Field land is cultivated with tractors.

in blurt-188398 •  28 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241206_151031.jpg

IMG_20241206_151051.jpg

First of all, I also do agricultural work. Together with my father, they do the farming work in the field. So today when I remembered that I have to do a post about cultivating land in the field. I came out of the house after leaving as the Azan of Asr was called. It will be almost evening and in some time I will leave the house quickly for that. The sun was a little bit so it was very nice to go outside in the sun in the afternoon. Where I saw green grass ahead. And there is a big tractor vehicle with which the land is plowed.

প্রথম তো বলতে গেলে কৃষি কাজ আমিও করি । আমার বাবার সঙ্গে দুজন মিলে মাঠে চাষাদের কাজগুলো করে থাকে। তাই আজকে যখন আমার মনে পড়লো যে মাঠে জমি চাষ করার বিষয়টা নিয়ে একটা পোস্ট করতে হবে তাই। আমি বাড়ি থেকে বের হয়েছি বের হওয়ার পরে যেহেতু আসরের আজান করে গিয়েছে। প্রায় সন্ধ্যা লেগে যাবে কিছু সময়ের ভেতর তার জন্য আমি দ্রুত করে বাড়ি থেকে বের হয়ে । রোদ ছিল অল্প একটু তার জন্য অনেক ভালো লাগছিল রোদের ভিতর বাহিরে বিকেলবেলা বেড়াতে যেতে।আমি প্রথমত সামনে একটা রাস্তার পাশে একটি মাঠ বড় জায়গায় রয়েছে। যেখানে আমি দেখতে পেয়েছি সামনে সবুজ ঘাস । এবং একটি বড় ট্রাক্টর গাড়ি রয়েছে যেটা দিয়ে জমি চাষ করা হয়।

IMG_20241206_151101.jpg

IMG_20241206_151113.jpg

After entering this firm here. I saw a field in front of me. A land that has been watered after charging very nicely. And here is a tractor car and next to the car I saw green grass. The trees are looking very beautiful so I gave my mobile. I have photographed these grasses. And that afternoon moment was quite beautiful. Because I like to spend moments with nature. And the afternoon was very beautiful, which made me feel very comfortable in the factory with nature. And at that time in the afternoon the collar of the sky was a little light blue. And I could see the far side. A few trees were planted which I could see from a distance. So I photographed it with the green grass here.
এখানে এই ফার্মের ভিতর প্রবেশ করার পরেই । সামনে একটা মাঠ দেখতে পেয়েছিস এরকম মাঠে দেখতে পেলাম । যে জমিতে খুব সুন্দরভাবে চার্জ দেওয়ার পরে পানি দেওয়া হয়েছে। এবং এখানে একটা ট্রাক্টর গাড়ি রয়েছে এবং গাড়ির পাশেই দেখলাম সবুজ ঘাস হয়েছে। খুব সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো তাই আমি আমার মোবাইলটা দিয়ে । এই ঘাস গুলোর ফটোগ্রাফি করে নিয়েছি। এবং তখনকার বিকেল বেলার মুহূর্তটা বেশ সুন্দর ছিল । কারণ প্রকৃতির সঙ্গে আমার মুহূর্ত কাটাতে অনেক ভালো লাগে। এবং বিকেলটা খুব সুন্দর চমৎকার ছিল যার কারণে প্রকৃতির সঙ্গে কারখানাতে অনেক ভালো লাগছিল আমার নিজেরই। এবং সেই সময়টা বিকেল বেলা আকাশের কলার টা একটু হালকা নীল ছিল। এবং দূরের ওই পাশে দেখতে পেয়েছিলাম । কয়েকটা করার গাছ লাগানো রয়েছে যেটা আমি দূর থেকে চোখে দেখতে পেয়েছি। তাই এখানকার সবুজ ঘাসের সঙ্গে ওটা ফটোগ্রাফি করে নিয়েছি।

IMG_20241206_151137.jpg

IMG_20241206_151257.jpg

I got to see the inside of this firm here. The 7 to 8 bigha land has been searched. This type of cultivation is here to bless the harvest. And remember some vegetables on one side I went to see. Right in front and here water is being given through water pipes to this land so that the crops grow very nicely. Because vegetables should be watered regularly if they want to grow well here. Here in this land a farmer gave water here. Which I could see from standing there. Radish was cultivated here. And I saw it in many places. I have seen such vegetables being cultivated here. I have done photography in the moment of spending beautiful moments. Now I could see next to it was a big brick kiln where the hot sun was overhead and seemed to burn fiercely in the afternoon. At that time I took a photograph of the tide pool and the shadow of the sun.

