Enjoy the nature of flower photography.

in blurt-188398 •  last month 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241108_152714-01.jpeg

Any flower always appeals to me. So today when I went out for a walk. I was inside the pond when you left again later that night. From a distance, the blue musk flower is blooming. When a tree blooms, from afar it looks beautiful. To see then when you can go to this flower then you can enjoy a very good beauty which I am enjoying today by going to this flower. I took a photograph of this flower because it was very beautiful looking blue. And the surrounding environment was very green nature.

যেকোনো ফুল সবসময় আমার কাছে ভালো লাগে। তাই আজকে যখন আমি একটু হাঁটতে বের হয়েছিল ‌‌। তোর আবার পরে রাতে যে যাবার সময় পুকুরের ভিতরে ছিলাম। দূর থেকে ওই নীল রঙের কস্তুরি ফুলটা খুব ফুটে উঠেছে। যখন একটি গাছে ফুল ফুটে দূর থেকে এটা সৌন্দর্য বড়ই ভালো লাগে । দেখতে তারপর যখন এই ফুলের কাছে যাওয়া যায় তখন অনেক ভালো একটা সৌন্দর্য নিজে উপভোগ করা যায় যেটা আজকে আমি উপভোগ করছি এই ফুলের কাছে গিয়ে । এই ফুলটা খুব সুন্দর দেখতে নীল ছিল তার জন্য এই ফুলের একটি ফটোগ্রাফি করে নিয়েছি। এবং চারপাশের পরিবেশটা বেশ সবুজ প্রকৃতি ছিল।

IMG_20241108_135326_HDR.jpg

IMG_20241108_135616_HDR.jpg

After enjoying the atmosphere of the flowers here, I continued walking from here on the dusty dirt road. After looking for a long time along the way, I found a beautiful place. Where there are many acacia trees in a whole place. And together will be filled with plants that look green. Works great for long lines. I have done photography at this place to see. The people who walked past me were going about their own busy work. I made a photograph with all that beauty. Especially to me. The nature of this rural environment looks a little more beautiful so come here today for a walk. View this beautiful flower photography and Acacia tree. After some time, I saw that there is a nice big area, Vataar has built a new tin house next to this house.

ফুলের এখানকার পরিবেশটা উপভোগ করা শেষে তারপর আমি এখান থেকে হাটাহাটি করতে করতে ধুলোর মাটির রাস্তা দিয়ে চলতে থাকি। পথ দিয়ে দীর্ঘ অনেক সময় দেখি চলতে চলতে একটা সুন্দর একটা জায়গা পেয়েছি। যেখানে পুরো একটা জায়গায় অনেকগুলো বাবলা গাছ রয়েছে। এবং একসাথে ভর্তি হবে লাগানো রয়েছে যার জন্য সবুজ লাগছে দেখতে । লম্বা লাইন এর জন্য কাজগুলো খুব ভালো লাগছে । দেখতে তাই এখানকার জায়গায় ফটোগ্রাফি করেছি । আমার সামনে দিয়ে যারা মানুষেরা হেঁটে হেঁটে তাদের নিজস্ব ব্যস্ততম কাজে যাচ্ছিল । সেই সুন্দর সব মিলিয়ে নিয়ে একটা ফটো গ্রাফি করেছি। বিশেষ করে আমার কাছে। এই গ্রাম্য পরিবেশের প্রকৃতি গুলো একটু বেশি সুন্দর লাগে তাই এখানে আজকে হাঁটতে আসা । সুন্দর এই ফুলের ফটোগ্রাফি এবং বাবলা গাছ দেখা। কিছু সময় যেতেই দেখেছি যে এখানে সুন্দর একটা বড় এরিয়া ভাটার আছে এই বাড়ির পাশে নতুন একটা টিনের ঘর তৈরি করেছে এটাও দেখলাম।

IMG_20241108_135619_HDR.jpg

IMG_20241108_135623_HDR.jpg

Whenever I came to this place I saw. There are many places around. Here a new waterworks has been completed. For this, the whole place is completely empty. The sunlight was very hot at this time. But many people were moving here. And here the livers of those who are starting the new business of butter were at work. Place after place I saw as I walked along this side. And I was having a good time enjoying the beautiful environment here. There I saw that in a high place for cutting wood. A machine is made.

যখনই আমি এই জায়গাটাতে এসেছি দেখেছি । যে চারপাশে অনেক জায়গা পড়ে রয়েছে । এখানে নতুন একটা ভাটার কাজ সম্পূর্ণ হয়েছে । এটার জন্য এখানে পুরো জায়গাটা একেবারে ফাঁকা রয়েছে ‌ । সূর্যের আলোটা অনেক উত্তপ্ত ছিল এই সময়ে। তবে এখানে অনেক মানুষও চলাচল করছিল ‌ । এবং এখানে যারা বাটার নতুন কাজটা শুরু করছে তাদের লিভার এখানে কাজ ছিল। জায়গায় জায়গায় আমি দেখতে পেয়েছি যখন আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এবং এখানকার সুন্দর পরিবেশটা নিজে উপভোগ করে ভালো একটা মুহূর্ত কাটাচ্ছিলাম। সেখানেই দেখেছি যে একটা উঁচু জায়গাতে কাঠ ফারার জন্য । একটা মেশিন তৈরি করে রেখেছে।

IMG_20241108_135933_HDR.jpg

IMG_20241108_151919.jpg

IMG_20241108_153112.jpg

In this hot sunny field, there were a few mill workers. However, in some of the beautiful pictures I took, this place was getting a lot of sun. Then I took a photograph of the wash out shaft during the brick firing. Which was too big to look at. Being here, the hot light of the sun is reflected from the water. The place is very green. I am finishing my photography here today.

এই উত্তপ্ত রোদের মাঠের ভিতর ফাঁকা কয়েকজন ভাটার কাজ করার মানুষজন ছিল। তবে আমার তোলা কিছু সুন্দর ছবির মাঝেই দেখা যাচ্ছে এই জায়গাটাই অনেক রোদ পরছিল। তারপরে আমি ইট পোড়ানোর সময় ধোয়া বের হবার খাম্বাটার একটা ফটোগ্রাফি করেছি। যেটি অনেক বড় ছিল দেখতে। এখানে থাকায় রোদের উত্তপ্ত রোশনি প্রতিফলিত আছে পানির উপর থেকে। জায়গাটার খুব সুন্দর সবুজ শ্যামল। আমার করা ফটোগ্রাফি আজকের দিন এখানেই শেষ করছি।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!