I woke up this morning like everyday. I wake up and exercise a little. Because it feels good to exercise. Besides, it's morning Waking up in the morning is very good for health. I regularly try to wake up early. Because the morning weather is very beautiful. Not only when you wake up in the morning The beauty of nature can be enjoyed. And another benefit of waking up early in the morning is exercising. If you exercise, your mind will be good. And if the mind is good I like everything. Because if the mind is not good then nothing is good. So I try to wake up early in the morning. Wake up and take it easy I exercise. By doing this, a different feeling is revealed in the mind. Even the sense of weakness of Sharil can be cut. Then I thought let's share a post. So I sat down to read and write.
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে একটু শরীর চর্চা করি। কেননা শরীর চর্চা করলে খুবই ভালো লাগে। তাছাড়া সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি নিয়মিত চেষ্টা করে সকাল সকাল ঘুম থেকে ওঠার। কেননা সকালের আবহাওয়াটা খুব সুন্দর হয়ে থাকে। শুধু তাই নয় সকালে ঘুম থেকে উঠলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। আর খুব সকালে ঘুম থেকে ওঠার আরো একটা উপকারিতা হচ্ছে শরীরচর্চা করা। শরীরচর্চা করলে মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে সবকিছুই ভালো লাগে। কেননা মন যদি ভালো না থাকে তাহলে কোন কিছু ভাল লাগেনা। তাই আমি সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করি। ঘুম থেকে উঠে হালকা করে একটু শরীরচর্চা করি। এতে করে মনের মধ্যে একটা অন্যরকম ভাব প্রকাশ পায়। এমনকি শরীলের দুর্বলতার ভাব কাটানো যায়। তারপর ফ্রেশ হয়ে ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পড়ছি লিখতে বসলাম।
আসলে আমি যে কয়টা ফটোগ্রাফি করি সেগুলো শখের বসা করে থাকি। কেননা ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু আলোকচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করি। আপনার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের মাঝে বেশ কয়েকজন ফটোগ্রাফি শেয়ার করেছি। তো আপনারা প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি পুকুরের ফটোগ্রাফি। এইতো গত কয়েকদিন আগে আমি আমাদের পার্কে ঘুরতে গিয়েছিলাম। তাছাড়া বিকেলের মুহূর্তে আমি কোথাও না কোথাও ঘুরতে যাই। সেই সাথে ছুটির দিনে গিয়েছিলাম পার্কে। আসলে আমাদের গ্রামে একটা পার্ক হয়েছে এটা দেখতে খুবই সুন্দর। তাছাড়া আমাদের পার্কে একটা বড় পুকুর আছে। সেই পুকুরের নৌকা বাঁধা রয়েছে। তো আমি হাঁটতে হাঁটতে সেই পুকুর পাড়ে গিয়ে পৌঁছালাম। আসলে পুকুর পাড়ে গিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। কেননা পুকুর পাহাড় দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া আমাদের এই পার্কে বেশ কয়েকটি পুকুর রয়েছে এবং পুকুরের পাড়ে অনেক ফুল গাছ রয়েছে। তাই আমি ফোনটা বের করে খুব সুন্দর করে একটা ফটোগ্রাফি করে নিলাম। আর যেটা আপনার ওপরে দেখতে পাচ্ছেন । দেখতে পাবেন পাড়ের খবর প্রান্তে পারে খুব সুন্দর করে গাছ লাগানো রয়েছে সারে সারে। আসলে গাছগুলো এত সুন্দর করে লাগানো হয়েছে দেখলে ভালো লাগে। এই ভালোলাগা থেকে উপরের ছবিটা আমি সংগ্রহ করেছি।
But the sky is not always so beautifully arranged. Even the beauty of the sky does not always bloom. This was a few days ago I went to the pond. Suddenly I saw the beauty of the sky. Moreover, looking at the sky seems to feel very good. Moreover, if you look above you, you will see the sky is very beautiful has It seems as if the sky is adorned with its new form. I liked the clear color of the sky. You can see blue with white in the sky The sky looks very beautiful. It was sunny at that time due to which the beauty of the sky increased even more. Also the surrounding plants look very beautiful. Even in my mind It was as if the sky had fallen on the other side of the pond. But that day the sky was very clear. So I could not live without photography. If you look at the sky You will see the sky is very clear. And the beauty of the sky is very beautiful. Moreover, the beauty of this sky is not always visible. So I collected the photography as soon as I saw it.
