পাতা গাছের ফটোগ্রাফি

in blurt-188398 •  7 days ago  (edited)

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগবে।

IMG_20220811_161249.jpg

আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর পাতা গাছের পাতা ফটোগ্রাফি করব। এই পাতা গাছগুলোর নাম আমি জানিনা। তবে কেউ যদি পাতা গাছগুলোর নাম জানেন তবে অবশ্যই জানাবেন। বিশেষ করে গাছগুলোর পাতা একটু বড় এই কারণে দেখতে অনেক সুন্দর লাগে। তবে দূর থেকে দেখলে যে কেউ মনে করবে এগুলো পালং শাক। তবে এগুলা এক ধরনের পাতা গাছ। তবে খালি জায়গার মধ্যে এই গাছগুলো লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। এবং একসাথে অনেকগুলো গাছ এবং পাতা দেখার কারণে দেখতে খুব চমৎকার লাগে। কিছুদিন আগে আমি ফেনী ডাক্তারের কাছে গিয়েছিলাম। তখন দেখি হাসপাতালে এক পাশে খালি জায়গার মধ্যে এই গাছগুলো লাগিয়েছিল। এবং পাতা গাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই আমি সাথে সাথে এই পাতা গাছগুলোর ফটোগ্রাফি করলাম। তাই আজকে অনেক সুন্দর করে এই পাতা গাছগুলোর ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি পাতা গাছের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20220811_161228.jpg

IMG_20220811_161155.jpg

IMG_20220811_161159.jpg

IMG_20220811_161224.jpg

Post details

CategoryPhotography
CameraRedmi note 13
Post Createdbdwomen
LocationBangladesh

THANKS You All

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!