Flower photography and beautiful moments.

in blurt-188398 •  15 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241117_161944~2.jpg

I have always loved photography. So today in the afternoon I felt that I need to spend time doing some photography today. For that I opened my mobile from charging whose mobile was 100% charging. After going to him took off the mobile and then went to a scenic place where there was a beautiful place. And inside the beautiful environment, I saw white flowers blooming, the petals are very light, if the flowers are dry, then they will fly away. Then I took a photograph of this unknown flower. And found it and blew it there. And there was a beautiful garden. Inside this garden there were many vegetable trees such as Zinga Sim trees etc. They were there.

ফটোগ্রাফি করতে আমি সবসময়ই অনেক পছন্দ করি ‌‌। তাই আজকের দিনে বিকেল বেলার সময় আমার মনে হল যে আজকে একটা ফটোগ্রাফি করে সময় কাটানোর দরকার। তার জন্য আমি আমার মোবাইলটা চার্জ থেকে খুললাম কার মোবাইলে ১০০% চার্জিং হয়ে গিয়েছিল । তার কাছে যাবার পরে মোবাইলটা খুলে নিয়ে তারপর প্রাকৃতিক দৃশ্য সুন্দর জায়গায় গিয়েছে যেখানে সুন্দর জায়গা ছিল। এবং সেখানকার সুন্দর পরিবেশের ভিতর দেখলাম সাদা সাদা ফুল ফুটেছে পাপড়ি গুলো একদম হালকা যেগুলো ফুলগুলো যদি শুকনা হয়ে থাকে তাইলে ফুল দেওয়া যায় তাইলে এগুলো উড়ে যাবে ‌। তারপরে আমি এই নাম অজানা ফুলের একটা ফটোগ্রাফি করেছি ‌‌।এবং এটা দেখতে পেয়েছে এবং সেখানে ফু দিলাম ফুলের। এবং সেখানে একটা সুন্দর বাগান ছিল । এই বাগানের ভিতর অনেকগুলো সবজির গাছ ছিল যেমন ঝিঙ্গা সিম গাছ ইত্যাদি এগুলো ছিল।

IMG_20241117_161914.jpg

IMG_20241117_161935.jpg

IMG_20241117_162023.jpg

IMG_20241117_162040.jpg

IMG_20241117_162048.jpg

IMG_20241117_162055.jpg

IMG_20241117_162115.jpg

Then after finishing photographing these flowers. I went to the shrimp tree and saw the yellow flowers of the shrimp tree. I took a photograph of it. Because they looked very beautiful with the trees. I love it the most when I enjoy some beautiful moments from inside a vegetable garden. So here I saw a lot of films holding them and they were mixed with the green leaves of the trees. Then suddenly I saw a small mango seedling here. I was doing a photography and the leaves of the mango saplings looked very young. Spent some beautiful moments like this.

তারপরে এই ফুলগুলোর ফটোগ্রাফি করা শেষ হয়ে যাবার পরে। ঝিঙ্গা গাছের কাছে গিয়ে দেখলাম ঝিঙ্গা গাছের হলুদ ফুল ফুটে আছে। এটার আমি ফটোগ্রাফি করে নিয়েছি। কারণ এগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল গাছের সঙ্গে । আমার সবথেকে যখন ভালো লাগে যখন আমি কোন সবজি বাগানের ভিতর থেকে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করি । তাই এখানে দেখলাম অনেকগুলো সিনেমা ধরে আছে এগুলো গাছের সবুজ পাতার সঙ্গে মিলে মিশেছিল। তারপরে এখানে হঠাৎ দেখতে পেলাম একটা ছোট্ট আমের চারা রয়েছে ‌ । আমি একটা ফটোগ্রাফি করছি এবং আমের চারার পাতাগুলো বেশ দেখতে কচি ছিল। এভাবে কিছু সুন্দর মুহূর্ত কাটালাম।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!