তবে এবার আপনার উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আকাশের ছবি। আসলে মাঝেমধ্যে আকাশগুলো এতটাই সুন্দর লাগে যা বলে বোঝানো সম্ভব নয়। আমি প্রতি সময়ে খেয়াল করে দেখি আকাশ কিন্তু সব সময় এত সুন্দর করে সাজানো থাকে না। এমনকি আকাশের এই সৌন্দর্যতা সব সময় ফুটে থাকে না। এইতো গত কয়েকদিন আগে পুকুরপাড়ে গিয়েছিলাম। হঠাৎ আমার চোখে আকাশের এই সৌন্দর্য চোখে পড়ে। তাছাড়া আকাশের দিকে তাকালে যেন মনে হয় খুবই ভালো লাগছে। তাছাড়া আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন আকাশ কিন্তু খুব সুন্দর ভাবে সেজে রয়েছে। মনে হচ্ছে যেন আকাশ তার নতুন রূপে সজ্জিত। আকাশের স্বচ্ছ কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা দেখতে পাচ্ছেন আকাশে সাদা সাদা সহ নীল আকাশ খুবই সুন্দর লাগছে। ওই সময় রোদ ছিল যে কারণে আকাশের এই সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও চারিপাশে গাছপালা গুলো খুবই সুন্দর লাগছে। এমনকি আমার মনে হচ্ছিল যেন আকাশ মনে হয় পুকুরের অপর প্রান্তে পড়ে গিয়েছে। তবে ঐদিন আকাশটা ছিল খুবই পরিষ্কার। তাই ফটোগ্রাফিটি না করে আর থাকতে পারলাম না। আপনারা যদি আকাশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আকাশ কিন্তু একদম ক্লিয়ার। এবং আকাশের যে সৌন্দর্যতা সেটা কিন্তু খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। তাছাড়া এই আকাশের সৌন্দর্য সব সময় দেখতে পাওয়া যায় না। তাই দেখা মাত্রই ফটোগ্রাফিটি সংগ্রহ করলাম।
If you take a good look at the photography that I have shared with you, you will be very happy. Here's one with me and me a few days ago Kaku and I went to that side of our Madrasa. Madrasa is not far from my house. It takes three minutes to walk from home. So at that moment in the afternoon I said let's go to the madrasa today. But our Madrasah is so beautiful and all around are fields and fields. And its beauty is increased only by the surrounding fields received Walking like this, we crossed the madrasa and sat in one place. Suddenly the one who was next to me said to me Kaku looked at the sky once. Suddenly looking at the sky very much felt good I looked at the sky and saw a rainbow in the sky. Besides, you know that this rainbow is not always visible. And when the colors of the rainbow are seen in the sky, I like it very much. But at that moment There was a little cloud. That's why we don't see the clear color of the rainbow. But as much as I could see, I was able to capture on the phone. If you notice You will see a beautiful rainbow rising through the dark clouds. In fact, the seven colors of the rainbow seem to be different. I have Really liked it after watching it. But after a while it rained lightly. But I captured the above picture on my phone just before the rain.
এবার আমি আপনাদের মাঝে যে ফটোগ্রাফি শেয়ার করেছি, এটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু অনেক খুশি হবেন। এইতো গত কয়েকদিন আগে আমি আর আমার সাথে একটা কাকু দুইজন মিলে আমাদের মাদ্রাসার ওইদিকে গিয়েছিলাম। আমার বাসা থেকে মাদ্রাসার দূরত্ব খুব একটা বেশি নয়। বাসা থেকে হেঁটে যেতে তিন মিনিট সময় লাগে। তো বিকেলের ওই মুহূর্তে আমি বললাম চলো আজকে মাদ্রাসায় ঘুরতে যাব। তবে আমাদের ঐ মাদ্রাসাটাই এতটা সুন্দর এবং চারিপাশে শুধু মাঠ আর মাঠ। আর চারিপাশে শুধু মাঠ থাকাই এর সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এভাবে হাঁটতে হাঁটতে মাদ্রাসা পার হয়ে আমরা এক জায়গায় বসলাম। হঠাৎ করে আমার পাশে যে ছিল সে আমাকে বলে কাকু একবার আকাশের দিকে তাকান। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে খুবই ভালো লাগলো। আমি আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে রংধনু উঠেছে। তাছাড়া আপনারা জানেন এই রংধনু কিন্তু সব সময় দেখা যায় না। আর রংধনুর রং গুলো যখন আকাশে দেখা যায় তখন কিন্তু খুবই ভালো লাগে। তবে ওই মুহূর্তে একটু মেঘ জমে ছিল। যে কারণে রংধনুর পরিষ্কার সেই রংটি আমরা দেখতে পাইনি। তবে যতটুকু দেখতে পেয়েছি ততটুকুই ফোনে ক্যাপচার করতে পেরেছি। আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কালো মেঘের মাঝ দিয়ে খুব সুন্দর করে রংধন উঠেছে। আসলে রংধনুর ঐ সাত রং দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছিল এটি দেখার পরে। তবে এরপর কিছুক্ষণ পরে দেখে হালকা বৃষ্টি হয়। তবে বৃষ্টির আগ মুহূর্তে উপরের ছবিটি আমি আমার ফোনে ধারণ করেছি।
Now the picture you see above is very familiar to everyone. Now I have shared with you the village of Bengal Green field of nature. In fact, it is very nice to see these rice fields in the village. I went to my land a few days ago. Because sometimes to eat rice I like to see it very much. I went here a few days ago. I could see that the paddy was very good. But I noticed one thing that the paddies are very beautiful growing up So first I went to the field and captured the above picture on my phone. If you notice here, you will see that I have taken a very beautiful picture of the paddy field. In fact, the rice is full of green grass The fields are full. And seeing this field surrounded by greenery, the eyes really widened. Moreover, these beautiful photographs are available only in the village. Moreover, the paddy fields are really good takes The lush green crops in the paddy fields attract people very easily. Moreover, I could not stay without taking pictures of these rice plants. Because after seeing something and liking it If you don't do photography, there is a feeling of dissatisfaction in your mind. But if you look closely at the picture, you will see rice The trees are very nicely planted. Even the rice plants are planted in a line. Its beauty is further enhanced by the row of rice plants.
এবার আপনার ওপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকলের অনেক চেনা। এবার আমি আপনাদের মাঝে শেয়ার করেছি গ্রাম বাংলার প্রকৃতির সবুজ মাঠ। আসলে গ্রামের এই ধান ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগে। এইতো কিছুদিন আগেই নিজের জমিতে গিয়েছিলাম। কেননা মাঝেমধ্যেই ধান খেতে দেখতে আমার খুবই ভালো লাগে। তো এই তো কিছুদিন আগে গিয়েছিলাম। যে দেখতে পেলাম ধানগুলো বেশ ভালোই হয়েছে। তবে আমি একটা বিষয়ে লক্ষ্য করলাম ধানগুলো খুব সুন্দর ভাবে বেড়ে উঠছে। তো মাঠে যেয়ে প্রথমে আমি উপরের ছবিটা আমার ফোনে ধারণ করি। আপনার এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি খুব সুন্দর করে ধান ক্ষেতের ছবি তুলেছি। আসলে সবুজের শ্যামলে ভরা ধান ক্ষেত ভরে উঠেছে। আর এই সবুজে শ্যামলা ঘেরা মাঠ দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল। তাছাড়া এই সুন্দর আলোকচিত্রগুলো কেবলমাত্র গ্রামের মধ্যেই পাওয়া যায়। তাছাড়া ধান ক্ষেতগুলো সত্যি খুবই ভালো লাগে। ধান ক্ষেতে সবুজের শ্যামলের ভরা ফসল মানুষকে খুব সহজে বিমোহিত করে। তাছাড়া আমি এই ধান গাছগুলো দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না। কেননা কোন কিছু দেখে ভালোলাগার পরে ফটোগ্রাফি না করলে মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায়। তবে আপনারা যদি ছবির দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ধান গাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাগানো রয়েছে। এমনকি ধান গাছগুলো একদম লাইন করে লাগানো রয়েছে। ধান গাছগুলোর লাইন করে লাগানোর জন্য এর সৌন্দর্য তা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।
The very last photograph you see is taken from our park. I went for a walk in the park in the afternoon a few days ago. This is our village The park is very well known to the surrounding villages. Besides, many people come to visit here constantly. But sometimes I spend some afternoon in my village park. I used to go to the park and sit in front of my big pond likes Because sitting there creates a different sense of calmness in one's mind. Moreover, if you sit there, there is a very nice fresh air. Along with the stream of water It's so nice to see when the waves come. However, just before evening, I captured this picture above on my phone. If you look carefully here Then you will see several people sitting in a boat far away. Suddenly it caught my eye so I collected the picture. Moreover, if you notice Then you will see the pond but a lot. And at the far end of the pond, the fish-eating boat is moving. I like the scene very much. Even the scene It looks so beautiful that someone has made art. Indeed, such beauty of nature is never to be forgotten. In the middle of nature I love spending time in between. Because by doing this, a dress comes in the mind.
Ending here as of today. Later I will appear with a new post.
এবার একদম সর্বশেষ আপনারা যে ফটোগ্রাফিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পার্ক থেকে তোলা হয়েছে। এটা গত কয়েকদিন আগে বিকেলে পার্কে ঘুরতে গিয়েছিলাম। আমাদের এই গ্রামের পার্ক আশেপাশের গ্রামের কাছে খুবই পরিচিত। তাছাড়া প্রতিনিয়ত এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। তবে মাঝেমধ্যেই বিকেলের কিছু সময় আমি আমার গ্রামের পার্কেই পার করি। পার্কে গিয়ে আমার বড় পুকুরের সামনে বসে থাকতে খুবই ভালো লাগে। কেননা ওখানে বসলে একটা মনের মধ্যে অন্যরকম প্রশান্তি ভাব কাজ করে। তাছাড়া ওখানে বসলে খুবই সুন্দর মিহি মিহি বাতাস আসে। সেই সাথে পানির জলধারা যখন ঢেউ খায় দেখতে খুবই ভালো লাগে। তবে সন্ধ্যার একদম কিছু আগ মুহূর্তে উপরের এই ছবিটি আমি আমার ফোনে ধারণ করে। আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেক দূরে নৌকায় বেশ কয়েকটা মানুষ বসে আছে। হঠাৎ এটা আমার নজরে পড়ে তাই ছবিটি সংগ্রহ করি। তাছাড়া আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পুকুরটি কিন্তু অনেক। আর পুকুরের একদম মাছ প্রান্তে খেয়া নৌকা বয়ে চলেছে। দৃশ্যটি দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। এমনকি দৃশ্যটা এতটাই সুন্দর দেখলেই যেন মনে হয় কেউ আর্ট করেছে। আসলেই প্রকৃতির এমন সৌন্দর্য কখনোই ভুলবার নয়। প্রকৃতির মাঝে তাই মাঝে মধ্যে সময় কাটাতে আমার কাছে খুবই ভালো লাগে। কেননা এতে করে মনের মধ্যে একটা পোষান দিয়ে আসে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হব।
Brother, thank you very much for sharing some very beautiful pictures with us
Thank you so much bro
Telegram and Whatsapp