সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। কয়েকদিন ধরে ফটোগ্রাফি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে। সবার ফটোগ্রাফি করতে দেখে আমার নিজেরও ভীষণ আগ্রহ হয়েছে। এখন আমি কোথাও গেলে কিংবা ঘর থেকে বের হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। ফটোগ্রাফি করলাম আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি।আমার করা ফটোগ্রাফি গুলো আপনাদের সাথে শেয়ার করলে বেশি ভালই লাগে। আমি আজকে সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আশা করি আমার খুব ভালো লাগলবে।
আজকে আমি খুব সুন্দর করে আপনাদের মাঝে অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি শেয়ার করব।অ্যালোভেরা গাছ আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। বিশেষ করে এই গাছগুলোর রস শরবত বানিয়ে খেতে এবং আমাদের শরীরের ত্বকের জন্য অনেক ভালো হয়। এবং মাথার চুলের মধ্যে দিলে চুল অনেক শক্ত হয়। বিশেষ করে অ্যালোভেরা গাছের রসগুলো আমাদের বিভিন্ন ধরনের উপকারে আসে। এই অ্যালোভেরা গাছগুলো টপ এর মধ্যে লাগালে ঘরের সামনে বা বারান্দা রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। এবং গাছগুলো খুব সুন্দর করে মেরামত করলে কিছু বছর টিকে থাকে। এবং অ্যালোভেরা গাছ থেকে ছোট ছোট চারা বের হয়। তা আমরা ইচ্ছা করলে অন্য টকের মধ্যে এরকম করতে পারি। কিছুদিন আগে বিকেল বেলা আমি আমাদের পাশে ঘরের ছাদের উপর গিয়েছিলাম। তখন আমি এই অ্যালোভেরা গাছটি দেখতে পাই। দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। তাই আমি সাথে সাথে এই অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি করি। আজকে অনেক সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি অ্যালোভেরা গাছের ফটোগ্রাফি আপনাদের অনেক ভালো লাগবে।
Post details
Category | Photography |
---|---|
Camera | Redmi note 13 |
Post Created | bdwomen |
Location | Bangladesh |