Rainy morning

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240926152919.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it Rainy morning.

Like every day, I am here again with a new post. However, I have been very busy since morning. Wake up this morning like everyday get up But today something happened. At three o'clock in the night, I got it right. At 3 o'clock in the morning, Kana suddenly saw that it was going outside. Because tonight is my night The pigeons are on them and the weevil has attacked them. This has resulted in the loss of several of my hobby pigeons. I really wasn't any better in the situation. Wake up in the middle of the night in the morning A little late to wake up. So I woke up and finished my breakfast fresh. After finishing breakfast, I see rain outside. In fact, it is raining again for a few days today. so After that I went out for a walk. Today was Friday so I took a bath and prayed in the afternoon. After praying, I came to these houses and finished my lunch. Moreover, time is passing through many busy days today. Then one day he came home and got tired. So I thought let's take some sleep. So I just fell asleep in bed. Wake up and go to the market I went Then I returned from the market and offered Maghrib prayer. I came home after Maghrib prayer and thought let's share a post today. So I sat down to write the post.

প্রতিদিনের ন্যায় আজকে আবারো নতুন একটি পোস্ট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে আজকে সকাল থেকে খুবই ব্যস্ত সময় পার করছি। প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠি। তবে আজকে একটা ঘটনা ঘটেছিল। রাত তিনটার সময় ঠিক পাই। কানা রাত তিনটার সময় হঠাৎ দেখে বাইরে চেচামেসি হচ্ছে। কেননা আজকে রাতে আমার যে পায়রা গুলো রয়েছে সেগুলোর উপরে বনগাঁড়া আক্রমণ করেছে।। এতে করে আমার শখের বেশ কয়েকটি পায়রা হারিয়ে গেছে। সত্যিই পরিস্থিতিতে আমি আর কোনোভাবেই ভালো ছিলাম না। অর্ধেক রাত্রে ঘুম ভাঙ্গায় সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। তো ঠিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। নাস্তা শেষ করেই দেখি বাইরে বৃষ্টি। আসলে আজ কয়েকটা দিন আবার বৃষ্টি হচ্ছে। তো এরপরে একটু বাহিরে গেলাম গিয়ে হাঁটাহাঁটি করলাম। আজকে শুক্রবার ছিল তাই দুপুরে গোসল করে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষ করে এসব বাসায় এসে দুপুরের খাবার শেষ করলাম। তাছাড়া আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কাটছে। তো এরপরে বাসায় এসে একদিন ক্লান্ত হয়ে যায়। তাই ভাবলাম একটু ঘুমিয়ে নেয়া যাক ‌। তো বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে একটু বাজারে গেলাম। এরপর বাজার থেকে ফিরে এসে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের নামাজ আদায় করে বাসায় এসে ভাবলাম আজকে একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।

So without further ado let's share today'spost.

IMG20240926152844.jpg

IMG20240926152919.jpg

You have already understood what post I am going to share with you today by looking at the title. But actually it has been raining for a few days now. Moreover It has been raining for three days now. It really rained a lot in the past few days. There was a gap in between. It seems that it has started again. To be honest, if it rains, most of the time is spent indoors. Moreover, the visible moment is a little Cut randomly. Because when it rains, you have to spend all the time indoors and you don't like to go out. But even if you have a strong desire to get out, get out It is not possible. Yesterday I woke up and saw that it was raining outside. So I will go to Dhaka in a few days, inshallah. However I saw it raining yesterday morning. So I finished my breakfast and waited for the rain to stop. It is raining and burning like this. Besides, it is raining in progress Can't find any weather that stops raining. Because there are heavy clouds in the sky. Not only that, seeing black clouds in the sky, it is nowhere else can't be But I really needed to go to Raipur market. However, I have been sitting like this since morning after finishing breakfast. In this way, it rained and went outside can't be Because we don't have cars on the road when it rains, patience is a big problem. Besides, I can't take out the motorcycle because of the rain. One reason for this is crying for However, at some point the rain stopped. The rain stopped after noon. So I thought as it was getting late afternoon I took bath. Lunch is over after bathing I did I finished lunch and got ready. I got ready and left for Raipur. So I went out and saw no cars on the road. Meanwhile, it was nice to see the sky clear for a while. That too I took an umbrella from home. Because it protects itself. Moreover, as the sky has been cloudy for a few days, it is suddenly starting to rain. So I thought of the umbrella It would be wise to take it. So while standing on the road with the umbrella in my hand, I saw a van appear. So I went there and in that van I sat down to go. In fact, I am busy tomorrow. Moreover, I am having a very busy time today, but I have to share something new with you trying So this time the van that I sat in the van had a problem. Because there were more passengers, three of them would go in that van. One of them is Allready came and the two women still did not come out of the house. Meanwhile, I am in a hurry to go to the market and return home after work but it is not happening anymore. But like this I stayed there for a long time I was waiting. Finally feeling very bored. However after about 30 minutes they arrived. After that I left for Raipur Bazar. The sky is very clear till we reach the market was And it didn't seem like it would rain. However, when I reached Raipur market, I paid the rent and went to the computer shop first. Why is it a computer? I had a little work left in the shop. So I went there and photocopied some papers. And my intention to go to Raipur was to cut my hair. Because I like to have more hair on my head don't need Then I went to the salon. But in the salon where I have hair removal, they just give me my cereal. So I went there and saw someone sitting before me.

আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা ইতিমধ্যে আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। তবে আসলে আজ কয়েকটা দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তাছাড়া আজ প্রায় তিনদিন হলো আবার বৃষ্টি হচ্ছে। সত্যিই গতকয়েকদি আগেই অনেক বৃষ্টি হয়েছিল। আবার মাঝখানে কিছুদিন গ্যাপ ছিল । আবার মনে হচ্ছে এখন শুরু হলো‌ । সত্যি কথা বলতে বৃষ্টি যদি একাধারে হয় তবে বেশীরভাগ সময় ঘরের মধ্যে কাটাতে হয়। তাছাড়া দৃষ্টিমান মুহূর্তটা একটু এলোমেলোভাবে কেটে যায়। কেননা বৃষ্টি হলে সব সময় ঘরে কাটাতে হয় এছাড়াও বাইরে বেরোতে ভালো লাগেনা। তবে বাইরে বের হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও জানো বের হওয়া সম্ভব হয় না। এইতো গতকালকে ঘুম ভেঙে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ ঢাকায় যাব বিশেষ কাজের পড়ে যাবে। তবে গতকালকে সকালে দেখলাম বৃষ্টি হচ্ছে। তাই ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম অপেক্ষায় রয়েছে বৃষ্টি কখন থামবে। এভাবে একাধারে বৃষ্টি হয়ে জ্বলছে। তাছাড়া বৃষ্টি চলছে তো চলছে। বৃষ্টিতে থামবে এমন কোন আবহাওয়া খুঁজে পাচ্ছি না। কেননা আকাশে ভারি মেঘ জমেছে। শুধু তাই নয় আকাশে কালো মেঘ দেখে তো আর কোথাও বের হওয়া যায় না। কিন্তু আমার খুবই প্রয়োজন ছিল রায়পুর বাজারে যাওয়ার। তবে আমি সকাল থেকে এভাবে নাস্তা শেষ করে বসে রইলাম। এভাবে বৃষ্টি হয়ে চলে যেতে করে বাইরে বের হতে পারছি না। কেননা বৃষ্টি হলে আমাদের এখানে রাস্তায় গাড়ি পাওয়া যায় না এটা ধৈর্য বড় সমস্যা। তাছাড়া বৃষ্টির জন্য মোটরসাইকেল বের করতে পারছি না। এর একটা কারণ হচ্ছে কাঁদার জন্য। তবে যাই হোক এক সময় বৃষ্টি থাম লো। বৃষ্টি থামলো তাও একদম দুপুরের পরে। তাই আমি ভাবলাম যেহেতু দুপুর হয়ে যাচ্ছে তাই গোসল করলাম। গোসল শেষ করে দুপুরের খাওয়া শেষ করলাম। দুপুরের খাবার শেষ করে রেডি হলাম। রেডি হয়ে বেরিয়ে পড়লাম রায়পুর যাওয়ার উদ্দেশ্যে। তো বের হয়ে রাস্তায় দেখি কোন গাড়ি নাই। এদিকে আকাশ কিছুটা সময় পরিষ্কার দেখতে পেয়ে ভালো লাগলো। তাও বাসা থেকে ছাতা হাতে নিলাম। কেননা এটা নিজের জন্য প্রটেক্ট। তাছাড়া আজ কয়েকটা দিন যেভাবে আকাশের মেঘ হচ্ছে এতে করে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তাই ভাবলাম ছাতাটা নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাই ছাতাটা হাতে করে রাস্তায় দাঁড়িয়ে থাকার সময় দেখতে পেলাম একটা ভ্যান গাড়ি দেখা যাচ্ছে। তাই আমি সেখানে গেলাম এবং সেই ভ্যান গাড়িতে যাওয়ার জন্য বসলাম। আসলে কালকে যেন ব্যস্ততা আমার কিছুই ছাড়ছেনা। তাছাড়া আজ কয়েকটা দিন কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছি তারপরেও আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করছি। তো এবার যে ভ্যান গাড়িতে বসলাম সেই ভ্যানে বেড়ে গেল এক ঝামেলা। কেননা ঐখানে আরো প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে তিনজন নাকি ওই ভ্যানে যাবে। তাদের মধ্যে একজন অলরেডি চলে এসেছে এবং দুইজন মহিলা মানুষ তারা বাসা থেকে এখনো বের হয়নি। এদিকে আমি তাড়াহুড়া করছি যে দ্রুত বাজারে গিয়ে কাজ শেষ করে বাসায় ফিরব কিন্তু তা আর হচ্ছে না । তবে এভাবে আমি অনেকক্ষণ সেখানেই ওয়েট করছিলাম। শেষমেষ খুবই বিরক্ত লাগছে। যাইহোক প্রায় 30 মিনিটের মাথায় তারা এসে পৌঁছালো। এরপরে রওনা দিলাম রায়পুর বাজার। বাজারে যাওয়া অবধি আকাশ খুবই পরিষ্কার ছিল। সেই সাথে মনে হচ্ছিল না যার বৃষ্টি হবে। তবে সময় রায়পুর বাজারে পৌঁছে গিয়ে ভাড়া দিয়ে আগে গেলাম কম্পিউটারের দোকান। কেন ওটা কম্পিউটারের দোকান আমার একটু কাজ বাকি ছিল। তাই সেখানে গিয়ে কয়েকটা কাগজ ফটোকপি করে নিলাম। আর আমার রায়পুর যাওয়ার মানে ছিল চুল কাটানোর জন্য। কেননা মাথায় বেশি চুল থাকলে আমার ভালো লাগেনা। তো এরপরে সেলুনে গেলাম। তবে আমি যে সেলুনে চুলকাটাই ওখানে আমি যা মাত্রই আমার সিরিয়াল দিয়ে দেয় তারা। তো আমি দেখতে পেলাম সেখানে গিয়ে আমার আগে একজন বসে রয়েছে।

