The blue sky has been Shuvo's favorite since childhood. His mother used to say, "Don't look at the sky too much, you'll get dizzy!" But it doesn't seem like anything to him. To Shuvo, looking at the sky meant entering a new world, an endless taste of seeing something new, a taste of eternal freedom like liberation.
When Shuvo sat in the small courtyard of the village and looked at the sky in the evening, it felt like he had become a part of that blue sky. It was as if the blue sky was living with him. He was going there and seeing only the weather of the blue sky. Seeing the white clouds floating in the air, he felt like he could fly like a bird! As a result, he could do many things and go far and far to fulfill his dreams, but when he came to the city, that sky seemed to have disappeared. The blue sky was trapped behind the concrete buildings, just like Shuvo.
Shuvo met Arani while studying at the university. Arani was a city girl, but she also had a desire to touch the sky of her dreams. But even if she wanted to, that was no longer possible. Even then, their endless friendship continued to grow and their friendship quickly deepened. Every day after class, they would go for a walk together. Sometimes, they would sit by the river and talk looking at the sky. The blue sky was their favorite, so they would express their feelings by looking at the sky. One day, looking into Shuvo's eyes, Arani smiled and said,
— "You're actually a sky person, aren't you?"
— "Meaning?"
— "That means, wherever you go, the sky is with you."
Shuvo smiled softly and said, "I actually love the blue sky!"
I like the blue sky a lot better.
Arani remained silent for a while. Then she looked at the sky and said, "But I want to be a part of your sky." Because I love you very much from my heart. Can you make me a part of your blue sky?
Their friendship deepens, but life doesn't always go the same way. Life is full of various problems. One day, Arani suddenly announces that her family is sending her abroad for higher education. Shuvo remains silent for a while and just says,
— "Then you will move closer to my sky."
Even if I wanted to, I could never be a part of that sky because you are so far away from me.
The day of farewell was difficult for Shubh. When Arani stood at the airport and said,
— "What can I get for you?"
Shuvo smiled softly and said, "A piece of blue sky!"
That's it, I'm very happy. I don't need anything else.
Arani smiled and said, "The blue sky is always with you, Shuvo! You just have to look and see, I am always with you."
Because I love you too.
Arani was gone. Shuvo knew that the sky could not be touched, it could only be felt. So no matter how far away, his loved ones would remain close to his heart like the blue sky.
Maybe many people say that loved ones stay close to their hearts, but it hurts a lot when they go far away. Shuvo suffered a lot because of Arani's departure, but she left without letting him know. The distance between them has increased, but Shuvo thought about it and consoled himself by thinking that we are under the same sky.
Lost in the blue sky
Looking at the blue sky, I often feel like I could fly if I wanted to! As a child, Rafi's dream was to learn to fly like a bird. He used to wonder what it would be like if there was a mysterious world in the land of clouds! I would never be disappointed. I would try to see this mysterious world once again in my own way.
One afternoon, he went to the field next to the village and looked up at the sky. Golden light spread across the western horizon, clouds were floating like cotton. I had a goal to unravel the mystery of where the white clouds were going, but even if I wanted to, it was no longer possible to fulfill that goal. Suddenly, he had a strange feeling. It felt like he was becoming lighter, slowly starting to float!
Rafi closed his eyes. The next moment he saw that he was not touching the ground, he was really flying! At first he couldn't believe it, but gradually he reached the clouds. There was only an immense beauty of blue around him. Reaching the realm of white cotton clouds, he stared in amazement. And he started thinking how great it would be if something like this really happened in life, so that we could paint ourselves again.
Once he saw something like a small island in the distance. Out of curiosity, he went ahead. When he reached there, he was surprised to see some people like small birds playing and flying. They smiled at Rafi. One of them said, "Are you also lost like us?"
Rafi asked in surprise, "Who are you?"
This group of small birds started talking like humans, they said to Rafi.
The little bird-man said, "We are the ones who loved the sky, so we stayed here!"
Rafi felt like he couldn't understand whether it was a dream or reality. Suddenly he heard his mother calling from a distance. His eyes opened, he was lying in the field again. How beautiful the fantasy world is! If our real world were like the fantasy world, how much better it would be.
Was he dreaming? Or was he really lost in the sky? Rafi couldn't understand. But looking at the blue sky, he felt that one day he would get lost again, maybe in a real dream world. Dreams never come true, they only remain dreams, we can't fulfill them even if we try a thousand times.
