Hello friends, Assalamu Alaikum, how are you all? Today I will discuss various aspects of my shopping with you. Actually, I like shopping a lot and there is a different kind of joy in shopping according to my own preferences. Of course, you all know that it would be wrong to say it today. A long time ago, I went shopping with my mother, but when I bought according to my mother's preferences, I didn't like it, and when I bought according to my own preferences, my mother didn't like it. This led to a disagreement between the two.
Mom told me, "You can buy whatever you like, I won't tell you anything." Anyway, I got permission, which is why I went to the market with my friends. After wandering around a lot, I couldn't find anything I liked. I didn't understand what happened, but after that, I had to buy it and return home. That was the goal. After that, we wandered around many shops and tried to find what we liked.
I spent a day but couldn't find any clothes of my choice. I felt so bad, what can I say, but I had to do something. After walking a long way, a friend of mine gave us the location of a market and said, "Let's all go to the market. You will like the things in that market. Actually, that is absolutely true. After going to that market, Alhamdulillah, I liked quite a few things. I bought my favorite clothes and shoes from there."
I bought a watch that I like, which is my favorite. I will definitely share its picture with you one day. Then I bought several other things. I bought the ones that I liked the most for myself and for my younger brother. The things that my brother likes are also my favorites, so I bought more food items for him.
Actually, after spending some time, I went for a walk with my friends. Who doesn't like to go for a walk with friends? I like it a lot myself. After walking around for a long time, we ate and drank at a restaurant that was very big. I saw a very favorite food in our area there and ordered it. Everyone started eating and having fun. After finishing eating and drinking, we walked around for a while more. Actually, walking keeps the mind fresh and improves the mind.
I believe this, and one more thing I believe is that you should definitely buy anything according to your own preferences. If you buy something according to your preferences, you will see that just as you like it, when you use it, others will also like it. Another thing is that when you do any work, you should definitely try to do it according to your own preferences.
The reason is that your preference will play an important role in giving more importance to your favorite things and the more you can buy your favorite things, the more you will like them and use them and you will be able to use them for a long time. So friends, I have bought several things and bought them according to my preference, for which I like them a lot and I am very happy.
If you have any experiences of shopping and making your own things while traveling, please share them with me. I shared what I did today with you and had a lot of fun with my friends, which I really enjoyed.
হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে আমার কেনাকাটার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আসলে কেনাকাটা করতে আমি অনেক বেশি পছন্দ করি আর নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন তা আজকে আজকে বললে ভুল হবে অনেকদিন আগে আমি গিয়েছিলাম কেনাকাটা করার জন্য মায়ের সাথে কিন্তু আম্মুর পছন্দ অনুযায়ী কিনতে গেলে আমার পছন্দ হয় না আবার আমার পছন্দ অনুযায়ী কিনতে গেলে আম্মুর পছন্দ হয় না এই বিষয়টা নিয়ে দুজনের মনমালিন্য শুরু হয়।
