঘুমিয়ে নিজের স্বপ্নের পেছনে দৌড়ায় আমি মনে করি তারাই সফল হয় যারা কিনা প্রতিনিয়ত স্বপ্নের পেছনে দৌড়াতে পছন্দ করে এই মানুষটা ঠিক তাই ছোটবেলা থেকেই দেখে আসছি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের পরিবারের পাশে দাঁড়িয়ে আছে। বলছি আমাদের পাশের বাড়ির এক ভাইয়ের কথা জেনে কিনা প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে গত এক বছর আগে দেখেছিলাম ছোট্ট একটা জমিনের মধ্যে উনি ফুল গাছের চারা রোপন করেছেন উনার স্বপ্ন উনি বড় একটা ফুল গাছের বাগান করবে এবং সেখান থেকে মানুষ ফুল গাছ কিনে নেবে যেটাকে আমরা সহজ ভাষায় নার্সারি বলে থাকে।

IMG_20241229_140950_065.jpg

IMG_20241229_140949_476.jpg

IMG_20241229_140949_525.jpg

উনার গাছের প্রতি আগ্রহ এবং গাছের প্রতি ভালবাসা আমার মনে হয় ওনাকে এই কাজের প্রতি অনেক বেশি উৎসাহ দিয়েছে কেননা উনি গাছকে অনেক বেশি ভালোবাসে কেউ যদি গাছ কেটে ফেলে অনেকে পরামর্শ দিয়ে থাকেন আপনি আরো দুইটা গাছ লাগান আমি উনার কাছ থেকেই এই গাছ লাগানোর অনুপ্রেরণা পেয়েছিলাম গতকালকে উনার বাগানে ঘুরতে গিয়েছিলাম। ওনার বাগানটা আমাদের বাড়ি থেকে একটু দূরে দূরে হলেও ওখানে ঘোরাঘুরি করে আমার মনটা ভরে গেল কেননা অনেক ধরনের ফুল গাছ উনি রোপন করেছেন যেগুলো আমি আগে দেখিনি অর্থাৎ বিদেশি ফুল গাছ।

যখন ওনাকে জিজ্ঞেস করলাম আপনি এই ফুল গাছগুলো কোথা থেকে নিয়ে এসেছেন তখন উনি আমাকে জানালেন উনি অনলাইন থেকে নিয়েছেন যেটা ওনার খুবই পরিচিত একটা ভাইয়ের পেজ ওখান থেকে উনি অনেক ধরনের ফুল গাছ নিয়েছেন যেগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে উনি চারা উৎপাদন করতেও সক্ষম হচ্ছেন আসলে একটা মানুষের ইচ্ছা শক্তি থাকলে একটা মানুষ কত দূর এগিয়ে যেতে পারে উনার কাছ থেকেই শিখলাম।

অজানা এবং নাম না জানা অনেক ফুলের ফটোগ্রাফি আমি তুলেছি যেগুলো আমি চিনি না আবার অনেকগুলো চিনি আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র প্রথম পর্ব শেয়ার করব পরবর্তী পর্ব নিয়েও খুব তাড়াতাড়ি আসব তবে ফুলের ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেননা অতিরিক্ত কুয়াশা ছিল যার কারণে হয়তোবা ভালো নাও হতে পারে তবে ভাইয়ের কাছ থেকে আমি আরো বেশ কিছু অনুপ্রেরণা পেয়েছি। যেগুলো আমি আপনাদের সাথে পরবর্তী পর্যায়ে অবশ্যই শেয়ার করব আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আসলে অনুপ্রেরণা এবং অভিজ্ঞতা তার সাথে কঠোর পরিশ্রম একটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এটা অবশ্যই সর্বদা মনে রাখবেন ঘুমিয়ে স্বপ্ন না দেখে স্বপ্নের পেছনে আপনার সময়টাকে ব্যয় করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!