Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today I read my favorite story book of Humayun Ahmed. 18 pages for about an hour would be a little over that. Then when the book reading is done around noon. Then I look at the clock to take a shower and then watch my shower. It was really time then I went to the next room and took the towel. And to rub a little shampoo on my head, I took the shampoo from Macy's dressing table and then went to the faucet. After going to the banana bank, I fetched a few buckets of water and took a nice bath after fetching the water. I came back at noon. I came to the room after getting fresh. I have eaten. Because I felt a little cold after eating. Now it is normal to get cold in winter season so I came out for winter. Bask in the sun. After leaving the house and walking for two to three minutes, we came to the Eidgah field near our house. Where the continuous sun has a much better feeling after showering. I stood for some time standing in its sun. I got a very good feeling in that sun after applying sun on my body.
আজকে আমি আমার পছন্দের হুমায়ূন আহমেদের গল্পের বই পড়েছি । প্রায় এক ঘন্টা ধরে ১৮ পৃষ্ঠা তার একটু বেশি হবে। তারপরে যখন বই পড়া দুপুরের দিকে হয়ে যায় । তারপরে আমি গোসল করার জন্য ঘড়ির টাইম টা দেখি তারপর দেখি আমার গোসল করা। আসলেই সময়টা হয়ে এসেছে তারপরে আমি পাশের রুমে গিয়ে তোয়ালে টা নিলাম । এবং মাথায় একটু শ্যাম্পু ঘোষের জন্য শ্যাম্পুটাও মেসির ড্রেসিং টেবিলের উপর থেকে তারপরে কলের পাড়ে গেলাম । কলার পাড়ে যাবার পরে কয়েক বালতি পানি উঠালাম পানি উঠানোর পরে সুন্দরভাবে গোসল করে। ফিরে এসেছি দুপুরে। রুমে আসলাম ফ্রেশ হয়ে ফিরে আসার পরেই আমি। খাওয়া দাওয়া করেছি । খাওয়া দাওয়া করার পরে আমার একটু হালকা শীত শীত লাগছিল কারণ। এখন শীতের মৌসুমে শীত পড়বে এটাই স্বাভাবিক তাই আমি শীতের জন্য বাইরে এসেছি। রোদের ভিতর রোদ পোহাতে। বাড়ি থেকে বের হয়ে দুই থেকে তিন মিনিট হাঁটাহাঁটি করার পর আমাদের বাড়ির পাশের ঈদগাহ মাঠে এসেছি। যেখানে একটানা রোদ পরে তার জন্য অনেক ভালো একটা অনুভূতি পাওয়া যায় গোসল করে আসার পরে। এর রোদের ভিতর দাঁড়ালে তাই আমি কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। ওই রোদের ভিতর অনেক ভালো একটা অনুভূতি পেয়েছিলাম গায়ে রোদ লাগানোর পর।
I felt very good standing in this sweet afternoon sun because I was here talking with my brothers. I was sitting in the sun. I took a photograph standing in my shadow. After standing for some time, I got up from here. After getting up, I saw some people bringing boiled rice here. Drying in the sun. Then I went to this paddy field. I went and boiled new rice and found it drying in the sun. I like this very much. I went here and took some photographs of this boiled pretend.
দুপুরের এই মিষ্টি রোদের ভিতর দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগছিল ।কারণ আমি এখানে আমার ভাইদের সঙ্গে গল্প করছিলাম। কোন রোদের ভিতর বসে ছিলাম। দাঁড়িয়ে থেকে একটা ফটোগ্রাফি করেছি আমি আমার ছায়ায়। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আমি এখান থেকে উঠেছি উঠার পরে এখানে পাশে দেখলাম কয়েকজন লোকজন মিলে এখানে ধান সিদ্ধ করে নিয়ে এসে। রোদের ভিতর শুকাচ্ছে। তারপরে আমি এই শুকনা ধান করার জায়গাটাতে। গেলাম গিয়ে নতুন ধান সিদ্ধ করে শুকাচ্ছে রোদে আসলে ।এই বিষয়টা অনেক আমার কাছে ভালো লেগেছে তাই । এখানে গিয়ে আমি দাঁড়িয়ে থেকে এই সেদ্ধ ধানের কয়েকটা ফটোগ্রাফি করলাম।
I am on the side of the road enjoying the atmosphere here. That is, where I was standing in the sun, my father went there and saw that the environment here was very nice. Because I have always loved nature and love to spend time in the natural environment. So, standing here, I saw the whole field. For which the atmosphere became wonderful. There are some light white clouds in the sky and blue sky. And the farmers have cut the rice in the fields and they actually look very nice in the village environment. And that's how I enjoyed the afternoon today. The moments were not forgettable but really beautiful.
ধার্য করার এখানকার পরিবেশটা উপভোগ করে পাশেই আমি রাস্তার পাশে । অর্থাৎ যেখানে রোদে দাড়িয়ে ছিলাম বাবা সেখানে গিয়েছে গিয়ে দেখলাম এখানকার পরিবেশটা বেশ চমৎকার ছিল । কারণ আমি সবসময়ের জন্যই প্রকৃতিকে অনেক ভালোবাসি প্রাকৃতিক পরিবেশের ভিতর সময় কাটাতে অনেক পছন্দ করি । তাই এখানে দাঁড়িয়ে থেকে দেখলাম পুরো মাঠের জমিটা দেখা যাচ্ছে । যার জন্য পরিবেশ চমৎকার হয়ে উঠেছিল। আকাশে একটু হালকা সাদা মেঘ জমেছে এবং নীল আকাশ রয়েছে । এবং মাঠের ভেতর কৃষকেরা ধান কেটে রেখে দিয়েছে এগুলো আসলে গ্রামে পরিবেশের ভিতর বেশ চমৎকার দেখায়। এবং এভাবেই আজকে দুপুরের মুহূর্তটা উপভোগ করেছি আজকে আমি। মুহূর্তগুলো ভুলে যাবার মতো ছিল না আসলেই অনেক সুন্দর ছিল।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.