Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today in the afternoon, I was standing on the side of the road near my house. I was talking with one of my brothers for some time. At that time my friend Akash called me on his mobile phone and said. Gopgram talks about coming to travel in Badh Sukh Vilas. Then my friend said that I am bringing the motorcycle and it will take five to six minutes. I'm ready to come. Then I had a shop across the street for a while. I was sitting next to the shop waiting for my friend Akash to come. And after waiting for some time my friend came. After getting up from the roadside shop, I got on my friend's bike. Then I left for happiness. And there is a beautiful environment here. Because the place next to the river here looks more beautiful. It was in nature. And such a beautiful dam.
আজকে বিকেল বেলার সময়টাতে আমি আমার বাড়ির পাশের রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে ।কিছু সময় আমার এক ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম । সেই সময়টা আমার বন্ধু আকাশ আমার কাছে মোবাইলে কল দেয় কল দিয়ে বলেছে । গোপগ্রাম বাধ সুখ বিলাসে ঘুরতে আসার কথা বলে। তারপরে আমার বন্ধু বলল যে আমি মোটরসাইকেল নিয়ে আসছি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে। আমার আসতে রেডি হয়ে । তারপরে আমি কিছু সময়ের রাস্তার পাশে একটা দোকান ছিল। দোকানের পাশে বসে অপেক্ষা করছিলাম আমার বন্ধু আকাশ ।এর আসার অপেক্ষায়। এবং কিছু সময় অপেক্ষা করার পরে আমার বন্ধু চলে আসে আসার পরে। রাস্তার পাশ দোকান থেকে উঠে এসে বন্ধুর বাইকে উঠে পড়লাম ওঠার পরে । তারপরে রওনা দিয়ে দিলাম সুখ বিলাসে যাবার জন্য। এবং এখানকার সুন্দর একটা পরিবেশেই আছে । কারণ এখানকার নদীর পাড়ের পাশে জায়গাটা বেশি একটু চমৎকার দেখা যাচ্ছে। প্রকৃতির মাঝে ছিল । আর এরকম সুন্দর একটা বাঁধ ।
I entered the blissful luxury. In some time I And my friend went there and saw a beautiful natural environment. My friend and I were totally fascinated by the atmosphere here. And then after we both got down from outside. I was enjoying the whole environment by walking here. After that my friends and I were walking along the long dirt road along the side of the embankment. Moving forward and could see a beautiful environment surrounded by very beautiful trees. And on one side was the embankment of the river and on the other was the hall. A pond for which the beauty of this place was greatly increased. In the middle of this dirt road. And on the side of this dirt road. There was a broken seat which looked good with this environment then I sat there. And my friend gave me some beautiful pictures from this environment.
সুখ বিলাস এর ভিতরে প্রবেশ করলাম। কিছু সময়ের ভিতর আমি। এবং আমার বন্ধু সেখানে গিয়ে দেখলাম সুন্দর একটা মনোরম প্রাকৃতিক পরিবেশ। এখানকার এই পরিবেশটা দেখে আমি এবং আমার বন্ধু দুজন মিলে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি ।এবং তারপরে আমরা দুজন মিলে বাহির থেকে নামার পরে। এখানে হেঁটে হেটে পুরো পরিবেশটা নিজেরা উপভোগ করছিলাম। তার পরে আমি আমার বন্ধুরা যখন লম্বা রাস্তা মাটির রাস্তা ছিল বাঁধের পাশ দিয়ে সে পাশ দিয়ে আমরা দুজন হেঁটে যাচ্ছিলাম। সামনের দিকে এগিয়ে এবং সুন্দর একটা পরিবেশ দেখতে পারছিলাম চারপাশে খুব সুন্দর ভাবে গাছগাছালি লাগানো রয়েছে। এবং এক পাশের নদীর বাঁধ এবং অপর পাশে ছিল হল। একটা পুকুর যার জন্য এখানকার সৌন্দর্যটা খুব বেড়ে গিয়েছিল ।মাঝখানের এই মাটির রাস্তার। এবং এই মাটির রাস্তার পাশে ।একটা ভাঙ্গা বসার জায়গা ছিল যেটা ভালই লাগছিল এই পরিবেশের সঙ্গে তারপর আমি সেখানে বসলাম । এবং আমার বন্ধু আমাকে কিছু সুন্দর ছবি তুলে দিয়েছিল এই পরিবেশ থেকে।
There were some more beautiful surroundings in this place that there were some palm trees along the dirt road. It looked even more beautiful for the palm tree. I took some pictures standing next to this palm tree. Then here was the river as we came for a walk beside the river. We got to see inside the river. A boat and then I zoomed in with my mobile camera. By photographing the boat, someone's boat was far away from us. That's why I zoomed in and took the picture. And the atmosphere was very beautiful with mango trees and palm trees along this dirt road. Where me and my friend came to visit today which was a very good moment. Then after enjoying some time it was the turn of both of us to leave here. At that time we will go to the river bank. A boat went to the shore, my friend and I took a selfie on the boat and then it was dusk. Then I left for home again with my two friends. Then my friend went home. I got into a van and came home a little later in the evening. In this way, I walked around very nicely today with my friend.
এই জায়গাটাতে আরো কিছু সুন্দর পরিবেশ ছিল সেটা হল মাটির রাস্তার পাশে কয়েকটা খেজুর গাছ ছিল । খেজুর গাছের জন্য আরও বেশি সুন্দর লাগছিল ।এই খেজুর গাছের পাশে দাঁড়িয়ে আমি কিছু ছবি তুললাম। তারপরে এখানে নদী ছিল যেহেতু নদীর পাশে আমরা বেড়াতে এসেছি ।নদীর ভিতরে দেখতে পেয়েছিলাম । একটা নৌকা এবং তারপরে আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে জুম করে। নৌকার ফটোগ্রাফিটি করে কারো নৌকাটা আমাদের থেকে অনেকটা দূরে ছিল ।সেজন্য জুম করে ছবিটা তুলেছি। এবং এই মাটির রাস্তার পাশ দিয়ে আম গাছ খেজুর গাছ দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশটা গড়ে উঠেছিল ।যেখানে আমি এবং আমার বন্ধু আজকে বেড়াতে এসেছি যা অনেক ভালো একটা মুহূর্ত করতে পারলাম। তারপরে কিছু সময় উপভোগ করার পরে এখান থেকে বিদায় নেবার পালা হলো আমাদের দুজনের। আমরা চলে যাব সেই সময়টাতে নদীর পাড়ে। একটা নৌকা পারে গিয়ে দাঁড়িয়ে নৌকার উপর উঠে আমি এবং আমার বন্ধু একটা সেলফি উঠে ছিলাম তারপরে সন্ধ্যা লেগে যায়। তারপরে আমি আমার বন্ধু দুজন মিলে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তারপরে আমার বন্ধু বাড়ি চলে গেল। আমি একটা ভ্যানে করে উঠে বাড়ি চলে আসলাম সন্ধ্যার একটু পরে। এভাবে খুব সুন্দরভাবে আজকে ঘোরাঘুরিটা করলাম বন্ধুর সাথে।