I love the blue sky.
The sweet afternoon sun is entering through the window. Neelima is sitting on the balcony, with a cup of tea. Looking at the sky, her mind suddenly became bored. The blue sky, just like her childhood friend! As a child, she often sat on a corner of the roof and looked at the sky. She would find various stories hidden in the folds of the clouds. Because she loved telling and writing stories.
But today's sky is a little different. Neelima felt as if the sky was speaking to her mind. With a sigh, she started thinking about the days gone by. The memories left behind are much more beautiful, which causes many to sigh and others to smile at the corners of their lips, but it is important to accept what is as it is.
Four years ago. The first day of university. As soon as I entered the campus, I saw a boy—Tanmoy. Standing under the open sky, looking up at the sky, it seemed like it would be much better if he could go inside the sky and see what was at the end of the world. With a notebook in his hand, as if he was drawing an invisible picture. As Neelima walked past him, the boy smiled and said,
— "Do you love the blue sky?"
The question seemed strange to him, but the answer was no less strange.
— "Yes, very much."
I like the blue sky a lot more. I like looking at the blue sky a lot more. I feel like the blue sky talks to me.
Their friendship began that day. Gradually, Tanmay became an integral part of his life. Every afternoon, they would sit by the lake on the campus and talk and dream. Through stories, friendship gradually developed between them. Love is such a strange thing. Once you have affection for someone, you don't want to get that affection back from them easily.
But the rules of life are strange. Not all stories end well. The harsh reality of Tanmay's family forced him to go abroad. Before leaving, he left behind only one letter—
It would have been so much better if the ending of these stories had been much more beautiful, but even if we wanted to, we don't find much similarity at the end of the story. Why do the feelings of love for each other at the beginning of the story seem to fade away at the end of the story?
"Neelima, you love the sky, and so do I. Whenever you look at the blue sky, remember that I am by your side."
Even if I say I'm by your side, no one else is by your side. My heart always cries for the one who leaves, but the one who leaves has taken everything in life with him. Has he ever realized that?
Three years have passed. There is no news of Tanmay. I have never met her again, or maybe she is happy with someone else, but Neelima could not be happy alone anymore.
Neelima sighed and looked up at the sky. Just then, a notification came on her phone. A message from an unknown number—
"Love the blue sky?"
Neelima's hands trembled.
She was very surprised to think what he would reply to the SMS. She realized that it was none other than Tanmoy because Tanmoy knew that Neelima loved the blue sky very much. Today, I took several photographs of the blue sky and came to share them with you. I hope you like it. I love the blue sky too. If you love it, let me know in the comments.
নীল আকাশ ভালোবাসি
নীল আকাশটা ছোটবেলা থেকেই শুভর খুব পছন্দের। মা বলতেন, "আকাশের দিকে বেশি তাকিও না, মাথা ঘুরে পড়ে যাবে!" কিন্তু এটা তার কাছে কোন কিছুই মনে হচ্ছে না শুভর কাছে আকাশের দিকে তাকানো মানেই ছিল এক নতুন দুনিয়ায় প্রবেশ করা, নতুন কিছু দেখার এক অফুরন্ত স্বাদ যা ছিল মুক্তির মতো এক অনন্ত মুক্তির স্বাদ নেওয়া।
গ্রামের ছোট্ট উঠোনে বসে যখন শুভ সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে থাকত, মনে হতো সে যেন ওই নীলিমার অংশ হয়ে গেছে। নীল আকাশ যেন তার সঙ্গে বসবাস করছে সে সেখানেই যাচ্ছে সেখানেই শুধু নীল আকাশের আবহাওয়া দেখতে পাচ্ছে। বাতাসে ভেসে বেড়ানো সাদা মেঘের দলকে দেখে তার মনে হতো, যদি সে পাখির মতো উড়তে পারত! ফলে সে অনেক কিছু করতে পারতো অনেক দূর দূরান্তে গিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারত কিন্তু শহরে এসে সেই আকাশটা যেন অনেকটাই হারিয়ে গেল। কংক্রিটের দালানের আড়ালে নীল আকাশটা বন্দি হয়ে পড়েছে শুভর মতোই।
বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে শুভর পরিচয় হয় অরণীর সঙ্গে। অরণী শহরের মেয়ে, কিন্তু তার চোখেও ছিল স্বপ্নের আকাশ ছোঁয়ার বাসনা। কিন্তু চাইলেই তো আর সেটা সম্ভব না তার পরেও তাদের অফুরন্ত বন্ধুত্ব এগিয়ে যেতে লাগলো দু’জনের বন্ধুত্ব দ্রুতই গভীর হয়ে ওঠে। প্রতিদিন ক্লাস শেষে তারা একসঙ্গে হাঁটতে বের হতো। কখনো কখনো তারা নদীর ধারে বসে আকাশের দিকে তাকিয়ে গল্প করত। নীল আকাশ তাদের দুজনের অনেক বেশি পছন্দ তাই তারা আকাশের দিকে তাকিয়ে নিজেদের মনের অনুভূতি প্রকাশ করত। শুভর চোখের দিকে তাকিয়ে একদিন অরণী হেসে বলল,
— "তুমি আসলে আকাশের মানুষ, তাই না?"
