Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
The day was Wednesday and today was going to be a great day. Looking at the atmosphere, it seemed that we all planned for him. Today we will go for a walk on the banks of Padma river. I heard There is now a very beautiful environment created by the water which was very nice to see. And after we heard that, we all planned together. We are all willing to travel together instead of making plans. And everyone was saying that it would be done very soon. Then we all together from the side of the house. I rented a van and after renting the van I went out and got ready. When he was already ready, everyone came together. We boarded the van and left for the Padma River via Bahadurpur. It took a little more than an hour to reach the banks of the Padma river as it was about 15 km from our house which could be a little more than that.
দিনটি ছিল বুধবার এবং আজকের এই দিনটা খুব ভালো লাগবে। পরিবেশটা দেখে মনে হল তার জন্য আমরা সবাই মিলে প্লান করলাম। যে আজকে আমরা পদ্মা নদীর তীরে ঘুরতে যাব । শুনেছি । সেখানে নাকি এখন পানি সুখে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যা দেখতে অনেক ভালো লাগছিল। এবং আমাদের এটা শুনতে পেয়ে তারপরে আমরা সবাই মিলে প্ল্যান করলাম। ঘুরতে যাব তারপরে প্লান করতে না করতে আমরা সবাই মিলে যেতে ইচ্ছুক । এবং সবাইকে খুব তাড়াতাড়ি করে যাবে বলে বলছিল। তারপর আমরা সবাই মিলে বাড়ির পাশ থেকে। একটা ভ্যান ভাড়া করেছি ভ্যান ভাড়া করার পরে বেরিয়ে পড়লাম রেডি হয়ে। ইতিমধ্যেই তাকে যখন রেডি হয়ে সবাই মিলে চলে আসলো। আমরা ভ্যানে চড়ে রওনা দিয়ে দিলাম সেই বাহাদুরপুর হয়ে পদ্মা নদীর তীরে যাওয়ার জন্য। পদ্মা নদীর তীরে যেতে বিরা এক ঘন্টা তার একটু বেশি সময় লেগেছিল কারণ আমাদের বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার তার থেকে একটু বেশি হতে পারে।
Then when we reached the bank of Padma river there were few houses. Where we rented a van, Islam left the van next to their house under them. After leaving the van. We all started walking together to see the bank of Padma river then after walking for about 20 minutes when. I could see the river bank. When viewed from a distance, only white is visible when viewed from the front. After moving on, we reached the banks of the Padma river and found the dry well there. Only better and better all around. When I was standing there in the sand all white then. My other elder brothers had a lot of fun with them. At that time, while I was here, I said to my elder brother. That I'll hand scoop up the sand then capture a few quick snaps. Then the picture shown here is taken by me through that elder brother. I like it again. Spend some beautiful moments from inside this white sand.
