Dub and coconut feed feeling

in blurt-188398 •  4 months ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240925101909.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it Dub and coconut feed feeling.

Hello friends how are you all. Hope you all are well. Actually, I don't know what the weather is like there. However It has started raining here for a few days now. Having to stay indoors all the time when it rains is very annoying to me. Besides, load shedding increases when it rains goes It has been raining since yesterday. So I woke up this morning. Got up and freshened up and had breakfast in the morning. After breakfast I ironed some clothes. Then I finished the shower. After showering, I walked a little blankly. It's nice to walk around with an umbrella on a rainy day. I thought one Posts can be shared. So I sat down to write the post.

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই ভাল আছেন। আসলে জানিনা আপনাদের ওইদিকে আবহাওয়া কেমন । তবে আমাদের এইখানে আজ কয়টা দিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হলে সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হয় সেটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। এছাড়া বৃষ্টি হলেই লোডশেডিং বেড়ে যায়। গতকালকে থেকে একাধারে বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ হলাম এরপরে সকালে নাস্তা করলাম। নাস্তা শেষ করে কিছু জামা কাপড় ছিল সেগুলো আয়রন করলাম। তারপরে গোসল শেষ করলাম। গোসল শেষ করে একটু ফাঁকাই হাঁটাহাঁটি করলাম। ছাতা মাথায় দিয়ে বৃষ্টির দিন একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে। ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যায়। তাই পোস্ট লিখতে বসলাম।

So without further ado let's share today'spost.

IMG20240925101644.jpg

Just by looking at my title you can understand what post I am going to share with you today. Actually I want to share a feeling with you today going Actually I live in village. We have several coconut trees in our yard. Coconut trees look very beautiful next to the house. Besides, there are many coconut trees grows up If you are a coconut tree cause. Having our own coconut trees, we don't have to buy and eat from the market. Moreover, coconut trees are very big. That's why not everyone can grow coconut trees. only Not so but it's not that easy. Coconut trees are tough as they grow tall. So I hired a guy to coconut and clean I came Moreover, coconut trees have to be cleaned every year. Because if the coconut trees are not cleaned then the coconut does not hold. Every year we hire people Brings and cleans coconut trees. In fact, the guy who came to our house yesterday climbed the tree very skillfully to clean the coconuts. In fact I found he chose the ropes very nicely feet first. The reason for taking the rope is to casein so that it cannot be passed. The reason for twisting the ropes is to prevent the legs from slipping. How he climbed the tree in the blink of an eye. At that time I stood under the tree and captured the picture on your phone. If you look closely, you will see someone climbing a tree. You are at the top of the tree. He climbed the tree very nicely. Then he tied a small bamboo there.He then stood on top of the bus and took the weapon with him. That is, he took a saw and cut the extra leaves of the tree very nicely with it.

আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তা আপনার আমার টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। আসলে আমি আজকে আপনাদের মাঝে একটি অনুভূতি শেয়ার করতে যাচ্ছি। আসলে আমি গ্রামে বসবাস করি। আমাদের বাড়ির আঙিনয়ে রয়েছে বেশ কয়েকটি নারিকেল গাছ। নারিকেল গাছগুলো বাড়ির পাশে দেখতে খুবই সুন্দর লাগে। তাছাড়া নারিকেল গাছ গুলো অনেক বড় হয়ে থাকে। আপনি যদি নারিকেল গাছ কারন। নিজেদের নারিকেল গাছ থাকার কারণে বাজার থেকে ক্রয় করে খেতে হয় না। তাছাড়া নারিকেল গাছ গুলো অনেক বড় হয়ে থাকে। যে কারণে সবাই নারিকেল গাছ উঠতে পারে না। শুধু তাই নয় কিন্তু ওটা খুবই সহজ নয়। নারিকেল গাছগুলো যেমন লম্বা হয় তেমনি ওটা কঠিন। তো তাই নারিকেল করার জন্য এবং পরিষ্কার করার জন্য আমার একটা লোক ভাড়া করে নিয়ে আসলাম। তাছাড়া নারিকেল গাছগুলো প্রতিবছর পরিষ্কার করতে হয়। কেননা নারিকেল গাছ গুলো যদি পরিষ্কার করা না হয় তাহলে নারিকেল ধরে না। প্রতি বছর আমরা লোক ভাড়া করে নিয়ে আসে নারিকেল গাছ পরিষ্কার করি। আসলে গতকালকে আমাদের বাড়িতে যে লোকটা এসেছিল নারিকেল পরিষ্কার করার জন্য খুবই দক্ষতার সাথে গাছে উঠেছেন। আসলে আমি দেখতে পেলাম তিনি খুব সুন্দর করে পায়ে প্রথমে দড়ি বেছে নিলেন। দড়ি দিল কেসিনে নেয়ার কারণ হচ্ছে যাতে পাস হচ্ছে না যায়। দড়িগুলো পেঁচিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে পা ফুসকে না যায়। কিভাবে তিনি চোখের পলকে গাছে উঠে পড়লেন। সেই সময় আমি গাছের নিচ তলায় দাঁড়িয়ে ছবিটা তোমার ফোনে ধারণ করি। আপনার যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একজন গাছে উঠেছেন। তুমি একদম গাছের মাথায়। তিনি খুবই সুন্দর করে গাছের মাথায় উঠলেন । এরপর তিনি সেখানে একটা ছোট বাঁশ বেঁধে নিলেন ।এরপর সে বাসের উপরে দাঁড়ালেন এবং তিনি সাথে করে অস্ত্র নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ একটা দাওয়া নিয়ে গিয়েছিলেন সেটা দিয়ে খুব সুন্দর করে গাছের যে বাড়তি পাতাগুলো রয়েছে সেগুলো কেটে দিলেন।

