I did some random photography while staying with friends.

in blurt-188398 •  16 hours ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

1000007883.jpg

Today around noon me and all my friends were roaming around outside because the electricity connection was off today. For outdoor maintenance work. But then we were walking around. We were talking about different topics. In between, when one of us can enjoy some beautiful moments through the field. Then we all set off towards the field when we reached inside the ground. I went there to see that a man had picked up a sapling and placed it on one side of the land. It was very nice to see it inside the water. It was looking green so I was doing photography. And at that time one of my uncles said. If the speaker is placed on this rice paddy, it will look very beautiful, the photography will be great. So I left that and made a photography.

আজকে দুপুর বেলা সময়টাতে আমি এবং আমার সকল বন্ধুরা মিলে বাহিরে একটু ঘোরাঘুরি করছিলাম কারণ আজকের দিনটাতে বৈদ্যুতিক কানেকশন বন্ধ ছিল। বাইরের রক্ষণাবেক্ষণ কাজের জন্য। তবে তখন আমরা ঘুরে বেড়াচ্ছিলাম । আমরা বিভিন্ন টপিক নিয়ে কথাবার্তা বলছিলাম। এর মাঝেই যখন আমাদের মাঝে একজন মাঠের ভেতর দিয়ে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করা যাবে। তারপরে আমরা সবাই মিলে মাঠের দিকে রওনা দিলাম মাটির ভিতরে যখন পৌঁছে গেলাম। সেখানে দেখতে গিয়েছিলাম একজন লোক চারা উঠিয়ে জমির এক পাশে ।রেখে দিয়েছে পানির ভিতরে দেখতে খুব ভালো লাগছিল । সবুজ দেখাচ্ছিল তাই ফটোগ্রাফি করছিলাম । এবং তার মাঝে সেই সময়টাতে আমার একজন আঙ্কেল বলে উঠল । যে স্পিকারটা যদি এই ধানে সরার উপর রাখি দেখতে খুব সুন্দর লাগবে ফটোগ্রাফি টা দারুন হবে । তাই সেটাই রেখে দিয়ে একটা ফটোগ্রাফি করে ফেলি।

1000007899.jpg

1000007900.jpg

A stay here ends photography on the move. Then when I was moving forward I saw. Small plants are planted in a large land. Which are getting bigger now. And now they will cultivate rice all around. The rhizomes of rice are very beautiful. The lifting process now begins. At this moment I was walking by here with my friends and photographed it. The saplings looked very green and looked very beautiful. I saw inside Tara's land two bananas placed on the tree. The reason for keeping these two is to lift the seedlings and clean the mud. Inside the water they clean the house. For that, two trees are needed a lot for the farmer's work. Then I saw some farmers talking together in the distant land. That is, resting at the end of the work, standing on one side of the land. I saw the land around with a plow. The soil has been softened by irrigation and the farmer is preparing to plant rice in the field.

এখানে থাকা উঠানো যাওয়ার উপর ফটোগ্রাফি শেষ করে। তারপর যখন সামনের দিকে এগোতে থাকি দেখলাম । বড় একটা জমিতে ছোট ছোট চারা রোপণ করে রেখেছে। যেগুলো এখন বড় হয়ে যাচ্ছে। এবং চারদিকে এখন ধানের চাষাবাদ করবে বলে। ধানের ছড়া গুলো খুব সুন্দর ভাবে উঠেছে । উঠানোর কার্যক্রমটা এখন শুরু হয়ে যায় । এই মুহূর্তটাতে আমি এখান দিয়ে হাঁটছিলাম বন্ধুদের সঙ্গে এটার ফটোগ্রাফি করলাম চারাগুলো খুব সবুজ দেখা যাচ্ছিল অনেক সুন্দর লাগছিল। আমি তারার জমির ভেতরে দেখলাম দুটো কলার গাছে রেখেছে । এই দুটো রাখার কারণ হচ্ছে চারাগুলো উঠিয়ে কাদা পরিষ্কার করার জন্য। পানির ভিতর এগুলো বাড়ি দিয়ে পরিষ্কার করে। তার জন্য গাছ দুটো অনেক প্রয়োজন হয় কৃষকের কাজের জন্য। তারপর দূরের জমির ভেতরে দেখতে পেয়েছিলাম কয়েকজন কৃষক মিলে গল্প করছে। অর্থাৎ কাজের শেষে বিশ্রাম করছে জমির একপাশে দাঁড়িয়ে। চারপাশে জমি দেখলাম নাঙ্গল দিয়ে । সেচ দিয়ে মাটিটা নরম করেছে ধান লাগানোর প্রস্তুতি করছে কৃষক মাঠের ভিতর।

1000007901.jpg

1000007896.jpg

1000007897.jpg

After enjoying some nice moments while we were already inside the field. Then when we saw the preparation of the farmer to plant paddy, we came up from there and came to dry land. While standing, I saw a few palm trees lined up in the distance. That was great to see. Then I zoomed 3x with my mobile phone and photographed these palm trees. That looked great. To myself, I took the photography to share with you. Then I saw that it was moving forward a little more strongly. A few in the land to cultivate a large grass. Chickens are eating insects from the ground. I did photography to see it. I am especially comfortable with nature photography. So I ended the photography post here today.

ইতিমধ্যে আমরা মাঠের ভিতরে থাকার মুহূর্তটাতে কিছু সুন্দর উপভোগ করার পরে । তারপরে যখন কৃষকের ধান লাগানোর প্রস্তুতিটাও দেখলাম এটা দেখে আমরা সেখান থেকে উঠে চলে আসলাম উপরের দিকে শুকনায় এসে। দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম দূরে কয়েকটা খেজুর গাছ লাইন বাই লাইন রয়েছে । যেটা দেখে খুব দারুণ লাগছিল । তারপরে আমি আমার মোবাইলটা দিয়ে থ্রি এক্স জুম করে এ খেজুর গাছগুলোর ফটোগ্রাফি করলাম । যেটা দেখতে অনেক দারুন লাগছিল। আমার নিজের কাছে তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য ফটোগ্রাফি করলাম। তারপরে আরো একটু জোরে এগিয়ে যেতেই দেখতে পেয়েছিলাম । যে বড় একটা ঘাস চাষ করার জমিতে কয়েকটা । মুরগি জমির ভিতর থেকে পোকামাকড় উঠিয়ে খাচ্ছে । এটা দেখতে আমি ফটোগ্রাফি করলাম। বিশেষ করে আমি প্রকৃতির ফটোগ্রাফি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই আজকে ফটোগ্রাফি পোস্টটা এখানেই শেষ করলাম।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!