Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
I woke up early today. After waking up, I opened the window from today and saw after opening the window. A little frosty wind blew inside the room because a very cold wind came. And there's a lot of fog outside and seeing that I thought I'd go outside for photography. Then get out of bed. I brushed after having a light breakfast. Time I thought now is the time to do photography. Now put on the jacket in the cold morning. Then I went out into the cold. I went outside and found that some people were arranging wood together in the field next to it. He said he would take the van.
আজকের দিনের বেশ সকালবেলা ঘুম থেকে উঠলাম । ঘুম থেকে উঠার পরে আমি আজ থেকে জানলাটা করলাম জানলাটা খোলার পরে দেখি । একটু হিমেল বাতাস বয়ে আসলো রুমের ভিতর কারণ অনেক ঠান্ডা বাতাস আসলো । এবং বাহিরে অনেক কুয়াশা জমে আছে এবং এটা দেখেই আমি বাহিরে ফটোগ্রাফি করার জন্য বের হব ভেবেছি। তারপর বিছানা থেকে উঠেই । ব্রাশ করেছি বিরাস করে হালকা কিছু নাস্তা করে নেওয়ার পর। সময়টা আমি ভাবলাম এখন সময় হয়েছে ফটোগ্রাফি করার মত তাই। এখন সকাল ব্লা ঠান্ডার ভিতর জ্যাকেটটি গায়ে দিয়ে। তারপরে বাহিরে বের হলাম ঠান্ডার ভিতরে। বাহিরে গিয়ে দেখতে পেয়েছিলাম যে পাশেই মাঠের ভিতরে কয়েকজন লোক মিলে কাঠ সাজিয়ে রাখছেন। ভ্যানে নিয়ে যাবেন বলে।
Three people are working hard to arrange the wood in the van. And there I saw. I love seeing them in the cold. If I see these works I will work when I see them. They will make it easier for me to work. From here I can learn how to organize these tasks. I saw them working here. I took some photographs of the moment they were working this winter morning. To share with you. Have already brought their cards and arranged them in the van.
কাঠগুলো ভ্যানে সাজিয়ে রাখার জন্য তিনজন মানুষ অনেক পরিশ্রম করছে । এবং সেখানে থাকে দেখলাম। ঠান্ডার ভিতর এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। এগুলো কাজগুলো যদি দেখি আমি এগুলো দেখে আমি যখন কাজ করব। সেগুলো আমার কাজ করা সহজ হয়ে যাবে । এখান থেকে আমি শিখতে পারছি এই কাজগুলো সাজিয়ে রাখার কাজটি। এখানে তাদের কাজ করা দেখলাম। এই শীতের সকালে তাদের কাজ করার মুহূর্তটা তো কিছু ফটোগ্রাফি করে নিলাম । আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ইতিমধ্যেই তাদের কার্ড নিয়ে আসা এবং ভ্যানে সাজিয়ে রেখে ফেলেছে।
When the wood is finished in three days' vans. Then they all take the cuts together to deliver them to the destination. From here the road rose and up the road they went. The moment they left, I photographed them on the road with his mobile phone. This is how they see their work at this morning's moment. And being able to enjoy the winter morning in a well foggy environment. I am very happy. This is where I ended the moments spent in the morning, God bless.
তিন দিনের ভ্যানগুলোতেই যখন কাঠ সাজানো শেষ হয়ে যায়। তারপরে তারা সকলে মিলেই কাটগুলো নিয়ে গন্তব্য স্থানে পৌঁছে দেবার জন্য । এখান থেকে উঠল রাস্তা এবং রাস্তায় উঠে তারা চলে গেল । চলে যাওয়ার মুহূর্ত সময়টাকে আমি ওর মোবাইল দিয়ে তাদেরকে ফটোগ্রাফি করেছি রাস্তায় যাবার সময়। এভাবেই আজকের সকাল বেলার মুহূর্তটাতে তাদের কাজ দেখে । এবং শীতের সকালটা ভালোভাবে কুয়াশাচ্ছন্ন পরিবেশে উপভোগ করতে পেরে। আমি খুবই আনন্দিত। এখানেই শেষ করলাম সকালবেলায় কাটানো মুহূর্তগুলো আল্লাহ হাফেজ।
Thank you for sharing your kind comments with us.