Rainwater fishing competition

in blurt-188398 •  yesterday 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240916115112.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it rainwater fishing competition.

Woke up this morning like everyday. Wake up fresh. Finished breakfast fresh. Then you go home. He said from home to bring these fish to your aunt's house. So I took out the motorcycle and brought the fish. But today there was a little work to go to the market. So I went out with the money beforehand. I went to the market directly from your house.Today I went to Gangni market to buy medicine. Then I returned home with medicine from there. Today, however, the heat is very high, which is why it took a lot of fatigue. However, after coming home, I freshened up and rested. I finished my lunch shortly after that. After lunch, I left my elder sister at Hat Boalia. Then from there it goes directly to the school field. Today was our village play so watched it. After watching the game, I returned home shortly before Maghrib. When I came home, I took the car home, performed ablution and went to pray. I finished the prayer and had breakfast. After finishing breakfast I thought let's share a post. So I sat down to write the post.

💝So without further ado let's share today'spost.✌️

IMG20240916113516.jpg

Actually, what am I going to share the post with you today, so you have already understood by looking at the title. Actually, what else can I say, I love living in the village.Because I like the rural environment very much. Also, the people here are very nice. Moreover, I think the people in the village can't enjoy as much pleasure as the people in the city. So I am very happy to be born in a village. In fact, many beautiful moments can be enjoyed through the rural environment. It has been raining for the past few days.In fact, I felt very bad because it was raining all at once. Not only for me, but because of the way it rained for the last two days, many people have passed the day in a lot of trouble.But there is an interesting thing about living in the village. There is joy to be found in the midst of hardship. On one hand, the canal bill is full of water due to rain. Such a competition of fishing towards each other has started.In fact, it is a matter of great joy. Moreover, fishing is not only a profession, it is a great addiction. I like fishing very much. Besides, I like to watch fishing.

In fact, when I was a child, I caught a lot of fish when it rained like this. But at the moment it was raining, I saw that everyone was busy fishing in our canal. In fact, on the one hand, like many Be busy fishing on the other hand many people are busy watching fishing. I do not remember the reason why it is raining. Because that is the joy of watching fishing. However, it is not possible to fully express this joy. If you look at the picture above you will see that what we know in the village language is Khapla Jal. Fish can be caught without going into the water with this shallow fire. If you look above you will see here The net is ready for fishing. At that time many people thronged to see it. Seeing this scene, I did not quickly capture the camera.

আসলে আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তাই ইতিমধ্যে আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আসলে কি আর বলবো গ্রামে বাস করতে পেরে আমার খুবই ভালো লাগে। কেননা গ্রামীন পরিবেশ টা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। সেই সাথে এখানকার মানুষ গুলো খুবই ভালো। তাছাড়া আমি মনে করি গ্রামের মানুষ যতটা আনন্দ উপভোগ করে শহরের মানুষ ততটা আনন্দ উপভোগ করতে পারে না। তাই আমি গ্রামে জন্মগ্রহণ করতে পেরে অনেক খুশি হয়েছি। আসলে গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে অনেক সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করা যায়। এইতো গত কয়েকদিন ধরেই বৃষ্টি হয়েছিল।

আসলে একাধারে বৃষ্টি হওয়ার কারণে নিজের কাছে খুবই খারাপ লেগেছিল। শুধু আমার কাছে নয় গত দুইদিন একাধারে যেভাবে বৃষ্টি হয়েছিল এতে করে অনেক মানুষেই অনেক কষ্টে দিন পার করেছে। তবে গ্রামের মধ্যে বসবাস করার একটা মজার ব্যাপার হচ্ছে। অনেক কষ্টের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। একদিকে বৃষ্টির জন্য খাল বিল পুরা পানিতে ভরপুর। অপরের দিকে মাছ ধরার সেই রকম প্রতিযোগিতা শুরু হয়েছে। আসলে এটা কিন্তু খুবই আনন্দের একটা বিষয়। তাছাড়া মাছ ধরা কিন্তু শুধু একটা পেশা না এটা বড় নেশা। মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। তাছাড়া মাছ ধরা দেখতেও কিন্তু ভালো লাগে। আসলে ছোটবেলায় এভাবে বৃষ্টির পানি হলেই মাছ ধরেছি অনেক। তবে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তে দেখতে ছিলাম আমাদের যে খাল রয়েছে সেখানে সবাই মাছ ধরার জন্য ব্যস্ত। আসলে একদিকে যেমন অনেকে মাছ ধরার জন্য ব্যস্ত থেকো ঠিক অপরদিকে অনেকেই মাছ ধরা দেখার জন্য ব্যস্ত। বৃষ্টি যে হচ্ছে তার কারণ মনে নেই। কারণ সেটা হচ্ছে মাছ ধরা দেখার আনন্দ। তবে সত্যি এই আনন্দটা সম্পূর্ণ লিখে প্রকাশ করা সম্ভব নয়। আপনার উপরের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের পরিচিত গ্রামে ভাষায় যেটা বলে সেটা হচ্ছে খ্যাপলা জাল। এই খ্যাপলা জ্বাল দিয়ে পানিতে না নেমেই মাছ ধরা যায়। আপনার ওপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একজন খ্যাপলা জাল নিয়ে রেডি হয়েছে মাছ ধরার জন্য। ওই সময় আমরা অনেক মানুষ এটা দেখার জন্য ভিড় জমায়। ঠিক এই দৃশ্যটি দেখে আমি দ্রুত ক্যামেরা বন্দি করে নি।