— "মানে?"
— "মানে, তুমি যেখানেই যাও, আকাশ তোমার সঙ্গেই থাকে।"
শুভ মৃদু হেসে বলল, "আমি আসলে নীল আকাশ ভালোবাসি!"
নীল আকাশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
অরণী কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, "তবে আমি তোমার আকাশের অংশ হতে চাই।"কারণ আমি তোমাকে মন থেকে অনেক বেশি ভালোবাসি তুমি কি আমাকে তোমার নীল আকাশের অংশ বানাতে পারবা।
তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে, কিন্তু জীবন তো চিরকাল একভাবে চলে না। জীবনের মধ্যে বয়ে চলেন নানা ধরনের নানা সমস্যা একদিন হঠাৎ করেই অরণী জানিয়ে দিল, তার পরিবার তাকে বিদেশে পাঠাচ্ছে উচ্চশিক্ষার জন্য। শুভ কিছুক্ষণ চুপ থেকে শুধু বলল,
— "তাহলে তো তুমি আমার আকাশের আরও কাছাকাছি চলে যাবে।"
আমি চাইলেও সেই আকাশের অংশ কখনোই হতে পারব না কারণ তুমি আমার কাছ থেকে অনেকটা দূরে।
বিদায়ের দিনটা শুভর জন্য ছিল কষ্টের। বিমানবন্দরে দাঁড়িয়ে যখন অরণী বলল,
— "তোমার জন্য কী আনব?"
শুভ মৃদু হেসে বলল, "এক টুকরো নীল আকাশ!"
এটাই আমি অনেক খুশি আমার আর কিছুর প্রয়োজন নেই।
অরণী হেসে বলল, "নীল আকাশ তো তোমার সঙ্গেই থাকে, শুভ! তুমি শুধু তাকিয়ে দেখবে, আমি সবসময় তোমার কাছেই আছি।"
কারণ আমিও তোমাকে অনেক ভালোবাসি।
অরণী চলে গেল। শুভ জানত, আকাশকে ছোঁয়া যায় না, তাকে শুধু অনুভব করা যায়। তাই দূরত্ব যতই থাকুক, নীল আকাশের মতোই প্রিয়জনেরা তার মনের কাছেই থাকবে।
হয়তোবা অনেকেই বলে প্রিয় মানুষ মনের কাছে থাকে কিন্তু যে দূরে চলে যায় তার জন্য অনেক বেশি কষ্ট হয় শুভ তার অরণী চলে যাওয়ার কারণে অনেক বেশি কষ্ট পেয়েছে কিন্তু তাকে বুঝতে না দিয়ে সেখান থেকে চলে এসেছে তাদের দুজনের দূরত্ব বেড়ে গেছে কিন্তু শুভ এটা চিন্তা করেছে আমরা তো একই আকাশের নিচে রয়েছি এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দিয়েছে।
নীল আকাশে হারিয়ে যাওয়া
নীল আকাশের দিকে তাকিয়ে থাকলে অনেক সময় মনে হয়, ইচ্ছে করলেই যদি ওড়া যেত! ছোটবেলায় রাফির স্বপ্ন ছিল পাখির মতো উড়তে শেখা। সে ভাবত, মেঘের দেশে যদি কোনো রহস্যময় জগৎ থাকে, তাহলে কেমন হতো! আমি কখনোই হতাশ হতাম না আমি এই রহস্যের জগৎটাকে আরো একবার নিজের মতো করে দেখার চেষ্টা করতাম।
একদিন বিকেলে সে গ্রামের পাশের মাঠে গিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সোনালি আলো ছড়িয়ে পড়েছে পশ্চিম দিগন্তে, মেঘেরা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। সাদা মেঘের ভেলায় কোথায় যাচ্ছে এই রহস্য ভেদ করা আমার একটা লক্ষ্য ছিল কিন্তু চাইলেই তো আর সেই লক্ষ্য পূরণ করা সম্ভব না। হঠাৎ একটা অদ্ভুত অনুভূতি হলো তার। মনে হলো, সে হালকা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে ভাসতে শুরু করেছে!
