No matter how old the moments spent with friends are, they remain as memories in our minds. Even if we want to, we cannot forget them. Although I don't remember whether I shared the photographs I shared today before, because I took these photographs a long time ago when I was out with friends.
Friendship is much more important than blood relations because a good friend is like a book that can teach you good lessons and also turn you into a bad person. A friend is something that will be by your side in every trouble and calamity. This is their principle. However, there are some friends who are selfish and will move away from you once their interests are served.
But Alhamdulillah, all the friends who have come into my life so far are still with me. They love me as much as I love them. So I think they will be with me for the rest of my life. Just as they jump into every trouble and crisis of mine, I also move forward in their troubles. I think that if their problems are solved by me today, then one day they will solve my problems, so where is the mistake?
So let's describe this day a year ago with you, first of all my friends love to travel a lot so we thought we would go there and spend some time because a new restaurant had opened in our main town hall but the problem was that on the date they had fixed for me I didn't have much money in my hand. I told my mom many times but my mom said my dad didn't get his salary and didn't send the money so my mom was completely empty. You all know that at the end of the month, the hands of employed people are completely empty so I was very worried about this. I didn't know what to do and I couldn't even tell my friends about it.
But seeing my upset, my friends understood that maybe there was a problem, so after a lot of pressure, I brought the matter up to them. Then they said, "Don't be so tense about it, we'll take care of it. All you need to do is go. Instead of going on that date, we went two days later. Then I had pretty much finished my work. I thought I'd have lunch there, so without delay, I got in the car first."
It will take us about 2 hours to get there from here because of the excessive traffic jams on the road and when large vehicles are moving on the road, small vehicles are also seen on the road, due to which the road becomes very congested and it became a challenge for us to get there despite this traffic jam. Since I am talking about a year ago, since schools are closed, some people are coming home from Dhaka to meet their relatives and some from home to Dhaka.
In this way, we reached little by little, I said that it took us two hours to get there, it took us a long time. Even though it took two and a half hours, we were able to reach there, and I must have thanked God for that because we reached there without any problem. In fact, the restaurant is decorated beautifully, which is indescribable. There are several flowers and trees there, which I could not control my greed anymore, so I picked some things even though it was wrong for me. Then I took permission from them.
Then we ordered food. After ordering food, we wandered around for a while because the surroundings were very beautifully decorated. The surrounding environment was very beautiful. It was a very quiet place. A friend of mine had found that location, for which I thanked him many times because it was truly an extraordinary moment to spend time in such a beautiful environment.
After that, we had dinner and drinks and left for home. It took us a long time. It was already evening. In fact, it took us about three and a half hours to reach home due to the traffic jam. However, when we got home, we contacted no one else through SMS. Alhamdulillah, we spent the day much more beautifully. Please let me know if any of you have spent it like this.
বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো যতই পুরনো হোক না কেন সেগুলো স্মৃতি হিসেবে থেকে যায় মনের পাতায় আমরা চাইলেও কিন্তু সেগুলো ভুলে থাকতে পারি না যদিও আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি আগে শেয়ার করেছি কিনা আমার মনে নেই কেননা এই ফটোগ্রাফি গুলো অনেক আগের অনেক আগে যখন বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি গুলো তুলেছিলাম ।
বন্ধুত্বের সম্পর্ক রক্তের সম্পর্কের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা একজন ভালো বন্ধু একটা বইয়ের সমান যে কিনা আপনাকে ভালো শিক্ষাও দিতে পারে আবার খারাপ মানুষের পরিণত করতে পারে বন্ধু এমন একটা জিনিস যে আপনার প্রতিটা বিপদে-আপদে আপনার পাশে থাকবে এটাই হচ্ছে তার নীতি আবার কিছু বন্ধু আছে স্বার্থপরের মত তার স্বার্থ উদ্ধার হয়ে গেলে আপনার কাছ থেকে দূরে সরে যাবে।
তবে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার জীবনে যতজন বন্ধু এসেছে এখনো তারা আমার সাথে অটুট রয়েছে এখনো তারা আমার সাথে রয়েছে তারা আমাকে ভালোবাসে যতটা ভালো আমি তাদেরকে ভাসি তাই আমি মনে করি তারা আমার সাথে সারা জীবন থাকবে আমার প্রতিটা বিপদে আপদে যেমন ঝাঁপিয়ে পড়ে ঠিক তেমনি তাদের বিপদে আপদে আমি এগিয়ে যাই আমি মনে করি আজকে যদি তাদের সমস্যা আমার দ্বারা সমাধান হয় তাহলে একদিন তাদের দ্বারা আমার সমস্যা সমাধান হবে তাহলে ভুল কোথায়।
তাহলে চলুন এক বছর আগের এই দিন টা আপনাদের সাথে বর্ণনা করি, প্রথমত আমার বন্ধুরা ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করে তাই আমরা চিন্তা করেছিলাম আমাদের মেইন টাউন হলে একটা রেস্টুরেন্ট নতুন করে খুলেছে ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো কিন্তু সমস্যাটা হয়েছিল আমার জন্য যে তারিখ তারা ঠিক করেছিল ওই তারিখে আমার হাতে তেমন কোন টাকা পয়সা ছিল না আম্মুকে অনেকবার বলেছিলাম কিন্তু আম্মু বলল আব্বু বেতন পাইনি টাকা পাঠায়নি তাই আম্মুর হাত একেবারেই ফাকা আপনারা সবাই জানেন চাকুরীজীবী মানুষের মাস শেষে হাত একেবারে ফাঁকা হয়ে যায় তাই এটা নিয়ে আমি অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম কি করব বুঝতে পারছিলাম না বন্ধুদেরকে বিষয়টা জানাতেও পারছি না।
কিন্তু আমার মন খারাপ দেখে আমার বন্ধুরা ঠিকই বুঝতে পেরেছে হয়তোবা কোন সমস্যা হয়েছে তাই অনেকটা চেপে ধরার পর তাদের কাছে বিষয়টা তুলে ধরলাম তারপর তারা বলল এটা নিয়ে তুমি এত টেনশন করো না এটা আমরা চালিয়ে নেব তোমার যাওয়ার দরকার শুধু যাবে ওই তারিখে না গিয়ে আমরা তার দুইদিন পরেই গিয়েছিলাম তারপর আমার হাতে মোটামুটি শেষ করেছিলাম চিন্তা করেছিলাম লাঞ্চ করব ওখানে গিয়ে তাই দেরি না করে প্রথমত গাড়িতে উঠলাম।
আমাদের এখান থেকে যেতে মোটামুটি প্রায় ২ ঘন্টা সময় লাগবে কেননা রাস্তার মধ্যে অতিরিক্ত জ্যাম আর বড় গাড়ি যখন রাস্তায় চলে তখন রাস্তায় ছোট গাড়ি ও দেখা যায় যার কারণে রাস্তা অনেকটা যানজট পূর্ণ হয়ে পড়ে আর এই যানজট ঠেলে ওখানে যাওয়াটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল যেহেতু বছর শেষ এক বছর আগের কথা বলছি সেহেতু স্কুল বন্ধ মানুষ তার নিজের আত্মীয়-স্বজনের সাথে দেখা করার জন্য কেউ ঢাকা থেকে বাড়িতে আসছে আবার কেউ বাড়ি থেকে ঢাকায়।
এভাবেই আমরা একটু একটু করে পৌঁছাতে আমি তো বলেছিলাম দুই ঘন্টা ওখানে যেতে আমাদের সময় লাগলো দীর্ঘ। আড়াই ঘন্টা যাই হোক তারপরেও আমরা সেখানে গিয়ে পৌঁছাতে পেরেছি এর জন্য অবশ্যই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে নিয়েছিলাম কেননা কোন সমস্যা ছাড়াই আমরা ওখানে গিয়ে পৌঁছালাম আসলে রেস্টুরেন্ট বেশি সুন্দর করে সাজানো হয়েছে যেটা বলে বোঝানো সম্ভব না ওখানে বেশ কিছু ফুল গাছ রয়েছে যেগুলো দেখে আমি আর আমার লোভ সামলাতে পারলাম না তাই কিছু ভুল ছিড়ে নিয়েছিলাম যদিও এটা আমার জন্য অন্যায় ছিল তারপরে উনাদের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম।
এরপর আমরা খাবার অর্ডার করলাম খাবার অর্ডার করে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম কেননা চারপাশ অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে চারপাশের পরিস্থিতি পরিবেশ অনেক সুন্দর একেবারে নিরিবিলি একটা জায়গায় যদি ওই লোকেশন আমার একটা ফ্রেন্ড বের করেছিল যার কারণে ওকে অনেকবার থ্যাংকস দিয়েছিলাম কেননা এত সুন্দর একটা পরিবেশে সময় কাটানোর মুহূর্ত সত্যিই অসাধারণ।
এরপর আমরা ওখান থেকে খাওয়া-দাওয়া করে আমারও বাড়িতে রওনা দিতে আমাদের অনেকটা সময় লেগে গেল একেবারে সন্ধ্যা হয়ে গেছে আসলে জ্যাম থাকার কারণে বাড়িতে পৌঁছালে আমাদের প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লাগলো যাইহোক বাড়িতে এসে আর কেউ না সাথে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ দিনটা অনেক বেশি সুন্দরভাবে কাটিয়েছি তা আপনারা কে কোথায় এভাবে কাটিয়েছেন অবশ্যই জানাবেন।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.