Winter morning in the village

in blurt-188398 •  5 days ago 

IMG_20241228_121327_133.jpg

IMG_20241228_121334_854.jpg

IMG_20241228_121334_570.jpg

IMG_20241228_121335_469.jpg

Village is my favorite place because I grew up in the village and how much fun it is to walk around the village on a winter morning. Only those who live in the village can understand and feel it very well. When you leave the house, you can see the fields surrounded by fog and the fog on the roadside. Not everyone can usually see the scenes. Only those who wake up in the morning, pray and walk outside are lucky. I also consider myself lucky because today I woke up in the morning, prayed and went out for a walk for a while.

I wish every morning to be beautiful, to our Lord, but maybe we face various problems in our lives, but still we consider ourselves lucky by moving forward with them. People cannot be good in all aspects even if they want to. Some problems exist in people's lives. The faster you can move forward by avoiding those problems, the better you will be. Life is all about problems. As long as you live in this world, you have to deal with your family problems, physical problems, mental problems, everything.

Currently, I am facing several mental problems. My family is pressuring me to get married, but I told them not to get married so soon, but somehow my mother doesn't understand. I don't understand. The matter has become a little different. Still, she is trying to manage everything. Actually, I am thinking of studying far away, but I don't understand anything about what will happen in the future. Because I was upset, I left the house early in the morning, thinking that I would walk for a while and then go straight to college.

My mother scolded me a lot last night about this. In fact, if someone says something I don't like, it annoys me even more. But I don't understand what to say to them. They say to let them know if there is anyone I like, but I don't have anyone like that. Anyway, I walked around for a while and enjoyed the rural environment because this environment teaches us a lot and reminds us of our childhood memories.

We want to be well all the time. Being well is very beneficial for our health, but not everyone can be well all the time. To be well, you definitely need some time, and to be well, you have to work extra hard. Just looking at the people in the village, you can understand that although their health is a little weak, they are very good in other ways because they constantly work hard in their fields and grow crops. But we can eat food to our full stomachs.

IMG_20241228_121327_341.jpg

IMG_20241228_121326_773.jpg

IMG_20241228_121327_211.jpg

IMG_20241228_121326_734.jpg

Nowadays, the situation around us is largely out of our control because houses are being built all around, the amount of land is decreasing a lot, maybe the end of the world is approaching, it feels very bad to see the situation around us, even then everyone wants to be good, wants to move forward through good, but some problems sometimes remain, not all problems can be solved by humans, some problems can only be solved by those who are above. But even then we are angry with it, we think why are our problems not being solved, why are we not getting solutions to those problems, why are we not able to achieve anything big in our lives.

Be patient and think about what you have lost. Keep asking Allah Almighty for it. You may not get it right away, but in due time you will get it because He will give you three times what you have taken. Believe that everything will be fine.

গ্রাম আমার প্রিয় একটা জায়গা কেননা আমি গ্রামে বড় হয়েছি আর গ্রামে শীতের সকালে ঘুরে বেড়াতে কতটা মজা লাগে যারা গ্রামে বসবাস করে তারাই কিন্তু বেশ ভালো বুঝতে পারে এবং অনুভব করতে পারে ঘর থেকে বের হলে কুয়াশা ঘেরা মাঠ রাস্তার ধারে কুয়াশা পড়ে থাকা দৃশ্যগুলো সচরাচর সবাই দেখতে পারে না। শুধুমাত্র তারাই ভাগ্যবান যারা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাহিরে হাঁটাহাঁটি করে তাদের মধ্যে আমিও একজন নিজেকে ভাগ্যবান বলে মনে করছি কেননা আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার জন্য বের হয়েছিলাম।

প্রতিটা সকাল সুন্দর হোক এটাই কামনা করি আমাদের রব্বুল আলামিনের কাছে তবে হয়তোবা আমাদের জীবনে নানা ধরনের সমস্যায় এসে যায় কিন্তু তারপরও আমরা সেগুলোকে সামনে নিয়ে এগিয়ে যাওয়ার মাধ্যমেই নিজেদেরকে ভাগ্যবান মনে করি মানুষ চাইলেই কিন্তু সবদিক থেকে ভালো থাকতে পারে না কিছুটা সমস্যা মানুষের জীবনে থাকে সেই সমস্যাগুলোকে এড়িয়ে আপনি যত দ্রুত সামনে এগিয়ে যেতে পারবেন আপনি তত ভাল থাকতে পারবেন। জীবন মানেই হচ্ছে সমস্যা আপনি যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন আপনার পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা সবকিছুই আপনাকে সামলে নিতে হবে।