তারপর পদ্মা নদীর পাড়ে যখন আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে কয়েকটা বাড়ি ছিল । যেখানে আমরা ভাড়া করে ভ্যান নিয়ে ইসলাম সেই ভ্যানটা তাদের বাড়ির পাশে রেখে দিয়ে এসেছে তাদের আন্ডারে। ভ্যান রেখে দেওয়ার পরে। আমরা সবাই মিলে হাঁটাহাঁটি শুরু করে দিলাম পদ্মা নদীর পাড় দেখতে যাওয়ার জন্য তারপরে প্রায় 20 মিনিট মত হাঁটাহাঁটি করার পর যখন। নদীর পাড়টা দেখতে পেয়েছিলাম। দূর থেকে দেখতে পাওয়ার পর শুধুমাত্র সাদা দেখা যাচ্ছে সামনের দিকটাতে তাকিয়ে থাকলে। এগিয়ে যেতে থাকার পরে তারপরে আমরা পদ্মা নদীর পাড়ে পৌঁছে গিয়েই সেখানে শুকনা ভালো দেখতে পেয়েছি। চারদিকে শুধু ভালো আর ভালো। একদম সাদা তারপর সেখানে বালুর ভিতরে যখন আমি দাঁড়িয়ে ছিলাম । আমার অন্যান্য বড় ভাই ছিল তাদের সঙ্গে অনেক আনন্দ। সেই সময়টাতে আমি এখানে থাকা অবস্থাতে আমি আমার বড় ভাইয়ের কাছে বললাম । যে আমি হাত দিয়ে বালি উঠিয়ে দিব তারপরে সুন্দরভাবে কয়েকটা দ্রুত ক্যাপচার করতে। তারপরে এখানে যে ছবিটি দেখা যাচ্ছে এই ছবিটা আমি সেই বড় ভাইয়ের মাধ্যম দিয়ে তুলে নিয়েছি। আবার অনেক ভালো লেগেছে । এই সাদা বালুর ভিতর থেকে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে।
When we were moving forward for some time. From within this Padma river we could then see as we went. There is a large green space in front where the car is located in a beautiful environment. There are small grasses in the sand of the top of the Padma river. As we moved a little further we found another beautiful place where there was one. A dry tree fell into the river at some point. For which now the hair is dry. How many of us went together and stood there. I put the camera on the stand and took a group photo with the timer. But I like this place very much for having this dry tree here.
আমরা যখন কিছু সময় সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই পদ্মা নদীর ভিতর থেকে তারপরে আমরা যেতে যেতে দেখতে পেয়েছিলাম। সামনে একটা বড় সবুজ জায়গা যেখানে কার জায়গাটা অনেক সুন্দর জায়গার চমৎকার পরিবেশে এখানে আছে। ছোট ছোট ঘাস রয়েছে এই পদ্মা নদীর চূড়ার বালিতে । আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে দেখে কে পেয়েছি আরেকটি সুন্দর একটা জায়গা যেখানে ছিল। একটি শুকনা গাছ গাছ যেই কোন এক সময় ভেঙে এসে এই নদীর মাঝে পড়েছে। যার জন্য এখন বালের মাঝে শুকিয়ে পড়ে রয়েছে। আমরা যে কয়জন মিলে গিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে থেকে । ক্যামেরা স্ট্যান্ডে দিয়ে রেখে টাইমার করে একটা গ্রুপ ফটো তুলেছি। তবে আমার কাছে এই জায়গাটা খুব ভালো লেগেছে এখানে এই শুকনা গাছ থাকার জন্য।
Then many times when we came to visit. In this Padma river. And when the time comes for us to go home. That time they left for home just in time for the sun to set. And sometime during that time we had an uncle. Who is a very funny man. He took the towel from me and stood like superman in this sand. I photographed them. And the atmosphere here was good enough that I realized when I visited here. Then we all left for home in the afternoon. Hope you all like my travel post today.
তারপরে অনেক সময় যখন আমরা ঘুরতে এসেছি। এই পদ্মা নদীতে। এবং আমাদের বাড়ি যাওয়ার সময় টা যখন ঘনিয়ে আসবে। সেই সময়টা ওরা বাড়ির দিকে রওনা দিয়ে দিছিলাম ঠিক সেই সময়টাতে যখন সূর্যটা ডুবে যাবে। আর কিছু সময়ের মধ্যে সেই সময়টাতে আমাদের মাঝে একজন আঙ্কেল ছিল। যিনি খুব ফানি একজন মানুষ। তিনি আমার কাছ থেকে গামছাটা নিয়ে সুপারম্যান এর মত দাঁড়িয়ে পড়লো এই বালির ভিতর। আমি তাদের ফটোগ্রাফি করে দিয়েছি । এবং এখানকার পরিবেশ যথেষ্ট ভালো ছিল যা আমি এখানে ঘুরতে এসে বুঝতে পারলাম। তারপরে আমরা সবাই মিলে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বিকেল। আশা করছি আজকে আমার ঘুরতে যাওয়ার পোস্ট আপনাদের সকলের কাছেই ভালো লাগবে।