A beautiful moment to go to Jhal Muri in the evening

in blurt-188398 •  3 months ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20240920193317.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it A beautiful moment to go to Jhal Muri in the evening .

I am having a busy time today since morning. Woke up this morning. Every day I woke up a little late this morning.However, waking up in the morning felt very bad. Because it is very hot since morning. Your river has no electricity again. So there is nothing to do because there is no electricity in the heat that is falling, chaos everywhere. However, I finished my breakfast fresh. I could not stay in the room after breakfast because there is no electricity. So I thought to get some air from outside. But the weather today was a little better than everyday. Because it was hot today compared to the last few days but it was a little windy. It felt quite good.In this way, I waited outside for electricity until noon. But it did not come. So, without delay, after taking bath in the afternoon, I performed ablution and went to pray. After finishing namaz, I took lunch. In fact, the electricity went off as soon as I entered the room after praying. It was really bad.Having nothing to do, I finished my lunch in the heat. After lunch I went out again for some peace. Today I went to the field in the afternoon to watch the game. Besides, I have been very busy all day today. However, by evening I feel very good. It's been raining so long ago, it feels so good the weather.So I thought let's share a post right now. So sat down to write the post.

So without further ado let's share today'spost.

IMG20240920184531.jpg

Like every day, I am here again with a new post. I hope my post today You will like it. Actually I am sharing a very nice post with you today. You have already understood what I am sharing the post about by looking at the title going to do Actually today I am going to share a very beautiful moment. So, yesterday evening, I said big brother, let's go to dinner. So I agreed Because yesterday there was a market in the village next to us. So I thought I'll take a bite from there. Later I requested my brother let us go to Gangni Bazar. And there we will go to uncle Ali To eat bread. Our decision changed in a moment. So we headed straight to Gangni Bazar. We two brothers went on my motorcycle. And on a motorcycle It takes 15 minutes from our house to go to Gangni Bazar. So we reached there very quickly. Then the elder brother withdrew the money from the phone through Bikash. Then the brother said let's go to the mobile phone আin the shop Because brother said to change the glass of the phone. So we went. I bought a good phone glass for 100 rupees there. And put it on. At that moment I am the picture above I recorded it on my phone. And that you see above.

প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আশা করছি আজকে আমার পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে আমি আজকে আপনাদের মাঝে খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করছি। ইতিমধ্যে আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আমি কি বিষয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আসলে আজকে খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। এইতো গতকালকে সন্ধ্যার কিছু আগ মুহূর্তে বড় ভাইয়া বলে চলো বড়া খেতে যাই। তাই আমিও রাজি হলাম কেননা কালকে আমাদের পাশের গ্রামে বাজার ছিল। তাই ভেবেছিলাম ওইখান থেকে বরা খাবো। পরে আমি ভাইয়াকে রিকুয়েস্ট করলাম চলো আমরা গাংনী বাজারে যাই। আর সেখানে আমরা যাব আলী মামার মুড়ি খাওয়ার জন্য। মুহূর্তের মধ্যে আমাদের ডিসিশন পাল্টে গেল। তাই আমরা একদম সোজা রওনা দিলাম গাংনী বাজারে। আমরা দুই ভাই গিয়েছিলাম আমার মোটরসাইকেলে। আর মোটর সাইকেলে গাংনী বাজারে যেতে আমাদের বাসা থেকে 15 মিনিট সময় লাগে। তাই আমরা খুব দ্রুত সেখানে পৌঁছালাম। এরপর বড় ভাই ফোন থেকে বিকাশের মাধ্যমে টাকা তুললেন। এরপর ভাইয়া বলল চলো মোবাইলের দোকানে। কেননা ভাইয়া বলল ফোনের গ্লাস পাল্টাতে। তাই আমরা গেলাম। যে সেখানে ১০০ টাকা দিয়ে একটা ফোনের ভালো গ্লাস নিলাম। এবং সেটা লাগালাম। ওই মুহূর্তে আমি উপরে ছবিটি আমার ফোনে ধারণ করি। আর যেটা আপনার উপরে দেখতে পাচ্ছেন।

IMG20240920185029.jpg

So when the phone glass is finished we left the mobile room. Yesterday was Friday so the market was a bit empty. It felt good because of the traffic jam I don't like it much. So I left the mobile room and captured the above picture on my phone. Above you can see a beautiful view of the market.
তো ফোনে গ্লাস লাগানো শেষ হলে আমরা মোবাইলের ঘর থেকে বের হলাম। গতকালকে ছিল শুক্রবার যে কারণে বাজারটা ছিল একটু ফাঁকা ফাঁকা। বেশ ভালোই লেগেছিল কেননা যানজট আমার বেশি ভালো লাগেনা। তাই মোবাইল ঘর থেকে বের হয়ে উপরের ছবিটি আমার ফোনে ধারণ করলাম। উপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজারের একটি সুন্দর দৃশ্য।

IMG20240920185552.jpg

After eating jhal muridi from the nearby shop, when the car was turning and heading towards home, I saw that Ali uncle had come to the market. As soon as he saw Ali uncle, the car backed up again I was stunned. Because Ali uncle doesn't like to eat moli when he goes to the market. Besides, Ali Mama is very famous for jhalmuri in our area. Above you can see one Jhalmuri shop This is Ali uncle's shop. In fact, I captured the above picture on my phone at the exact moment when Ali uncle put the car aside.

ওই পাশের দোকান থেকে ঝাল মুড়ি খাওয়ার পরে যখন গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দিচ্ছে ঠিক ওই মুহূর্তে দেখছি আলী মামা বাজারে চলে এসেছে। আলী মামাকে দেখা মাত্রই গাড়ি আবার ব্যাক করে স্টান করলাম। কেননা বাজারে গেলে আলী মামার মলি না খেলে ভালো লাগেনা। তাছাড়া আমাদের অত্র এলাকার মধ্যে আলী মামা ঝালমুড়ির জন্য অনেক ফেমাস। উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝালমুড়ির দোকান এটাই হচ্ছে আলী মামার দোকান। আসলে আলী মামা যখন গাড়ি একপাশে রাখে ঠিক ওই মুহূর্তে উপরের ছবিটি আমার ফোনে ধারণ করি।

IMG20240920185534.jpg

IMG20240920185353.jpg

However, the heat that fell yesterday was not good at all. Besides, I thought in the morning that I would go somewhere in the afternoon with a motorcycle. because A bit of peace in the air when I ride a motorcycle. So I told my brother in advance that we will go somewhere in the afternoon. Meanwhile we went to Gangni Bazaar. actually No one was happy that it was so hot yesterday. So when we reached the market and finished putting the glass on the phone, brother said let's eat something cold. Actually very hot Lemon syrup is beneficial. So my brother and I drank two glasses of cool lemon sherbet. The sherbet was really great. Why didn't I feel a sense of calmness in my mind after eating cold syrup. And before consuming this sherbet, I capture the above photographs on my phone. If you notice here, you will see that I have taken quite a few pictures while making the sherbet. Actually in the syrup we used tokma seeds because it is very good for the body. Anyway after drinking the sherbet I got some peace from the heat.

তবে গতকালকে যে গরম টা পড়েছে তাতে কিন্তু মোটেই ভালো লেগেছিল না। তাছাড়া আমি সকালে ভেবে রেখেছিলাম বিকেল বেলায় কোথাও মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাব। কেননা মোটরসাইকেলে ঘুরলে কিছুটা বাতাসে শান্তি লাগবে। তাই ভাইয়াকে আগে থেকে বলেছিলাম বিকেলে আমরা কোথাও ঘুরে বেড়াবো। এরই মধ্যে দিয়ে আমরা গাংনী বাজারে গেলাম। আসলে গতকালকে এতটা গরম পড়েছে তাতে কেউ ভালো ছিল না। তো আমরা বাজারে পৌঁছে ফোনে গ্লাস লাগানোর শেষ হলেই ভাইয়া বলল চলো এবার একটু ঠান্ডা খাওয়া যাক। আসলে গরমের জন্য খুবই উপকারী হচ্ছে লেবুর তৈরি শরবত। তাই আমি আর ভাইয়া দুই গ্লাস কুল লেবুর শরবত খেলাম। সত্যিই শরবত টা ছিল খুবই দারুণ। কেন নাই ঠান্ডা শরবত খেয়ে মনের মধ্যে একটা প্রশান্তি ভাব লেগেছিল। আর এই শরবত খাওয়ার পূর্বেই আমি উপরের ফটোগ্রাফি গুলো আমার ফোনে ধারণ করি। আপনার এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন খুব সুন্দর করে আমি শরবত বানানোর সময় বেশ কয়েকটি ছবি তুলে নিয়েছি। আসলে শরবতে আমরা তোকমা দানা নিয়ে ছিলাম কেননা এটা শরীরের জন্য খুবই ভালো। যাই হোক শরবতটা খেয়ে গরমের আভাশ থেকে কিছুটা শান্তি পেলাম।

IMG20240920185950.jpg

In fact, when we left for Raipur Bazar without eating. Then we decided to eat Jhal Muri from Ali uncle. Because Ali Mama is very famous for Jhal Muri. To eat their sherbet Later we looked for Ali Mama. But I saw that Ali uncle did not come to the market. So a man next door sold jhalmuri from there We bought jhalmuri worth 30 rupees. Then I played it. After eating jhal mudri, I sat in the car to come home.

আসলে আমরা যখন রায়পুর বাজারে বড়া না খেয়ে গাংনীতে রওনা দিলাম। তখন আমরা ডিসিশন নিলাম ঝাল মুড়ি খাব আলী মামার। কেননা আলি মামা ঝাল মুড়ির জন্য খুবই ফেমাস। তাদের শরবত খাওয়ার পরে আমরা আলি মামাকে খুঁজলাম। কিন্তু দেখলাম আলী মামা বাজারে আসেনি। তাই পাশে একজন ঝালমুড়ি বিক্রি করেছিল সেখান থেকে আমরা ৩০ টাকার ঝালমুড়ি ক্রয় করলাম। এরপর সেটি খেলাম। ঝাল মুড়ি খাওয়ার পরে গাড়িতে উঠে বসেছি বাসায় আসার জন্য।

IMG20240920191145.jpg

IMG20240920191402.jpg

IMG20240920191917.jpg

IMG20240920192128.jpg

IMG20240920192201.jpg

IMG20240920192935.jpg

IMG20240920193317.jpg

Actually, what else can I say, as soon as I backed the car, Hali Mama did not stop the car yet but I could see many boys coming with motorcycles to eat mudri. Then understand How famous is he? Moreover, he is an all-rounder in our Gangni market. Everyone knows him as Ali Mama Jhal Muri. Actually I'm late to bake the car Serial number one has already been given to someone else. However, we got serial number two. Because this Alim is there to eat my clothes Serial must be given. And since we went Alim to eat my muridi, Alim was nice to give me cereal before he saw me. because Meanwhile we have already eaten Jhal Muri elsewhere and are ready to come home. But as soon as he saw Ali uncle, he backed the car and returned to eat muri I came Later I Alim asked me why I was late today, uncle. He said that there was some work at home and it was late to come to the market today. But I noticed one thing, as soon as Alim went to drive my car, many boys appeared, even before Ali uncle took out the wrapper, serial number 13 was in front of me. But my The serial was number two which is why I liked it. Then, when Alimama started making the clothes from scratch, I took several photographs on my phone. Besides you If you notice, you will see that Alim is surrounded by only people and people are all waiting to eat this Jhal Muri. I was also waiting for that so I collected the above picture standing there. Anyway we stood there for 10 minutes. Because Ali Mama prepared everything and got ready to make mudri. It took him ten minutes. Finally, we are scholars I went to the market to eat muri which was successful. I actually took the above picture when Hali Mama gave us the Jhal Murdi plate. In fact, this Jhal Muri is very attractive. I think this If you eat jhal chili once, you want to eat it again and again. I want to eat again and again. Even when I go to the market, I don't eat this Ali uncle's jhalmuri at home don't come Ali uncle's jhalmuri is really tasty. And that is why he is famous for Jhal Muri to all of us.

As of today, I am ending here, later I will appear among you again with a new post, inshallah.