IMG20240916113625.jpg

IMG20240916114442.jpg

Now if you look at the picture above, you will see here another one is ready for fishing with a shallow net. In fact, fishing is someone's profession and it is someone's addiction.But I give more importance to addiction rather than profession. Because I think fishing is an addiction. Because the one who has fallen into this addiction cannot live without catching fish.Even though I agreed from home, I went fishing in tears. But lately it is no longer going. But even if I don't go fishing, I like to watch fishing. And many people gathered to see it In fact, when they are busy fishing, we are busy watching. So here we have a pool from where the flat nets were shot. That's when I captured the above picture on my phone.

এবার আপনারা ওপরের ছবিটিতে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন এখানে আরো একজন তিনি খ্যাপলা জাল নিয়ে মাছ ধরার জন্য রেডি। আসলে মাছ ধরা কারোর পেশা আবার এটা কারোর নেশা। তবে আমি পেশাটাকে গুরুত্ব না দিয়ে নেশা টাকেই বেশি গুরুত্ব দিই। কেননা মাছধারা আমি মনে করি এটা একটা নেশা। কারণ এ নেশায় যে পড়েছে সে মাছ না ধরে আর থাকতে পারে না। আমি তো বাসা থেকে মানা করলেও আমি কাঁদার মধ্যে মাছ ধরতে চলে যাই। কিন্তু ইদানিং আর যাওয়া হয় না। তবে মাছ ধরতে না গেলেও কিন্তু মাছ ধরা দেখতে আমার খুবই ভালো লাগে। আর এটা দেখার জন্য অনেক মানুষের ভিড় জমে যায়। আসলে যখন তারা মাছ ধরতে ব্যস্ত তখন আমরা দেখতে ব্যস্ত। তো আমাদের এখানে একটা পুল রয়েছে সেখান থেকেই খ্যাপলা জালগুলো মারা হয়েছিল। সেই সময় আমি উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240916115112.jpg

In fact, I like living in a rural environment. It rained a lot last year at this time. And in that rain, the channel of the canal was completely full of water. Moreover, there are many ponds in our area has Where fish is farmed. And due to the subsidence of those ponds, the fishes move from those ponds to canals or other places. This increases the fishing competition between people. The fish was not caught this year. But one thing is that it doesn't matter if you get such an addiction to fishing or not. Hey, I saw that we have fish here Purchased new nets for catching. Then you understand how addictive fishing is. In fact, this addiction cannot be overstated. Besides, I like fishing very much. But if you look at the picture above you can see that there are two people lifting nets from the canal. In fact, there is a different kind of fun in fishing with this flame. Many of you know To catch fish, you must get into the water. But this net can be caught by throwing it from above. In fact, it is surprising but it is true. Because fishing without going down into the water from above. Many fish can be caught at once. But when these nets are thrown. But then it is very nice to see. Because these nets are so beautiful that those who cast them are better to see takes I have seen it many times before, but this time, the rivers and canals are full of water. Actually the place of fish is water. Moreover, the fish in the rainwater spread everywhere. I have fished in the rain for the last two days, so I watched with an umbrella on my head. It's really a beautiful moment আA moment to enjoy. But I really enjoyed seeing these scenes. Not only that but many people from around my area came here to watch fishing. actually Mader Canal is now so watery that the fish have increased a lot. And people from many nearby villages are coming to catch fish with this net. But that's really the point I feel great. But if you look carefully in the picture above, you can see two people lifting the net very nicely. How many fish are they actually? I thought it was a matter of knowing. I noticed that they got a lot of fish. But the fish they catch with these nets are all big fish. So fake They are catching fish weighing 10 to 15 kg. And many of us viewers see this when we see these fish in nets Many of us are shouting while going. Even everyone is dying of joy that is one thing. Just so many fish is great.

