Change your life

in blurt-188398 •  19 hours ago 

Many things in our lives change with everyone, the way people talk changes, people's behavior changes, when those who live in society accumulate the pain they get from their loved ones and turn into stone, then people are forced to change themselves. I don't think everyone gets the same kind of love from everyone and I don't think they will ever get it because if you have money, love will come to you in one way, if you don't have money, love will come to you in a different way.

However, neglect is a very serious thing. When you start neglecting a person, that person will respect you at first, but when that person gradually realizes that you are neglecting him and that you are not giving any importance to his work, that person will try to avoid you from that day on.

desert-4376898_1280.jpg
Image source

I don't think you need too many things to maintain a relationship. You can maintain a relationship easily if you want. You can maintain your relationship with a little love. But people nowadays think more about how to break a relationship than how to maintain it. If you only think about yourself, then I would say you are selfish. If you think about your family, then I would say you are a very kind-hearted person.

Seeing the success of many, many people get jealous, and many people bring pride into themselves with that success. They think they have found the golden deer and no matter what, it cannot be lost. We have to build our future life a little better with it and we have to rob people as much as we can to fill our pockets. Let me tell you one thing, I know you have had a lot of trouble achieving success, so why do you behave like this with people? You are robbing people in the name of providing service.

Now, many people may ask me what kind of question this is. When a person worked hard, no one was with him. No one was with anyone in this world, and no one will be with anyone when he leaves. If you keep these words in mind, you will be able to love people selflessly. However, the current society is much more busy with saving interests as much as possible than loving them selflessly. The value of human life is much greater than time, but many people lose their lives because people give too much importance to time.

If you want to understand your life correctly, then at least love people selflessly and you will see that there is no happier person than you. I have seen the behavior of many people, the love of many people, everything changes, but even after the change, if you give yourself some time and love some people selflessly, you will get such an amount of peace that you have never had in your entire life. I have seen people walking on the street and talking to officers sitting in the office.

The two of them had two different styles of speech, one of them spoke with a little smile and the other spoke in a very serious mood, but I think that the people on the street will never cheat you, maybe they will help you according to their ability, but no one will think of cheating you. I have decided that if I ever get time, if I ever achieve success down there, then of course one day I will try to stand by the people lying on the street. The complexity of society has surrounded us so much day by day that we cannot get out of this complexity now.

hands-1838658_1280.jpg
Image source

সবার সাথে আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হয় পরিবর্তন হয় মানুষের কথা বলার ধরন পরিবর্তন হয়ে যায় মানুষের আচার-আচরণ সমাজে যারা বসবাস করে তারা প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট গুলো যখন মনের মধ্যে জমা করতে করতে একটা সময় পাথরের পরিণত হয় তখন কিন্তু মানুষগুলো নিজেকে পরিবর্তন করে দিতে বাধ্য হয়। সবার কাছ থেকে সবাই একরকম ভালোবাসা কখনোই পায় না আর কখনো পাবে বলে আমি মনে করি না কারণ আপনার টাকা থাকলে আপনার কাছে ভালোবাসা আসবে একরকম আপনার টাকা না থাকলে আপনার কাছে ভালোবাসা আসবে অন্যরকম।

তবে অবহেলা জিনিসটা খুবই মারাত্মক একটা জিনিস আপনি যখন একটা মানুষকে অবহেলা করতে শুরু করবেন সেই মানুষটা কিন্তু আপনাকে সম্মান করবে প্রথম অবস্থায় কিন্তু যখন ধীরে ধীরে সে মানুষটা বুঝতে পারবে আপনি তাকে অবহেলা করছেন আপনি তার কাজের প্রতি কেমন একটা গুরুত্ব দিচ্ছেন না সেই দিন থেকেই কিন্তু সেই মানুষটা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে।

আমার মনে হয় না সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন একটা সম্পর্ক আপনি চাইলে অনায়াসে টিকিয়ে রাখতে পারেন আপনি অল্প কিছু পরিমাণে ভালোবাসার মাধ্যমেও আপনার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারেন কিন্তু বর্তমান সময়ের মানুষ সম্পর্ক টিকিয়ে রাখার চাইতে সম্পর্ক কিভাবে ভেঙে দেয়া যায় সেই চিন্তা অনেক বেশি করে আপনি যদি শুধুমাত্র আপনার কথা চিন্তা করেন তাহলে আমি বলব আপনি একজন স্বার্থপর আপনি যদি আপনার পরিবার আপনি চিন্তা করেন তাহলে আমি বলব আপনি খুবই ভালো মনের একজন মানুষ।

অনেকের সফলতা দেখে অনেকেই হিংসা করে আবার অনেকেই সেই সফলতা দিয়ে নিজের মধ্যে অহংকার বয়ে নিয়ে আসে তারা মনে করে পেয়ে গেছে সোনার হরিণ আর যাই হোক এটাকে হারানো যাবে না এটা দিয়ে ভবিষ্যৎ জীবনটাকে একটু ভালোভাবে গড়ে নিতে হবে আর যা পারি মানুষকে লুটে নিজের পকেট ভারি করতে হবে। একটা কথা বলি আমি জানি আপনি সফলতা অর্জন করতে আপনার অনেক কষ্ট হয়েছে তাই বলে কি আপনি মানুষের সাথে এমন আচরণ করবেন আপনি সেবা দেওয়ার নামে মানুষকে রীতিমতো লুটে নিচ্ছেন।

beach-7546731_1280.webp
Image source

এখন হয়তোবা অনেকেই আমাকে বলবে এটা আবার কোন ধরনের প্রশ্ন মানুষটা যখন পরিশ্রম করেছিল তখন তো কেউ তো তার সঙ্গে ছিল না এ পৃথিবীতে কেউ কারো সঙ্গে ছিল না থাকবে না আর যাওয়ার সময় কেউ যাবে না এই কথাগুলো যদি আপনার মাথায় রাখেন তাহলে আপনি মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবেন তবে বর্তমান সমাজ নিঃস্বার্থভাবে ভালোবাসার চাইতে যতটুকু সম্ভব স্বার্থ উদ্ধারের কাজে অনেক বেশি ব্যস্ত থাকে।সময়ের চাইতে মানুষের জীবনের মূল্যটা অনেক বেশি কিন্তু মানুষ সময়টাকে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে অনেক মানুষ জীবন হারিয়ে ফেলে।

আপনার জীবনটা কি আপনি যদি সঠিকভাবে উপলব্ধি করতে চান তাহলে অন্ততপক্ষে মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখুন দেখবেন আপনার চাইতে সুখী মানুষ আর কেউ নেই আমি দেখেছি অনেকের আচরণ অনেকের ভালোবাসা সব কিছুই পরিবর্তনশীল কিন্তু পরিবর্তন হওয়ার পরেও কিছুটা সময় নিজেকে দিয়ে আপনি নিঃস্বার্থভাবে কিছু মানুষকে ভালোবেসে দেখুন এত পরিমাণ শান্তি আপনি পাবেন যেটা আপনি আপনার সারা জীবনেও কখনও পাননি আমি রাস্তায় চলা মানুষগুলোর সাথে ও হাঁটাচলা করে দেখেছি আবার অফিসে বসে থাকা অফিসারের সাথেও কথা বলে রেখেছে।

দুইজনের কথার ধরন ছিল দুই রকম দুই ধরনের স্বভাব ছিল দুইজনের মধ্যে কেউ একটু হেসে কথা বলেছিল আবার কেউ কথা বলেছিল অনেকটা কঠিন মেজাজে তবে আমি মনে করি রাস্তায় থাকা মানুষগুলো কখনোই আপনাকে ঠকাবে না হয়তোবা তার সাধ্য অনুযায়ী আপনাকে সাহায্য করবে কিন্তু আপনাকে ঠকানোর চিন্তা কেউ করবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি যদি কখনো সময় পাই যদি কখনো নিচে সফলতা অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমি একদিন ওই রাস্তায় পড়ে থাকা মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব সমাজের জটিলতা আমাদেরকে দিন দিন এতটাই ঘিরে ধরেছে আমরা এখন এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারি না।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!