Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today at noon when I go to take a bath. At that time my father suddenly asked me to go inside the field to have a look at our wheat field. Then I took the towel from the balcony to keep my father's word. Then out. Through this sun, I went inside the ground and kept walking. It felt so good to walk into this field then after walking into the field. I got to see our wheat field and sat there for some time to see. And standing next to the wheat field, I saw some birds eating the wheat grains. After chasing away the birds, I got up from there. After getting up, it is going towards the river bank. Because I finished my work here in the wheat field then I went to the river. I went there and saw that there was a big building by the river. Near the building I saw. There are some beautiful flowers. When I went to the side of the flower tree, I saw a flower with white petals that looked very small. It looked very nice when it came close. This is a flower with white petals so I took the white petals with my phone camera. I have done flower photography. It was so beautiful to photograph it.
আজকে দুপুর বেলার সময়টাতে আমি যখন গোসল করতে যাব । সেই সময়টাতে আমার বাবা আমাকে হঠাৎ করে বলে যে মাঠের ভিতর আমাদের গমের জমিটাতে একটু দেখতে যেতে। তারপরে আমি বাবার কথাটা রাখতে তারপরে আমি বারান্দা থেকে গামছাটা নিলাম। তারপরে বাইরে। এই রোদের ভিতর করে আমি মাটির ভিতরে গেলাম যেতে থাকলাম হাটাহাটি করলাম। অনেক ভালো লাগছিল এই মাঠের ভিতরে যেতে তারপরে মাঠের ভিতরে যাবার পরে। আমাদের গমের জমিটা দেখতে পেয়েছি দেখতে পারবা সেখানে কিছু সময় বসে থেকেছি । এবং গমের জমির পাশে দাঁড়িয়ে থেকে আমি এখানে কিছু পাখি গমের দানাগুলো খেয়ে যাচ্ছিল। পাখি গুলোকে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দেওয়ার পরে সেখান থেকে উঠলাম । ওঠার পরে দ্রুত করে নদীর ধারের দিকে যাচ্ছে । কারণ এখানে গমের জমিতে আমার কাজ করা শেষ তারপরে আমি নদীর ধারে গেলাম। গিয়েই সেখানে দেখতে পেলাম নদীর ধারে বড় একটা বিল্ডিং ছিল। যে বিল্ডিং এর কাছে দেখলাম। কয়েকটা সুন্দর ফুলদাস হয়ে আছে । সেই ফুল গাছের পাশে গিয়ে আমি একটা সাদা পাপড়িওয়ালা ফুল দেখতে থেকে দেখতে খুব ছোট দেখা ছিল। কাছে আসার পরে খুব সুন্দর দেখাচ্ছিল। এই সাদা পাপড়িওয়ালা ফুলটি তাই আমি আমার ফোনের ক্যামেরাটা দিয়ে সাদা পাপড়ি । ফুলের ফটোগ্রাফি করেছি । তা দেখতে খুব সুন্দর ছিল তার জন্য ফটোগ্রাফি করা।
Whenever I came to the bank of the river and enjoyed some beautiful moments with this flower, I saw a small shop in front of me making a house out of bricks. Which had a lot of work left to do. And then I saw the work of plastering the new floor here. The work here was done on one side when it was dry. Climbed on this dry and then went inside this room. I went and saw that a big shop was built here inside this river. It's done in a piller. And for which the entire river environment can be seen very clearly through the inner door of this shop. So I took a photograph of this door. Then went to stand next to this door and enjoy the beautiful scenery of the river here. I could then see this river. The surroundings looked very green. And found it in places. Some people are working and have given rice seedlings for it to be a green environment. In some parts of the river. Then I went to see this store house on the other side. Here the leaves of the banana tree were very green and fresh. For which the beauty of the environment here increased. So I have taken the photography of this place which I have presented in the above picture.
নদীর পাড়ে যখনই আমি এসে পড়েছিলাম এই ফুলের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার পরবর্তীতে আমি সামনে পাশে দেখলাম ছোট্ট একটা দোকান ঘর তৈরি করছে ইট দিয়ে। যেটার কাজগুলো অনেকটা বাকি ছিল। এবং তারপরে দেখলাম এখানে নতুন করে ফ্লোর প্লাস্টার করার কাজ করছে ।এখানে কাজ করা যখন এক পাশে হয়ে গেছে শুকনা ছিল । এই শুকনার উপর উঠে গিয়ে তারপরে এই ঘরের ভিতরে গেলাম। গিয়ে দেখলাম যে এখানে এই নদীর ভিতরেই একটা বড় দোকান ঘর তৈরি করে। ফেলেছে পিলার করে । এবং যার জন্য এই দোকান ঘরের ভিতরের দরজা দিয়ে পুরো নদীর পরিবেশটা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তাই আমি এই দরজার একটা ফটোগ্রাফি করেছি। তারপরে এই দরজার পাশে গিয়ে দাঁড়ালাম এবং এখানকার নদীর সুন্দর পরিবেশটা উপভোগ করতে। পারলাম তারপরে দেখলাম এই নদীর। চারপাশটা বেশ সবুজ লাগছিল। এবং জায়গায় জায়গায় দেখতে পেয়েছি। কিছু মানুষ কাজ করছে ধানের চারা দিয়েছে তার জন্য সবুজ পরিবেশ হয়ে আছে। নদীর কোন জায়গা গুলোতে। তারপরে অপর পাশে এই দোকান ঘরের পাশে দেখতে গিয়েছিলাম। এখানে কলার গাছের পাতাগুলো দেখতে খুব সুন্দর সবুজ সতেজ ছিল। যার জন্য এখানকার পরিবেশের সৌন্দর্য টা বাড়িয়ে দিয়েছিল । তাই এখানকার এই জায়গার ফটোগ্রাফি করে নিয়েছি যেটা আমি উপরের ছবি তো উপস্থাপন করেছি।
Today I came to chase the birds in the wheat field. Being able to come here and enjoy the moment of beautiful nature. Actually I am very happy because such moments are being spent now. Very less busy so come today and enjoy this moment. The day will be remembered very well. For whom I took a selfie of myself and then went and stood by the river here. After taking out the mobile camera, I zoomed in and photographed the environment of the distant tide. I could see the steam coming out of the tide from a distance. In fact, they are seen only in rural areas. For which I am very glad to be here today. This wata is a beautiful sight to see from a distance. Then the environment is enjoyed. Then I returned home within ten minutes after returning home. I took a nice bath and after taking a bath I ate and drank. After spending some time reading story books, I went to play in the field in the afternoon. This is how I spent today well. Through the means of enjoying the beautiful natural environment.
আজকে আমি গমের জমিতে পাখি তাড়াতে এসেছি । এখানে আসতে পেরে এবং সুন্দর প্রকৃতির মুহূর্তটা ভোগ করতে পেরে। আসলে আমি অনেক আনন্দিত কারণ এই ধরনের মুহূর্ত এখন কাটানো হচ্ছে । খুবই কম ব্যস্ততার জন্য তাই আজকে এসে এই মুহূর্তটা উপভোগ করতে পেরে। অনেক ভালো লাগলো স্মৃতি হয়ে থাকবে দিনটা। কার জন্য আমি আমার নিজের জন্য একটা সেলফি উঠলাম এবং তারপরে এখানকার নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থেকে। মোবাইলের ক্যামেরা টার বের করার পরে জুম করে দূরের ওই ভাটার পরিবেশের ফটোগ্রাফি করছিলাম । দেখলাম ভাটার ধোয়া বের হচ্ছে দূর থেকে আমি দেখতে পেয়েছিলাম। আসলে এগুলো গ্রাম অঞ্চলের শুধুমাত্র দেখা যায়। যার জন্য আমি আজকে এখানে আসতে পেরে অনেক আনন্দিত হয়েছি। এই ভাটা সুন্দর দৃশ্য দেখতে দূর থেকে। তারপর পরিবেশটা যখন উপভোগ করা হয়ে যায় । তারপরে আমি দশ মিনিটের ভিতর বাড়ি ফিরে আসি বাড়ি ফিরে আসার পরে। সুন্দরভাবে গোসল করলাম গোসল করার পরে খাওয়া-দাওয়া করলাম খাওয়া-দাওয়া করে। কিছু সময় গল্পের বই পড়ে কাটানোর পরে বিকেলবেলা মাঠে গিয়ে খেলাধুলা করলাম। এভাবেই আজকের দিনটা ভালোভাবে কাটালাম। সুন্দর প্রকৃতির পরিবেশ উপভোগ মাধ্যম দিয়ে।
Some awesome photographs you have shared. there ar all the Photographs are wonderful.