আসলে কি আর বলবো আমি গাড়ি ব্যাক করা মাত্রই হালি মামা এখনো গাড়ি থামায়নি কিন্তু দেখতে ছিলাম বেশে অনেক ছেলেরা মোটরসাইকেল নিয়ে আসছে মুড়ি খাওয়ার জন্য। তাহলে বুঝতেই পারছেন তিনি কতটা ফেমাস। তাছাড়া আমাদের গাংনী বাজারে তিনি একদম অলরাউন্ডার। সবাই আলী মামার ঝাল মুড়ি নামে তাকে চেনে। আসলে আমি গাড়ি বেক করা দেরি তাতে আগেই এক নাম্বার সিরিয়াল দেওয়া হয়ে গেছে অন্যজনের। যাইহোক আমরা পেলাম দুই নাম্বার সিরিয়াল। কেননা এই আলিম আমার মুড়ি খেতে হলে সেখানে সিরিয়াল দিতে হয়। আর আমরা যেহেতু গিয়েছিলাম আলিম আমার মুড়ি খাওয়ার জন্য যাক আলেম আমাকে দেখতে পেয়েই আগেই সিরিয়াল দিয়ে দিতে পেরে ভালো লেগেছিল। কেননা এদিকে আমরা অলরেডি অন্য জায়গায় ঝাল মুড়ি খেয়েছি এবং বাসায় আসার জন্য রেডি ও হয়েছি। কিন্তু আলী মামাকে দেখা মাত্রই গাড়ি ব্যাক করে মুড়ি খাওয়ার জন্য ফিরে এলাম। পরে আমি আলিম আমাকে জিজ্ঞাসা করলাম আজকে একটু দেরি হল কেন মামা। তিনি বললেন বাসায় একটু কাজ ছিল তাছাড়া আজকে বাজারে আসতে লেট হয়ে গেছে। তবে আমি একটা বিষয়ের লক্ষ্য করলাম আলিম আমার গাড়ি বেড়াতে না বেড়াতেই অনেক ছেলেরা হাজির এমনকি আলী মামা এখনো মুড়ি বের করে নি তার আগেই আমার সামনে ১৩ নাম্বার পর্যন্ত সিরিয়াল হলো। তবে আমার সিরিয়ালটা ছিল দুই নাম্বারে যে কারণে আমার কাছে ভালো লেগেছিল। এরপরে আলিমামা যখন মুড়ি একদম প্রথম থেকে বানানো শুরু করলো ঠিক ওই মুহূর্তে আমি বেশ কয়েকটি ফটোগ্রাফি আমি আমার ফোনে ধারণ করি। তাছাড়া আপনারা যদি উপরের ছবির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আলিম আবার চারিপাশে শুধু মানুষ আর মানুষ সবাই অপেক্ষায় রয়েছে এই ঝাল মুড়ি খাওয়ার। সেই অপেক্ষায় আমিও ছিলাম তাই উপরের ছবিটি সেখান থেকে দাঁড়িয়ে সংগ্রহ করেছি। যাই হোক আমরা সেখানে ১০ মিনিট দাড়িয়ে ছিলাম। কেননা আলি মামা সবকিছু রেডি করে মুড়ি বানানোর জন্য তৈরি হলেন। তাতে তার দশ মিনিট সময় লেগেছিল। সবশেষে আমরা যে আলেম আমার মুড়ি খাওয়ার জন্য বাজারে গিয়েছিলাম সেটা সফল হয়েছে। সত্যিই হালি মামা যখন ঝাল মুড়ির প্লেট আমাদের দিল তখন আমি উপরের ছবি ধারণ করি। আসলে খুবই লোভনীয় এই ঝাল মুড়ি। আমি মনে করি এই ঝাল মরিচে একবার খেয়েছিস তাকে বারবার খেতে মন চায়। আমার তো বারবার খেতে মন চায়। এমনকি বাজারে গেলে আমি এই আলী মামার ঝালমুড়ি না খেয়ে বাসায় আসি না। আলী মামার ঝালমুড়ি সত্যিই অনেক স্বাদের। আর তিনি এজন্যই আমাদের সকলের কাছে ঝাল মুড়ির জন্য বিখ্যাত।

আজকের মত এখানেই শেষ করছি পরবর্তীতে আবারো নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

3d9a3c30fe098c5a536a5bf0dd49b1f977c266ff.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!