Hello friends, how are you, I hope you are all well, today I will share with you, after a long time, I have fulfilled a wish and today I will share that wish with you, in fact, after a lot of effort and patience, this wish has been fulfilled, but it is not my personal wish. Home stuff but I much prefer to try with my favorite stuff.
Today I am really crazy about buying something that I really like. When I went out with my friends, I went to a showroom that had a very nice sofa which was my favorite and very favorite thing. When I entered that showroom, I liked a set so much that we would bring that set home but money was not being managed due to which mom was very angry with me.
But I am not a slave to stop anymore. I told this to my father, then he told me to be patient for some time, surely you will be bought the things you like. Then what I did was to be patient for a long time. Then yesterday, suddenly, in the morning, I received a message on my mobile where my father sent me an SMS. I am sending you money to buy your favorite things, you should bring your mom to buy them.
I was so happy after seeing the message. After a while, I saw that my father had sent the money. After that, I told my mother. She said that it is okay to go, but I did not finish the cooking before, because after leaving the house, it is not possible for anyone to come back home and cook because it takes a lot of time. And there is a lot of victimization. After that I helped my mother in the cooking.
After that little bro me and mommy all went out to buy my favorite item I was so excited that I can't explain to you guys after about half an hour we reached our desired place and my favorite item was sold out due to which I I was very upset but later the shopkeeper brother said there is another set of the same type so don't be upset.
After hearing this I was more happy then what I did was to see my favorite thing again and my heart felt better then after taking care of my favorite thing for a long time I judged it to be good and bought it for about 25 thousand rupees. Then what I did was a van. After renting the van I picked up the things I wanted and gave the address of the house after which we bought the rest of our things.
I went to a restaurant and had a light meal. In fact, my younger brother is very sick, due to which he needs to see a doctor again. So I went to the doctor's chamber. After seeing him, we left for home. It was too late to come home. Then I came home and saw it.
My uncle put my favorite thing in our room but because he didn't know where to put it, he put it randomly. Then I set the place nicely with mom and uncle and put my favorite sofa set there. I liked it so much. I am very thankful that I was able to buy something that I really like.
Then what I did was to take some time to explain everything and I had some flowers and left them there so friends you can comment me how excited and how happy you are when you buy what you like. Alhamdulillah you can buy what you like. much happier
হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের আশা করি ভাল আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকদিন পর আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে আর সেই ইচ্ছা কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে অনেকটা চেষ্টা এবং অনেক ধৈর্যের পরেই আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে তবে আমার ব্যক্তিগত কোন ইচ্ছা নয় ঘরের জিনিস কিন্তু আমি অনেক বেশি পছন্দ করে চেষ্টা করি নিজের পছন্দের জিনিস দিয়ে।