IMG20240925110203.jpg

Thus you cut many leaves and throw them on the ground. If you pay attention, you will see many pages lying here. Because everything in the coconut tree is very effective Coconut leaves are used in cooking. Not only that, brooms are made from the leaves of coconut trees. You may be alive The brooms that are made with nails at home are made of coconut trees. Coconut trees are really beautiful when they are cleaned like this. Not only that, the leaves of this coconut tree are made into beautiful brooms. Moreover, a broom is very necessary for cleaning the residence. When the pictures are cut down from the tree When it was thrown, I put them in a very nice place. In fact, these tasks are done much faster because raw materials are very pleasant to cut. Not only that but the near thing It takes less time to cry. So when that man climbed the tree and was cutting them, it started raining at that very moment. I got out of the house when it started raining. So I told him you are down because of the rain come down But he cut them very nicely. This made the tree clean very nicely. Because if the tree is not clean, it will not bear good fruit here. So the tree is cleaned like this every year.

এভাবে তুমি অনেকগুলো পাতা কেটে মাটিতে ফেলেন। আপনার লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন অনেকগুলো পাতা এখানে পড়ে রয়েছে। নারিকেল গাছের প্রতিটা জিনিস অনেক কার্যকারী কেননা নারিকেল গাছের পাতাগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয় নারিকেল গাছের পাতা থেকে যে খিল পাওয়া যায় তা দিয়ে ঝাড়ু বানানো হয়। আপনারা হয়তো বেঁচে থাকবেন বাসা বাড়িতে খিল দিয়ে যে ঝাড়ুগুলো তৈরি হয় এটা হচ্ছে নারিকেল গাছের তৈরি। সত্যি নারিকেল গাছগুলো এভাবে যখন পরিষ্কার করা হয় তখন খুব সুন্দর হয়েছে যায়। শুধু তাই নয় এই নারিকেল গাছের যে খিল পাওয়া যায় তাদের খুব সুন্দর করে ঝাড়ু বানানো হয়। তাছাড়া বাসবাস বাড়ি পরিষ্কার করার জন্য ঝাড়ু খুবই প্রয়োজন। ছবিগুলো যখন গাছ থেকে কেটে নিচে ফেলা হলো তখন আমি এগুলো খুব সুন্দর করে একটি জায়গায় রেখে দিলাম। আসলে এই কাজগুলো আরো দ্রুত করা হয় কেননা কাঁচা জিনিস কাটতে খুবই ভালো লাগে। শুধু তাই নয় কাছে জিনিস গুলো কাঁদতে সময় লাগে কম। তো ওই লোকটা যখন গাছে ওঠে এগুলো কাটতেছিল ঠিক ঐ মুহূর্তে দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হতে আমি ঘরের উঠে পড়ি‌। তো বৃষ্টির জন্যই উনাকে বললাম আপনি নিচে নেমে আসেন। তবে তিনি এগুলো খুব সুন্দর করে কাটলো। এতে করে গাছ খুব সুন্দর ভাবে পরিষ্কার হয়ে গেল। কেননা গাছ পরিষ্কার না হলে এখানে ভালো ফল ধরবে না। তাই প্রতি বছর এভাবে গাছ পরিষ্কার করা হয়।

IMG20240925102024.jpg

In fact, the name of one's own tree does not become an opportunity to eat only because it cannot be done. Besides, no one in my family can do that. Moreover, climbing the coconut tree is very difficult. That's why Bale's Qi cannot rise. If it does not happen in the coconut tree, then there is no question of dubbed coconut food. Anyway, my man has brought it on hire so I told him to knock the number of cans on the tree. He said I will throw the dub right There is a need to catch the cans otherwise they will burst and water will come out if the cans fall on the ground. So I took a kantha to catch the dubs. And Two people held it from both sides. If he dropped the dubs from above in this way, the dubs did not fall so much on the ground. The cans no longer burst without falling to the ground. If there was water, we could take the bins very well. to you If you look at noon, you will see two people holding close from two sides. This is the wisdom of Bengalis. In fact, water that does not cause any damage to the tubs if you can use the method does not fall out In this way several dubs were laid. After cutting a can, I saw that the water in the can is really funny. Besides, drink bottled water I like very much. I drank bottled water for fun.

আসলে নিজের গাছের ডাব কিন্তু খাওয়ার সুযোগ হয়ে ওঠে না একটাই কারণ সেটা হচ্ছে না পারার কারণে। তাছাড়া সত্যি আমার বাড়ির কেউ তেমন পারেনা। তাছাড়া নারিকেল গাছে ওঠা খুব কঠিন। যে কারণে বালের কিউ এটাই উঠতে পারে না। নারিকেল গাছে যদি না ওটা হয় তাহলে তো ডাব নারিকেল খাবার প্রশ্নই আসে না‌ । যাই হোক আমার লোক ভাড়া করে নিয়ে এসেছে তাই তাকে বললাম গাছে যে কয়টা ডাব আছে পেড়ে দিন। তিনি বললেন ডাব আমি ফেলে দেবো ঠিক আছে ডাবগুলো ধরতে হবে তা না হলে ডাবগুলো মাটিতে পড়লে এগুলো ফেটে যাবে এবং পানি বেরিয়ে যাবে। তাই ডাবগুলো ধরার জন্য একটা কাঁথা নিলাম। এবং সেটা দুই দিক থেকে দুইজন ধরে রাখলাম। এভাবে উপর থেকে ডাবগুলো ফেললে সে কথার উপরে এত করে ডাবগুলো আর মাটিতে পরলো না। দাঁতগুলো মাটিতে না পড়াই ডাবগুলো আর ফেটে গেল না। যাওয়াই পানি থাকলে এতে করে ডাবগুলো খুব সুন্দর ভাবে আমরা নিতে পারলাম। আপনাকে দুপুরের লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন দুই জন দুই দিক থেকে কাছে ধরে আছে। এটা হচ্ছে বাঙ্গালীদের বুদ্ধি। আসলে পদ্ধতিতে ডাব পারলে ডাবগুলোর কোন ক্ষতি হয় না এমন পানি বেরিয়ে পড়ে না। এভাবে বেশ কয়েকটা ডাব পাড়া হয়েছিল। এরপর একটা ডাব কেটে আমি ছিলাম দেখলাম সত্যি ডাবের পানি অনেক মজার। তাছাড়া ডাবের পানি খেতে আমার খুবই ভালো লাগে। বেশ মজা করে ডাবের পানি খেলাম।

IMG20240925101755.jpg

IMG20240925101909.jpg

Actually our coconut tree is very big. No one wants to climb because the coconut tree is big. But eat the coconuts Very tasty. Then we told him to take the ripe coconuts from the tree. Then he planted several coconuts. Actually when the coconut is ripe I like to eat them when I go. But when the coconuts are half ripe, they have double the taste. So we got several coconuts like this took If you look into your heart, you will see a coconut in my hand. After plucking from this coconut tree, I peeled it very nicely. But the coconut water It was very tasty. After eating the coconut water, I broke the coconut very nicely. Coconuts are really tasty. Besides, our house is very sweet. Anyway, yesterday I enjoyed a beautiful moment by eating dabu coconut like this. Moreover, the fun of eating coconut from your own tree is different.

Ending here as of today. I will share more new topics later, Inshallah.

আসলে আমাদের নারিকেল গাছটা অনেক বড়। নারিকেল গাছটা বড় হওয়ার কারণে কেউ উঠতে চায় না কেউ উঠতে চায় না। তবে নারিকেল গুলো খেতে খুবই স্বাদ। এরপর আমরা তাকে বললাম গাছে যে নারকেলগুলো পেকে গিয়েছে সেগুলো পেরে দেন। এরপর তিনি বেশ কয়েকটা নারিকেল পারলেন। আসলে নারিকেল যখন পেকে যায় তখন এগুলো খেতে খুবই বেশি ভালো লাগে। তবে নারিকেল গুলো যখন অর্ধেক পাকা হয় তখন গুলোর স্বাদ দ্বিগুণ থাকে। তো আমরা বেশ কয়েকটা নারিকেল এভাবে পেড়ে নিলাম। আপনার অন্তরে লক্ষ্য করলে দেখতে পাবেন আমার হাতে একটি নারিকেল। এই নারিকেল গাছ থেকে পাড়ার পরে আমি খুব সুন্দর করে ছুলে নিয়েছি। তবে নারকেলের যে পানিটা ছিল সেটা খেতে খুবই স্বাদ ছিল। নারিকেলের পানিতে খাওয়ার পরে নারিকেল টা খুব সুন্দর করে ভেঙে নিলাম নারিকেলটা ভেঙ্গে নেওয়ার পরেই ভেতরের জন্য নারিকেলের সাদা অংশ এই নারিকেল খেলাম। সত্যি নারিকেল গুলো খুবই স্বাদ। তাছাড়া আমাদের বাড়ি অনেক মিষ্টি। তো যাই হোক গতকালকে এভাবে ডাবও নারিকেল খাওয়ার মধ্য দিয়ে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছি। তাছাড়া নিজের গাছ নারিকেল খাওয়ার মজাই আলাদা।

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো টপিক শেয়ার করব ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Thank you bro you have posted very beautiful coconut pad pictures among us

  ·  4 months ago  ·  

Thanks