Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
Today around noon I took a quick shower after showering. After that I had food and drink. After eating and drinking. I watched videos on YouTube with my mobile for some time. It will be a little more than half an hour. After such time I spent watching videos. I wanted to go outside and spend some beautiful moments in the sun, so I left the house. After getting out. I continued walking along the road to go to our Eidgah field. As I watch my friends play sports or watch it on the field. Then I went to the Eidgaon field and saw that there was no one and it was completely empty.
And then I went inside the field and saw the masons working on the construction of the Eidga field wall. For five to six minutes, I saw the work of masons in the Eidga field. After seeing the work, he saw the beautiful green environment in the field. I was a bit surprised then. As soon as I went inside the field, I saw that very beautiful mustard flowers are blooming on the ground. Mustard flowers in this beautiful moment of the afternoon. It looks very beautiful. Then I take my mobile and read with mood. I took a photograph of this mustard flower.
আজকে দুপুর বেলার সময়টাতে আমি খুব তাড়াতাড়ি করে গোসল করেছি গোসল করার পরে। তারপরে আমি খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়া করার পরে। আমি আমার মোবাইলটা নিয়ে কিছু সময় ইউটিউবে ভিডিও দেখলাম । প্রায় আধা ঘন্টা তার একটু বেশি হবে । এরকম সময় আমি ভিডিও দেখে কাটানোর পরে তারপরে। ইচ্ছা হল যে বাইরে একটু রোদের ভিতর গিয়ে সুন্দর একটু মুহূর্ত কাটাতে তাই বাড়ি থেকে বের হলাম । বের হবার পরেই। রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম আমাদের ঈদগাহ মাঠের দিকে যাবার উদ্দেশ্যে। যেহেতু দেখব আমার বন্ধুরা খেলাধুলা করছে নাকি মাঠে এটা দেখার জন্য। তারপর ঈদগাঁ মাঠে গিয়ে দেখলাম কেউ নেই পুরোপুরি ফাঁকা ।
এবং তারপরে মাঠের ভিতরে গিয়ে দেখি ঈদগা মাঠের প্রাচীরের তৈরীর কাজ করছে মিস্ত্রীরা। পাঁচ থেকে ছয় মিনিট আমি ঈদগা মাঠের মিস্ত্রিদের কাজ দেখলাম । কাজ দেখার পরে মাঠের ভেতর সুন্দর সবুজ পরিবেশ দেখে। আমি একটু অবাক হয়ে যাই তারপরে। মাঠের ভিতরে যেতেই দেখেছি যে খুব সুন্দরভাবে জমিতে সরিষার ফুল ফুটে আছে । বিকেলের এই সুন্দর মুহূর্তটাতে সরিষা ফুল। দেখতে খুব সুন্দর লাগছে । তারপরে আমি আমার মোবাইলটা নিয়ে প্রো মুড দিয়ে। এই সরিষা ফুলের একটা ফটোগ্রাফি করে নিয়েছি।
At the time of photography while standing next to the land. I saw a big boy with a hat on his head. And that boy wearing Punjabi was walking by a field. I saw a bag in his hand. And this scene here looked quite beautiful. To see, I have taken photographs of the time when this boy left here with his mobile phone. Then take a mustard flower from the ground and keep it next to the sun. I took a light sado photography. Then standing under the open blue sky. I took a selfie with my mobile camera. Then I turned my eyes to the mustard flower blooming inside the ground and saw a grasshopper sitting on a mustard flower petal. The sight of the grasshopper sitting on the flower was quite beautiful.
জমির পাশে দাঁড়িয়ে থেকে ফটোগ্রাফি করার সময়টাতে । আমি দেখতে পেয়েছিলাম যে একজন বড় একজন ছেলে মাথায় টুপি। এবং গায়ে পাঞ্জাবি পরিধান করা সেই ছেলেটি একটা জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল । তার হাতে একটি ব্যাগ ছিল আমি দেখতে পেয়েছি । এবং এখানকার এই দৃশ্যটা বেশ সুন্দর লাগছিল । দেখতে তাই মোবাইল দিয়ে এখানকার এই ছেলে যাওয়ার সময়টা তো ফটোগ্রাফি করে রেখেছি। তারপরে জমি থেকে একটি সরিষার ফুল হাতে নিয়ে সূর্য বরাবর রেখে । একটা হালকা স্যাডো ফটোগ্রাফি করে নিয়েছি। তারপরে খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে থেকে । আমি আমার মোবাইলের ক্যামেরা দিয়ে সেলফি উঠলাম। তারপরে জমির ভিতরে ফুটে থাকা সরিষা ফুলের দিকে আমার চোখ পরলে দেখলাম একটা সরিষা ফুলের পাপড়ির উপর দেখলাম একটা ফড়িং বসে আছে। ফড়িং ফুলের উপর বসে আছে দৃশ্যটা বেশ চমৎকার দেখাচ্ছিল।
Since leaving home. All in all, I am having a great time. As after enjoying some beautiful views next to the field of mustard flowers. When I left for home. At that time the sunlight was very bright and the sun was about to set. It was sometime before dusk. This is the photography I took. Suddenly, I saw a bird sitting on a perch on the bamboo in the bamboo garden. That was pretty cool to see. Then I came and photographed it in the moment. After some time, I zoomed in and photographed the sun with the camera on my mobile phone. Here I end the special moments spent in my life today.
বাড়ি থেকে বের হবার পর থেকে । সকল ক্ষেত্রে খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। যেহেতু সরিষা ফুলের জমির পাশে কিছু সুন্দর মত উপভোগ করার পরে। বাড়ি যাবার উদ্দেশ্যে যখন আমি রওনা দিলাম ।সেই সময়টাতে সূর্যের আলোটা খুব প্রখর ছিল সূর্যটা ডুবে যাবে ।এইরকম সময়টা হয়ে এসেছিল সন্ধ্যার কিছু সময় আগে ছিল ।এটা যা ফটোগ্রাফি করেছি আমি। হঠাৎ করেই আমি দেখতে পেয়েছিলাম ।যে বাঁশ বাগানের বাঁশের উপরে একটি পাখি বাসের উপর বসে আছে। যেটা দেখতে বেশ চমৎকার ছিল । তারপর এসে মুহূর্তটাতে এটির ফটোগ্রাফি করলাম । ইতিমধ্যে কিছু সময় পর আমি আমার মোবাইলে ক্যামেরাটা দিয়ে । সূর্যের দিকে ক্যামেরাটা রেখে জুম করে সূর্যের ফটোগ্রাফি করেছি । এখানেই শেষ করলাম আজকে আমার জীবনে কাটানো বিশেষ কিছু মুহূর্তগুলো।