IMG20240926152930.jpg

IMG20240926152923.jpg

IMG20240926152839.jpg

So I entered the salon and sat on a chair. At such a time, I saw a sudden heavy cloud in the sky. And I'm thinking it's only going to rain. Just saying this is saying it I saw it started raining. Honestly at first I thought this rain might not stop. Because there were heavy rains just as there were clouds in the sky. So I'm from the salon I went out a little and saw the scene outside, it was raining very hard. And right now I capture several pictures of the market on my phone. If you see the picture above Then you will see that it is raining heavily here. Actually these rains are starting suddenly. Moreover, I noticed that the market seemed to be completely empty during the rainy season. But not everyone is afraid of getting wet from the rain All are staying in shops. If you notice, you will see that the sky is full of white clouds. In fact, such a girl does not live in the house if it does not rain. The picture above is me standing there Captured on the phone.

In fact, at the moment of rain, I saw a man walking with a paper on his head. In fact I thought the man might have gone to the store to see the clouds and the paper to buy Before he could take the paper, it started raining. So he is heading home with the paper on his head right now I am the picture above Captured on my phone. Moreover, if you notice, you will see that the person is very beautiful on paper. Moreover, these papers were wet from the rain Saves hands because this paper rolls off easily when water falls on it. However, more people in the village are seen walking around with umbrellas on their heads in the rain. because The white ones do not come down through the umbrella when it rains. But I really liked that the man was walking so beautifully with the paper over his head that he wasn't getting drenched in the rain. scene Seeing the picture, I could not stay. Above that I captured the picture on my phone. In no time after that I sat in the chair and finished my haircut I left for home. So really from yesterday to today the time is passing very busy due to which no work is being done properly. You are from your own place I am trying to complete my tasks as much as I can.

** Ending here like today. Later, I will appear with a new post, Inshallah.**

তো আমি সেলুনে প্রবেশ করেই একটি চেয়ারে বসে রইলাম। এমন সময় দেখি আকাশে হঠাৎ করে ভারী মেঘ জমেছে। এবং আমি মনে করছি বৃষ্টি হলো মাত্র বৃষ্টি হবে হবে ভাব। এ কথা বলা মাত্রই বলতে বলতেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। সত্যি প্রথমে আমি ভেবেছিলাম এই বৃষ্টি হয়তো আর থামবে না। কেননা আকাশে যেমন মেঘ হয়েছিল ঠিক তেমনি ভারী বর্ষণ হয়েছে। তাই আমি সেলুন থেকে একটু বের হয়ে বাইরের দৃশ্যটা দেখতে পেলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছে। আর এই মুহূর্তে আমি বাজারের বেশ কয়েকটা ছবি আমার ফোনে ধারণ করি। আপনারা যদি উপরের ছবি দেখে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। আসলে এই বৃষ্টিগুলো হঠাৎ করে শুরু হচ্ছে। তাছাড়া বৃষ্টির সময় আমি লক্ষ্য করলাম বাজার মনে হচ্ছে একদম ফাঁকা। কিন্তু তা নয় সকলেই বৃষ্টি থেকে ভেজার ভয়ে সকলেই দোকানপাটে অবস্থান করছে। আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আকাশে কিন্তু পুরা সাদা মেঘ ছেয়ে গেছে। আসলে এমন মেয়ে ঘরে বৃষ্টি না হয় আর থাকে না। আমি ওখানে অবস্থান করার উপরে ছবিটি আমি আমার ফোনে ধারণ করি

আসলে বৃষ্টির মুহূর্তে আমি দেখতে পেলাম একজন মানুষ একদম কাগজ মাথায় দিয়ে হেঁটে হেঁটে চলে আসছে। আসলে আমার মনে হয়েছিল লোকটা হয়তো দোকানে গিয়েছিল মেঘ দেখে কাগজ কেনার জন্য। পরক্ষণে সে কাগজ নিতে না নিতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাই সে কাগজ মাথায় দিয়েই বাসার দিকে রওনা দিচ্ছে ঠিক এই মুহূর্তে আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি। তাছাড়া আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লোকটা কিন্তু খুব সুন্দর করে কাগজে রয়েছে। তাছাড়া এই কাগজগুলো বৃষ্টি থেকে ভেজাল হাত থেকে বাঁচায় কেননা এই কাগজে পানি পড়লে তা খুব সহজে গড়িয়ে পড়ে। তবে গ্রামের বেশি মানুষ দেখা যায় ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মুহূর্তে ঘুরে বেড়াতে। কেননা সাদাগুলো বৃষ্টির পানি পড়লে তা ছাতা ভেদ করে নিচে আসে না। তবে আমার কাছে খুবই ভালো লেগেছিল যে লোকটা খুবই সুন্দর করে কাগজ মাথার উপরে দিয়ে হেঁটে চলে যাচ্ছে এতে করে তিনি কিন্তু বৃষ্টিতে ভিচ্ছেন না। দৃশ্যটি দেখতে পেয়ে আমি ছবি না চলে আর থাকতে পারলাম না। তার উপরে ছবিটি আমি আমার ফোনে ধারণ করলাম। এরপরে কিছুক্ষণের মধ্যেই আমি চেয়ারে বসলাম এবং আমার চুল কাটানো শেষ হলে বাসার দিকে রওনা দিলাম। তো সত্যিই এভাবে গতকালকে থেকে আজকে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছে যে কারণে কোন কাজ সঠিকভাবে হচ্ছে না। তুমি নিজের জায়গা থেকে যতটুকু পারছি নিজের কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি।

আজকের মতো এখানেই শেষ করছি । পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord