Discussion Forum (The Hunger Project)

in blurt-188398 •  4 months ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240904110409.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it Discussion Forum (The Hunger Project).

I woke up this morning like everyday. Wake up fresh. Went to bed a little late yesterday which made today a little late. Then tried to get up early in the morning. morning sleep I love getting up. Also, the environment is more pleasant to see in the morning. Not only that, the beautiful morning air fills the mind. Moreover, even though it is hot all day, the morning is beautiful. But this morning I felt very annoyed. Because after waking up in the morning and getting fresh, I exercised. Then I wrote the post. But all of a sudden the post got lost. Actually posting again and again is very boring. Moreover As much as there are feelings on writing the post first, I don't feel like writing that question for the second time. But there is nothing to be done, what is to be is done. Anyway, I'm back to re-posting.

প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হই। গতকালকে ঘুমাতে একটু লেট হয়ে যায় যে কারণে আজকে একটু দেরি হয়ে গেল। তারপরে খুব সকালে ওঠার চেষ্টা করেছি। সকালে ঘুম থেকে উঠতে আমার খুবই ভালো লাগে। সেই সাথে সকালে পরিবেশটা দেখতে আরো বেশি ভালো লাগে। শুধু তাই নয় সকালের সুন্দর বাতাসের মনটা ভরে যায়। তাছাড়া সারাটা দিন গরম যদিও থাকে তারপরেও কিন্তু সকালটা সুন্দর থাকে। তবে আজকে সকালে আমি খুবই বিরক্তি বোধ করলাম। কেননা সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হওয়ার পর পরে শরীর চর্চা করলাম। তারপরে পোস্ট লিখলাম। কিন্তু হঠাৎ করেই কোথায় টিপ লেগে গিয়েছে পোস্ট হারিয়ে গেল। আসলে পুনরায় আবার পোস্ট লেখা খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তাছাড়া প্রথমে পোস্ট লেখার উপরে যতটা ফিলিংস থাকে দ্বিতীয়বারে সেই প্রশ্ন লিখতে গেলে আর ভালো লাগেনা। তারপরেও কিছু করার নেই যা হওয়ার তা তো হয়ে গেছে। যাহোক আমি আবার পুনরায় পোস্ট লিখতে বসলাম।

So without further ado let's share today'spost.

IMG20240904110409.jpg

In fact, you must have understood from my title what I am going to share the post with you today. You already have an idea of what matters to you I am going to share some posts. Actually I am going to discuss a very nice topic among you today. As you know, this is a terrible situation in Bangladesh a few days ago No sister, people are completely gone. In fact, seeing the suffering of flood-affected people brings tears to the eyes. What else can I say? not possible But our The Hunger Project has worked hard to stand by the people affected by these floods. Actually there is something to like. i am hungry I work here as a youth leader of the project. Besides, I feel very happy to join here because I stand by others I like it very much if you can. Not only that, we were standing next to the people who were inspired by this book. So last 20-25 days ago we went to Lakshmipur with food items for 400 families. original The collection was done in a very short time. In just seven days, we collected four lakh rupees. really us It's a big deal that everyone has responded to the call. But once we get everything right from here, they are taken away. Then they can deliver the gifts again when he notices back home And the day after they moved in, we had a discussion meeting in our office. The key here was where they took the gifts An idea was given about the situation and how it was distributed. Then those who went there described the situation very nicely. If you notice in the picture above If you do you will see one standing there talking about it while I took the above photo on my phone.