আসলে গ্রামীণ পরিবেশে বসবাস করতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগে। এইতো গত বছরে ঠিক এই সময় অনেক বৃষ্টি হয়েছিল। আর সেই বৃষ্টিতে খাল বিল নদী নালা একদম পানিতে ভরপুর ছিল। তাছাড়া আমাদের এলাকায় অনেক পুকুর রয়েছে। যেখানে মাছের চাষ হয়। আর সেই পুকুর গুলো পানি ভাটিয়ে যাওয়ার কারণে মাছগুলো সে পুকুর থেকে অনেকটা খালে বা অন্যান্য জায়গায় চলে যায়। এতে করে মানুষের মধ্যে মাছ ধরার প্রতিযোগিতা বৃদ্ধি পায়। তবে গত বছরে যত মানুষ মাছ ধরেছিল এ বছরে সেতটা মাছ হচ্ছে না। তবে একটা বিষয় হচ্ছে মাছ ধরার এমনই একটা নেশা পেলো আর না পেল তাতে কোন আসে যায় না। আরে আমি তো দেখলাম আমাদের এখানে মাছ ধরার জন্য নতুন জাল ক্রয় করে চলে এসেছে। তাহলে বুঝতে পেরেছেন যে মাছ ধরা কতটা নেশা। আসলে এই নেশার কথা বলে শেষ করা যাবে না। তাছাড়া মাছ ধরতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনার উপরে ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে দুইজন খাল থেকে জাল তুলছেন। আসলে এ জ্বাল দিয়ে মাছ ধরার একটা অন্যরকম মজা রয়েছে। আপনারা অনেকেই জানেন মাছ ধরার জন্য অবশ্যই পানিতে নামতে হবে। কিন্তু এই জালটা উপর থেকেই ফেলে দিয়ে মাছ ধরা যায়। আসলে বিষয়টা কিন্তু আশ্চর্যজনক হলেও এটাই সত্য। কেননা উপর থেকে পানিতে না নেমে মাছ ধরা বিষয় টা কিন্তু অদ্ভুত। তাছাড়া এই জালগুলো দিয়ে একসাথে অনেক মাছ ধরা যায়। তবে এ জালগুলো যখন ফেলা হয় । তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। কেননা এই জালগুলো খুবই সুন্দর করে যারা ফেলতে পারে সেটা দেখতে বেশি ভালো লাগে। আমি এর আগে অনেকবার দেখেছি তার পরেও এবার যতটা বৃষ্টি হয়েছে এতে নদী-নালা একদম পানিতে ভরপুর। আসলে মাছের স্থান হচ্ছে পানি। তাছাড়া বৃষ্টির পানিতে মাছগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমি এইতো গত দুই দিনে বৃষ্টির পানিতে মাছ ধরেছিল এভাবে আমি ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। সত্যি এটা কিন্তু একটা খুব সুন্দর মুহূর্ত উপভোগ্য করার মুহূর্ত। তবে এই দৃশ্যগুলো দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। শুধু তাই নয় আমি ছাড়া আমার এলাকার আশেপাশের অনেক মানুষ এখানে মাছ ধরা দেখতে এসেছিল। আসলে আমাদের খাল এবার এতটাই পানি হয়েছে এতে করে মাছ অনেক বৃদ্ধি পেয়েছে। আর আশেপাশের অনেক গ্রাম থেকে মানুষ এ জাল নিয়ে মাছ ধরতে চলে আসছে। সত্যিই বিষয়টা কিন্তু আমার কাছে দারুণ লাগছে। তবে উপরের ছবিটিতে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন দুইজন খুব সুন্দর করে জাল উপরে তুলছেন। আসলে তারা যে কতগুলো মাছ ধরেছিল সেটা কিন্তু জানার বিষয়। আমি লক্ষ্য করে দেখলাম তারা অনেকগুলো মাছ পেয়েছে। তবে তারা যে মাছগুলো এই জাল দিয়ে পাচ্ছে সবগুলোই বড় মাছ। এমন ভাবে জাল ফেলছে এতে করে তিনটা চারটা পাঁচটা এভাবে 10 থেকে 15 কেজি ওজনের মাছ তারা ধরছে। আর আমরা অনেক দর্শক এটা দেখাই যখন এ মাছগুলো জালে দেখা যাচ্ছে তখন আমরা অনেকেই হইচই করছি। এমনকি সবাই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি যে একি বিষয়। খালি এত মাছ বিষয়টা কিন্তু দারুন।

IMG20240916201823.jpg

But I keep saying one thing to you that fishing is an addiction. Then now you will understand well how addictive it is. In fact, people do what they do all day at night Rest a little. But no, this monsoon water has done the exact opposite. People are crossing the right way in this rain water. Because catch fish An addiction and the one who is in this addiction can never rest or sit at night. I suddenly went out in the evening after finishing breakfast. Then home again I came back and had dinner and went out for tea at exactly nine o'clock. Go outside and go to the top of the pool It's nine o'clock at night and still fishing. Actually the topic is great and the topic is very interesting. Moreover, I noticed there that they brought lights from home. Light The reason for bringing is for fishing. Then you already understand how addictive fishing is. The drunkenness that forbids sleep at night and goes out with lights for fishing. I thought it was a little weird when I first saw it. Besides, I know how addictive it is. But while having tea, I saw them fishing in the darkness of night even with lights on. I noticed that true I could not stay without the camera. I was having tea there and saw them raise the net. I approached them at that moment. Yes I found my very favorite fish is Ziel fish. Also they are able to catch many types of fish in this net. But I couldn't stay without photographing the Jiel fish. If you notice in the picture above You will see a Jiel fish appearing in the darkness of the night. This fish is mainly caught with khaspla jalal. really If I had not gone out for tea at night, I might not have seen this beautiful scene. But anyway, going out to have tea and seeing the beautiful scene is very much for me I liked it. In fact, I realized right away that fishing is a very good hobby. Anyway, that's all I've written today. Later I will appear with more new posts.

আমি কিন্তু বারবার আপনাদের মাঝে একটা কথা বলছি সেটা হচ্ছে মাছ ধরা হচ্ছে একটা নেশা। তাহলে এবার আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কতটা নেশা। আসলে রাত্রিবেলায় মানুষ সারাটা দিন যা করে এই রাত্রিবেলা হলেই তারা একটু বিশ্রাম করে। কিন্তু না এই বর্ষার পানি যেন ঠিক উল্টোটা করে দিয়েছে। এই বৃষ্টির পানিতে মানুষ ঠিক উল্টো পথ অতিক্রম করছে। কেননা মাছ ধরে একটা নেশা আর এই নেশা যার মাঝে রয়েছে সে কখনোই বিশ্রাম বা রাত্রে বসে থাকতে পারে না। আমি হঠাৎ সন্ধ্যাবেলায় নাস্তা শেষ করেই ফাঁকায় বের হলাম। তারপর আবার বাসায় ফিরলাম এসে রাত্রে খাবার খেয়ে ঠিক নয়টার সময় চা খাওয়ার জন্য বাইরে বের হলাম। বাইরে বের হয়ে পুলের উপরে গিয়ে যে দেখি সেখানে রাত বাজে নয়টা তারপরেও মাছ ধরছে।। আসলে বিষয়টা কিন্তু দারুণ এবং বিষয়টা খুবই একটি মজার একটা বিষয়। তাছাড়া আমি সেখানে লক্ষ্য করলাম তারা বাসা থেকে লাইট নিয়ে এসেছে। লাইট নিয়ে আসার কারণ হচ্ছে মাছ ধরার জন্য। তাহলে ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন মাছ ধরা আসলে কতটা নেশা। যেই নেশা রাতের ঘুম হারাম করে মাছ ধরার জন্য লাইট নিয়ে বেরিয়ে পড়ে। সত্যি আমার কাছে বিষয়টা যখন প্রথম দেখেছিলাম একটু অদ্ভুত লেগেছিল। তাছাড়া আমি জানি এটা কতটা নেশার কাজ। তবে আমি চা খেতে খেতে দেখেছিলাম তারা লাইট জ্বালিয়েও রাতের আঁধারে মাছ ধরছে। বিষয়টা লক্ষ্য করে আমি ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। আমি সেখানে চা খেতে খেতে দেখলাম তারা জাল উপরে তুলল। আমি ওই মুহূর্তে তাদের নিকটে গেলাম। জি আমি দেখতে পেলাম আমার খুবই প্রিয় মাছ সেটি হচ্ছে জিয়েল মাছ। এছাড়াও তারা এই জালে অনেক ধরনের মাছ ধরতে সক্ষম হচ্ছেন। তবে আমি জিয়েল মাছটা দেখে ফটোগ্রাফি না করে আর থাকতে পারলাম না। আপনার উপরে ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন রাতের আঁধারে একটি জিয়েল মাছ দেখা যাচ্ছে। এ মাছ মূলত ক্ষেপলা জ্বাল দিয়ে ধরা হয়েছে। সত্যিই রাতের বেলায় যদি আমি চা খেতে বের না হতাম তাহলে হয়তো এই সুন্দর একটি দৃশ্য আমি দেখতে পেতাম না। তবে যাই হোক চা খেতে বের হয়ে সুন্দরের দৃশ্যটি দেখতে পেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আসলেই আমি তখনই অনুমান করতে পারলাম মাছ ধরা খুবই ভালো একটা নেশা। যাই হোক আজকে এতোটুকু লিখে শেষ করলাম। পরবর্তীতে আরো নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!