এখানকার এই ফার্মের ভিতর দেখতে সামনে পেয়েছিলাম। যে ৭ থেকে ৮ বিঘা জমিটা ধরেই সার্চ করা হয়েছে । এই চাষ করার প্রকারে এখানে আশীর্বাদ করার জন্য ফসল ফলানোর জন্য । এবং কিছু শাকসবজি মনে রেখেছেন এক পাশে আমি দেখতে গিয়েছিলাম । সামনেই এবং এখানে পানির পাইপ দিয়ে পানি দেয়া হচ্ছে এই জমিতে যাতে ফসল গুলো খুব সুন্দর ভাবে উৎপন্ন হয়। কারণ সবজিগুলো এখানে সুন্দরভাবে ফলাতে হলে সবজিগুলোতে নিয়মিত পানি প্রদান করা উচিত তাই । এখানে এই জমিতে একজন কৃষক এখানে পানি দিয়েছেন। যেটা আমি দেখতে পেয়েছিলাম সেখানে দাঁড়িয়ে থেকে। এখানে চাষ করা হয়েছিল মুলা । এবং অনেক জায়গাতেই দেখলাম । এখানে এ ধরনের সবজিগুলো চাষ করছি আমি দেখতে পেয়েছি তাই। ফটোগ্রাফি করে নিয়েছি সুন্দর মুহূর্ত কাটানোর মুহূর্তের ভিতর। এখন পাশেই দেখতে পেয়েছিলাম বড় একটা ইটের ভাটা ছিল যেখানে উত্তপ্ত সূর্যটা যখন মাথার উপর ছিল প্রখর ভাবে রোধ দাগায় লাগছিল বিকেল বেলাতে। সেই সময়টাতে ভাটার পুল এবং সূর্যের একটা ফটোগ্রাফি করেছি শ্যাডো।

IMG_20241206_151503.jpg

IMG_20241206_151603.jpg

After spending time here. And my friend was with me. That's why I went to the river with a friend. After going to the river bank. Seeing the beauty of the beautiful river here, I myself was impressed. The reason is to be able to enjoy this environment here. I don't come here, so I'm going to make a nice comment today. Thinking of this, me and my friend both went on the boat along the river, we went on the boat and took a selfie together and then my friend said to me. After that I took some photographs of myself and then I went away and took some photographs of the friend standing on the boat. And I saw many boats floating in this river here. And I saw rice seedlings around. I was able to enjoy a very beautiful moment to see them. This afternoon with this environment. And here concludes my post today.

তারপর যখন এখানে সময় কাটানো হয়ে গেল । এবং সাথে আমার বন্ধুটা ছিল । সেই জন্য বন্ধুর সঙ্গে নৌকা অর্থাৎ নদীর পাড়ে গিয়েছি। নদীর পাড়ে যাবার পরে। এখানকার সুন্দর নদীর সৌন্দর্যটা দেখতে পেয়ে আমি নিজে মুগ্ধ হয়ে গিয়েছি। এখানকার এই পরিবেশটা উপভোগ করতে পেরে কারণ। এখানে আসা হয় না তাই আজকে যেহেতু সুন্দর একটা মন্তব্য করেই যায়। এটা ভেবে আমি এবং আমার বন্ধু দুজন মিলে নদীর পারে নৌকার উপর গেলাম নৌকার উপর গিয়ে আমরা দুজন মিলে সেলফি তুললাম এবং তারপরে আমার বন্ধু আমার কাছে বলল। যে আমার কিছু ফটোগ্রাফি করে দিতে তারপরে আমি দূরে গিয়ে বন্ধু নৌকার উপর দাঁড়িয়ে ছিল তার কিছু ফটোগ্রাফি করে দিয়েছি। এবং এখানকার এই নদীর ভিতর দেখলাম অনেকগুলো নৌকায় ভাসিয়ে রেখেছে। এবং চারপাশে দেখলাম ধানের চারা দিয়েছে । এগুলো দেখতে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পেরেছি ।এই পরিবেশের সঙ্গে থেকে আজকে বিকেলে। এবং এখানেই সমাপ্ত করছি আজকে আমার পোস্ট।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord