Everyone says that uncle's house is a pot of juice, but in everyone's case, uncle's house is not a pot of juice. It is for those whose grandparents are still alive in this world. But uncle's house is a pot of juice. As far as I understand, Alhamdulillah, I am grateful. My uncle is very good and she is enough for us, Alhamdulillah. She invited us yesterday, but it was already noon for us to go there.
My mother has made a plan since morning that I will not go but I am a poor servant. Mamani said that means I have to go. I made my mother eat a lot of food. Then my two brothers got ready and started pulling me. Then I also got ready. Then I got my mother ready and went straight to my house. I feel bad. It is normal that not everyone will survive in this world. Then it is very difficult for them. I told my two brothers to come and visit their graves.
Then when I went to eat, I saw that Elahi Kanda had cooked a lot of things, and I like vegetable stew a lot, so Mamani made that for me too, which I liked a lot, in fact, I was so happy, what more can I say. Then we all finished our lunch while talking together, it was really nice to spend time with our loved ones, and I feel like that time passes very quickly, I don't understand why.
We spent a lot of time talking to them, checking in with them, chatting and discussing various topics. Our lunch ended with many people saying that it is not right to talk while eating, but I don't know how right that is, but we talked a lot, had fun, and enjoyed ourselves.
There is joy in spending time together and getting to know everyone, but I don't understand why some people forget their blood relations. I think blood relations are very important for all of us because if our relations survive, our loved ones survive. We don't want to understand that some people cause a lot of pain to their loved ones. Is it right to do this? I don't think it is right to do this.
No matter how much wrong or injustice your loved ones do to you, you must treat them well because if you treat them well, Allah will be happy and pleased with you and you will be better than you can imagine. And every person came to this world to be good, but some people cannot be good even when they are good. I don't know why, but it seems to me that the joy of being good to your loved ones is not found anywhere in the world.
I will tell you about yesterday, how much I enjoyed it, what happened in just a few hours, these words will be remembered for a lifetime because through these words we will survive for a long time. We can find out about our loved ones, their love, their likes and dislikes, but some people push their loved ones away and want to be alone. Is it right to do this? Of course, let us know in the comment box.
মামার বাড়ি রসের হাড়ি এটা সবাই বলে কিন্তু সবার ক্ষেত্রে এই মামার বাড়ি রসের হাই হয় না যাদের নানা নানি এখনো এই দুনিয়ায় বেঁচে আছে তাদের জন্যই কিন্তু মামার বাড়ির রসের হাঁড়ি হয়ে থাকে যতটুকু আমি বুঝি তবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি আমার মামনি অনেক ভালো আর উনি আমাদের জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট করেন গতকালকে আমাদেরকে দাওয়াত করেছিল কিন্তু ওখানে যেতে আমাদের দুপুর হয়ে গেল।
সকাল থেকেই যাবো না এমন একটা প্ল্যান তৈরি করে রেখেছে আম্মু কিন্তু আমি তো নাজেহাল বান্দা মামানি বলেছে তার মানে যেতেই হবে আম্মুকে অনেক করে ভাজি করালাম তারপর দুই ভাই মিলে রেডি হয়ে আমাকে নিয়ে টানাটানি শুরু করল এরপর আমিও রেডি হয়ে গেলাম এরপর আম্মুকে রেডি করিয়ে সোজা চলে গেলাম নানা বাড়িতে খারাপ লাগছে। এই পৃথিবীতে সবাই বেঁচে থাকবে না এটা স্বাভাবিক তারপরে ওদের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে দুই ভাইকে বললাম তাদের কবর জিয়ারত করে আসার জন্য।
এরপরে খাবার খেতে গিয়ে দেখি এলাহি কাণ্ড অনেক কিছু রান্না করেছে মামনি আর আমার সবজি ভর্তা অনেক বেশি পছন্দ তাই মামানি সেটাও আমার জন্য করেছে যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে আমি এত পরিমাণে খুশি হয়েছি কি আর বলবো। এরপর সবাই মিলে গল্প করতে করতে দুপুরের খাবার শেষ করলাম আসলে প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটাতে বেশ ভালই লাগে আর আমার কাছে মনে হয় ওই সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় কেন পেরিয়ে যায় সেটা বুঝতে পারি না।
অনেকটা সময় নিয়ে তাদের সাথে গল্প করার পাশাপাশি কিছুটা খোঁজ-খবর নেয়া বিভিন্ন কথাবার্তা বলা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার মাধ্যমেই আমাদের দুপুরের খাবার শেষ হলো তবে অনেকেই বলে খাবার খাওয়ার সময় কথা বলাটা ঠিক না কিন্তু কতটুকু সঠিক সেটা আমি জানিনা তবে আমরা অনেক গল্প করলাম মজা করলাম সবাই মিলে আনন্দ করলাম।
সবাই মিলে আনন্দ করার পাশাপাশি কিছুটা সময় কাটানো সবার সাথে খোঁজখবর নেওয়া এর মধ্যেও কিন্তু আনন্দ আছে কিন্তু কিছু মানুষ তাদের রক্তের সম্পর্ক গুলোর কথা ভুলে যায় কেন ভুলে যায় সেটা আমি নিজেও বুঝতে পারি না আমার কাছে মনে হয় রক্তের সম্পর্ক আমাদের সবার জন্যই খুবই প্রয়োজন কারণ আমাদের সম্পর্ক গুলো যদি টিকে থাকে তাহলে আমাদের প্রিয়জন টিকে থাকে। আমরা এটাই বুঝতে চাই না কিছু মানুষ তাদের প্রিয় মানুষগুলোকে অনেক বেশি কষ্ট দেয় এটা করা কি মোটেও ঠিক আমার মনে হয় এটা করা মোটেও ঠিক না।
আপনার প্রিয় মানুষ আপনার সাথে যতই অন্যায় করুক না কেন অবিচার করুক না কেন তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করেন কেননা আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করেন আল্লাহ তা'আলা আপনার প্রতি খুশি হবে এবং আনন্দিত হবে আর আপনি যত ভালো থাকতে পারবেন সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর প্রতিটা মানুষ এই পৃথিবীতে ভালো থাকার জন্যই এসেছে কিন্তু কিছু মানুষ ভালো থাকতে গিয়েও ভালো থাকতে পারে না সেটা কেন সেটা আমি জানি না তবে আমার কাছে মনে হয় প্রিয় মানুষগুলোকে নিয়ে ভালো থাকার মধ্যে যে আনন্দ আছে সেটার পৃথিবীর কোথাও পাওয়া যায় না।
কালকের কথাই বলি কত আনন্দ করলাম মাত্র কয়েক ঘন্টা তাতে কি হয়েছে এ কথাগুলি মনে থাকবে আজীবন কেননা এই কথাগুলোর মাধ্যমে আমরা টিকে থাকবো অনেকটা সময় আমাদের প্রিয় মানুষগুলোর খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের ভালোবাসা তাদের ভালোলাগা সবকিছুই জানতে পারি কিন্তু কিছু মানুষ তার প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দিয়ে নিজে একাই ভালো থাকতে চাই এটা করা কি মোটেও ঠিক। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।