রাফি চোখ বন্ধ করল। পরের মুহূর্তে সে দেখল, মাটির স্পর্শ নেই, সে সত্যিই উড়ছে! প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ধীরে ধীরে সে মেঘের কাছাকাছি পৌঁছে গেল। চারপাশে কেবল নীল রঙের এক অপার সৌন্দর্য। সাদা তুলোর মতো মেঘের রাজ্যে পৌঁছে সে বিস্ময়ে তাকিয়ে রইল। আর সে ভাবতে লাগলো সত্যিই যদি জীবনে এমন কিছু হতো তাহলে কতই না ভালো হতো আমরা আবারো নিজেদেরকে রাঙিয়ে নিতে পারতাম।
একসময় সে দেখতে পেল দূরে একটা ছোট্ট দ্বীপের মতো কিছু একটা। কৌতূহলবশত সে এগিয়ে গেল। সেখানে পৌঁছে অবাক হয়ে দেখল, ছোট ছোট পাখির মতো কিছু মানুষ খেলছে, উড়ছে। তারা রাফিকে দেখে হাসল। একজন বলল, "তুমিও কি আমাদের মতো হারিয়ে গেছ?"
রাফি অবাক হয়ে জানতে চাইল, "তোমরা কারা?"
এই ছোট্ট পাখির দল মানুষের মতো কথা বলতে লাগল তারা রাফিকে বলল।
ছোট্ট পাখি-মানুষটি বলল, "আমরা তারা যারা আকাশ ভালোবেসেছিলাম, তাই এখানে রয়ে গেছি!"
রাফির মনে হলো, এটা স্বপ্ন না বাস্তব, সে বুঝতে পারছে না। হঠাৎ দূর থেকে মায়ের ডাক শুনতে পেল। তার চোখ খুলে গেল, সে আবার মাঠে পড়ে আছে। কল্পনা জগৎটা কতই না সুন্দর কল্পনার জগতের মত যদি আমাদের বাস্তব জগৎটা হতো তাহলে কতই না ভালো হতো তাই না।
সে কি স্বপ্ন দেখছিল? নাকি সত্যিই আকাশে হারিয়ে গিয়েছিল? রাফি বুঝতে পারল না। তবে নীল আকাশের দিকে তাকিয়ে তার মনে হলো, একদিন আবার সে হারিয়ে যাবে, হয়তো সত্যিকারের এক স্বপ্নলোকে। স্বপ্নগুলো কখনোই পূরণ হয় না শুধুমাত্র স্বপ্নই থেকে যায় আমরা হাজার চেষ্টা করেও এগুলোকে পূরণ করতে পারি না।
নীল আকাশ ভালোবাসি
বিকেলের মিষ্টি রোদ জানালার ফাঁক দিয়ে প্রবেশ করছে। নীলিমা বসে আছে বারান্দায়, এক কাপ চায়ের সঙ্গে। আকাশের দিকে তাকিয়ে তার মনটা হঠাৎ উদাস হয়ে গেল। নীল আকাশ, ঠিক যেন তার ছোটবেলার বন্ধু! ছোটবেলায় সে প্রায়ই ছাদের এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। মেঘের ভাঁজে লুকানো নানা রকমের গল্প খুঁজে বের করত। কারন সে গল্প করতে এবং গল্প লিখতে অনেক বেশি পছন্দ করত।
তবে আজকের আকাশটা একটু অন্যরকম। নীলিমার মনে হলো, আকাশ যেন তার মনের কথাই বলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে পেছনের দিনগুলোর কথা ভাবতে লাগল। ফেলে আসা স্মৃতিগুলো অনেক বেশি সুন্দর যেটা অনেকের দীর্ঘশ্বাসের কারণ হয় আবার অনেকের ঠোঁটের কোণে হাসির কারণ হয় তবে যা যেরকম সেটা কিন্তু এমন ভাবেই মেনে নেয়াটা।
চার বছর আগের কথা। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। ক্যাম্পাসে প্রবেশ করতেই চোখে পড়েছিল এক ছেলেকে—তন্ময়। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, আকাশ পানে তাকিয়ে আছে মনে হচ্ছে সে আকাশের ভেতরে যদি ঢুকে ওই পৃথিবীর শেষ প্রান্তে কি আছে দেখে আসতে পারতো তাহলে মনে হয় অনেক ভালো হতো। একটা নোটবুক হাতে, যেন কোনো অদৃশ্য চিত্র এঁকে চলেছে। নীলিমা তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ছেলেটি হেসে বলেছিল,
— "নীল আকাশ ভালোবাসেন?"
