I ate green tea and saw nature.

in blurt-188398 •  13 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

1000003811.jpg

Today at noon when I was at home. At that time I was craving for green tea. After some time I started reading story books. I read a book for an hour. Around 1:50. I had food from home. I went to the shop next to our house and went to the shop and ordered green tea from the shopkeeper. After talking to the shopkeeper. Makes the day in three to four minutes. But the shopkeeper gave the tea to me and I drank the tea and it was very good to eat. Because this green tea tea is very beneficial for the body. So I sometimes drink green tea whenever I want.

আজকে দুপুর বেলা যখন আমি বাড়ি ছিলাম ‌ । সেই সময়টা আমার গ্রিন টি চা খাওয়ার জন্য অনেক ইচ্ছা করছিল। তারপরে কিছু সময় আমি গল্পের বই পড়তে শুরু করলাম। এক ঘন্টা ধরে আমি বই পড়লাম ‌। ১:৫০ মিনিটের দিকে । আমি বাড়ি থেকে দিয়েছিলাম দিয়ে খাবার পরে । আমাদের বাড়ির পাশে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকানদারের কাছে গ্রিন টি চায়ের জন্য অর্ডার করলাম ‌। দোকানদার কাছে আমার কথা বলার পর। তিন থেকে চার মিনিটের ভিতরে দিনটি তৈরি করে ফেলে। তবে দোকানদার আমার কাছে চা টি দেয় ।এবং আমি চা পান করি খেতে অনেক ভালো লাগলো । কারণ এই গ্রিন টি চা শরীরের পক্ষে অনেক উপকারী। তাই আমি মাঝে মাঝে যখনই আমার ইচ্ছা করে তখন গ্রিন টি চা খাই।

1000003801.jpg

1000003809.jpg

At the time when I was going home after tea. I saw my elder brother and friends walking along the road towards the field inside the field and that time they called me when they saw me. And I heard their call and went with them and enjoyed a beautiful natural environment and saw there in the field. Farmers have cultivated many vegetables. The whole field is surrounded by greenery and the environment looks beautiful. I like to see such a beautiful environment.

চা খাওয়ার পরে যখন আমি বাড়ি চলে যাচ্ছিলাম সেই সময়টাতে। আমার বড় ভাই এবং বন্ধুরা দেখতে পেলাম রাস্তা দিয়ে হাটতে হাঁটতে মাঠের ভিতরে জমির দিকে যাচ্ছেন এবং সেই সময়টা আমাকে দেখে তারা ডাক দেয়। এবং আমি তাদের ডাক শুনে তাদের সঙ্গে যাই এবং সুন্দর একটা প্রকৃতির পরিবেশ উপভোগ করতে পারি গিয়ে এবং সেখানে মাঠের ভেতর দেখলাম। অনেক সবজি চাষ করেছেন কৃষক। পুরা মাঠটাই সবুজে ঘেরা বেশ সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা। এ ধরনের সুন্দর পরিবেশ দেখতে আমার কাছে খুব ভালো লাগে।

1000003803.jpg

And here the whole land is mainly cultivated radish and carrot green data vegetables etc. Different types of vegetables are being cultivated here and were passing through here. And I have photographed the place of this beautiful radish here. Here are the radishes on top of the vegetables. That's why there is a lot of dust on the side of the road. Not only vegetables are being cultivated in this field but also There is banana sugarcane cultivation. Different types of cultivation are being done here.

এবং এখানে পুরো জমিতে মূলত চাষ করা হচ্ছে মুলা এবং গাজর সবুজ ডাটা শাক ইত্যাদি । বিভিন্ন ধরনের শাকসবজি এখানে চাষ করা হচ্ছে এবং এখানে দিয়ে যাচ্ছিলাম। এবং এখানকার এই সুন্দর মুলার এদের জায়গাটার ফটোগ্রাফি করেছি । এখানে এই মূলার সবজির উপরে । অনেক ধুলাবালি লেগে আছে রাস্তার পাশে সেজন্য। এই মাঠের ভেতর শুধু শাক সবজি চাষ করা হচ্ছে না বরং। সেখানে কলা আখের চাষ। বিভিন্ন ধরনের চাষ করা হচ্ছে এখানে।

1000003805.jpg

1000003799.jpg

Next to this green field I found that there was a brick kiln. And the blessing of this brick kiln is coming out. Which I could see from standing on the edge of this vegetable field. Then I was standing there in the sun feeling a little annoyed. So I and all other friends and elder brothers took some rest. It was very nice to sit there next to a little shop. I took a photograph from there while the people were working. At that moment I saw a lot of people standing here working on brick kilns. I was able to enjoy a very good moment to come here.

এই সবুজ ক্ষেতের পাশেই দেখতে পেয়েছি যে একটি ইটের ভাটা ছিল। এবং এই ইটের ভাটার দোয়া বের হচ্ছে। যেটা আমি এই সবজির জমির পাচঁতে দাঁড়িয়ে থেকে দেখতে পেয়েছিলাম । তারপর সেখানে দাঁড়িয়ে থেকে রোদের ভিতর একটু বিরক্তিবোধ করছিলাম। সেজন্য আমি এবং অন্য সকল বন্ধু এবং বড় ভাইদের সঙ্গে একটু বিশ্রাম করলাম। সেখানে একটু দোকানের পাশে বসে অনেক ভালো লাগছিল । সেখানে থেকে একটা ফটোগ্রাফি করলাম বাটার পাশের লোকজন যখন কাজ করছিল। সেই মুহূর্তটাতে দেখলাম অনেক লোকজন এখানে দাঁড়িয়ে ইটের ভাটার কাজ করছেন। অনেক ভালো একটা মুহূর্ত উপভোগ করতে পেরেছি এখানে আসতে পেরে।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by abiga554

!r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord