The feeling of going fishing

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240921091814.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it The feeling of going fishing.

I woke up this morning like everyday. Wake up fresh. Then what I do is exercise. Exercise is great for the body beneficial Because it makes the body better. Not only that, there is no alternative to exercise to keep the body healthy. But waking up early in the morning is too much good I woke up a while ago. I got up and sat in the room. I sit and open the window and see the weather outside is very beautiful. Moreover, it was very visible when I went outside I liked it. All in all a beautiful weather. Meanwhile, there is electricity. So I thought let's share a post now. So I sat down to write the post.

প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপরে আমি যেটা করি সেটা হচ্ছে শরীরচর্চা। শরীরচর্চা শরীরের জন্য খুবই উপকারী। কেননা এতে করে শরীর ভালো থাকে। শুধু তাই নয় শরীরকে ভালো রাখার জন্য শরীরচর্চার বিকল্প নেই। তবে খুব সকালে ঘুম থেকে ওঠা খুবই ভালো। এইতো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রুমে এসে বসলাম। বসে জানালা খুলে দে দেখি বাইরের আবহাওয়াটা খুব সুন্দর। তাছাড়া এমনি তো বাইরে যখন গিয়েছিলাম তখন দেখতে খুব ভালো লেগেছিল। সব মিলে এক সুন্দর একটি আবহাওয়া। এদিকে বিদ্যুৎ রয়েছে। তাই ভাবলাম এখন একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।

So without further ado let's share today'spost.

IMG20240921092049.jpg

A few days ago, I went out on a whim in the morning. Besides, you already know that it has been raining for several days. Because last few days ago it was raining. the rain It happened so much that the ponds, ghats, rivers and canals are all full of water. When it rains in our area, the fishing season falls. Actually in the rain Although it was not good, but it was good to see the feeling of fishing. Moreover, the technique of fishing is very great. So I went to the field and saw what two people were doing in the canal. I am them go near I saw that they were netting in the canal. Actually this mesh is a little different. Catch fish with this net. If you look above you will see in the water two people The two of them went down into the water to recover the net. Because the net they were going to get caught more fish. Moreover, these nets are very beautiful. I have lived in someone since childhood. That's why I know everything in the village. I like very much. Moreover, it is great for me to enjoy such a beautiful moment It took Let's see what they actually do in the water. But since they were in the water, I took the picture above them on my phone.

এই তো কিছুদিন আগে সকালের দিকে একটু ফাকায় বের হয়েছিলাম। তাছাড়া আপনার ইতিমধ্যে জানেন বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে। কেননা গত কয়েকদিন আগে একাধারে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি এতটাই হয়েছিল যে কারণে পুকুর ঘাট নদী-নালা সব একদম পানিতে ভরপুর। আমাদের এলাকায় বৃষ্টি হলেই মাছ ধরার ধুম পড়ে যায়। আসলে বৃষ্টির মধ্যে একটু ভালো না লাগলেও কিন্তু মাছ ধরার অনুভূতি দেখে ভালো লেগেছিল। তাছাড়া মাছ ধরার যে এত টেকনিক সেটা খুবই দারুণ কিন্তু। তো আমি মাঠের দিকে যেতে দেখলাম খালের মধ্যে দুইজন কি যেন করছে। আমি তাদের নিকটে যাই। যে দেখতে পেলাম তারা খালে জাল দিচ্ছে। আসলে এই জালটা কিন্তু একটু অন্যরকম। এই জাল দিয়ে মাছ ধরে। আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন পানির মধ্যে দুইজন। তারা দুজন পানির মধ্যে নেমেছে জাল ভালো হওয়ার জন্য। কেননা তারা যে জাল পেতে ছিল এতে করে বেশি মাছ ধরা যায়। তাছাড়া এই জালগুলো খুবই সুন্দর। আমি ছোটবেলা থেকেই কারো বসবাস করি। যে কারণে গ্রামের সবকিছুই আমার চেনা। আমার খুবই ভালো লাগে। তাছাড়া এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পেরে আমার কাছে দারুণ লেগেছিল। আসলে দেখা যাক তারা পানির মধ্যে কি করছে। তবে তারা পানির মধ্যে থাকায় তাদের উপরে ছবিটা আমার ফোনে ধারণ করি।

IMG20240921091549.jpg

IMG20240921091814.jpg

Now I came back a little. Come and see a big net. A lot of fish can really be caught with these nets. Moreover, fishing with nets is very easy. If you notice above You will see that there are leaves in the large water. These nets are called drought water. A lot of fish can be caught with dry water. Moreover, these welds A canal covers the entire edge. And from the other end, fishing is very easy with this jhal. But their fishing is great fun. Your fishing is an addiction. I think more of the fish addiction. Because once the addiction of fishing has arisen in his mind, he cannot live without catching fish. Besides, I have always loved fishing. But after I stood there, I saw that they were fish like this catching up But I like it. Moreover, Khaleda fish is really surprising. In fact, you can catch fish very well with the nets. Moreover, this is in the water for fishing Don't get off. This net is held up by one. And the other sits down and takes this fish into the bowl. Then I stood there for a long time. And I see I found they are getting good fish. In fact, I could not live without seeing these nets and getting pictures. So I quickly captured the above picture on my phone.

এবার আর একটু পিছনে আসলাম। এসে দেখি অনেক বড় জাল। সত্যিই এই জালগুলো দিয়ে অনেক মাছ ধরা যায়। তাছাড়া জালগুলো দিয়ে মাছ ধরা খুবই সহজ। আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন বড়জাল পানিতে পাতা রয়েছে। এই জালগুলোকে খরা জল বলা হয়। খরা জল দিয়ে অনেক মাছ ধরা যায়। তাছাড়া এই ঝাল গুলো একটি খালের পুরো প্রান্ত জুড়ে থাকে। এবং অপর প্রান্ত থেকে এই ঝাল দিয়ে খুব সহজে মাছ ধরা যায়। তাদের মাছ ধরা কিন্তু খুবই দারুণ মজার। তোদের মাছ ধরা হচ্ছে একটা নেশা। মাছ দ্বারা নেশাটাই আমি বেশি মনে করি। কেননা মাছ ধরার নেশা যার মনে একবার জেগেছে সে মাছ না ধরে আর থাকতে পারে না। তাছাড়া বরাবরই মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। তবে আমি সেখানে পরক্ষণে দাঁড়িয়ে দেখতে পেলাম তারা এভাবে মাছ ধরছে। ব্যাপারটা কিন্তু আমার কাছে দারুন লেগেছে। তাছাড়া খালেদা মাছ হচ্ছে সত্যি অবাক। আসলে জাল গুলো দিয়ে খুব সুন্দর ভাবে মাছ ধরা যায়। তাছাড়া এই মাছ ধরার জন্য পানিতে নামতে হয় না। এই জাল একজন চেপে তুলে। এবং অপরজন বসে থাকে সে এই মাছ বাটিতে করে নামায়। এরপর আমি অনেকক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকলাম। এবং আমি দেখতে পেলাম তারা ভালই মাছ পাচ্ছে। আসলে এই জালগুলো দেখে ছবি না পেলে আমি আর থাকতে পারলাম না। তাই ঝাটপট উপরে ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240921152816.jpg

At one point suddenly they screamed. Actually I backed out of there and went to the net. I saw that they caught a good fish. They are a giant fish received I really enjoyed seeing this fish after a long time. In fact, these fish are no longer farmed. But they were very happy when they found it in the canal. Besides, I ran after seeing the fish I went I ran and captured the above photo on my phone. Above you can see a small cuttlefish. Moreover, these fish look very thin. But this month has a lot the taste I like to eat this fish very much. Because many years ago these fishes were cultivated in the pond next to our house. But lately and now The fish are not farmed. Moreover, the fishes are very tasty to eat. Only then I saw a unique fish and took the picture.

এক পর্যায়ে হঠাৎ করে তারা দেখি চিৎকার দিল। আসলে আমি আবার সেখান থেকে ব্যাক করে জালের কাছে গেলাম। যে দেখতে পেলাম তারা একটা ভালো মাছ পেয়েছে। তারা একটি চিতল মাছ পেয়েছে। সত্যিই এই মাছটা আমি অনেকদিন পরে দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে এই মাছগুলো এখন আর চাষ করা হয় না। তবে খালে তারা পেল তারা অনেক খুশি। তাছাড়া মাছ দেখে আমি দৌড়ে গেলাম। আমি দৌড়ে গিয়ে উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটু চিতল মাছ। তাছাড়া এই মাছগুলো দেখতে খুবই চিকন। কিন্তু এই মাসের রয়েছে বড্ড স্বাদ। এ মাছ খেতে আমার খুবই ভালো লাগে। কেননা অনেক বছর আগেই আমাদের বাড়ির পাশের পুকুরে এসব মাছ চাষ করা হতো। কিন্তু ইদানিং এখন আর এ মাছগুলো চাষ করা হয় না। তাছাড়া মাছগুলো খেতে খুবই স্বাদ লাগে। তবেই ইউনিক একটা মাছ দেখতে পেয়ে ছবিটি ধারণ করলাম।

IMG20240921091228.jpg

IMG20240921091251.jpg

Now if you look at the picture above you will see many ducks. In fact, in the rural environment, king ducks and ducks live in everyone's homes. Because the people of the village observe them very skilled While returning home from the field, I saw many ducks in the pond. In fact, Haas spends time in water. Also smile if not in water Then that duck is never good. Even haas grow in water. You will notice at noon that I have captured many pictures of ducks. In fact, when the ducks turn around in the pond I took the picture above while walking. Then that duck is never good. Even haas grow in water. You will notice in the afternoon that you will see many pictures of ducks held In fact, the ducks are very beautiful when they are in the pond. Seeing these smiles gives a different feeling. But among these things is that The ducks are small, they are called ducks. On the other hand, the ducks that are big are called swans. But there are many differences between swans and mallards. Because ducks like water very much. Swan on the other hand Does not like water. But ducks need water for must be ducks. Moreover, we have large canals in our area as well as one for each There is a pond. And since the number of dogs in our area is high, it does not take much trouble to keep this smile. I almost notice that the ducks are released in the field in the morning. In this They ate a lot of food in the field and returned home before evening. It does not require extra food. Party food doesn't need to save a lot of money goes So in this way you can get more profit by keeping these ducks.

Ending here as of today. I will share some new posts later, inshallah.

এবার আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অনেকগুলো হাঁস। আসলে গ্রামীণ পরিবেশে রাজ হাঁস পাতি হাঁস প্রত্যেকের বাড়িতে থাকে। কেননা গ্রামের মানুষ এগুলো পালন করতে অনেক দক্ষ। আমি মাঠ থেকে বাসায় ফিরার সময় দেখতে পেলাম পুকুরে অনেকগুলো হাঁস। আসলে হাস পানিতে সময় পার করে। তাছাড়া হাসো যদি পানিতে না থাকে তাহলে সে হাঁস কখনোই ভালো হয় না। এমনকি হাসগুলো পানিতেই বড় হয়। আপনি দুপুরে লক্ষ্য করেন দেখতে পাবেন অনেকগুলো হাঁসের ছবি আমি ধারণ করেছি। আসলে হাঁস গুলো পুকুরে যখন ঘুরে বেড়াচ্ছিল তখন আমি উপরের ছবিটি ধারণ করে। তাছাড়া আর গুলো কিন্তু অনেক সুন্দর। এ হাসগুলো দেখলেই যেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে । তবে এহাস গুলোর মধ্যে যে হাঁসগুলো ছোট এদেরকে বলা হয় পাতিহাঁস। অপরদিকে যে হাঁস গুলো বড় এদেরকে বলা হয় রাজহাঁস। তবে রাজহাঁস আর পাতি হাঁসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কেননা পাতিহাঁস খুবই বেশি পানি পছন্দ করে। অন্যদিকে রাজহাঁস তেমন একটা পানি পছন্দ করে না বললেই চলে। কিন্তু মাস্ট বি পাতি হাঁসের জন্য পানি প্রয়োজন। তাছাড়া আমাদের এলাকায় বড় খাল রয়েছে সেই সাথে প্রত্যেকের একটি করে পুকুর রয়েছে। আর আমাদের এলাকায় কুকুরের সংখ্যা বেশি হওয়ায় এ হাস পালন করতে খুব একটা কষ্ট করতে হয় না। আমি প্রায় লক্ষ্য করে দেখি একদম সকালে হাঁস গুলো মাঠের ছেড়ে দেওয়া হয়। এতে করে মাঠেই তারা অনেক খাবার খেয়ে আবার সন্ধ্যার আগেই বাসায় ফিরে। এতে করে যে বাড়তি খাবারের সেটা প্রয়োজন হয় না । পার্টি খাবার প্রয়োজন না হয় অনেকটা অর্থ বেঁচে যায়। তো এভাবেই এই হাঁস পালন করে বেশি লাভবান হওয়া যায়।

আজকের মত এখানে শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট শেয়ার করবো ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!