At the beginning of a new day, I thought something new would definitely happen, but something I never imagined would happen, but what people don't imagine happens to people, that's the reality. Yesterday, something similar happened to us, so let's share with you what happened yesterday. For several days, my mother had been saying that the gas stove was causing a lot of problems, but I didn't give it much importance because most of the time, my mother cooks on an earthen stove, so there is no need for a gas stove, but yesterday, when I went to make my favorite biscuits,
I don't know if you will believe it or not, something happened to me that I can't believe myself. I had packed all my things to make biscuits in the evening. Then, when I turned on the stove and was putting my things next to the stove, after at least ten minutes, I mean 10 minutes after turning on the stove, the stove suddenly exploded. I didn't understand what had happened or what was going to happen.
The stove exploded with a loud noise. Then my mother came to me quickly and said, "Get out of here." I moved away, but I saw that every part of the stove had come apart, which I couldn't believe. I asked my mother the reason for living like this. My mother told me that the stove has been causing a lot of problems for the past few days. I told you, but you didn't pay much attention to it, so today you brought danger to yourself.
Saying this, my mother scolded me a lot. I didn't tell my mother much because my mother had forbidden me. If I wanted to say anything now, my mother would feel bad. But I was so scared that I had never felt so scared before. I am sharing with you every part of the stove. You will understand how many problems the stove had and how each part was completely broken.
In this case, I think each of us should be very careful because we don't know when something will happen in our lives, but if there is a problem with something we have, then we must use it carefully. If it doesn't, then of course you should be very careful and try to fix it quickly. Mom, although the mechanic informed me, I left to do my work before the mechanic arrived. The mechanic came after the stove broke down.
I got even more scared when I heard what he said to me. He said if the gas had been wasted in your mouth or on your body, you would have died. Actually, I got even more scared after hearing this and my mother told me that if you ever come in front of the gas again, you will be informed. Actually, my mother loves me a lot, which is why she said a lot. I didn't tell my mother anything because even though what she said was bad for me, she said it for my good.
But I think if we are careful and keep the broken things in our house separate and repair them very quickly then we can avoid such problems and we will be fine but not every person does that like my O scholar I had this problem today. But Alhamdulillah the mechanic uncle solved our problem and said to be careful in the future and move with caution.
নতুন দিনের সূচনায় ভেবেছিলাম নতুন কিছু অবশ্যই হবে কিন্তু এমন কিছু ঘটে যাবে যেটা কল্পনাও করিনি তবে মানুষ যেটা কল্পনা করে না সেটাই মানুষের সাথে ঘটে এটাই বাস্তব গতকালকেও আমাদের সাথে ঠিক তেমনি কিছু হয়েছিল তো চলুন গতকালকে কি হয়েছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকদিন ধরেই আম্মু বলছিল গ্যাস এর চুলা অনেক বেশি সমস্যা করছে কিন্তু আমি তাতে অতটা গুরুত্ব দেইনি কেননা বেশিরভাগ সময় আম্মুর রান্নাবান্না করে মাটির চুলা গ্যাসের চুলা তেমন একটা প্রয়োজন হয় না কিন্তু গতকালকে আমি যখন আমার পছন্দের বিস্কুট তৈরি করার জন্য গিয়েছিলাম।
আপনার বিশ্বাস করবেন কিনা জানিনা এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছি না আমি আমার সমস্ত জিনিস গুছিয়ে গিয়েছিলাম সন্ধ্যার দিকে বিস্কুট তৈরি করার জন্য। এরপরে যখন আমি চুলাটা অন করে আমার এক এক জিনিস চুলার পাশে রাখছিলাম মিনিমাম দশ মিনিট পর মানে চুলা অহন করার ১০ মিনিট পর হঠাৎ করেই চুলাটা বাস্ট হয়ে গেল আমি ঠিক বুঝলাম না কি হয়েছে বা কি হতে চলেছে।
অনেক বিকট একটা আওয়াজ করে চুলাটা বাষ্ট হয়ে গেল এরপর আম্মু তাড়াতাড়ি আমার কাছে আসলো বলল যে তুমি এখান থেকে সরে যাও এরপর আমি সরে গেলাম কিন্তু দেখলাম চুলাটা একেবারে প্রতিটা পার্ট আলাদা হয়ে গেছে যেটা দেখে আমি বিশ্বাস করতে পারছি না। এভাবে বাঁচতে হওয়ার কারণটা আমি আম্মুকে জিজ্ঞেস করলাম আম্মু আমাকে বলল বেশ কয়েকদিন ধরেই চুলা অনেক বেশি সমস্যা করছে আমি তোমাকে বলেছিলাম কিন্তু তুমি বিষয়টা অতটা গুরুত্ব দেওনি তাই আজকে নিজেই নিজের একটা বিপদ ডেকে আনলে।
এটা বলে আম্মু অনেক বেশি বকাবকি করল আমি আম্মুকে তেমন কিছুই বলিনি কেননা আম্মু আমাকে বারণ করেছিল এখন যদি কিছু বলতে চাই তাহলে আম্মুর খারাপ লাগবে কিন্তু আমার এত পরিমাণে ভয় লেগেছিল যেটা আমি কোনদিন পাইনি এত ভয়। আমি আপনাদের সাথে চুলার প্রতিটা পার্ট শেয়ার করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন চুলাটা কতটা সমস্যা থাকার কারণে এভাবে বাস্ট হয়েছে আর প্রতিটা পার্ট একেবারে আলাদা আলাদা হয়ে খুলে গেছে।
এক্ষেত্রে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই অনেক বেশি সতর্ক থাকা উচিত কেননা আমাদের জীবনে কখন কি হয়ে যায় সেটা আমরা জানি না তবে আমাদের যদি সহকারে কোন জিনিসের মধ্যে সমস্যা দেখা দেয় তাহলে সেটাকে অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে আর যদি তা না হয় তাহলে অবশ্যই আপনারা অনেক বেশি সাবধান থাকবেন এবং দ্রুত সেটাকে ঠিক করার চেষ্টা করুন আম্মু যদিও মিস্ত্রি খবর দিয়েছিল কিন্তু মিস্ত্রি আসার আগেই আমি আমার কাজ করার জন্য চলে গিয়েছিলাম চুলা বাস্ট হওয়ার পরে মিস্ত্রি আসলো।
এসে উনি আমাকে যা বললেন সেটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম উনি বললেন যদি আপনার মুখে কিংবা আপনার গায়ে গ্যাস নষ্ট হয়ে পড়তো তাহলে কিন্তু আপনি মারা যেতেন আসলে আমি এটা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম এবং আম্মু আমাকে বলল আর কোনদিন যদি গ্যাসের সামনে আসিস তাহলে তোর খবর আছে। আসলে আম্মু আমাকে অনেক বেশি ভালোবাসে যার কারণে অনেক কথা বলল আমি আম্মুকে কিছুই বললাম না কেননা আম্মুর কথা আমার কাছে খারাপ লাগলেও উনি আমার ভালোর জন্যই বলেছিলেন।
তবে আমার মনে হয় আমরা যদি সাবধান থাকি এবং আমাদের ঘরে নষ্ট জিনিস যা রয়েছে সেটাকে একটু আলাদা করে রাখি এবং খুব দ্রুত রিপেয়ার করি তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা এড়িয়ে চলতে পারবো এবং আমরা ভালো থাকবো তবে প্রতিটা মানুষ এমনটা করে না যেমন আমার হে আলেমের কারণে আজকে আমার সাথে এই সমস্যাটা হয়েছে। তবে আলহামদুলিল্লাহ মিস্ত্রি কাকু আমাদের সমস্যাটা সমাধান করে দিয়েছেন এবং বলেছেন ভবিষ্যতে সাবধান থাকবেন এবং সাবধানতা নিয়ে চলাফেরা করবেন।
It was very beautiful.