Woke up this morning like everyday. Wake up fresh. Then finish breakfast. Finished breakfast and went out. Then go to Gangni at noon today.Then I come home and finish my lunch. After eating, I went to the field. Come home before evening. Come home and finish breakfast. Then I thought let's share a post. So I sat down to write the post.
প্রতিদিনের ন্যায় আজকে সকালে ঘুম থেকে উঠে। ঘুম থেকে উঠে ফ্রেশ হই। তারপর নাস্তা শেষ করি। নাস্তা শেষ করে বাইরে বেরোয়। তারপরে আজকে দুপুরের সময় গাংনীতে যাই। তারপর বাসায় এসে দুপুরে খাবার শেষ করি। খাওয়ার শেষ করে মাঠের দিকে যাই। সন্ধ্যার আগে বাসায় আসি। বাসায় এসে নাস্তা শেষ করি। তারপর ভাবলাম একটা পোস্ট শেয়ার করা যাক। তাই পোস্ট লিখতে বসলাম।
Actually what I want to share the post with you today so you have already understood by looking at my title. In fact, I think to see, but the glimpse of winter has come. Winter means a different kind of joy. And that's what it means, but it's another sad matter. Because it is winter, many people are sick of changing the weather. Even I myself am sick. Also now the weather is changing so we have to be very careful. Moreover, I have noticed that the fog is falling quite well today a few days ago. I went to the field yesterday afternoon. I went and suddenly saw that the rice was very good. After a few days these paddies will be harvested. But a delight during winters is date palm juice. The fun of eating palm juice is different. Although the trees are still cut But the trees have been cut very nicely. Why is it that the trees are cut and kept for some time and then the sap is obtained by cutting again. Moving towards the field, I saw many palm trees cutting .And after only a few days, the juice will come from this work.
আসলে আমি আজকে আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে চাচ্ছি তাই ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে ভাবি দেখতে দেখতে কিন্তু শীতের আভাস চলে এসেছে। শীত মানে যেন অন্যরকম একটা আনন্দ। ও তাই নাকি মানে কিন্তু আবার অন্যরকম একটা দুঃখের বিষয়। কেননা শীত এখন আবহাওয়া পাল্টাতে অনেকেই অসুস্থ। এমনকি আমি নিজেই অসুস্থ। তাছাড়া এখন আবহাওয়া পাল্টাচ্ছে যে কারণে খুব সাবধানে থাকতে হবে আমাদের। তাছাড়া আজ কয়েকটা দিন আগে লক্ষ্য করছি কুয়াশা বেশ ভালই পড়তেছে। এইতো গতকালকে বিকেলের সময় একটু মাঠের দিকে গিয়েছিলাম। গিয়ে হঠাৎ দেখলাম ধান গুলো বেশ ভালোই হয়েছে। এইতো আর কয়েকটা দিন পরে এই ধানগুলো কাটা হবে। তবে শীতের সময় একটা আনন্দের বিষয় হচ্ছে খেজুরের রস। খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। যদিও এখনো গাছগুলো কাটা হয়নি। কিন্তু গাছ গুলো খুব সুন্দর ভাবে কেটে দেখা হয়েছে। কেন যেভাবে গাছগুলো কেটে বেশ কিছুদিন রাখা হয় তারপরে আবার নতুন করে কাটার মধ্য দিয়ে রস পাওয়া যায়। মাঠের দিকে এগিয়ে দেখতে পেলাম অনেকগুলো খেজুর গাছ কেটেছে। আর মাত্র কয়েকটা দিন পরেই এই কাজ থেকে রস হবে।