A beautiful day spent with cousins

in blurt-188398 •  22 days ago 

IMG_20241204_074114_361.jpg

Yesterday was very special for me and today I am going to share with you the reason for this special because yesterday my cousin came yesterday I really like spending time with her and I like to believe her every word makes you live anew Will give an incentive to stay. He is always trying to teach people something new and even today one thing I have learned from him is to create agile.

I've been trying to make this thing for a long time, I've seen it many times on youtube but it seems like there's no problem making it myself, so none of it is happening. Anyway, let me share with you how I spent my day. First of all, I woke up very early in the morning. The rain is visible, but due to the cold, the fog is completely surrounding, nothing can be seen.

Somehow, I went to Kalpad from there after performing ablution and after praying, I talked with my mother for a while. In fact, after the prayer, I like to talk about the various topics of the prayer and the Qur'an. Mom got up and made breakfast and I helped her.

Suddenly I got a message on my mobile I didn't pay much attention then I saw a call to answer the call my cousin from that side asked me how are you and asked me that she will come to our house today am I happy and I will say After that I explained the matter to my mother and I told her that she is very happy. In fact, you are in Dhaka for a long time.

After that mom got busy in cooking, I got busy in cleaning the house, I explained everything, cooked and took a bath, I mom took lunch, then I slept for a while. Halam, then I saw that Apu had come to our house with a rickshaw

IMG_20241204_074114_456.jpg

IMG_20241204_074113_705.jpg

Alhamdulillah, I wandered around for a long time in the afternoon. In fact, I like to see the scenery of the village and the sky after the sun sets. Today, I felt that I came home and said that I will teach you one thing today. So much more happy and said on one side.

I have a lot of interest in learning something and I try hard to remember it. Today me and Apu made it very easily. I just helped her a little. She made the chatati. In fact, it takes so many things to make the chatati and it's so easy. I didn't know. But today Alhamdulillah everything went right and everyone had fun and ate the chatapt

In fact, I never imagined that this day will suddenly come in my life. Those who do not say that some happiness comes in people's lives which people do not imagine and do not even understand when it will happen. But the creator above must feel us every moment of our life. So feel the happy moments and try to remember them throughout your life and if you have any problems in your life try to forget them.

If you remember the happy moments then you will be fine and if you remember the sad moments then you will have a lot of pain and you will never be fine remember that one day spent with my cousin I hope I shared with you will like

গতকাল টা আমার জন্য খুবই স্পেশাল ছিল এই স্পেশাল হওয়ার কারণটা আজকে আমি আপনাদের জন্য শেয়ার করতে চলে এসেছি গতকাল আমার মামাতো বোন এসেছে আসলে ওর সাথে সময় কাটাতে আমার অনেক বেশি ভালো লাগে আর ওকে বিশ্বাস করে আমার অনেক বেশি ভালো লাগে ওর প্রতিটা কথা আপনাকে নতুন করে বেঁচে থাকার জন্য একটা উৎসাহ দেবে। ও সর্বদাই চেষ্টা করে মানুষকে নতুন কিছু শেখানোর আজকেও আমি তার কাছ থেকে একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে চটপটি তৈরি করা।

অনেকদিন ধরেই এই জিনিসটা তৈরি করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি youtube এ অনেকবার দেখেছি কিন্তু নিজের তৈরি করার মধ্যে কোন একটা সমস্যা যেন হচ্ছে তাই কোনটাই হচ্ছে না যাইহোক চলুন আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত অনেক ভোরে ঘুম থেকে উঠেছি আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে ঠান্ডা হওয়ার কারণে কুয়াশা একেবারেই চারপাশ ঘিরে আছে কিছুই দেখা যাচ্ছে না।

কোন মতে চলে গেলাম কলপাড়ে ওখান থেকে ওযু করে এসে নামাজ পড়ে মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম আসলে নামাজের পর নামাজের বিভিন্ন বিষয় নিয়ে এবং কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গল্প করতে করতে কখন যে আটটা বেজে গেল বুঝতেই পারলাম না এরপর তাড়াতাড়ি করে মা উঠে নাস্তা তৈরি করল আমিও ওনাকে সাহায্য করলাম।

IMG_20241204_074113_843.jpg

IMG_20241204_074114_378.jpg

হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসলো আমি অতটা গুরুত্ব দিলাম না তারপর দেখলাম একটা কল আসলো কলটা রিসিভ করতে ওই পাশ থেকে আমার মামাতো বোন আমাকে বলল কেমন আছে কি অবস্থা বিষয় জিজ্ঞেস করে আমাকে বলল সে আজকে আমাদের বাড়িতে আসবে এই কথা শুনে আমি খুশি হয়েছি কি আর বলবো। এরপর আম্মুকে বিষয়টা খুলে বললাম আম্মু অনেক বেশি খুশি হয়েছে আসলে আপু অনেকদিন ধরে ঢাকায় আছে আমাদের এখানে আসার সময় তেমন একটা পায় না আজকে প্রায় বেশ কিছুদিন ধরে আপু বাড়িতে আছে তাই চিন্তা করল আমাদের বাড়িতে আসবে।

এরপর আম্মু রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ল আমি ঘর গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়লাম সবকিছু বুঝিয়ে রান্না বান্না করে গোসল করে আমি আম্মু দুপুরের খাবার খেয়ে নিলাম এরপর একটু শুয়ে পড়েছিলাম আসলে শীতের দিন শুয়ে পড়লেই ঘুমিয়ে পরি বুঝতে পারি না কি হচ্ছে বিকেল চারটার সময় হঠাৎ করে বাহিরে বের হলাম এরপর দেখলাম আমাদের বাসায় চলে এসেছে আপু রিক্সা নিয়ে চলে এসেছে

মোটামুটি আলহামদুলিল্লাহ বিকেলে আমি আপু অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আসলে গ্রামের দৃশ্যগুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর সূর্য ডুবে যাওয়ার পর কেমন আকাশের অবস্থা হয় সেটাও আজকে দেখে চলে এবং অনুভব করেছিলাম মোটামুটি বাসায় এসে আপু বলল যে আজকে তোমাকে একটা জিনিস শেখাবো অবশ্যই মন দিয়ে শিখবে আমি তো অনেক বেশি খুশি এবং এক সাইডে ধরে বললাম।

কোন জিনিস শেখার প্রতি আমার আগ্রহ থাকে অনেক এবং সেটা মনে রাখার জন্য আমি অনেক বেশি চেষ্টা করি আজকে আমি আর আপু খুব সহজে আপু তৈরি করেছে আমি জাস্ট ওনাকে একটু সাহায্য করলাম চটপটি তৈরি করেছে আসলে চটপটি তৈরি করতে এত পরিমাণে জিনিসের প্রয়োজন হয় এবং এত সহজে হয় সেটা আমার জানা ছিল না। তবে আজকে আলহামদুলিল্লাহ সবকিছুই সঠিকভাবে হয়েছে এবং সবাই মিলে মজা করে চটপটি খেয়েছে

IMG_20241204_074114_541.jpg

IMG_20241204_074113_919.jpg

আসলে এই দিনটা হঠাৎ করে আমার জীবনে আসবে সেটা আমি কল্পনাও করিনি ওই যে মানুষ বলে না মানুষের জীবনে কিছু আনন্দ চলে আসে যেটা মানুষ কল্পনা করে চিন্তা করে না কখন কি হবে সেটা বুঝতেও পারে না কিন্তু উপরে যে সৃষ্টিকর্তা আছে তিনি নিশ্চয়ই আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আমাদেরকে অনুভব করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে তাই আনন্দের মুহূর্তকে অনুভব করুন এবং সেগুলোকে সারা জীবন মনে রাখার চেষ্টা করুন আর যদি আপনার জীবনের কোন সমস্যা হয়ে থাকে তাহলে সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করুন।

আপনি যদি আনন্দের মুহূর্ত গুলো মনে রাখেন তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আর যদি দুঃখের মুহূর্ত মনে রাখেন তাহলে কিন্তু আপনার মনে অনেক কষ্ট হবে এবং আপনি ভালো কখনোই থাকতে পারবেন না বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন মামাতো বোনের সাথে কাটানো একটা দিন আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  22 days ago  ·  

Your photos and posts are very beautiful. I like these too. Natural photo scene is more beautiful.

  ·  21 days ago  ·  

Really I try to make nature and every photo more beautiful because photography has become my absolute favorite thing thanks