A few random photography

in blurt-188398 •  7 days ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20241025161322.jpg


device:-OPPO A-15

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it a few random photography.

Good evening . Like every day, I am here again with a new post. However, I have been very busy since morning. শুভ সন্ধ্যা। প্রতিদিনের ন্যায় আজকে আবারো আমি আপনাদের মাঝে আরো নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। তবে আজকে সকাল থেকে খুবই ব্যস্ত সময় পার করছি। I woke up at five in the morning today. I wake up and perform ablution and pray Fajr. After performing the Fajr prayer, I came home and got ready to exercise and left the house.আজকে সকাল পাঁচটায় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওযু করে ফজরের নামাজ আদায় করি । ফজরের নামাজ আদায় শেষ করে বাসায় এসে শরীর চর্চা করার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। I try every day to wake up early in the morning and exercise. Because waking up early in the morning is very good for health. Not only that, it makes the mind feel good. Moreover, to keep the mind healthy, exercise the body.Also, early morning weather is very beneficial for our body. As the elders say, no jewel can be found without care. So this morning I woke up and exercised like this. I cover two kilometers in one go on the first step in the morning. Alhamdulillah I don't have much problem doing it. After crossing the 2 km path, I walk another mile like this. After running 2500 meters like this, I do other bursts. It includes push-up ring up sit down and many more. It consists of several PTs.After running 2500 meters like this I do other bursts. It includes push-up ring up sit down and many more. It consists of several PTs. Come back home wanting to hear.After coming home, I did not drink a glass of water first. Then I finished my breakfast. In this way and with other tasks, I passed the time this morning before noon.

সেই সাথে খুব সকালের আবহাওয়াটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গুরুজনে বলে যত্ন ছাড়া রত্ন মিলেনা। তো আজকে সকালে ঘুম থেকে উঠে এভাবে শরীরচর্চা করলাম।এরপরে বিভিন্ন রকমের ব্যায়ামগুলো আমি করে নেই। আমি সকালে প্রথম স্টেপে এক দমে দুই কিলোমিটার পথ অতিক্রম করি। আলহামদুলিল্লাহ এটা করতে আমার তেমন কোন সমস্যা হয় না। ২ কিলোমিটার পথ একদমই অতিক্রম করার পরে আরো এক মাইল এভাবে হাটাহাটি করি। এভাবে ২৫০০ মিটার দৌড়ানোর পরে আমি অন্যান্য ব্যামগুলো করে থাকি। তার মধ্যে থাকে পুষ-আপ রিং আপ সিট ডাউন আরো অনেক কিছু। এর মধ্যে বেশ কয়েকটি পিটি থাকে। শুনতে ইচ্ছা করে বাসায় ফিরে আসি। বাসায় এসে প্রথমে এক গ্লাস পানি খেয়ে নি। তারপরে সকালের নাস্তা শেষ করলাম। এভাবে আর অন্যান্য কাজের মধ্য দিয়ে আজকে সকালের এভাবে এ দুপুরের আগ মুহূর্ত সময় পার করলাম।

So without further ado let's share today'spost.

IMG20241025161339.jpg


device:-OPPO A-15

As you already know what I am going to share post with you today by looking at my title. Actually I am going to share several photography posts with you today. Every photography I share is flower photography. Ashraful is a symbol of love. Anyone who sees flowers falls in love with them. I like flowers very much. Because flowers are sacred. Also, many kinds of flowers look very beautiful when they bloom in nature. But the picture of the flower that you see above is a flower that you all know very well. Calling it a flower would be wrong. Because it is called Patabahar. Patabahara is so named because of the way its leaves look. If you look so beautiful, it seems that the whole leaves of this tree are tied with flowers. I captured this lovely photo of the leafy tree above on my phone.