আজকে অনেকদিন ধরেই আমি আসলে আমার পছন্দের একটা জিনিস কেনার জন্য একেবারে পাগলের মত হয়ে রয়েছি আমি আমার বন্ধুদের সাথে যখন ঘুরতে গিয়েছিলাম তখন একটা শোরুমে গিয়েছিলাম যেখানে বেশ ভালো ভালো সোফা দেখাচ্ছিল যেটা আমার খুবই প্রিয় এবং খুবই পছন্দের একটা জিনিস তো ওদের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি যখন ওই শোরুমে ঢুকেছি তখন একটা সেট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যে আমরা ওই সেট ঘরে নিয়ে আসবো কিন্তু আসলে টাকা পয়সা ম্যানেজ করা হচ্ছিল না যার কারণে আম্মু অনেকটাই আমার উপর রেগে গিয়েছিল।
তবে আমি তো আর থেমে থাকার বান্দা না আমি বিষয়টা আমার আব্বুকে জানিয়েছিলাম এরপর আব্বু আমাকে বলেছিল কিছুটা সময় ধৈর্য ধরা অবশ্যই তোমার পছন্দের জিনিস তোমাকে কিনে দেয়া হবে এরপর আমি যেটা করলাম অনেকদিন ধৈর্য ধরলাম তারপরে কালকে হঠাৎ করেই সকালবেলা আমার মোবাইলে একটা মেসেজ আসলো যেখানে আব্বু আমাকে এসএমএস করেছে যে তোমার পছন্দের জিনিস কেনার জন্য তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি তোমার আম্মুকে নিয়ে সেটা কিনে নিয়ে আসো।
মেসেজটা দেখে আমি এত পরিমাণে খুশি হয়েছি একটু পরে দেখলাম আব্বু টাকা পাঠিয়ে দিয়েছে এরপরে আমি আম্মুকে বিষয়টা জানালাম আম্মু বলল ঠিক আছে যাব তবে আগে রান্নাবান্না সবকিছু শেষ করে নেই কেননা বাসা থেকে বের হলে আবার বাসায় এসে রান্না করাটা কারো পক্ষেই সম্ভব না কেননা অনেকটা সময় সেখানে যায় এবং অনেক বেশি শিকার হতে হয় এরপরে আমি আম্মুকে রান্নাবান্নার কাজে সাহায্য করেছিলাম রান্নাবান্নার কাজে সাহায্য করা হয়ে গেলে আমি প্রথমত ফ্রেস হয়ে নিয়েছিলাম তারপর আম্মু ফ্রেশ হয়ে নিয়েছিল।
এরপর ছোট ভাই আমি এবং আম্মু সবাই বেরিয়ে পড়েছিলাম আমার পছন্দের জিনিস কেনার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যেটা আপনাদেরকে আমি লিখে বুঝিয়ে বলতে পারবো না এরপর আমরা মোটামুটি আধ ঘন্টা সময় পরে আমাদের সেই কাঙ্খিত জায়গায় গিয়ে পৌঁছালাম এবং আমার পছন্দের জিনিসটা বিক্রি হয়ে গেছে যার কারণে আমি অনেক বেশি মন খারাপ করেছিলাম কিন্তু পরবর্তীতে দোকানদার ভাইয়া বলল ঐ রকমেরই আরেকটা সেট আছে আপনার মন খারাপ করবেন না।
এই কথাটা শুনে আমি আরো বেশি খুশি হয়েছিলাম এরপর আমি যেটা করলাম নিজের পছন্দের জিনিস আবারো দেখতে পেয়ে মনটা ভালো হয়ে গেল তারপর নিজের পছন্দের জিনিসটা অনেকক্ষণ দেখাশোনা করে ভালো মন্দর বিচার করে মোটামুটি প্রায় ২৫ হাজার টাকা দিয়ে সে জিনিসটা কিনে নিয়েছিলাম।এরপর আমি যেটা করলাম একটা ভ্যান ভাড়া করে ওই ভ্যানের মধ্যে আমার পছন্দের জিনিসটা তুলে দিয়েছিলাম এবং বাড়ির ঠিকানা দিয়েছিলাম এরপর আমরা আমাদের আরও কিছু জিনিস কেনা বাকি ছিল সেগুলো কিনে নিয়ে।
একটা রেস্টুরেন্টে ঢুকলাম ওখানে হালকা পরিমাণে খাওয়া দাওয়া করেছিলাম আসলে আমার ছোট ভাই অনেক বেশি অসুস্থ যার কারণে ওকে আবার ডাক্তার দেখাতে হবে তাই আবার ডাক্তারের চেম্বারে চলে গেলাম ওখানে ওকে ডাক্তার দেখিয়ে সোজা আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তবে রাস্তার মধ্যে অতিরিক্ত জ্যাম থাকার কারণে আমাদের বাসায় আসতে অনেক বেশি লেট হয়ে গেল বাসায় আসতে সুন্দর হয়ে গেল এরপর আমি বাসায় এসে দেখলাম।
আমার কাকা আমার পছন্দের জিনিসটা আমাদের ঘরে রেখে দিয়েছে কিন্তু কোন জায়গায় রাখতে হবে সেটা কাকা না জানার কারণে উনি এলোমেলোভাবে রেখেছে তারপর আমি মা এবং কাকা মিলে সুন্দরভাবে জায়গাটা সেট করলাম এবং আমার পছন্দের সেই সোফা সেট ওখানে বসিয়ে দিলাম আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল মনে হচ্ছিল আমি অনেক বড় কিছু পেয়ে গেছি তো আমার পছন্দের জিনিসটা আমি কিনতে পেরেছি এর জন্য আমি অনেক বেশি শুকরিয়া আদায় করছি।
এরপর আমি যেটা করলাম আর একটা সময় নিয়ে সব কিছু বুঝিয়ে এবং আমার কিছু ফুল ছিল সেগুলো সেখানে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের জিনিস কিনলে কতটা এক্সাইটেড হয়ে যান এবং কতটা খুশি হয়ে যান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আলহামদুলিল্লাহ নিজের পছন্দের জিনিস কিনতে পারে আমি অনেক বেশি আনন্দিত।
If you don't have patience, you won't get results.