I saw the rice paddy of the farmer brother.

in blurt-188398 •  21 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241127_143654.jpg

IMG_20241127_143700.jpg

I thought it would be a very bright day from the morning. I spent the day thinking this very well. In the afternoon, until taking a bath. Then I left the house to spend some beautiful moments. After going out to get some sun outside, I was very fond of bathing my ears. It felt a bit cold. Then I walked from the house and went inside the field. I saw that the whole field was sunny. The atmosphere was very nice. It felt a little cold in the heat of the sun, I was very comfortable standing. And then next to me I saw a brother tying the paddy in his paddy field. New paddy will be taken home for that. He is working in a hurry. In fact, I was very happy to see their work.

সকালবেলা থেকেই দিনটা আজকে খুব চকমকে হবে মনে হল আমার। এটা ভেবে আমি দিনটা খুব ভালোভাবেই কাটিয়েছি । দুপুরে গোসল খাওয়া দাওয়া করার আগ পর্যন্ত। তারপরে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমি বাড়ি থেকে বের হয়েছি। বের হবার পরে বাইরে রোদ পাওয়াতে আমি অনেক পছন্দ করছিলাম কান গোসল করার পরে । শীত ভাব লাগছিল একটু ‌। তারপর আমি বাড়ি থেকে হাটা দিয়ে মাঠের ভিতরে যাই মাঠের ভিতরে গিয়ে । দেখলাম আসলে অনেক রোদ বের হয়েছে পুরো মাঠটা রোদ লেগেছে যার ।‌ পরিবেশটা বেশ চমৎকার ছিল। হালকা হালকা একটু শীত লাগছিল রোদের তাপে এগুলো আমার খুব ভালো শান্তি পাচ্ছিলাম দাঁড়িয়ে থাকতে। এবং তারপরে পাশেই দেখলাম একজন ভাই তার ধানের জমিটাতে ধানগুলো আটি বেঁধে রাখছে । নতুন ধান বাড়িতে নিয়ে যাবে সেই জন্য। তিনি খুব তাড়াহুড়ো করে কাজ করছেন । আসলে তাদের এই কাজগুলো দেখে আমার খুব ভালো লাগছিল ‌।

IMG_20241127_143707.jpg

IMG_20241127_143710.jpg

IMG_20241127_143716.jpg

Seeing the farmer's brother doing the rice paddy work in the sun. I felt good. Because I myself have learned by watching their work. And then he did this for about 15 to 20 minutes while I sat on the grass next to the aisle. I have seen it work since then. From here I went inside the field then the paddy fields are very nicely blocked above the paddy fields. Seeing this, I took a photo with my mobile camera.

রোদের ভিতর কৃষক ভাইয়ের ধান বাধার কাজটা করতে দেখা । আমার ভালই লাগছিল। কারণ আমি তাদের এই কাজটা দেখে আমি নিজেও শিখে গিয়েছি। এবং তারপরে তার এই কাজটা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ধরে আমি আইলের পাশে ঘাসের উপর বসে । থেকে কাজ করাটা দেখেছি তারপরে। এখান থেকে উঠে আমি জমির ভিতরে গেলাম তারপরে ধানের জমিটায় উপরে ধানের আটিগুলো‌ বেশ সুন্দরভাবে বাধা হয়েছে। এটা দেখে আমি আমার মোবাইলে ক্যামেরাটি দিয়ে ফটোগ্রাফি করলাম।

IMG_20241127_143606.jpg

Then I was here for a little while. Because it didn't feel good to spend more time in the sun. Then I got up from here and left for home. Time to head home. I suddenly saw it next to me. There is a banana garden and the banana garden is surrounded by greenery. The green natural environment looks very nice. Then again suddenly my eyes fell towards the sky and I saw the sky was light blue. And the white clouds are gathering everywhere. A few birds were flying in the sky and it was a beautiful atmosphere. I had a good time this time. Ending my blog here.

তারপরে আর অল্প একটু সময় এখানে ছিলাম । কারণ রোদের ভিতর আর বেশি সময় ভালো লাগছিল না। তারপর এখান থেকে উঠে গিয়েই আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম । বাড়ির দিকে রওনা দিয়ে যাবার সময়। হঠাৎ করে পাশেই দেখলাম । একটা কলার বাগান রয়েছে এবং কলার বাগানটা সবুজে ঘেরা যাওয়ার জন্য । খুব চমৎকার লাগছে দেখতে সবুজ প্রাকৃতিক পরিবেশ। তারপরে আবার হঠাৎ করেই আমার চোখ পড়ল আকাশের দিকে আকাশটা দেখলাম হালকা নীল । এবং সাদা সাদা মেঘ জমে আছে জায়গায় জায়গায়। আবার আকাশে কয়েকটা পাখি উড়ে যাচ্ছিল বেশ সুন্দর পরিবেশ ছিল । এই সময়টাতে মুহূর্তটা ভালো কাটিয়েছি। আমার ব্লগ এখানেই শেষ করছি।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  21 days ago  ·  

আমাদের এলাকায় এখনো ধান পাকেনি, আপনাদের ওখানে দেখা যাচ্ছে ধান কেটে বাড়িতে উঠাচ্ছেন। আপনার মত আমিও রোদে বেশিক্ষণ থাকতে পারিনা, আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।