আজকে আমি আপনাদের মাঝে কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি তাই ইতিমধ্যে আপনার আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আসলে আমি আজকে আপনাদের মাঝে বেশ কয়েকটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আমার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি হচ্ছে ফুলের ফটোগ্রাফি। আশরাফুল হচ্ছে ভালোবাসার প্রতীক। ফুল যে কেউ দেখলেই ফুল এর প্রেমে পড়ে যাই। ফুল আমার কাছে খুবই ভালো লাগে।। কেননা ফুল হচ্ছে পবিত্র। সেই সাথে বেশ অনেক রকমের ফুলগুলো যখন প্রকৃতির মাঝে ফুটে থাকে দেখতে খুবই সুন্দর লাগে । তবে আপনার ওপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এটা আপনাদের সকলের অনেক জানা একটি ফুল। এটাকে ফুল বললে ভুল হবে। কেননা এটাকে বলা হয়ে থাকে পাতাবাহার। পাতাবাহার এজন্যই নাম রাখা হয়েছে কেননা এর পাতাগুলো দেখতে খুবই সুন্দর। এতটাই সুন্দর দেখলে যেন মনে হয় এই গাছের পুরা পাতা টাই হচ্ছে ফুল। আমি খুব সুন্দর করে উপরের এই পাতাবাহার গাছের ছবিটি আমার ফোনে ধারণ করেছি।

IMG20241025161322.jpg


device:-OPPO A-15

Now the picture of the flower you see above is very beautiful. Moreover, if you see these flowers so beautiful, you know that you don't like photography. I did this flower photography out of sheer love. Also, I always like to do photography one day a week. So any day of the week I do photography. Most of them are on Fridays. But the flower is a very familiar flower to all of you. The name of this flower is Nayan Tara. In fact, this flower has been given its name because of Nayan Tara, because the eyes widen when you see it. The magical flower is named Nayan Tara because of its narrowing of eyes.

এবার আপনার ওপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুলটি কিন্তু দেখতে খুবই সুন্দর। তাছাড়া এই ফুলগুলো এতটাই সুন্দর দেখলেই জানো ফটোগ্রাফি না করে ভালো লাগেনা। আমি এই ফুলের ফটোগ্রাফিটি করেছি একান্তই ভালো লাগা থেকে। তাছাড়া প্রতিনিয়ত আমার সপ্তাহে কোনো না কোনো একদিন ফটোগ্রাফি করতে খুবই ভালো লাগে। তাহলে সপ্তাহের যেকোনো একদিন আমি ফটোগ্রাফি করে থাকি। তার মধ্যে বেশিরভাগ সময় শুক্রবার হয়ে থাকে। তবে ফুলটা কিন্তু আপনাদের সকলের অনেক চেনা একটি ফুল এই ফুলের নাম হচ্ছে নয়ন তারা। আসলে এই ফুলের নামটা দেওয়া হয়েছে এই কারণে নয়ন তারা কারণ এটা দেখলেই জানো চোখ জুড়িয়ে যায়। চোখ জুড়িয়ে যাওয়ায় মায়াবী ফুলটির নাম হয়েছে নয়ন তারা।

IMG20241025161349.jpg


device:-OPPO A-15

The picture you see now is a picture of Patharkuchi tree. I was very happy to see this tree after a long time. Moreover, I have collected them from Dhaka. The house where I was staying has a very beautiful flower garden. I really like the flower garden on the roof.

এবার আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথরকুচি গাছের একটি ছবি। অনেকদিন পর এই গাছটা আমি দেখতে পেয়ে খুবই ভালো লেগেছিল। তাছাড়া এগুলো ঢাকা থেকে আমি সংগ্রহ করেছি। আমি যে বাসায় ছিলাম সেই বাসায় উপরে খুব সুন্দর করে এভাবে ফুলের বাগান রয়েছে । ছাদে ফুলের বাগান দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে।

IMG20241025161538.jpg


device:-OPPO A-15

IMG20241025161436.jpg


device:-OPPO A-15

Now you can see two more latest flower pictures. The exact name of the flower is not known. But I think the name of this flower is Kata Mutuk. Why isn't the flower tree full of cuttings? These flowers look very beautiful. These flowers are small and clustered which is why they look so beautiful. I loved seeing these flowers so I took the picture above on my phone.

Ending here as of today. I will appear with a new post later, inshallah.

এবার আপনারা আরো দুটি সর্বশেষ ফুলের ছবি দেখতে পাচ্ছেন। আসলেই ফুলের নাম সঠিক জানা নেই। তবে আমার মনে হয় এই ফুলের নাম হচ্ছে কাটা মুটুক। কেন নাই ফুলের গাছটিতে কাটাই ভরা। এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলো ছোট এবং একগুচ্ছ যে কারণে দেখতে খুবই সুন্দর লাগে। এই ফুলগুলো দেখে খুবই ভালো লেগেছিল তাই উপরে ছবিটি আমার ফোনে ধারণ করি।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আরো নতুন কোনো পোস্ট নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!