আম্মু আমাকে বলল না তুমি তোমার পছন্দ মত কিনে নিয়ে আসো আমি তোমাকে কিছুই বলবো না আচ্ছা যাই হোক পারমিশন পেয়ে গেলাম যার কারণে চলে গেলাম বান্ধবীদের সাথে মার্কেটে আসলে অনেকটা ঘোরাঘুরি করেও নিজের পছন্দের কোনো জিনিস মেলাতে পারছিলাম না কি হয়েছে বুঝতে পারছিলাম না কিন্তু তার পরেও কিনে নিয়ে বাড়ি ফিরতে হবে এটাই হচ্ছে লক্ষ্য এরপরে অনেক দোকান আমরা ঘুরাঘুরি করলাম এবং নিজের পছন্দ খোঁজা চেষ্টা করলাম।
একটা দিন পার করে ফেললাম কিন্তু নিজের পছন্দের জামা কাপড় খুঁজেই পেলাম না এত পরিমাণে খারাপ লাগছিল কি বলব কিন্তু কিছু তো করতে হবে এরপর অনেকটা পথ হাঁটার পরে আমার একটা ফ্রেন্ড একটা মার্কেট এর লোকেশন দিল আমাদেরকে বলল যে চলো আমরা সবাই মার্কেটে যাই ওই মার্কেটে জিনিসপত্র তোমার পছন্দ হবে আসলে কথাটা একেবারেই সত্যি ওই মার্কেটে যাওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কিছু জিনিস আমার পছন্দ হয়েছে ওখান থেকে আমি নিয়েছিলাম আমার পছন্দের জামা আমার পছন্দের জুতা।
এ করে নিয়েছিলাম আমার পছন্দের একটা ঘড়ি যেটা আমার খুবই ফেভারিট অবশ্যই তার ছবি একদিন আপনাদের সাথে শেয়ার করব এরপরে আরো বেশ কিছু জিনিস নিয়েছিলাম আমার জন্য নিয়েছিলাম যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে করে ছোট ভাইয়ের জন্য নিয়েছিলাম আমার ভাই যে জিনিস গুলো পছন্দ করে সেগুলো আমারও পছন্দের তাই ওর জন্য বেশি কিছু খাবারের জিনিস নিয়েছিলাম।
আসলে বেশ কিছু সময় কাটানোর পর বন্ধুবান্ধবের সাথে ঘোরাঘুরি করেছিলাম অনেকটা সময় আসলে বন্ধুবান্ধবের সাথে ঘুরাঘুরি করতে কার না ভালো লাগে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি অনেকটা সময় ঘোরাঘুরি করে আমরা খাওয়া-দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে যেটা অনেক বড় আমাদের এলাকার মধ্যে খুবই ফেভারিট খাবার সেখানে দেখলাম এবং অর্ডার করে নিয়ে সবাই মজা করে খাওয়া শুরু করলাম খাওয়া-দাওয়া শেষ করে আমরা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আসলে ঘোরাঘুরি করলে মন ফ্রেশ থাকে এবং মাইন্ড ভালো হয়ে যায়।
এইটা আমি বিশ্বাস করি আর একটা জিনিস আমি বিশ্বাস করি অবশ্যই যে কোন জিনিস নিজের পছন্দ অনুযায়ী কেনা উচিত আপনি যদি আপনার পছন্দ অনুযায়ী কোন জিনিস কিনেন তখন দেখবেন আপনার কাছে যেমন ভালো লাগবে ঠিক তেমনি আপনি সেটা যখন ব্যবহার করবেন তখন অন্যের কাছেও সেটা ভালো লাগবে আরেকটা কথা যে কোন কাজ যখন করবেন তখন অবশ্যই নিজের পছন্দ অনুযায়ী করার চেষ্টা করবেন।
কারণটা হচ্ছে আপনার পছন্দ আপনার ফেবারেট জিনিসের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর আপনি যত বেশি নিজের ফেভারিট জিনিস কিনতে পারবেন তত নিজের কাছে ও ব্যবহার করতেও ভালো লাগবে এবং অনেকদিন ধরে সেটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আমি বেশ কিছু জিনিস কিনেছি এবং নিজের পছন্দ অনুযায়ী কিনেছি যার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমি অনেক খুশি।
আপনারা ঘোরাঘুরি করার মাধ্যমে নিজেদের পছন্দের জিনিস কেনা এবং নিজে কিছু করেছেন এমন কোন অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন তো আমি আজকে যেটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এবং বন্ধুদের সাথে অনেক বেশি মজা করেছি যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আপনার blurt এর পাওয়ার গুলো ফেলে না রেখে আমাদের ডেলিগেশন একাউন্টে ডেলিগেশন করতে পারেন। এটা করলে আমাদের সকলের জন্যই অনেক বেশি ভালো হবে।
আমাদের ডেলিগেশন একাউন্ট এর নাম @blurtspace
প্রত্যেক সপ্তাহে আপনার ডেলিগেশন অনুসারে রিওয়ার্ড আপনার একাউন্টে পৌঁছে যাবে।
আসসালামু আলাইকুম ভাইয়া অসংখ্য ধন্যবাদ বিষয়টা সম্পর্কে আমাকে অবগত করার জন্য আমি ডেলিগেশন দিয়ে দিয়েছি আশা করি আর সমস্যা হবে না।