সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর করে টাইম ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। টাইম ফুল আমাদের সবার অতি পরিচিত একটি ফুল। টাইম ফুলকে আবার কেউ কেউ নয়টার ফুল বলে থাকে। এই ফুলগুলো রাত্রেবেলা ফুটে এবং দুপুর হলে ফুলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। মূলত ফুলগুলো নয়টার পরে একটু রোদ আসলে তখন নষ্ট হয়ে ঝরে যায়। এই কারণে ফুলগুলোকে টাইম ফুল এবং নয়টার ফুল বলে থাকে। তবে টাইম ফুল অনেক কালারের আছে। সব কালারের টাইম ফুল আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ছোট বাচ্চারা এই ফুলগুলো ফেলে খেলা করতে অনেক পছন্দ করে। তবে আমার কাছে ফুল এবং ফুল গাছগুলো বেশি ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি নার্সারি বাগানে গিয়েছিলাম। তখন দেখি বাগানের এক পাশে এই টাইমগুলো। ফুল গুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তাই সাথে সাথে আমি এই ফুলগুলোর ফটোগ্রাফি করছিলাম। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে এই ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। আশা করি আমার এই ফুলের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
Post details
Category | Photography |
---|---|
Camera | Redmi note 13 |
Post Created | bdwomen |
Location | Bangladesh |