আসলে আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি সেটা আপনার অবশ্যই আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আপনার ইতিমধ্যে ধারণা করেছে মানে কি বিষয় আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন এই তো কিছুদিন আগেই বাংলাদেশের ভয়াবহ বোন নাই মানুষজন একদম শেষ হয়ে গিয়েছে। আসলে বন্যা কবলিত মানুষদের কষ্ট দেখলে যেন চোখে জল এমনি গড়ে পড়ে। কি আর বলব সে কথা আর বলে বোঝানো সম্ভব নয়। তবে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের দি হাঙ্গার প্রজেক্ট কঠোরভাবে পরিশ্রম করেছে। আসলে ভালোলাগার একটা বিষয় থাকে। আমি হাঙ্গার প্রজেক্ট এর একজন ইউথ লিডার হিসেবে আমি এখানে কাজ করি। তাছাড়া এখানে আমি যুক্ত হতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগে কেননা অন্যের পাশে দাঁড়াতে পারলে আমার খুবই ভালো লাগে ‌। শুধু তাই নয় আমরা এই বইন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলাম। এইতো গত ২০-২৫ দিন আগেই আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ৪০০ পরিবারের জন্য খাবারের সামগ্রী নিয়ে গিয়েছিলাম। আসলে আমাদের এটা খুবই অল্প সময়ের মধ্যে কালেকশন করা হয়েছিল। মাত্র সাত দিন আমরা চার লক্ষ টাকা বাজে কালেকশন করি। সত্যি আমাদের ডাকে সবাই সাড়া দিয়েছে এটা বিশাল ব্যাপার। তবে একবার আমাদের এখান থেকে সব ঠিকঠাক হয়ে গেলে এগুলো নিয়ে রওনা দেয়া হয়। এরপর তারা যখন সে লক্ষ্য করেই উপহার সামগ্রীগুলো পৌঁছে দিতে পারে পুনরায় তারা বাসায় ফিরে। এবং তারা যখন চলে আসে তার পরের দিন একটা আমাদের অফিসে আলোচনা সভা হয়েছিল। এখানে মূল বিষয় ছিল তারা যেখানে উপহার সামগ্রী গুলো নিয়ে গিয়েছিল সেখানকার পরিস্থিতি এবং কিভাবে বন্টন করল সেই বিষয়ে ধারণা দেওয়া ছিল। এরপর ওখানে যারা গিয়েছিল তারা খুব সুন্দর করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে বর্ণনা দিলেন। আপনারা যদি উপরের ছবিটিতে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একজন দাঁড়িয়ে সেখানকার বিষয়ে কথা বলছেন এমন সময় আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240904113002.jpg

IMG20240904121441.jpg

IMG20240904111655.jpg

I got to know the situation there very nicely through our discussion meeting. But among those who went here, Capdi It was our beloved brother Palash. Because the collection was started through one of his Facebook statuses. Not only that but many of us including this brother scussion To do this, I ran from village to village in the market. All in all, we have been successful. Palash brother was given a chance to speak. Palash brother He very nicely said that the situation there is not good for them. Because it will take many days for the water to recede even if all the houses are submerged. Actually it is Is it better to listen? Really didn't like permission today. However, I got to know about the matter very nicely from my brother. And he proposed to us Again some gift items should be taken there. With this he ended the speech of the day. And through this I capture the image. Besides, there's more A few were present. In fact, 10 of our people left for Lakshmipur in a high-speed car with a cargo. Another one of them was Gangni Mahmud Bhai of Press Club. He spoke very nicely about the situation there. And he said he faced two problems as he went. in him The first is that the truck we hired was supposed to provide us with free service. But the truck was not found in time due to which there was a bit of confusion . Later they managed the truck again and left with the goods. But the way but it takes us twelve hours to go from here. Then many others went there Another one spoke very nicely about the situation there. I understood from his words that the environment there is very bad. Actually I got to know from him there They are not getting water to drink. Because pure water is not getting anywhere. Because the water is 10 to 12 feet higher than the tubewell they have. Then you understand how difficult a moment they faced. Anyway, he also finished saying that there are again our gifts Better to take it. When they spoke very nicely about the situation there and how they distributed it He said that at that moment I captured a lot of myself in several photographs very beautifully.

