Trying to find myself again after a long time in the continuity of my work.

in blurt-188398 •  27 days ago 

Assalamu Alaikum..Hello Friends of my blurt space Community I'm @biplob89 from Bangladesh.

IMG20241025225950.jpg

Hello..My dear friends. How are you all? I Hope you all are well. I'm fine too. I have been very busy since this morning. I am @biplob89 Today I am going to share it with you that's it

First of all, I wish everyone good health. Hope you all are doing very well. Alhamdulillah I am also quite well. After a few days I am back with a new post. Because I was very busy for a few days. I haven't been able to work through that busyness. That's why I couldn't come to you with any new post. So today I passed that busy time. So I thought after a long few days since the busyness has decreased a bit, today I will share a new post. Although I have been busy for a long time, I apologize for not being able to post regularly. But inshAllah from now on I will share new things with you. At the same time, I will try to maintain my work ability.

প্রথমে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। দীর্ঘ কয়েকদিন পরেই আমি আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।কেননা দীর্ঘ কয়েকটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম । সেই ব্যস্ততার মধ্য দিয়ে কাজ করার সক্ষমতা আমার হয়নি। যে কারণে আমি আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হতে পারেনি। তাই আজকে সেই ব্যস্ততার সময় পার করেছি। তাই ভাবলাম দীর্ঘ কয়েকদিন পরে যেহেতু ব্যস্ততা কিছুটা কমেছে তাই আজকে নতুন একটা পোস্ট শেয়ার করি। যদিও দীর্ঘদিন ব্যস্ত ছিলাম সে কারণে প্রতিনিয়ত পোস্ট করতে আমি পারিনি তার জন্য প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে ইনশাআল্লাহ এখন থেকে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন শেয়ার করবো।সেই সাথে নিজের কাজের সক্ষমতা বজায় রাখার চেষ্টা করবো।

So without further ado let's share today'spost.

IMG20241025225950.jpg

IMG20241025225955.jpg

I left home for Dhaka on 29th September last month. The main reason for going to Dhaka was for a very important and important work. And for that work I could not maintain my work capacity. Even if I feel bad from there, I will work at that busy time Couldn't get the ability. Because Alhamdulillah I was able to accomplish what I went to Dhaka for. But I did not see much of that success. However, with the success that I have achieved, I hope that something good will happen in the future, inshallah. Thus, I stayed in Dhaka for a long month at my aunt's house. I was able to complete this important work of mine from Fufumuni's residence. I was in Dhaka for 26 long days. The day after yesterday, I went to my own house. I purchased the ticket last Friday night. In fact, coming home after a long time worked a little better. And if I have to go to Dhaka for any urgent work, I stay at my aunt's house. Anyway, to come home, I first packed all my things. Khukumani then gave many things to bring home. Including more than food items. All packed up my two betting slips called all my clothes and some food items in one. Then I had the car last Friday at 11pm. I was in Mirpur 11 from there I left at 9:30. Because if you get into a jam in Dhaka city, then it is very difficult to cut the jam. And even so, since your car is at 11 o'clock, I thought I would go and sit at the counter a little earlier. So the bus stand is not far from the house. So I got on the bus as soon as I got to the bus stand. From here I came to Kalyanpur. It took me 30 minutes to reach Kalyanpur. Although I was stuck for a while otherwise I would have reached the bus stand faster. After that, my seat booking was done by contacting the Shyamoli counter in advance. So I entered the counter and took the ticket first. The ticket seat number was A1. After that, the car came in front of the counter at 11 o'clock. I sat down with the bedding sheet with the car. Alhamdulillah there was no problem coming home this time. Moreover, the driver of this car that I came in this time was very good. One thing I noticed was that the car was very nice and came very fast with many cars overtaking. Then I reached Gangni at six o'clock in the morning. Then I hired a photo from there and reached home. In fact, I traveled a lot because of which I was tired so I could not come home and work. So, free from that fatigue today, I thought let's share the post. Thus, after a few long days, I have again appeared among you, and it is doing me a favor. Moreover, if you can't maintain the ability to work, you don't feel good about yourself.

Finally after a long time I am very happy to be back among you.

গত মাসের সেপ্টেম্বরের 29 তারিখে আমি বাসা থেকে ঢাকায় রওনা দিই। মূলত ঢাকায় যাওয়ার কারণ ছিল আমার খুবই গুরুত্ব এবং জরুরী একটা কাজের জন্য। আর সেই কাজের জন্যই নিজের কাজের সক্ষমতা আমি বজায় রাখতে পারিনি। সেখান থেকে নিজের কাছে খারাপ লাগলেও আমি ওই ব্যস্ত সময়ে কাজ করার সক্ষমতা অর্জন করতে পারি নি। কেননা আমি ঢাকায় যে জন্য গিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ সম্পন্ন করতে পেরেছি। কিন্তু সেই সফলতার তেমন একটা দেখা আমি পাইনি। তবে যেটুকু সফলতা পেয়েছি তাতে করে আশা করছি আগামীতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ‌। এভাবে দীর্ঘ একটি মাস আমি ঢাকায় থেকে ছিলাম ফুফুমণির বাসায়। ফুফুমনির বাসায় থেকে আমি আমার এই গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে পেরেছি। এভাবে দীর্ঘ ২৬ দিন আমি ঢাকায় ছিলাম। গত পরশুদিন ঠিক সকালেই আমি আমার নিজ বাসায় চলে আসি। আমি গত শুক্রবারের রাত্রে টিকিট ক্রয় করেছিলাম। আসলে অনেকদিন পর বাসায় আসছি একটু ভালো লাগা কাজ করেছিল। আর আমার যেকোনো জরুরী কাজের জন্য যদি ঢাকায় যেতে হয় তখন আমি ফুফুমণির বাসায় অবস্থান করি। যাই হোক বাসায় আসার জন্য প্রথমে নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিলাম। এরপরে খুকুমণি অনেকগুলো জিনিসপত্র দিয়েছিল বাসায় নিয়ে আসার জন্য। তার মধ্যে খাবারের জিনিস থেকে আরো অনেক কিছু। সবগুলো গুছিয়ে আমার দুটি বেটিং পত্র একটিতে আমার সকল পোশাক ডেকে খাবারের কিছু আইটেম। এরপরে আমার গত শুক্রবার রাত ১১ টায় গাড়ি ছিল। আমি ছিলাম মিরপুর ১১ তে সেখান থেকে আমি সাড়ে নয়টায় বের হয়েছিলাম। কেননা ঢাকা শহরে যদি একবার জ্যামে পড়ে যায় তাহলে সে জ্যাম কাটানো খুবই সমস্যা। আর এমনিতেও গাড়ি যেহেতু তোমার ১১ টায় তাই আমি ভাবলাম একটু আগেই আগেই কাউন্টারে গিয়ে বসে থাকি। তাই বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ড খুব একটা দূরে নয়। তাই বাসস্ট্যান্ডে এসেই একটু বাসে উঠলাম। এখান থেকে আমি কল্যানপুরে আসলাম। কল্যাণপুরে আসতে আমার সময় লেগেছিল ৩০ মিনিট। যদিও কিছুক্ষণ সময় দে আমি আটকে ছিলাম তা না হলে আরো দ্রুত বাস স্ট্যান্ড পৌঁছাতাম। এরপর সেখানে আগে থেকেই শ্যামলী কাউন্টারে যোগাযোগ করে আমার সিট বুকিং করা হয়ে গিয়েছিল। তাই কাউন্টারে প্রবেশ করেই প্রথমে টিকিট নিয়ে নিলাম। টিকিটের সিট নাম্বার ছিল A1। এরপর থেকে ১১ টা বাজতেই কাউন্টারের সামনে গাড়ি আসলো। গাড়ির সাথেই বেডিং পত্র নিয়ে বসে পড়লাম। আলহামদুলিল্লাহ এবার বাসায় আসতে তেমন কোন সমস্যা পড়তে হয়নি। তাছাড়া এবার যে গাড়িতে এসেছিলাম এই গাড়ির ড্রাইভার ছিল খুবই ভালো। আমি একটা বিষয় লক্ষ্য করেছিলাম গাড়ি খুবই সুন্দর করে অনেকগুলো গাড়ি ওভারটেক করেই খুব দ্রুত এসেছিল। এরপর ঠিক সকালে ভোর ছয়টার সময় আমি গাংনীতে পৌঁছালাম। এরপর ওখান থেকে একটা ফটো ভাড়া করে একদম বাসায় এসে পৌছালাম। আসলে অনেকটা জার্নি করেছে যে কারণে ক্লান্তি ছিলাম তাই বাসায় এসে কাজ করতে পারেনি। তাই সে ক্লান্তি দূর করে আজকে ফ্রি হয়ে ভাবলাম পোস্টটি শেয়ার করা যাক। এভাবে দীর্ঘ কয়েকটা দিন পরেই আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি এতে করে আমার কাছে একটা ভালো লাগা কাজ করছে। তাছাড়া কাজের সক্ষমতা বজায় রাখতে না পারলে নিজের কাছেও তেমন একটা ভালো লাগে না।

পরিশেষে দীর্ঘদিন পরে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পেরে নিজের কাছে খুবই ভালো লাগছে।

💞Myself Introduction🌺

IMG20221217122600.jpg

My name is Md.Biplob Hossen. My home is in a small village called Jugirgofa of Gangni Upazila in Meherpur District. I grew in the village since childhood.Moreover, I like rural environment very much. I love to travel a lot. Also, my other hobbies are photography, writing and traveling. I am a student.I have given HSC exam this time.Apart from studies I love to travel to different places.Because knowledge can be gained by traveling to different places.Not only that, it gives peace of mind and also increases one's creativity.One of my strengths is that I can easily understand anything. Moreover, I am very interested in learning new things. Besides, I can adapt myself to any situation. Everyone pray for me. May I keep my goals fixed and move forward.

Join Our Community blurt space.

5c645708f58bcddecf9b4952e59056b2ec6aa82b.jpg

✨Thank you very much for visiting the post.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!