Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
First thing in the morning when I wake up I go out and hear it. My elder brother went to land today. Mustard will be picked All my other brothers said to go with them and pick mustard from the land. When I heard it, I went to the side of the road. That time my elder brother called me and told me. Must go to pick mustard then. I got ready and left to go together. Then as I was going along the road, I saw a beautiful scenic view where I could see. Light blue sky above the sky is beautiful natural environment. On the side of the road, I saw a tree with no leaves, the leaves have fallen, which makes it look very beautiful by the river. I took a photograph of this and this tree. When I saw a small boy running from one side to the other at the bottom of this tree, I took a photograph. And this kid was passing by in the river.
প্রথমত সকালে ঘুম থেকে উঠেই আমি বাইরে গিয়ে শুনতে পাই। আমার বড় ভাই আজকে জমিতে গিয়ে । সরিষা উঠাবে আমার অন্য সকল দের বলেছেন তাদের সঙ্গে গিয়ে সরিষা জমি থেকে উঠাবেন। এটা শুনতে পেয়ে আমি রাস্তার দিকে পাশে যখন গিয়েছি। সেই সময়টা আমার বড় ভাই আমাকে ডাক দিয়ে বলেছে। সরিষার তুলতে যেতে হবে তারপরে। আমি রেডি হয়ে সকলে মিলে একসঙ্গে যাওয়ার জন্য রওনা দিয়ে ।তারপরে যখন যাচ্ছিলাম সেই সময়টাতে রাস্তার পাশ দিয়ে ।একটা সুন্দর মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে পাই যেখানে দেখতে পেয়েছিলাম। আকাশে উপরে হালকা নীল আকাশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ । রাস্তার পাশে দেখতে পেলাম একটা গাছে পাতাহীনগাছ রয়েছে গাছে পাতাগুলো ঝরে গিয়েছে যার জন্য অনেক সুন্দর লাগছে নদীর ধারে। এটি এবং এই গাছটি আমি একটা ফটোগ্রাফি করে নিছিলাম। যখন এই গাছের নিচটাতে দেখতে পেয়েছিলাম ।ছোট্ট একটা ছেলে দৌড়ে এই পাশ থেকে অন্য পাশে যাওয়ার চেষ্টা করছে এবং সেই সময়টা ধরেই যাচ্ছিল আমি ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এবং এই বাচ্চাটা যে পাশ দিয়ে যাচ্ছিল এটি হলো নদীর ভিতরে।
Sometimes while riding in the car on the side of the road. While enjoying the scenery in this beautiful picturesque environment. We were all going and I was sitting behind. I was photographing these environments. At that time I took a selfie with my mobile. Under the open sky when we got that land of ours. Going to the land where we are going to raise mustard we all raised mustard together after some time after raising mustard. After some rest we will go home.
কিছু সময় গাড়িতে চড়ে যাবার সময়টাতে রাস্তার পাশের। এই সুন্দর মনোরম পরিবেশে দৃশ্যগুলো উপভোগ করতে করতে। আমরা সকলে যাচ্ছিলাম আর আমি পিছনে বসে থেকে । এই পরিবেশগুলোর ফটোগ্রাফি করছিলাম । সেই সময়টাতে আমি আমার মোবাইলটা একটা সেলফি তুললাম। খোলা আকাশের নিচে যখন আমরা ওই আমাদের সেই জমিটা পেয়ে গেছেন ।যে জমিতে আমরা সরিষা উঠাবো সেখানে গিয়ে আমরা সকলে মিলে সরিষা উঠলাম কিছু সময় ধরে সরিষা উঠানোর পরে তারপরে। কিছু সময় বিশ্রাম করে আমরা বাড়ি চলে যাব।
Then after the mustard is finished lifting. We washed our hands and face together and left for home. At that time, I saw a goat running on the side of the road. It looked very good and I took a photo. Then I was very hungry. Now we all worked together in the sun. I was very tired. Then there is more hunger. We found a shop next to there and went to the shop and bought bread and sweets and we all ate together then we could feel some peace. Then we all slowly went out. Thus we enjoyed the time by doing the day's work.
তারপরে সরিষা উঠানোর শেষ হয়ে যাওয়ার পরে। আমরা একত্রে সবাই মিলে হাত মুখ ধুয়ে সেখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম । সেই সময়টাতে রাস্তার পাশে দেখলাম একটা ছাগল ছুটে যাচ্ছে ।যেটা দেখতে অনেক ভালই লাগছিল ফটোগ্রাফি করে নিয়েছি । তারপর অনেক ক্ষুধা লেগে গিয়েছিল । এখন রোদের ভিতর আমরা সকলে মিলে কাজ করেছি। ক্লান্ত লেগেছিল অনেকখানি । তারপরে আরো ক্ষুধা তো লেগেই আছে তারপরে। আমরা সেখানে পাশে একটা দোকান দেখতে পেলাম দোকানে গিয়ে আমরা রুটি মিষ্টি কিনে আমরা সকলে মিলে খাই তারপরে একটু শান্তি অনুভব করতে পারলাম ।ৎআমরা সবাই তারপর আস্তে আস্তে বাইরে চলে গেলাম ।এভাবেই দিনের কাজ করার মাধ্যমে সময়টা উপভোগ করলাম।