I wish that new people come into your life at the beginning of a new day. Hello everyone, Assalamu Alaikum, how are you? I hope you are all doing well by the infinite mercy of the Almighty God. I am also doing well by your prayers and the infinite mercy of Allah. Alhamdulillah, today I will share with you the story of a different day. Actually, hanging out with my friends, finding out about their good and bad, spending time with them in their happy times has really made my life much sweeter.
This morning, after waking up and taking a walk outside, suddenly an SMS came to my phone. I turned on my mobile and saw that one of my friends had messaged me that today our dearest friend will buy a bike. Hearing this, I was overwhelmed with joy. Then I called that friend and he told me to come quickly after finishing college and we will go to the showroom and we will all choose the bike together and then we will buy it. His father will buy him a bike.
Then I also got up early without delay and had breakfast and then left for college. There was a lot of fog on the road. After a while, when the walking speed increased, the coldness decreased a little. In fact, the reason for walking was the lack of a car. The more I walked, the more I could not find a car, which made me feel very bad. Finally, after getting close to our headquarters, I found a CNG. I got up and left for college.
Then I saw that almost everyone from the college had arrived. I went to the classroom to study for my class. We all had a lot of fun together. We had coffee. In fact, it is fun to eat something hot in winter, but it is different. Then the class started. Our class ended around 2 pm. Then I thought that I only had a light breakfast in the morning. In fact, if I don't eat lunch at noon, I might get into trouble. Then I found out that my friend had organized a party for us where we would have a meal.
After that, we all went to the showroom and made all the preparations to buy the bike of his choice. Then I saw that Uncle had arrived. Actually, Uncle had the money with him. Then Uncle gave the money to the showroom owner and they handed us the pictures of the bike. Actually, I forgot to take those pictures.
Then my friend did what he did and left the showroom with his bike, but I consider myself much luckier because I was lucky enough to get on his brother's bike first. I don't know why, but he took me on the back of his bike first. We rode around a lot on bikes, and everyone else rode CNG to a restaurant.
Then everyone had a lot of fun and we finished our lunch by talking for about two hours. By the time we finished lunch, it was almost four in the afternoon. We had nothing to do and we couldn't realize how much time had passed while we were having fun with our friends.
Then I saw that all my other friends asked my dear friend to take me home. Before we reached home, I saw a place. The place was very beautiful. When I took photos there, the photos came out great. So I requested him to do some photos. Then I took some photos with his bike and he took some more photos with his bike. The matter was really complicated. If any of you have received tips from such friends, please let me know. I am ending my writing like this today.
নতুন দিনের সূচনায় নতুন করে আপনার জীবনে নতুন মানুষ আসুক এটাই কামনা করি সৃষ্টিকর্তার কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান রব্বুল আলামীনের অশেষ রহমতে অনেক ভাল আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা দিনের গল্প আসলে আমার ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করা তাদের ভালো মন্দের খোঁজখবর নেয়া তাদের খুশির সময় তাদের সাথে সময় কাটানোর সত্যিই আমার জীবনটাকে অনেক বেশি মধুময় করে তুলেছে।
আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে বাহিরে হাঁটাহাঁটি করার পরে হঠাৎ করেই আমার ফোনে একটা এসএমএস আসলো মোবাইলটা অন করে দেখলাম আমার একটা ফ্রেন্ড আমাকে মেসেজ করেছে আজকে আমাদের সবচাইতে প্রিয় যে বন্ধু রয়েছে সে একটা বাইক কিনবে। কথাটা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে গেলাম এরপর আমি ওই ফ্রেন্ড এর কাছে কল করলাম ও আমাকে বলল তাড়াতাড়ি চলে আসার জন্য কলেজ শেষ করে আমরা শোরুমে যাব সবাই মিলে পছন্দ করে তারপর বাইক কিনব তার বাবা তাকে বাইক কিনে দেবেন।
এরপর আমিও দেরি না করে তাড়াতাড়ি উঠে নাস্তা করে নিয়েছিলাম তারপর কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তার মধ্যে আসলে প্রচুর পরিমাণে কুয়াশা একটু পরে হাঁটার গতি যখন বেড়ে গেল তখন ঠাণ্ডার পরিমাণটা একটু কমে গিয়েছিল আসলে হাঁটার কারণ হচ্ছে গাড়ি না পাওয়া আমি যতই হেঁটে যাচ্ছি আসলে গাড়ি পাচ্ছিলাম না যার কারণে খুব খারাপ লাগছিল অবশেষে আমাদের সদরের কাছাকাছি যাওয়ার পর আমি একটা সিএনজি পেয়ে গেলাম ওটাই উঠে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম।
এরপর দেখলাম কলেজের মোটামুটি সবাই চলে এসেছে আমি আমার ক্লাস করার জন্য ক্লাস রুমে গেলাম সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম কফি খেলাম আসলে শীতের সময় গরম কিছু খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম তারপর ক্লাস শুরু হয়ে গেল আমাদের ক্লাস শেষ হয়েছে মোটামুটি দুপুর ২ টার দিকে তারপর আমি চিন্তা করলাম সকালে শুধুমাত্র হালকা নাস্তা করেছি আসলে দুপুরে যদি খাবার না খাই তাহলে আমার ঝামেলা হয়ে যেতে পারে তারপর জানতে পারলাম আমার ফ্রেন্ড আমাদের জন্য একটা পার্টি রেখেছে যেখানে আমরা খাবার দাবার করব।
এরপরে আমরা সবাই শোরুমে চলে গেলাম ওখানে গিয়ে তার পছন্দের বাইক কিনে নেয়ার জন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করলাম এরপরে দেখলাম আঙ্কেল চলে এসেছে আসলে টাকা আঙ্কেলের কাছে ছিল তারপর আঙ্কেল শোরুম এর মালিকের কাছে টাকা দিয়ে আমাদের হাতে তারা বাইকের ছবি তুলে দিয়েছিল আসলে ওই ছবিগুলো তুলতে ভুলেই গেছিলাম।
এরপর আমার ফ্রেন্ড যেটা করল তার বাইক নিয়ে শোরুম থেকে বের হলো তবে আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করব কারণ তার ভাইকে প্রথম ওঠার সৌভাগ্যটা আমার হয়েছিল জানিনা কেন তবে সে প্রথম তার বাইকের পেছনে আমাকেই নিয়েছিল অনেকটা পথ আমরা বাইকে করে ঘুরাঘুরি করেছিলাম বাকি সবাই সিএনজিতে করে একটা রেস্টুরেন্টে চলে আসলো।
তারপর সবাই অনেকটা আনন্দ করে প্রায় দুই ঘন্টা যাবত আমরা গল্প করার মাধ্যমে নিজেদের দুপুরের খাবার শেষ করেছিলাম দুপুরের খাবার শেষ করতে করতে আমাদের প্রায় বিকাল চারটা বেজে গেল কিছুই করার নেই বন্ধুদের সাথে আনন্দ করতে করতে সময়টা কখন পেরিয়ে গেছে এটাই বুঝে উঠতে পারিনি।
তারপর আর দেখলাম আমার বাকি সব ফ্রেন্ডরা আমার ওই প্রিয় বন্ধুটাকে বলল আমাকে বাড়িতে পৌঁছে দেয়ার জন্য তো আমরা বাড়িতে পৌঁছানোর আগে একটা জায়গা দেখলাম জায়গাটা খুবই সুন্দর ওখানে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি গুলো অনেক দারুন আসতেছে তাই আমি ওকে অনুরোধ করলাম কিছু ফটোগ্রাফি করব তারপর আমি তার বাইকের সাথে কিছু ফটো রাখি তুললাম ও আবার ওর বাইকের সাথে কিছু ফটোগ্রাফি তুলল বিষয়টা একেবারে জমে গিয়েছে তা আপনারা কে কে এরকম বন্ধুদের কাছ থেকে টিপস পেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন আজকের মত আমার লেখা ইতি টানছি টা টা।