আমাদের এই আলোচনা সভার মধ্য দিয়ে খুবই সুন্দর করে আমার সেখানকার পরিস্থিতি জানতে পারলাম। তবে এখানে যারা গিয়েছিল তাদের মধ্যে ক্যাপ্টেন ছিল আমাদের সুপ্রিয় পলাশ ভাই। কেননা তার একটি ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমেই কালেকশন শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয় এই ভাই সহ আমরা অনেকেই এই কালেকশন করার জন্য বাজারে গ্রামে গ্রামে ছুটে বেরিয়েছি। সব মিলিয়ে আমরা সার্থক হয়েছে এটাই আমাদের অনেক পাওয়া। তো পলাশ ভাইয়াকে এক সময় কথা বলার সুযোগ দেয়া হলো। পলাশ ভাই তিনি খুব সুন্দর করে বললেন সেখানে যে পরিস্থিতি তাতে করে তারা ভালো নেই। কেননা সেখানে পানি কমতে অনেক দিন সময় লাগবে এমনকি সব ঘর বাড়ি ডুবে রয়েছে। আসলে এমন কথা শুনলে কি আর ভালো লাগে। সত্যি আজকে অনুমতি ভালো লাগছিল না। তবে ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর করে সেখানকার বিষয় জানতে পারলাম। এবং তিনি প্রস্তাব দিলেন আমাদের আবারও সেখানে কিছু উপহার সামগ্রী নিয়ে যাওয়া উচিত। এই বলেই তিনি দিনের বক্তব্য শেষ করলেন । আর এরই মধ্য দিয়ে আমি ছবিটি ধারণ করি। এছাড়া ওইখানে আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। আসলে লক্ষ্মীপুরে রওনা দিয়েছিল একটা মাল সহ একটা হাইস গাড়িতে ১০ জন আমাদের লোক। তাদের মধ্যে আর একজন ছিল গাংনী প্রেসক্লাবের মাহমুদ ভাই। তিনি সেখানকার পরিস্থিতি সম্পর্কে খুব সুন্দর ভাবে বললেন। এবং তিনি বললেন তিনি যাওয়ার সময় দুইটা সমস্যা ফেস করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে আমরা যে ট্রাক ভাড়া করেছিলাম সেটা আমাদের ফ্রি সার্ভিস দেওয়ার কথা ছিল। কিন্তু সময় মতো সেই ট্রাক আর পাওয়া যায়নি যে কারণে একটু বিভ্রান্তির শিকার হয়েছে। পরক্ষণে আবার ট্রাক ম্যানেজ করে তারাই মালামাল নিয়ে রওনা দিয়েছিল। তবে পথটা কিন্তু অনেক আমাদের এখান থেকে যেতে বারো ঘন্টা সময় লাগে। তারপরে সেখানে আরো অনেকেই গিয়েছিলেন তার মধ্যে আরও একজন খুব সুন্দর করে সেখানকার পরিস্থিতি সম্পর্কে বললেন। তার কথায় বুঝতে পারলাম সেখানে পরিবেশটা খুবই খারাপ। আসলে সেখানে তার কাছ থেকে জানতে পারলাম সেখানে তারা পানি পাচ্ছে না খাওয়ার জন্য। কেননা বিশুদ্ধ পানি দ্বারা কোথাও পাচ্ছে না। কারণ তাদের যে টিউবয়েল রয়েছে সেই টিউবয়েল অপেক্ষা ১০ থেকে ১২ হাত উঁচুতে পানি। তাহলে বুঝতে পারছেন কতটা কষ্টকর একটা মুহূর্ত তারা মোকাবেলা করেছে। যাই হোক তিনিও সব শেষ বললেন সেখানে পুনরায় আমাদের উপহার সামগ্রী নিয়ে গেলে ভালো হয়। তারা যখন খুব সুন্দর ভাবে সেখানকার পরিস্থিতি সম্পর্কে বললেন এবং তারা কিভাবে এটা বন্টন করলেন সে বিষয়ে বললেন ওই মুহূর্তে আমি খুব সুন্দর করে বেশ কয়েকটি ফটোগ্রাফে আমার অনেক ধারণ করি।

IMG20240904121845.jpg

Then I noticed there were two head teachers from our two schools. In fact, I really liked that the teachers were with us today. Not only that, they are very beautiful Bhave had a nice discussion between us. And having heard of the council there from all, the two headmasters agreed. And they said of course it was necessary to take the gifts there again. Because they are living life in great difficulty. Because they fought to the death for food. In fact, it is never acceptable to give one's life for food. Because if there is a little humanity in someone's wife, then she will sit down after hearing this from him can't But as you can see in the picture above he is a teacher very nicely and he discussed it among us. At that time I captured the above picture on my phone.

এরপর আমি লক্ষ্য করলাম সেখানে আমাদের দুইটি স্কুল থেকে দুটি প্রধান শিক্ষক ছিলেন। আসলে আমার কাছে এটা খুবই ভালো লেগেছিল যে শিক্ষকরা আজ আমাদের পাশে রয়েছে। শুধু তাই নয় তারা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে সুন্দর একটি আলোচনা করলেন। এবং সকলের মুখ থেকে সেখানকার পরিষদ সম্পর্কে জানতে পেরে যে দুইজন প্রধান শিক্ষক ছিলেন তারা সহমত পোষণ করলেন। এবং তারা বললেন অবশ্যই সেখানে আবার উপহার সামগ্রী নিয়ে যাওয়া প্রয়োজন। কেননা তারা খুবই কষ্টের মধ্যে জীবন যাপন পাঠ করছে। কেননা তারা খাবারের জন্যই মৃত্যুর সাথে লড়াই করেছে। আসলে খাবারের জন্য একজন জীবন দিবে এটা তো কখনো মেনে নেওয়া যায় না। কেননা কারো বউ মধ্যে যদি একটু মানবতা থাকে তাহলে তার কাছে এটা শুনে সে বসে থাকতে পারে না। তবে উপরের ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন তিনি একজন শিক্ষক খুব সুন্দর করে তিনি আমাদের মাঝে এ বিষয়ে আলোচনা করলেন। ওই সময় আমি উপরের ছবিটা আমার ফোনে ধারণ করি।

IMG20240904122520.jpg

The last speech was given by the president of our discussion, Mr. Md. Siraj Sir. Actually when everyone said the words sir very nice heard In fact Siraj Chahar from Hunger Project is very favorite of all of us. Moreover sir said to all of us you will go there again. In fact Har learned about the situation there and said of course we are on your side. So you start the collection again as much as we need help I will give from our place. In fact, almost fifty percent of our work has started with this one word of sir. Because we are all just saying the essence I honored him to do so. In fact, sir said that we will give you as much help as you can, just take the work forward. even We were all very happy after hearing the physical. Because sir very nicely said we must stand by them. Humanity should extend its hand. Finally Sir agreed to this proposal and he ended the day and speech very nicely. Meanwhile I capture the above picture on my phone.

সর্বশেষ বক্তব্য দিলেন আমাদের আলোচনার সভাপতি জনাব মোঃ সিরাজ স্যার। আসলে সবাই যখন কথাগুলো বলেছিল স্যার খুব সুন্দর করে শুনেছিলেন। আসলে হাঙ্গার প্রজেক্টের সিরাজ ছার আমাদের সকলের খুবই প্রিয়। তাছাড়া স্যার আমাদের সকলের মাঝে বলল তোমরা আবারও সেখানে যাবে। আসলে হার সেখানকার পরিস্থিতি বিষয়ে জানতে পেরে বললেন অবশ্যই আমরা তোমাদের পাশে আছি। তাই তোমরা আবারও কালেকশন শুরু কর যতটুকু সাহায্য প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে দিব। আসলে স্যারের এই একটি কথার মাধ্যমে আমাদের কাজের প্রায় ফিফটি পার্সেন্ট শুরু হয়ে গেছে। কেননা সার বলা মাত্রই আমরা সকলেই করতলে তাকে সম্মানিত জানালাম। আসলে স্যার বললেন তোমাদের যতটুকু সাহায্য আমরা দিব তোমরা শুধু কাজটা এগিয়ে নিয়ে যাও। এমনকি শারীরিক কথা শুনে আমরা সকলেই অনেক খুশি হয়ে গেলাম। কেননা স্যার খুব সুন্দর ভাবে বললেন অবশ্যই আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে। মানবতার হাত বাড়িয়ে দিতে হবে। সর্বশেষে স্যার এই প্রস্তাবে রাজি হলেন এবং তিনি খুব সুন্দর করে দিন আর বক্তব্য শেষ করলেন। এরই মধ্য দিয়ে আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240904132835.jpg

Thus, at the very last stage of the discussion meeting. But we have a cultural program at the end of each episode of the discussion. Because after a long discussion we are all a bit Enjoy the pleasure. Because enjoying pleasure refreshes the mind and reveals creativity. So lastly our beloved Bhangar projector official Mr. Md. Asaduzzaman Asad. He performed a very beautiful song about He Be My Brother. In fact, Asad Bhai always sings very beautifully. I captured the above picture on my phone when Asad Bhai was singing. If you look at the picture, you will see Asad Bhai The song has gone crazy. Singing brings out a different vibe in him which I like very much. The last is through cultural events Our discussion was worthwhile. And the main objective of the meeting was fulfilled and thus the meeting was concluded.

Ending here as of today. More new topics will be discussed later. Inshallah.

এভাবে আলোচনা সভায় একদম শেষ পর্যায়ে। তবে আলোচনা সভায় আমাদের প্রতিটা পর্বেই শেষের মধ্য দিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। কেননা দীর্ঘক্ষণ আলোচনা করার পরে আমরা সবাই একটু আনন্দ উপভোগ করি। কেননা আনন্দ উপভোগ করলে মনটা অনেক ফ্রেশ হয় এবং সৃজনশীলতা প্রকাশ পায়। তো সর্বশেষ আমাদের সুপ্রিয় ভাঙ্গার প্রজেক্টর কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান আসাদ। সম্পর্কে তিনি আমার ভাই হোন তিনি খুব সুন্দর একটা গান পরিবেশনা করলেন। আসলে আসাদ ভাই বরাবরই খুবই সুন্দর গান বলেন। আসাদ ভাই যখন গানে মাতোয়ারা তখন আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। আপনার যদি ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আসাদ ভাই একদম গানে পাগল হয়ে গেছে।। গান গাইলে তার মধ্যে একটা অন্যরকম ভাব প্রকাশ পায় যেটা আমার কাছে খুবই ভালো লাগে। সর্বশেষ এভাবেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই আলোচনা সভার সার্থক হলো। এবং আলোচনা সভার যে মূল লক্ষ্য সেটা পূর্ণ হল এবং এভাবেই এই সভা সমাপ্ত হলো।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোন টপিক নিয়ে আলোচনা করা হবে ।ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Bro you shared the post among us in a meeting, thank you very much

  ·  4 months ago  ·  

Thanks