IMG_20241228_121326_601.jpg

IMG_20241228_121326_693.jpg

IMG_20241228_121326_952.jpg

IMG_20241228_121326_846.jpg

IMG_20241228_121326_433.jpg

বর্তমান সময়ে আমি বেশ কিছু মানসিক সমস্যার মধ্যে রয়েছে পারিবারিকভাবেই চাপ দিচ্ছে বিয়ের জন্য কিন্তু বিয়ে এত তাড়াতাড়ি করবো না এটাই আমাকে বলে দিয়েছিলাম কিন্তু আম্মু কেমন যেন বুঝতে চায় না আম্মু বুঝতে চায় না নাকি আমি বুঝতে পারছি না বিষয়টা একটু অন্যরকম হয়ে গেছে তারপরেও সবকিছু সামলে নিয়ে চলার চেষ্টা করছে। আসলে অনেক দূর পড়াশোনা করব এটাই চিন্তাভাবনা করছি কিন্তু সামনে কি হবে কিছুই বুঝতে পারছি না মন খারাপ থাকার কারণে অনেক সকালেই ঘর থেকে বের হয়েছিলাম কতক্ষন হাঁটাহাঁটি করব তারপর সোজা চলে যাব কলেজে।

এ বিষয়টা নিয়ে গতকাল রাতে আম্মু অনেকটা বকাবকি করেছে আসলে আমার কাছে যে বিষয়টা ভালো লাগে না সেটা কেউ বললেও আমার কাছে আরো বেশি বিরক্ত লাগে তবে কি বলবো তাদেরকে কিছুই বুঝতে পারছি না তারা বলছে পছন্দের কেউ থাকলে তাদেরকে জানানোর জন্য কিন্তু আমার তো এমন কেউ নেই যাইহোক কিছুটা সময় হাঁটাহাঁটি করে আমি গ্রামীন পরিবেশটা উপভোগ করলাম কারণ এই পরিবেশটা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় ছোটবেলার স্মৃতিগুলো মনে করিয়ে দেয়।

আমরা প্রতিনিয়ত ভালো থাকতে চাই ভালো থাকাটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার কিন্তু সবাই তো আর ভালো থাকতে পারে না ভালো থাকার জন্য অবশ্যই কিছুটা সময় প্রয়োজন আর ভালো থাকতে হলে আপনাকে অতিরিক্ত কষ্ট করতে হবে যে মানুষগুলো প্রতিনিয়ত পরিশ্রম করে গ্রামের মানুষগুলোকে দেখলেই বোঝা যায় তার স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল হলেও অন্যান্য দিক থেকে তারা কিন্তু অনেক ভালো কেননা তারা প্রতিনিয়ত নিজেদের মাঠে পরিশ্রম করে এবং পরিশ্রম করে ফসল ফলায় বলেই আমরা কিন্তু পেট ভরে খাবার খেতে পারি।

বর্তমানে চারপাশের পরিস্থিতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে কেননা চারপাশে ঘরবাড়ি হচ্ছে জমির পরিমাণটা অনেকটাই কমে যাচ্ছে হয়তো বা কেয়ামত ঘনিয়ে আসছে চারপাশে যে অবস্থা তা দেখলে খুব খারাপ লাগে তারপরেও সবাই ভালো থাকতে চায় ভালোর মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নিতে চায় কিন্তু কিছু সমস্যা মাঝে মাঝে থেকেই যায় সব সমস্যার সমাধান তো আর মানুষ করতে পারে না কিছু সমস্যার সমাধান উপরে যিনি আছেন তিনিই করে দেন। কিন্তু তারপরেও আমরা তার ওপর নারাজ থাকি আমরা মনে করি আমাদের সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না আমরা কেন সেই সমস্যার সমাধান পাচ্ছিনা আমরা কেন আমাদের জীবনে বড় কিছু হতে পারছি না।

আপনি ধৈর্য ধারণ করুন এবং চিন্তা করুন আপনি যা হারিয়েছেন আল্লাহ তায়ালার কাছে চাইতে থাকুন হয়তোবা সাথে সাথে পাবেন না কিন্তু নির্দিষ্ট সময় আপনি সেটা পেয়ে যাবেন কেননা তিনি যতটুকু নিয়েছেন তার চাইতে তিন গুণ আপনাকে দিবেন এটা আপনি বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!