Suddenly, an invitation from my grandmother's house to my uncle and grandmother came.

in blurt-188398 •  10 days ago 

IMG_20250112_173027_007.jpg

I think our life is very short and we don't know when it will end. But I think we should enjoy every second of our life because there is a time for us to come but there is no time to leave this world. None of us know when you will leave this world. So I think you should also try to enjoy every moment of your life with your family.

I woke up quite early today because I have to go to college very early today. I have a private class. I woke up early and saw that my mother was not up yet, so I prayed, made myself a cup of tea and ate it. Then I texted my friends and they said they had left the house. Actually, leaving the house this early is getting very tough, but there is nothing to do.

I can't find a private tutor, sir. I found someone who can teach us early in the morning because he has a college after that. Since the college is far from my house and it's a bit difficult to get a car, I went out early in the morning. When I got a car again in the morning, I saw a lot of fog on the road and the wind was blowing. I couldn't see anything.

It has been quite cold these past few days. I feel like I am going to fall down on the road. But there is nothing I can do. I saw an auto a little ahead. I got into the auto and asked him to take me down with the saddle. But he said, "I can't go that far. I can only go as far as the market. What else can I do?" I said, "Okay." In fact, the colder the car was, the faster it started moving. The speed of the cold increased twice as much as it did.

There was nothing to do, so I slowly moved closer to the school. Then I went to the market and got into a CNG car. From there, I went straight to the college. I went to the front of the college and saw my friends waiting for me. Then I entered the classroom with them. Our studies continued for 2 long hours. After 2 hours, we were dismissed. In fact, we were very hungry because we had only had a cup of coffee in the morning, so around eleven o'clock, we all went to the canteen and had breakfast.

Then college started, classes ended at 2 pm, then I left for home, I traveled a long way and returned home, but when I returned home, I saw that my grandparents had all come, which I liked very much. In fact, my mother told me once that they would come herself, then I got angry with my mother, my mother said that she didn't know that they would come either. Anyway, suddenly seeing my dear people made me feel better. In fact, when my dear people give me a little surprise, it feels much better.

IMG_20250112_173026_395.jpg

IMG_20250112_173026_942.jpg

IMG_20250112_173026_712.jpg

Then I sat down with them and had lunch. In fact, the happy moments passed a little too quickly. I didn't even realize how quickly time passed with them. After lunch, we all talked for a long time. In the afternoon, I cooked noodles for them again. Then I gave them noodles. Then Nanu said that she was leaving, which made me feel very sad.

I felt very bad that I could not keep them despite much talk but there was nothing I could do. After saying goodbye to them, I talked to some of my friends about the group. After talking, I completed some other tasks that I had. In fact, I feel very bad that my grandmother has left, so I tried to spend some time with my friends. I am sticking to my writing style like today, stay well.

আমি মনে করি আমাদের জীবনের সময় অনেক অল্প কখন সেটা বেরিয়ে যায় সেটা আমরা জানিনা তবে আমার মনে হয় জীবনের প্রতিটা সেকেন্ড উপভোগ করা উচিত কারণ আমরা আসার জন্য একটা সময় আসে কিন্তু এই পৃথিবী থেকে বিদায় নেয়ার জন্য কোন সময় নেই আমি আপনি কখন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেটা আমরা কেউই জানিনা তাই আমি মনে করি আপনিও আপনার জীবনে প্রতিটা মুহূর্ত নিজের পরিবারের সাথে উপভোগ করার চেষ্টা করুন।

আজকে মোটামুটি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কেননা আজকে কলেজে খুব তাড়াতাড়ি যেতে হবে আমার প্রাইভেট আছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দেখি আম্মু এখনো উঠে নাই তাই নামাজ পড়ে নিজেই এক কাপ চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম তারপর বন্ধুদেরকে এসএমএস করলাম তারা বলল তারা বাসা থেকে বেরিয়ে পড়েছে আসলে এত সকালে বাসা থেকে বের হওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই।

IMG_20250112_173026_260.jpg

IMG_20250112_173026_668.jpg

IMG_20250112_173026_186.jpg

IMG_20250112_173026_477.jpg

এমনিতেই প্রাইভেট পড়ানোর জন্য স্যার খুঁজে পাইনা যাওয়ার একজন পেয়েছি তিনি খুব ভোরবেলায় আমাদেরকে পড়াতে পারবেন কেননা এর পরে ওনার আবার কলেজ থাকে তাই আমার আবার বাড়ি থেকে কলেজ যেহেতু অনেক দূরে আর গাড়ি পাওয়াটা একটু দোষ কর তাই আমি নিজে একটু সকালবেলা বের হয়ে পড়েছিলাম সকালবেলা আবার গাড়ি পাওয়া যায় হাঁটতে হাঁটতে দেখি রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে কুয়াশা একবার শস্য বাতাস কিছুই দেখা যাচ্ছে না।

এই কয়েকদিন বেশ ঠান্ডা পড়ছে রাস্তার মধ্যে আমার অবস্থা নাজেহাল মনে হচ্ছে আমি ওখানেই পড়ে যাব কিন্তু কিছুই করার নেই একটু সামনে দেখলাম একটা অটো উঠে পড়লাম অটোর মধ্যে বলেছিলাম আমাকে সদর নিয়ে নামিয়ে দেবেন কিন্তু উনি বললেন আমি অতটুকু যেতে পারবেন না শুধুমাত্র বাজার পর্যন্ত যাবে কি আর করা হবে বললাম ঠিক আছে আসলে গাড়ির মধ্যে আরো ঠান্ডা গাড়ি যত দ্রুত চলতে শুরু করলো। ঠান্ডার গতিবেগ তার চাইতে দ্বিগুণ বৃদ্ধি পেল।

থাক তাও কিছু করার নেই একটু একটু করে স্কুলের কাছাকাছি চলে আসলাম তারপর আমি বাজারে গিয়ে একটা সিএনজির মধ্যে উঠে পড়লাম ওখান থেকে সোজা চলে গেলাম কলেজের উদ্দেশ্যে কলেজের সামনে গিয়ে দেখি আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে এরপর ওরা সহ ক্লাসরুমে ঢুকে পড়লাম আমাদের পড়া দীর্ঘ ২ ঘণ্টা চলতে থাকলো। ২ ঘন্টা পর আমাদেরকে ছুটি দেয়া হলো আসলে সকালে শুধুমাত্র এক কাপ কফি খাওয়ার কারণে খুব খিদা লেগে গেছে তাই এগারোটার দিকে আমরা সবাই ক্যান্টিনে গিয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম।

এরপর কলেজ শুরু হয়ে গেল ক্লাস করা শেষ হলো দুপুর ২ টায় এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অনেকটা পথ জার্নি করে বাসায় ফিরে এসেছি তবে বাসায় ফিরে এসে দেখি আমার নানু মামা সবাই এসেছে যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলে আম্মু আমাকে একবারও বলে নিজে তারা আসবে এরপর আম্মুর উপর আমি তখন রাগারাগি করলাম আম্মু বলল তিনিও জানেন না তারা যে আসবে। যাইহোক হঠাৎ করে প্রিয় মানুষগুলোকে দেখে মনটা ভালো হয়ে গেল আসলে প্রিয় মানুষগুলো যখন একটু হুটহাট সারপ্রাইজ দেয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে।

এরপর তাদের সাথে বসে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম আসলে আনন্দের মুহূর্ত গুলো একটু তাড়াতাড়ি কেটে যায় তাদের সাথে সময়টা কত দ্রুত চলে গেল বুঝতেও পারলাম না দুপুরের খাবার শেষ করে সবাই অনেকক্ষণ গল্প করলাম বিকেল হওয়ার পর তাদের জন্য আবার নুডুছ রান্না করেছিলাম আমি নিজে তারপর ওদেরকে নুডুলস দিয়েছি এরপরে নানু বলতেছে উনি চলে যাবে যার কারণে আমার কাছে খুব খারাপ লাগলো।

অনেক বলাবলি করেও তাদেরকে রাখতে পারলাম না এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে কিন্তু কিছুই করার নেই। এরপর উনাদেরকে বিদায় দিয়ে আমি আমার বেশ কিছু ফ্রেন্ডের সাথে গ্রুপ নিয়ে কথা বললাম কথা বলার পর নিজের আরও কিছু কাজ ছিল সেগুলো সম্পূর্ণ করে নিয়েছিলাম আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আমার নানু চলে গেছে এজন্য ফ্রেন্ডদের সাথে কিছুটা সময় স্পেন্ড করার চেষ্টা করেছি। আজকের মতো আমার লেখা রীতি টানছি ভালো থাকবেন টা টা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  10 days ago  ·  

Happy times always pass quickly. You are right when you say that you should enjoy your life.