First of all, I wish everyone good health. Hope you all are doing very well. Alhamdulillah I am also quite well. After a few days I am back with a new post. Because I was very busy for a few days. I haven't been able to work through that busyness. That's why I couldn't come to you with any new post. So today I passed that busy time. So I thought after a long few days since the busyness has decreased a bit, today I will share a new post. Although I have been busy for a long time, I apologize for not being able to post regularly. But inshAllah from now on I will share new things with you. At the same time, I will try to maintain my work ability.
প্রথমে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। দীর্ঘ কয়েকদিন পরেই আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।কেননা দীর্ঘ কয়েকটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম । সেই ব্যস্ততার মধ্য দিয়ে কাজ করার সক্ষমতা আমার হয়নি। যে কারণে আমি আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হতে পারেনি। তাই আজকে সেই ব্যস্ততার সময় পার করেছি। তাই ভাবলাম দীর্ঘ কয়েকদিন পরে যেহেতু ব্যস্ততা কিছুটা কমেছে তাই আজকে নতুন একটা পোস্ট শেয়ার করি। যদিও দীর্ঘদিন ব্যস্ত ছিলাম সে কারণে প্রতিনিয়ত পোস্ট করতে আমি পারিনি তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন শেয়ার করবো।সেই সাথে নিজের কাজের সক্ষমতা বজায় রাখার চেষ্টা করবো।
Finally after a long time I am very happy to be back among you.
গত মাসের সেপ্টেম্বরের 29 তারিখে আমি বাসা থেকে ঢাকায় রওনা দিই। মূলত ঢাকায় যাওয়ার কারণ ছিল আমার খুবই গুরুত্ব এবং জরুরী একটা কাজের জন্য। আর সেই কাজের জন্যই নিজের কাজের সক্ষমতা আমি বজায় রাখতে পারিনি। সেখান থেকে নিজের কাছে খারাপ লাগলেও আমি ওই ব্যস্ত সময়ে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারি নি। কেননা আমি ঢাকায় যে জন্য গিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। কিন্তু সেই সফলতার তেমন একটা দেখা আমি পাইনি। তবে যেটুকু সফলতা পেয়েছি তাতে করে আশা করছি আগামীতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এভাবে দীর্ঘ একটি মাস আমি ঢাকায় থেকে ছিলাম ফুফুমণির বাসায়। ফুফুমনির বাসায় থেকে আমি আমার এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে পেরেছি। এভাবে দীর্ঘ ২৬ দিন আমি ঢাকায় ছিলাম। গত পরশুদিন ঠিক সকালেই আমি আমার নিজ বাসায় চলে আসি। আমি গত শুক্রবারের রাত্রে টিকিট ক্রয় করেছিলাম। আসলে অনেকদিন পর বাসায় আসছি একটু ভালো লাগা কাজ করেছিল। আর আমার যেকোনো জরুরী কাজের জন্য যদি ঢাকায় যেতে হয় তখন আমি ফুফুমণির বাসায় অবস্থান করি। যাই হোক বাসায় আসার জন্য প্রথমে নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিলাম। এরপরে খুকুমণি অনেকগুলো জিনিসপত্র দিয়েছিল বাসায় নিয়ে আসার জন্য। তার মধ্যে খাবারের জিনিস থেকে আরো অনেক কিছু। সবগুলো গুছিয়ে আমার দুটি বেটিং পত্র একটিতে আমার সকল পোশাক ডেকে খাবারের কিছু আইটেম। এরপরে আমার গত শুক্রবার রাত ১১ টায় গাড়ি ছিল। আমি ছিলাম মিরপুর ১১ তে সেখান থেকে আমি সাড়ে নয়টায় বের হয়েছিলাম। কেননা ঢাকা শহরে যদি একবার জ্যামে পড়ে যায় তাহলে সে জ্যাম কাটানো খুবই সমস্যা। আর এমনিতেও গাড়ি যেহেতু তোমার ১১ টায় তাই আমি ভাবলাম একটু আগেই আগেই কাউন্টারে গিয়ে বসে থাকি। তাই বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ড খুব একটা দূরে নয়। তাই বাসস্ট্যান্ডে এসেই একটু বাসে উঠলাম। এখান থেকে আমি কল্যানপুরে আসলাম। কল্যাণপুরে আসতে আমার সময় লেগেছিল ৩০ মিনিট। যদিও কিছুক্ষণ সময় দে আমি আটকে ছিলাম তা না হলে আরো দ্রুত বাস স্ট্যান্ড পৌঁছাতাম। এরপর সেখানে আগে থেকেই শ্যামলী কাউন্টারে যোগাযোগ করে আমার সিট বুকিং করা হয়ে গিয়েছিল। তাই কাউন্টারে প্রবেশ করেই প্রথমে টিকিট নিয়ে নিলাম। টিকিটের সিট নাম্বার ছিল A1। এরপর থেকে ১১ টা বাজতেই কাউন্টারের সামনে গাড়ি আসলো। গাড়ির সাথেই বেডিং পত্র নিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ এবার বাসায় আসতে তেমন কোন সমস্যা পড়তে হয়নি। তাছাড়া এবার যে গাড়িতে এসেছিলাম এই গাড়ির ড্রাইভার ছিল খুবই ভালো। আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম গাড়ি খুবই সুন্দর করে অনেকগুলো গাড়ি ওভারটেক করেই খুব দ্রুত এসেছিল। এরপর ঠিক সকালে ভোর ছয়টার সময় আমি গাংনীতে পৌঁছালাম। এরপর ওখান থেকে একটা ফটো ভাড়া করে একদম বাসায় এসে পৌছালাম। আসলে অনেকটা জার্নি করেছে যে কারণে ক্লান্তি ছিলাম তাই বাসায় এসে কাজ করতে পারেনি। তাই সে ক্লান্তি দূর করে আজকে ফ্রি হয়ে ভাবলাম পোস্টটি শেয়ার করা যাক। এভাবে দীর্ঘ কয়েকটা দিন পরেই আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এতে করে আমার কাছে একটা ভালো লাগা কাজ করছে। তাছাড়া কাজের সক্ষমতা বজায় রাখতে না পারলে নিজের কাছেও তেমন একটা ভালো লাগে না।
পরিশেষে দীর্ঘদিন পরে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।