Spending beautiful moments in the lemon garden.

in blurt-188398 •  15 days ago 

Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.

IMG_20241127_143950.jpg

IMG_20241127_143959.jpg

It has been seven to eight days and the house is being worked on for some time. It has not been a long time since he went to the courtyard of the house. Since many work for him today. After I finished I left my house to spend some time. After leaving I went to the lemon garden next to my house where I have planted some trees. These trees have started to catch lemons and some trees that I have seen. Lemon flowers have started to bloom. Every time I saw the flowers of this lemon tree I was totally fascinated because they looked so beautiful and the flowers smelled so light.

সাত থেকে আট দিন হয়ে গিয়েছে বাড়িতে কিছু সময় কাজ করা হচ্ছে। তার জন্য বাড়ির আঙিনায় যাওয়াটা হয়নি অনেকদিন ‌ । তার জন্য আজকে যেহেতু অনেকগুলো কাজ করে। আমার শেষ হয়ে গিয়েছে তার পরে আমি কিছু সময় কাটানোর জন্য আমি আমার বাড়ি থেকে বের হলাম। বের হবার পরে আমি আমার বাড়ির পাশের লেবুর বাগানে গিয়েছি যেখানে আমার লাগানো কয়েকটি গাছ আছে । এগুলো গাছে এখন লেবু ধরতে শুরু করেছে আবার কতেক গাছে যে দেখেছি ।লেবুর ফুল ফুটতে শুরু করেছে। যখনই আমি এই লেবু গাছের ফুলগুলো দেখেছি এক্কেবারে মুগ্ধ হয়ে গিয়েছে কারণ এগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং হালকা একটু সুগন্ধি আসছিল এই ফুল থেকে।

IMG_20241127_144013.jpg

IMG_20241127_144022.jpg

IMG_20241127_144029.jpg

Then whenever the fragrance came to my nose. At that time I approached this flower. I went to the flower and took out my mobile from my pocket. I photographed this beautiful lemon blossom. The lemon blossoms were really beautiful to look at. Because the flower petals were white on one side and pink color on the other side. And at this time the sunlight falling on the flower looked too bright for it. These lemon leaves were especially refreshing. I went to the other side of the lemon garden and stood inside the lemon tree and saw a beautiful vine blossoming on it, the flowers were white. And at this time, I was seeing a grasshopper rising next to me. I took the photography after seeing this scene here. I saw it on a tree branch. A small lemon and the leaves were yellow, I also captured this on camera.

তারপর সুগন্ধি যখনই আমার নাকে এসেছিল। সেই সময়টাতে আমি এই ফুলের কাছে গেলাম। ফুলের কাছে গিয়ে আমি আমার মোবাইলটা পকেটের ভেতর থেকে বের করে। এই সুন্দর লেবুর ফুলের ফটোগ্রাফি করেছি লেবুর ফুলগুলো দেখতে আসলেই অনেক চমৎকার ছিল। কারণ ফুলের পাপড়ি গুলো এক পাশে ছিল সাদা এবং অন্য জায়গায় ছিল পিঙ্ক কালার। এবং এই সময়টাতে ফুলের উপর রোদের আলো পড়ছিল তার জন্য অনেক উজ্জ্বল দেখা যাচ্ছিল। এই লেবুর পাতাগুলো বিশেষ করে অনেক সতেজ মনে হচ্ছিল। লেবুর বাগানের অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে এবং লেবু গাছের ভিতরে দেখলাম একটা সুন্দর লতাপাতারের গাছ এ ফুল ফুটেছে সেগুলোর ফুলগুলো সাদা ছিল। এবং এই সময়টাতে আবার পাশেই দেখছিলাম একটা ফড়িং উঠছিল। এখানকার এই দৃশ্যটা দেখে আমি ফটোগ্রাফি করেছি। একটি গাছের ডালে দেখেছিলাম । একটি ছোট্ট লেবু এবং পাতাগুলো হলুদ ছিল এটিও ক্যামেরাবন্দি করলাম।

IMG_20241127_144046.jpg

IMG_20241127_144102.jpg

IMG_20241127_144116.jpg

When I came to this lemon tree garden in my yard, I saw many lemons on the branches and flowers blooming in other places. The lemons were very big. And a lemon when I went to pick it up to take home. At that time I got a little pain from a lemon tree thorn in my hand. Then I went home after picking up a lemon and enjoying the beautiful moment here.

আমার বাড়ির আঙিনার এই লেবু গাছের বাগানে এসে আমি দেখেছি ডালগুলোতে অনেকগুলো লেবু ধরেছে আবার অন্য জায়গায় ফুল ফুটেছে এটা দেখে আমি বেশ অবাক হয়েছি কারণ দীর্ঘদিন পরে এসে অনেক খুশি হয়ে গিয়েছি লেবুগুলো গাছে দেখতে পেয়ে। লেবুগুলো অনেকটা বড়ই হয়ে গিয়েছিল । এবং একটি লেবু যখন আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তুলতে গিয়েছিলাম । সেই সময়টাতে আমার হাতে একটু লেবু গাছের কাঁটা লেগে একটু ব্যথা পেয়েছিলাম। তারপরে একটা লেবু উঠিয়ে নিয়ে এখানকার সুন্দর মুহূর্ত উপভোগ করার পরে আমি বাড়ি চলে যাই।

THANK YOU FOR READING MY POST 🥰
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE BLURT!
Sort Order:  
  ·  15 days ago  ·  

আপনার blurt এর পাওয়ার গুলো ফেলে না রেখে আমাদের ডেলিগেশন একাউন্টে ডেলিগেশন করতে পারেন। এটা করলে আমাদের সকলের জন্যই অনেক বেশি ভালো হবে।

আমাদের ডেলিগেশন একাউন্ট এর নাম @blurtspace

প্রত্যেক সপ্তাহে আপনার ডেলিগেশন অনুসারে রিওয়ার্ড আপনার একাউন্টে পৌঁছে যাবে।

  ·  15 days ago  ·  

Ok sir .

  ·  15 days ago  ·  

আপনার পোস্ট পড়ে অনেক মজা পাইলাম। এবং আপনার ছবিগুলো অনেক সুন্দর। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট করার জন্য

  ·  15 days ago  ·  

Thank you for reading my post.

  ·  15 days ago  ·  

Welcome bro