Jute Seed Grower Training 2024

in blurt-188398 •  6 hours ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240919105113.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it Jute Seed Grower Training 2024.

Woke up this morning like everyday. Get up and freshen up. Get fresh and go to the field.I went for a walk in the field today. Then come back home. Come home and finish breakfast. After finishing breakfast, Dulabhai received a phone call. Dulabhai said today there is a training in the upazila. Again Dulabhai is an agricultural assistant in the upazila. So any training calls me. So I went to take a shower after hearing about the training I went.I finished my bath and got ready. Then I took out the motorcycle. Then me and Maj Baba went to this training. We reached the upazila hall at exactly 10:30. Because our training takes place in the hall in the upazila. As I had done many times before, I hurried to the hall. Then dulabhai me and my mezzo uncle have two hands gave the cord.

So without further ado let's share today'spost.

IMG20240919105113.jpg

Actually, today while I was having breakfast, Dulabhai called and told us to go to the upazila. Today Dulabhaid had one. Actually no coaching calls me. My brother-in-law md আRashed Milton is working as an agricultural assistant in Mujibnagar Upazila. And in our Gangni upazila there is Mohammad Mehedi Hasan Bhai. Today was basically his training. However Being in Mara Gangni Upazila, I joined this training. We have three upazilas in Meherpur district. Therefore, training on jute is done several times every year in three upazilas is So, as soon as we went to the upazila hall room, they gave us a card. Then I entered inside. Enter inside and see before us Many have come. Not only that, our Meherpur District Agriculture Officer was present here. So I went inside and sat down. Then one by one Many people came. However, the training that we had today was presided over by Mr. Pritam Saha, eono of Gangni Upazila. Actually he is in our upazila Work very honestly. One thing I really liked was that he was here before the training started. In fact, he came to our training despite his busy schedule. And Mr. Prittam Saha, Mr. Prittam Saha, Mr. U Know of our upazila inaugurated this training. If you look at the picture above, you will see that I am very beautiful I took several pictures. If you look here, you will see that the one sitting in the middle is our upazila's Iono. Actually he is very honest and A devoted person. Today's training was Jute Seed Grower Training. In fact, I really liked that he came here first to inaugurate did Because he has a lot of work. Despite his busy schedule, he spared some time to attend our training for a limited time. But he came He talked a lot about jute seeds very nicely. He also explained the necessity of it very nicely among the farmers. In fact we were all very cute when Mr. Iono gave Tina's speech I listened carefully. He gave a fair idea about this training. Moreover, he explained the seeds very nicely and repeatedly. He presented us very well in a short period of time. At one point he left after inaugurating this training.

আসলে আজকে আমি নাস্তা করার সময় দুলাভাই ফোন দিয়ে বলেছিল আমাদের উপজেলায় যেতে। আজকের দুলাভাইদের একটা প্রশিক্ষণ ছিল। আসলে যে কোন প্রশিক্ষনে আমাকে ফোন দেয়। আমার দুলাভাই মোঃ রাসেল তিনি মুজিবনগর উপজেলায় কৃষি উপসহকারীতে কর্মরত আছেন। আর আমাদের গাংনী উপজেলায় রয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান ভাই। আজকে মূলত তার প্রশিক্ষণ ছিল। তবে আমরা গাংনী উপজেলায় হওয়ায় এই প্রশিক্ষণে যুক্ত হয়েছিলাম। আমাদের মেহেরপুর জেলায় তিনটি উপজেলা রয়েছে। তাই এখানে তিনটি উপজেলায় প্রতিবছরে বেশ কয়েকবার করে পাট নিয়ে প্রশিক্ষণ করানো হয়। তো উপজেলায় হল রুমে আমাদের যাওয়ার সাথে সাথেই একটা কার্ড দিল। তারপরে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে দেখি আমাদের আগেই অনেকেই চলে এসেছে। শুধু তাই নয় আমাদের মেহেরপুর জেলার কৃষি অফিসার এখানে উপস্থিত ছিলেন। তাই ভিতরে গিয়ে নিজ আসনে পড়লাম‌ । এরপর একে একে অনেকেই আসলেন। তবে আমাদের এই আজকে যে প্রশিক্ষণটা হয়েছিল এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেছিলেন গাংনী উপজেলার eono মহোদয় জনাব প্রীতম সাহা। আসলে তিনি আমাদের উপজেলায় খুবই সততার সাথে কাজ পরিচালনা করেন। আমার একটা বিষয় খুবই ভালো লেগেছিল যে এই প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে তিনি এখানে উপস্থিত ছিলেন। আসলে তিনি শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই প্রশিক্ষণ এসেছিলেন। আর এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন আমাদের উপজেলার ইউ নো মহোদয় জনাব প্রিত্তম সাহা। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি খুবই সুন্দর করে বেশ কয়েকটি ছবি ধারণ করেছি। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একদম মিডিলে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমাদের উপজেলার ইওনো মহোদয়। আসলে তিনি খুবই সৎ এবং নিষ্ঠাবান একজন ব্যক্তি। আজকের এই প্রশিক্ষণটি হয়েছিল পাট বীজ চাষী প্রশিক্ষণ। আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল যে তিনি প্রথমেই এসে এখানে উদ্বোধন করে গেলেন। কেননা তার কিন্তু অনেক কাজ থাকে। তিনি শত ব্যস্ততার মধ্য দিয়েও কিছু সময় বের করে আমাদের এই প্রশিক্ষণের সীমিত সময়ের জন্য উপস্থিত ছিলেন। তবে তিনি এসেই খুবই সুন্দর করে পাট বীজ নিয়ে অনেক কথা বললেন। এছাড়াও এর প্রয়োজনীয়তা খুবই সুন্দর করে কৃষকদের মাঝে বুঝিয়ে দিলেন। আসলে ইওনো মহোদয় যখন টিনার বক্তব্য দিয়েছিলেন তখন আমরা সকলেই খুব সুন্দর ভাবে শ্রবণ করেছিলাম। তেই তিনি এই প্রশিক্ষণ সম্পর্কে সম্যক একটা ধারণা দিলেন। তাছাড়া বীজ নিয়ে তিনি খুব সুন্দর করে বারবার করে বুঝিয়ে দিলেন। তিনি আমাদের মাঝে স্বল্প সময়ের মধ্য দিয়ে খুবই সুন্দর উপস্থাপন করেছিলেন। এক পর্যায়ে তিনি এই প্রশিক্ষণ উদ্বোধন করেই বিদায় নিলেন।
IMG20240919105132.jpg

Actually many people were present in this training today. If you look at the picture above you will see different farmers in this training has appeared In fact, this training is held twice a year on jute. One is jute harvesting time and another is jute seed Time to save. You know that jute is now being marketed in all the places where jute was grown. And by marketing jute but jute Another task begins that is to preserve the jute guru. Today's training was about how to create. In fact, I am for everyone who was present here, but there were many senior people here than me. I went only on the call of Dulabhai. However Here's what I found out today is how to make these jute seeds. Moreover, if you look at the picture You will see that several farmers of our upazila have appeared here from many places. In fact, today's training was held in front of the farmers.

আসলে আজকের এই প্রশিক্ষণে অনেকেই উপস্থিত ছিলেন। আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে বিভিন্ন কৃষক এই প্রশিক্ষণে উপস্থিত হয়েছেন। আসলে প্রতিবছরে এই প্রশিক্ষণ দুইবার হয়ে থাকে পাট বিষয়ে। এর একটা হচ্ছে পাট কাটার সময় আরেকটা হচ্ছে পাটের বীজ সংরক্ষণ করার সময়। আপনারা জানেন বর্তমানে যে সব জায়গায় পাট চাষ করা হয়েছিল সেগুলো এখন বাজারজাতকরণ করা হচ্ছে। আর পাট বাজারজাতকরণ করার মধ্য দিয়েই কিন্তু পাটের আরও একটি কাজ শুরু হয়ে যায় সেটা হচ্ছে পাটের গুরু সংরক্ষণ করার জন্য। কিভাবে তৈরি করতে হবে এই বিষয়ে আজকের এই প্রশিক্ষণটা হয়েছিল। আসলে আমরা এখানে যার উপস্থিত ছিলাম আমি সকলের জন্য আর হলেও কিন্তু আমার চেয়ে অনেক সিনিয়র মানুষজন এখানে ছিলেন। আমি শুধু দুলাভাইয়ের ডাকে গিয়েছিলাম। তবে এখানে আমি আজকেই যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে কিভাবে এই পাটের বীজ তৈরি করতে হয়। তাছাড়া আপনারা যদি ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে অনেক জায়গা থেকে আমাদের উপজেলার বেশ কয়েকজন কৃষি হাজির হয়েছেন। আসলে কৃষকদের সমনায় আজকের এ প্রশিক্ষণ হয়েছিল।

IMG20240919105024.jpg

However, after the auspicious opening of this training, our Meherpur district agriculture officer told us all about the process of making jute bridges in a very beautiful way. He is not only that He explained the entire process beautifully. Moreover, a golden fiber of Bangladesh is jute. But in the evolution of time, that name is like Bangladesh deleted from But he gave the speech of the day in a great way to bring it back to everyone. At that time I captured the above picture on my phone. In fact, he who was the chief guest in today's event could not attend. Because he had a program in Rajshahi today. Later we found out Our Meherpur District Agriculture Officer was also a participant in that program. But today he aired this training in his district without being there He is present among all of us. However, during this training, our chief guest was the Department of Education, Dhaka Ministry. Although he could not attend, he attended the event by phone Wished and gave a speech on the day. He spoke through a projector. But our chief guest is here for another program of his could not However, he gave his best opinion on the matter very nicely over the phone. And He very nicely explained to the farmers how to preserve or prepare jute seeds.

তবে এই প্রশিক্ষণে শুভ উদ্বোধন হওয়ার পর পরেই আমাদের মেহেরপুর জেলার কৃষি অফিসার খুবই সুন্দর করে পাটের ব্রিজ তৈরি করার প্রক্রিয়াটি আমাদের সকলের মাঝে বললেন। শুধু তাই নয় তিনি একদম পুরা প্রসেসটি সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাছাড়া বাংলাদেশের একটা সোনালী আঁশ সেটা হচ্ছে পাট। কিন্তু কালের বিবর্তনে সেই নামটা যেন বাংলাদেশ থেকে মুছে গিয়েছে। তবে এটাকে আবার সকলের মাঝে ফুটে তোলার জন্যই দারুণভাবে তিনি দিনের বক্তব্য দিলেন। ঐ সময়ে আমি উপরের ছবিটা আমার ফোনে ধারণ করি। আসলে আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন তিনি হচ্ছে উপস্থিত হতে পেরেছিলেন না। কেননা তিনি আজকে রাজশাহীতে তার একটা প্রোগ্রাম ছিল। পরে আমরা জানতে পারলাম আমাদের মেহেরপুর জেলার যিনি কৃষি অফিসার আছেন ওই প্রোগ্রামে তিনিও পার্টিসিপেট ছিলেন। কিন্তু আজকে নিজের জেলায় এই প্রশিক্ষণটি হাওয়ায় তিনি সেখানে উপস্থিত না হয়ে আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছেন। তবে এই প্রশিক্ষণ চলার মধ্য দিয়ে আমাদের প্রধান অতিথি যিনি ছিলেন তিনি হচ্ছে পাঠ অধিদপ্তর ঢাকা মন্ত্রণালয়। তিনি উপস্থিত হতে না পারলেও তিনি ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানের বা এই প্রশিক্ষণের সফল কামনা করে দিনে তিনার বক্তব্য দিলেন। তিনি বক্তব্য দিয়েছিলেন প্রজেক্টর এর মাধ্যমে। তবে আমাদের প্রধান অতিথি তার অন্য একটা প্রোগ্রামের জন্য তিনি এখানে উপস্থিত হতে পেরেছিলেন না। তারপরেও তিনি ফোনের মাধ্যমে খুবই সুন্দর করে এই বিষয়ে তার সুন্দর ধারণা দিলেন। এবং কৃষকদের মাঝে খুব সুন্দর করে তিনি বুঝিয়ে দিলেন কিভাবে পাট বীজ সংরক্ষণ বা তৈরি করতে হবে।

IMG20240919115121.jpg

IMG20240919115111.jpg

IMG20240919115052.jpg

IMG20240919115043.jpg

Actually at present we do not use jute items. That's why this thing is gold flakes but its price is not that high. of One reason is that it is more in the market but we use less. But today I learned one thing in this training that is officially jute There are principles for creating products. But we don't do them for money today. For example, I got to know from the agriculture officer that our polythene It is very harmful to use. Why not if polythene is placed in the soil it does not decompose, i.e. it reduces the fertility of the soil by remaining there for a long time. On the other hand, if we use jute polythene, then if we throw it on the ground after use, but it will mix with the soil within 10 to 20 days. Even this polythene will eventually reach and increase soil fertility there. Although it is not yet in the market But our agriculture officer brought a packet of this jute to this training today. But it reached all of us one by one. We are all that from one another I saw it like this from another person. At one point when it came to me I got a good look at it and I captured a very nice picture of it on my phone. You are also above If you look at the picture, you can see that the polythene packet is made of jute. Moreover, this packet is very strong and soft as well as very beautiful than the polythene packet. Actually by looking at this packet But I really liked it. Also, if you look at the above picture, you will see that everyone is looking at this packet one by one and I read this picture on my phone just when others were looking at it. hold But if we use the products made of this jute in our practical goods then this jute will come back golden again. Even Bangladeshis are familiar with it and will become more familiar.

আসলে বর্তমানে আমরা পাটের জিনিসগুলো ব্যবহার করিনা। যে কারণে এই জিনিসটা সোনালী আঁশ হলেও কিন্তু এর দাম তেমন বেশি নয়। এর একটাই কারণ এটা বাজারে বেশি আছে কিন্তু আমরা ব্যবহার করি কম। তবে আজকে এ প্রশিক্ষণে একটা বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে সরকারিভাবে পাটের পণ্য তৈরি করার জন্য নীতি রয়েছে। কিন্তু সেগুলো আমরা আজকে কিছু টাকার জন্য করি না। যেমন কৃষি অফিসারের কাছ থেকে জানতে পারলাম আমাদের যে পলিথিন ব্যবহার করি এটা খুবই ক্ষতিকর। কেন নেই পলিথিন যদি মাটিতে রাখা হয় তাহলে এটা পসে না অর্থাৎ এতে করে বেশিদিন থাকার মধ্য দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি কমিয়ে দেয়। অন্যদিকে আমরা যদি পাটের পলিথিন গুলো ব্যবহার করি তাহলে এটা ব্যবহার করার পরে যদি মাটিতে ফেলে দিই তাহলে কিন্তু এটা ১০ থেকে ২০ দিনের মধ্যে মাটির সাথে মিশে যাবে। এমনকি এই পলিথিন একসময় পৌঁছে যাবে আর সেখানে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। যদিও এটি এখনও বাজারে আসেনি কিন্তু আমাদের কৃষি অফিসার তিনি এই পাটের একটি প্যাকেট নিয়ে এসেছিলেন আজকের এই প্রশিক্ষণে। তবে এটি আমাদের সকলের মধ্যে একে একে সকলের কাছে পৌঁছে দিলেন। আমরা সবাই সেটি একজনের কাছ থেকে আর একজন আরেকজনের কাছ থেকে আর একজন এভাবে দেখেছিলাম। একপর্যায়ে যখন এটি আমার কাছে আসে তখন আমি এটি খুব ভালোভাবে দেখলাম এবং এটার খুবই সুন্দর ছবি আমি ফোনে ধারণ করেছি। আপনারাও উপরের ছবিটিতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পলিথিনের প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাটের তৈরি। তাছাড়া পলিথিনের প্যাকেটের চেয়ে এই প্যাকেটটা খুবই মজবুত এবং নরম সেই সাথে খুবই সুন্দর। আসলে এই প্যাকেটটা দেখেই কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। তাছাড়া আপনারা উপরের ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই প্যাকেটটা সবাই একে একে করে দেখছে আর অন্যরা যখন দেখেছিল ঠিক তখনই আমি পড়ে এই ছবিটা আমার ফোনে ধারণ করি। তবে আমরা যদি আমাদের ব্যবহারিক জিনিসপত্রে এই পাটের পণ্যের তৈরি জিনিস গুলো ব্যবহার করি তাহলে এই পাট আবারো সোনালে আসে ফিরে আসবে। এমনকি বাংলাদেশী এটি অনেক পরিচিত এবং আরো পরিচিত হবে।

IMG20240919205916.jpg

Finally, this training ended with a very beautiful moment. But after finishing this training today we all have one A jute bag has been given. In the picture above you can see a jute bag. Actually the bag looks very nice. Anyway very nice I was very happy to finish the training that will come in a moment.

Ending here as of today. Later I will appear again with a new post.

পরিশেষে খুবই সুন্দর একটি মুহূর্তের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ শেষ হলো। তবে আজকের এই প্রশিক্ষণে শেষ হওয়ার পরে আমাদের সকলের কাছে একটি করে পাটের ব্যাগ দেওয়া হয়েছে। আপনার উপরের ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি পাটের ব্যাগ। আসলে ব্যাগটা কিন্তু দেখতে খুবই সুন্দর। যাই হোক অনেক সুন্দর একটা মুহূর্তের মধ্য দিয়ে আসবে প্রশিক্ষণ শেষ করতে পেরে আমার খুবই ভালো লাগলো ।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তিতে আবার ও নতুন পোস্ট নিয়ে হাজির হবো।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
Thank you for sharing such great content!
Congratulations on your post in #blurt-131902 or #blurtconnect
Blurt to the Moon
Most welcome Votes for our community Witness Here
Your publication has been manually upvoted by @oadissinOfficial Blurtconnect-ng Page
Please delegate Blurt power to @blurtconnect-ng and help support this curation account
Also, keep in touch with Blurtconnect-ng family on 

Telegram and Whatsapp