The last part of the flower garden tour

in blurt-188398 •  3 days ago 

IMG_20241230_163018_062.jpg

Today I am here with you with the second part of the flower garden tour, I hope you will like it. Actually, I liked the words I heard from these people a lot. We who sit at home and think that we will do something, if we work constantly, but at the end of the day, you and I will definitely get success, but we do not get it. We only dream in our sleep. If we dream in our sleep, your dreams will never come true.

One thing we should definitely keep in mind, if you want to do something, then definitely go ahead. Start working hard from a young age, but people grow up, people don't grow up suddenly, and to grow up, you have to work extra hard. For example, I was very surprised and inspired to hear the story of this brother's hard work because he has succeeded in spite of that in the present time.

Many people are running around after studying for their jobs, but if they want, they can become small entrepreneurs in this way. If you can take your work forward through your own hard work and effort, then you can also become a big entrepreneur in such a short time. Nowadays, we see videos of many people on Facebook or in different places who have been trying to do something good since childhood and have become good entrepreneurs in the present, so why are you and I sitting at home?

I was very inspired by this brother's words and decided to try to do something myself. I will tell you when I go home, although I am being informed about various problems from home, I am trying to avoid them. Because the more I can solve these problems, the more I can move forward. And one thing we must keep in mind is that we must love flowers. At some point, we see that whatever we do, we throw away something wrong. It is not right to do this. Our mistakes teach us the desire to live anew.

IMG_20241230_163018_347.jpg

IMG_20241230_163018_693.jpg

IMG_20241230_163018_534.jpg

I have shared the following photographs with you. I hope you like them. In fact, I am currently experiencing several family problems, due to which I am not expressing any interest in writing anything. However, I am sharing some writings with you thinking about how it would be if I did not write anything. In fact, you should never try to explain your own feelings or convince others.

Your efforts will help you achieve success and if you want to do that then definitely keep going. The more patience a person has, the further he can go. Of course, pray for your brother so that he can move forward successfully and fulfill his dreams far and wide.

আজকে আমি আপনাদের সাথে ফুলবাগানে ঘুরতে যাওয়ার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে এই মানুষের কাছ থেকে শোনা কথাগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে আমরা যারা ঘরে বসে থেকে চিন্তা করি যে আমরা কিছু করব তারা যদি প্রতিনিয়ত কাজ করে যাই তাহলে কিন্তু দিন শেষে আপনি আমি অবশ্যই সফলতা পাই কিন্তু আমরা সেটা পাইনা আমরা শুধুমাত্র ঘুমিয়ে স্বপ্ন দেখি ঘুমিয়ে স্বপ্ন দেখলে আপনার আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না।

একটা বিষয় অবশ্যই আমাদের প্রতিটা মানুষের মাথায় রাখা উচিত আপনি যদি কিছু করতে চান তাহলে অবশ্যই এগিয়ে যান। পরিশ্রম করতে শুরু করুন ছোট থেকেই কিন্তু মানুষ বড় হয় হঠাৎ করেই মানুষ বড় হয়ে যায় না আর বড় হওয়ার জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে যেমন এই ভাইয়ের পরিশ্রমের গল্প শুনে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম এবং অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলাম কেননা তিনি বর্তমান সময়ে সেটা হলেও সফল হয়েছেন।

অনেকেই রয়েছে পড়াশোনা করে নিজেদের চাকরির জন্য ছুটে বেড়াচ্ছেন তারা চাইলে কিন্তু এভাবেই ছোট ছোট উদ্যোক্তা হয়ে উঠতে পারেন আপনি যদি একটু একটু করে চেষ্টার মাধ্যমে নিজের পরিশ্রমের মাধ্যমে নিজের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনিও এত সময় বড় একজন উদ্যোক্তায় হতে পারেন।আমরা বর্তমান সময়ে ফেসবুক কিংবা বিভিন্ন জায়গায় অনেক মানুষের ভিডিও দেখতে পাই যারা কিনা ছোটবেলা থেকেই চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার জন্য বর্তমান সময়ে তারা ভালো একজন উদ্যোক্তা হয়ে উঠেছে তাহলে আপনি আমি কেন ঘরে বসে আছে।

IMG_20241230_163018_539.jpg

IMG_20241230_163018_753.jpg

IMG_20241230_163017_861.jpg

এ ভাইয়ের কথা শুনে আমি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি এবং নিজে কিছু করার চেষ্টায় অবশ্যই করবো এটা সিদ্ধান্ত নিয়েছি বাসায় গিয়ে বলবো তো যদিও বাসা থেকে বিভিন্ন ধরনের সমস্যার কথা জানানো হচ্ছে তবে আমি সমস্যাগুলো এড়িয়ে চলার চেষ্টা করছি। কেননা এই সমস্যাগুলো আমি যত বেশি সমাধান করতে পারব তত বেশি আমি সামনে এগিয়ে যেতে পারবো আর একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত আমরা ফুলকে ভালবাসতে হবে। একটা সময় দেখা যায় আমরা যেটা করি আমরা ভুল কিছু ফেলে দেই এটা করা ঠিক না আমাদের ভুলগুলো আমাদের নতুন করে বেঁচে থাকার আগ্রহ শেখা।

আমি আপনাদের সাথে পরবর্তী যে ফটোগ্রাফি গুলো তুলেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসলে বেশ কিছু পারিবারিক সমস্যা আমার মধ্যে বর্তমান সময়ে বিরাজমান যার কারণে কোন কিছু লেখার আগ্রহ প্রকাশ করছি না তার পরেও কিছু না লিখলে কেমন হয় এটা ভেবেই কিছু লেখা আপনাদের সাথে শেয়ার করছে আসলে নিজের মনের অনুভূতি বা অন্যকে বোঝানোর চেষ্টা কখনোই করানো উচিত নয়।

আপনার চেষ্টা আপনার সফলতা অর্জন করতে সাহায্য করবে আর আপনি যদি সেটা করতে চান তাহলে অবশ্যই প্রতিনিয়ত পরিক্রম করে যান। একটা মানুষের মধ্যে যত বেশি ধৈর্য থাকবে সে মানুষটার তত বেশি এগিয়ে যেতে পারবে অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন সফলভাবে এগিয়ে যেতে পারে এবং অনেকদূর নিজের স্বপ্ন পূরণ করতে পারে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!