Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
It's around 3:30 in the afternoon today. While I was sitting at home I was spending some time playing mobile games. After that when I saw outside. A friend of mine came and called me after calling. Then I went out of the house. First I put on a winter dress because it was very windy outside. And I wore it because it must be very cold outside. Out of the house within two to two minutes. I went to the road and was spending some time with my friend. Because my friend is going to Dhaka today to give an interview. So I was there at the moment of sending him off. Then an Easybike actually picked up my friend. And then the friend leaves. Then I was on the road. Again I was returning home when I saw it on the road. Two boys are going home by riding a small bicycle and I take photos of them. the
আজকে বিকেল প্লাস সাড়ে তিনটার দিকে । আমি যখন বাড়িতে বসে ছিলাম কিছু সময় মোবাইলে গেম খেলা মুহূর্ত কাটাচ্ছিলাম ।রে তার পরে যখন বাহিরে দেখি। আমার একজন বন্ধু এসে আমাকে ডাক দিল ডাক দেয়ার পরে ।তারপরে আমি বাড়ি থেকে বের হবার জন্য ।প্রথমত আমি একটা শীতের পোশাক পরিধান করে নিয়েছি কারণ প্রচন্ড বাহিরে বাতাস হচ্ছে । এবং বাইরে খুব শীত লাগবে বলে আমি এটা পরিধান করে নিয়েছি। দুই থেকে দুই মিনিটের ভিতর বাড়ি থেকে বের হয়ে । রাস্তার দিকে গেলাম বন্ধুর সঙ্গে কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম। কারণ আমার বন্ধু আজকে ঢাকায় চলে যাচ্ছে একটা ইন্টারভিউ দিতে। তাই তাকে বিদায় দেওয়ার মুহূর্তটাতে আমি সেখানে ছিলাম । তারপর একটা ইজিবাইক আসলে আমার বন্ধুকে উঠিয়ে দিয়ে। এবং তারপর বন্ধু চলে যায় । তারপরে আমি রাস্তা দিয়ে ।আবার বাড়ির দিকে ফিরছিলাম ঠিক সেই সময়টাতে রাস্তা দিয়ে দেখলাম। দুইজন ছেলে ছোট সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে ফটোগ্রাফি করে নিই তাদেরকে।
By afternoon, after finishing here like this. I went home and went home. Took the bag to buy vegetables and then got on an easy bike and left for the market as some vegetables were to be bought. After 5 minutes I reached the market and bought some nice vegetables. After shopping, I got back in a van and came home. Then wash your hands and face and go back to the room in the evening. Calling my younger sister, I studied for some time and wrote ABCD. I taught for some time ie I studied for half an hour.
বিকেলের মধ্যে তো এখানে এভাবেই শেষ করা হয়ে যাবার পরে। বাড়ি গেলাম বাড়ি গিয়ে। সবজি কেনার জন্য ব্যাগ নিয়েছে এবং তারপরে একটা ইজি বাইকে উঠে বাজারের রওনা দিয়েছে কারণ কিছু শাক-সবজি কিনতে হবে। ৫ মিনিট পর আমি বাজার পেয়ে যাই বাজারে এসে কিছু সুন্দরভাবে শাকসবজি কিনে নিয়েছে। কেনাকাটার পরে তারপরে আবার একটা ভ্যানে করে উঠে বাড়ি চলে আসলাম । তারপর হাত-মুখ ধুয়ে ফিরে সরে যাবার পরে সন্ধ্যায় রুমে গিয়ে। ছোট বোনকে ডাক দিয়ে কিছু সময় পড়াশোনা করলাম এবিসিডি লিখিয়েছি । পড়িয়েছি কিছু সময় অর্থাৎ আধা ঘন্টা সময় পড়াশোনা করেছি।
I did my younger sister's education. Again later around 6:30 I had a meal. After eating and drinking, I rested for some time. Spent some time watching video on mobile then saw. When I saw that it was 6:45, I left the house. Badminton For Playing Badminton Badminton is my favorite sport to play in winter. Three minutes away from our house is the school ground for playing badminton. I saw that many people have started playing badminton. I put on the lights and then played with them. Then I used her mobile to photograph them playing. I took a selfie myself, this is how I spent the moments today.
আমার ছোট বোনের পড়াশোনা করিয়েছি। আবার পরে সাড়ে ছয়টার দিকে আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে কিছু সময় বিশ্রাম নিয়েছি । মোবাইলে কিছু সময় মোবাইলে ভিডিও দেখে কাটিয়েছি তারপরে দেখলাম । যখন দেখলাম ছয়টা ৪৫ বাজে সে সময়টা আমি বাড়ি থেকে বের হয়ে রওনা দিলাম। ব্যাডমিন্টন খেলার উদ্দেশ্যে ব্যাডমিন্টন শীতের মধ্যে আমার খেলা খুব প্রিয় খেলা ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন খেলার জন্য আমাদের বাড়ি থেকে একটু দূরে তিন মিনিটের পথ স্কুল মাঠে । দেখলাম অনেকে ব্যাডমিন্টন খেলা শুরু করে দিয়েছে । লাইট লাগিয়ে তারপরে তাদের সঙ্গে খেলা করলাম। তারপরে আমি ওর মোবাইল দিয়ে তাদের খেলার মুহূর্তে ফটোগ্রাফি করলাম। নিজে সেলফি উঠলাম এভাবেই কাটালাম মুহূর্তগুলো আজকের দিনে।