প্রশ্নটা অদ্ভুত লেগেছিল তার কাছে, কিন্তু উত্তরও কম অদ্ভুত ছিল না।
— "হ্যাঁ, খুব।"
আমার কাছে নীল আকাশ অনেক বেশি ভালো লাগে আমি নীল আকাশ দেখতে অনেক বেশি পছন্দ করি আমার মনে হয় নীল আকাশ আমার সাথে গল্প করে।
সেদিন থেকেই তাদের বন্ধুত্ব শুরু। ধীরে ধীরে তন্ময় তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। প্রতিদিন বিকেলে ক্যাম্পাসের লেকের ধারে বসে তারা গল্প করত, স্বপ্ন বুনত। গল্পের মাধ্যমেই ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব বন্ধুত্বের মাধ্যমে প্রেম জিনিসটা এমন একটা অদ্ভুত জিনিস কারো প্রতি একবার মায়া জন্ম গ্রহণ করলে তার কাছ থেকে সেই মায়া সহজে ফিরিয়ে পেতে চায় না।
কিন্তু জীবনের নিয়ম বড় অদ্ভুত। সব গল্পের শেষ ভালো হয় না। তন্ময়ের পরিবারের কঠিন বাস্তবতা তাকে বিদেশে চলে যেতে বাধ্য করল। যাওয়ার আগে সে শুধু একটা চিঠি দিয়ে গেল—
এই গল্প গুলোর যদি শেষটা অনেক বেশি সুন্দর হতো তাহলে কতই না ভালো হতো কিন্তু আমরা চাইলেও গল্পের শেষে তেমন কোন মিল পাইনা গল্পের শুরুতে যেভাবে ভালোবাসা একে অন্যের প্রতি অনুভূতি গল্পের শেষে গিয়ে সেগুলো কেন যেন বিলীন হয়ে যায়।
"নীলিমা, তুমি আকাশ ভালোবাসো, আমিও। যখনই নীল আকাশের দিকে তাকাবে, মনে কোরো, আমি তোমার পাশেই আছি।"
পাশে আছি বললেই তো আর কেউ পাশে থাকে না যে চলে যায় তার জন্য মন সবসময় কাঁদে কিন্তু যে চলে গেছে সে তো জীবনের সবকিছু নিয়ে গেছে সেটা কি সে কখনো বুঝতে পেরেছে।
তারপর কেটে গেছে তিন বছর। তন্ময়ের আর কোনো খবর নেই। তার সাথে আর কখনো দেখা হয়নি হয়তো বা সেও অন্য কাউকে নিয়ে ভালো আছে কিন্তু নীলিমা আর একা ভালো থাকতে পারলো না।
নীলিমা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকাল। ঠিক তখনই ফোনে একটি নোটিফিকেশন এল। অপরিচিত এক নম্বর থেকে একটি বার্তা—
"নীল আকাশ ভালোবাসো?"
নীলিমার হাত কেঁপে উঠল।
সে এসএমএস এর উত্তর কি দিবে এটা ভেবেই অনেক বেশি অবাক হয়ে গেল সে বুঝতে পেরেছে আর কেউ নয় এটা তন্ময় কারণ তন্ময় জানতো নীলিমা নীল আকাশ অনেক বেশি ভালোবাসে আজকে নীল আকাশের বেশ কিছু ফটোগ্রাফি তুলেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আশা করি ভালো লাগবে নীল আকাশ আমিও ভালোবাসি আপনারা ভালোবাসেন তো মন্তব্যের মাধ্যমে জানাবেন।